Posts

প্রাইমারি টেট পরীক্ষার শিশু মনস্তত্ত্ব বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর।

Image
Child Development & Pedagogy For PRIMARY TET. Picture collected from- Google প্রাইমারি টেট পরীক্ষার শিশু মনস্তত্ত্ব বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। ১) পরীক্ষার সময় একটি বিষয় মনে পরল না কিন্তু পরীক্ষা শেষ হওয়ার পর মনে পড়ল এটিকে শিক্ষণতত্ত্বে কী বলা হয়? উঃ রির্ট্রিভ্যাল থিওরি। ২) অন্তর্মুখী ও বর্হিমুখী মানসিকতার প্রবক্তা কে? উঃ ইয়ুং। ৩) গেস্টাল থিওরি অফ লার্নিং এর অপর নাম কী? উঃ ইনসাইট থিওরি। ৪) ব্যক্তিত্বের ব্যক্তিকেন্দ্রিক মনস্তত্ত্বের কথা কে বলেছেন? উঃ অ্যাডলার। ৫) সেমি মোটর স্টেজ কত বছর বয়স বলা হয়? উঃ ০-২ বছর। ৬) একজন শিক্ষার্থী পরীক্ষায় বারবার অকৃতকার্য হয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের দোষারোপ করে, একে কি বলা হয়? উঃ রাশানালাইজেশন। ৭) প্রতিবন্ধকতা-আইন 'পার্সন্স উইথ ডিসেবিলিটি অ্যাক্ট' কত সালে পাশ হয়? উঃ ১৯৯৫ সালে। ৮) ব্যক্তিত্বের এস. আর. লার্নিং থিওরি এর  অন্য নাম কী? উঃ রিইনফোর্সমেন্ট। ৯) মিশ্র মনোবিদ্যার জনক কে? উঃ রুশো। ১০) নিউ রিডাকশন থিওরির প্রবক্তা কে? উঃ হল/হাল ১১) উত্তম অভিযোজন এর কয়টি শর্ত আছে? উঃ ৮ টি। ১২) সামেটিভ ইভ্যালুয়েশন কখন নেওয়া হয়? উঃ কোর্সের...

বামাবোধিনী পত্রিকা থেকে উনিশ শতকের নারী সমাজ সম্পর্কে কী জানা যায়? মাধ্যমিক-২০২১ ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন।

Image
  বিষয়ঃ ইতিহাস  *  শ্রেণিঃ দশম দ্বিতীয় অধ্যায়ঃ সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা। বামাবোধিনী পত্রিকা অক্ষয়কুমার দত্ত প্রশ্নঃ বামাবোধিনী পত্রিকা থেকে উনিশ শতকের নারী সমাজ সম্পর্কে কী জানা যায়?                          ঊনিশ শতকে বাংলা ভাষায় প্রকাশিত যেসব সাময়িকপত্রে তৎকালীন সমাজের প্রতিফলন ঘটেছে সেগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল “ বামাবোধিনী পত্রিকা ” নামে মাসিক পত্রিকাটি। এই পত্রিকায় ধর্ম, নীতিবিজ্ঞান, ইতিহাস, গৃহচিকিৎসা, শিশুপালন, স্ত্রী-শিক্ষা প্রভৃতি বিষয়ে বিভিন্ন প্রবন্ধ রচনা মাধ্যমে নারী সমাজের উন্নয়নের কথা তুলে ধরা হতো। প্রকাশক ও প্রকাশকালঃ   ১৮৬৩ সালের  আগস্ট মাসে উমেশচন্দ্র দত্ত মহাশয় প্রথম বামাবোধিনী পত্রিকা প্রকাশ করেন।এটি ছিল একটি মাসিক বাংলা পত্রিকা। শিক্ষার দাবিঃ নারী সমাজে শিক্ষার প্রয়োজন ছিল তা উনিশ শতকে এই পত্রিকার মাধ্যমে তুলে ধরা হলো। নারী সুশিক্ষিত হলে সে অনায়াসে সুগৃহিনী বা সুমাতা রূপে পরিণত হতে পারে। বামাবোধিনী পত্রিকার মধ্য দিয়ে নারীদের শিক্ষার দাবিকে আরো জোরালো করে ত...

নবম শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায়- ফরাসি বিপ্লবের কয়েকটি দিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর।

Image
শ্রেণি-নবম * বিষয়- ইতিহাস প্রথম অধ্যায়- ফরাসি বিপ্লবের কয়েকটি দিক। ১ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। ১) ফ্রেঞ্চ রেভোলিউশন গ্রন্থটি কার লেখা? উঃ থমাস কার্লের লেখা। ২) কোন রাজাকে প্রজাপতি রাজা বলা হত? উঃ পঞ্চদশ লুই। ৩) আর্থিক সঙ্কট দূর করার জন্য রাজা ষোড়শ লুই কাদের অর্থমন্ত্রী নিয়োগ করেন? উঃ তুর্গো, নেকার, ক্যালোন এবং ব্রিয়াঁ। ৪) প্রাক্-বিপ্লব ফ্রান্সের প্রচলিত কয়েকটি করের নাম লেখো। উঃ তেইলি(রাজাকে প্রদেয় কর), টাইথ(চার্চকে প্রদেয় কর) ক্যাপিটেশন (উৎপাদনভিত্তিক আয়কর), ভিটিংয়েমে(সম্পত্তি কর), গ্যাবেলা (লবণ কর), পেয়াজ (পথঘাট ব্যবহারের কর), এইদস(তামাক জাতীয় দ্রব্যের কর)। ৫) ফ্রান্সের অর্থনীতিকে 'ভ্রান্ত অর্থনীতির জাদুঘর' কে বলেছেন? উঃ অ্যাডাম স্মিথ। ৬) ওয়েলথ অফ নেশন গ্রন্থটি কার লেখা? উঃ অ্যাডাম স্মিথ। ৭) ফ্রান্সে বাধ্যতামূলক শ্রম দান কে কি বলা হত? উঃ করভি। ৮) লৎ এৎ ভেন্ডি কী? উঃ ফরাসি বিপ্লবের পুর্বে ফ্রান্সে প্রচলিত সম্পত্তি হস্তান্তরজনিত কর। ৯) অর্থলোলুপ নেকড়ে কাদের বলা হয়? উঃ ফ্রান্সের রাজস্ব আদায়কারী কর্মচারী ইনটেনডেন্টদের সাধারণ জনগণ অর্থলোলুপ নেকড়ে বলত। ১০) ...

নীল বিদ্রোহের কারণ, ফলাফল, গুরুত্ব ও বৈশিষ্ট্য গুলি আলোচনা করো।

Image
© ABHISEK DUTTA Posted & Written by- Abhisek Dutta( Assistant Teacher) বিষয়ঃ ইতিহাস * শ্রেণিঃ দশম অধ্যায়ঃ তৃতীয়- প্রতিরোধ ও বিদ্রোহঃ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। প্রশ্নঃ নীল বিদ্রোহের কারণ, ফলাফল, গুরুত্ব ও বৈশিষ্ট্য গুলি আলোচনা করো। [Marks-08]   [নীল বিদ্রোহ (1859-60 খ্রিঃ)]  নীল চাষ ছিল ভারতের একটি প্রাচীনতম চাষ। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে ক্ষমতা বিস্তার করতে শুরু করলে ব্রিটিশ বণিকরা বাংলার বিভিন্ন অঞ্চলে নীল চাষ শুরু করে। পরিবর্তিত পরিস্থিতিতে নীলকর সাহেবদের সীমাহীন লোভ, শোষণ ও নির্মম অত্যাচারের বিরুদ্ধে নীল চাষিরা বিষ্ণুচরন বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস এর নেতৃত্বে নীল বিদ্রোহ(1859-60 খ্রিঃ) ঘোষণা করে। নদীয়া জেলার চৌগাছা গ্রামে এই বিদ্রোহ শুরু হয় এবং ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, পাবনা, যশোহর রাজশাহী ময়মনসিংহ প্রভৃতি অঞ্চলে। নীল বিদ্রোহের বিভিন্ন স্থান * নীল বিদ্রোহের কারণঃ বাংলায় নীল বিদ্রোহের কারণগুলি হল- i) দাদন প্রথাঃ নীলকররা চাষীদের নীল চাষের জন্য অগ্রিম টাকা দিত। এই অগ্রিম টাকাকেই দাদন বলা হয়। চাষিরা অসুবিধায় পড়ে দাদন নিত। ...

ভাদু উৎসব ও ভাদু গানের ইতিহাস।

Image
ভাদু উৎসব ও ভাদু গানের ইতিহাস। শিল্পাঞ্চল ও শহরের বিভিন্ন গ্যারেজ কলকারখানা ছাড়িয়েও গ্রামেও আজ জাঁকজমকভাবে পালিত হচ্ছে বিশ্বকর্মা পুজো। আকাশের ঘুড়ি মাইকে বিভিন্ন গান খাওয়া-দাওয়া দেখতেই আমরা অভ্যস্ত। কিন্তু রাঢ় বাংলায় বিশেষত পুরুলিয়া, বাঁকুড়া বীরভূম বিভিন্ন গ্রামে ভাদ্র সংক্রান্তিতে পালিত হয় ভাদু উৎসব । বর্তমানে বিশ্বায়নের যুগে সামাজিক মাধ্যমে ভাদু উৎসব সেই অর্থে জায়গা করতেই পারেনি। এই ভাদু উৎসব ও ভাদু গানের ইতিহাস লোককথার আকর্ষণীয় গল্পে মোড়া।  লোককথা প্রেক্ষাপটঃ বর্তমান পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার পঞ্চকোট রাজ পরিবারের রাজা নীলমণি সিং দেও এর তৃতীয় কন্যা ভদ্রাবতীর বিবাহের দিন বিবাহ করতে আসা পাত্র  সহ বরযাত্রীগন ডাকাতদলের দ্বারা খুন হলে ভদ্রাবতী হবু স্বামীর চিতার আগুনে প্রাণ বিসর্জন দেন। এই কাহিনী 1985 খিষ্টাব্দে পশ্চিমবঙ্গ সরকারের ওয়েস্ট বেঙ্গল ডিসট্রিক গেজেটিয়ার পুরুলিয়া গ্রন্থে প্রকাশিত হয়। প্রিয় কন্যাকে স্মরণীয় রাখতে রাজা নীলমণি ভাদু গানের প্রচলন করেন। যদিও রাজার তিন পত্নী ও দশ পুত্রের উল্লেখ থাকলেও কোন কন্যা সন্তানের উল্লেখ নেই রাজ পরিবারের বংশ তালিক...

পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণ অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সপ্তম শ্রেণি পরিবেশ ও বিজ্ঞান বিষয়।

Image
  পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণ। অধ্যায়-সপ্তম * বিষয়-পরিবেশ ও বিজ্ঞান * শ্রেণি-সপ্তম। ১) আবহাওয়া কাকে বলে? উঃ কোন একটি নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ের সর্বদা পরিবর্তনশীল, গতিময় বায়ুমণ্ডলীয় অবস্থানকে আবহাওয়া বলে। ২) জলবায়ু কাকে বলে? উঃ কোন বিস্তীর্ণ অঞ্চল জুড়ে নির্দিষ্ট সময়ের আবহাওয়ার গড় অবস্থানকে জলবায়ু বলা হয়। জলবায়ু  প্রকৃতিতে স্থায়ী হয় এবং সাধারণত তেমন কোনো পরিবর্তন ঘটে না। ৩) গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন কাকে বলে? বিশ্ব উষ্ণায়নের ফলাফলগুলি লেখো। উঃ বিশ্ব উষ্ণায়নঃ বায়ুমন্ডলের পুরু গ্যাসীয় পদার্থের স্তর ভেদ করে বিকিরিত তাপ মহাকাশে ফিরে যেতে না পেরে ভূপৃষ্ঠে আবদ্ধ হয় এবং এর ফলে সমস্ত পৃথিবীতে যে ক্রমবর্ধমান তাপমাত্রা যুক্ত অবস্থা তৈরি হয় তাকে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং বলে। বিশ্ব উষ্ণায়নের ফলাফলঃ  ক) হিমবাহ ও মেরু প্রদেশের বরফ গলে সমুদ্রের জলতলের উচ্চতা বৃদ্ধি পাবে ফলে সমুদ্র উপকূলবর্তী দেশ ও অঞ্চলগুলি জলের নিচে ডুবে যাবে। খ) বরফগলা জলে পুষ্ট নদীগুলি ধীরে ধীরে শুকিয়ে যাবে। গ) বায়ুমণ্ডলীয় চাপের পরিবর্তনের ফলে বিভি...

সংস্কারঃ বৈশিষ্ট্য ও পর্যালোচনা অধ্যায়ের ২ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর মাধ্যমিক

Image
সংস্কারঃ বৈশিষ্ট্য ও পর্যালোচনা। দ্বিতীয় অধ্যায় * শ্রেণি-দশম বিষয়-ইতিহাস। ২  নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। মাধ্যমিক উচ্চমাধ্যমিক প্রতিযোগিতামূলক পরীক্ষা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পাওয়ার জন্য ব্লগটি ফলো করুন। ২ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরঃ ১) গ্রামবার্ত্তা প্রকাশিকা কেন ব্যতিক্রমী পত্রিকা ছিল? উঃ হরিনাথ মজুমদার বা ' কাঙাল হরিনাথ'  দ্বারা প্রকাশিত ও সম্পাদিত গ্রামবার্ত্তা প্রকাশিকা ছিল একটি ব্যতিক্রমী পত্রিকা। কারণ- ক) এই পত্রিকাটি ছিল গ্রামীণ সংবাদপত্রের জনক। খ) তৎকালীন সময়ে সমস্ত পত্রপত্রিকা কলকাতা থেকে প্রকাশিত হতো। ওইসব পত্রপত্রিকায় শহরের শিক্ষিত মধ্যবিত্ত  সম্প্রদায়ের চিন্তাধারা প্রতিফলন দেখা যেত। কিন্তু গ্রামবার্ত্তা প্রকাশিকা সর্বপ্রথম গ্রাম থেকে প্রকাশিত হয়েছিল। গ) এই পত্রিকায় প্রান্তিক অঞ্চলের মানুষদের দুঃখ-দুর্দশা, নীলকরদের অত্যাচার, শোষণের কথা তুলে ধরা হতো।           প্রচলিত পত্রিকাগুলোর মত গতানুগতিক সংবাদ প্রকাশ না করে সম্পূর্ণ ভিন্ন সংবাদ গ্রামের মানুষদের কথা প্রকাশ করত এই কারণেই গ্রামবার্ত্তা প্রকাশিকা একটি ব্যতিক্র...