Posts

Showing posts with the label WBCHSE History Class-XII

উচ্চ মাধ্যমিক ইতিহাস বিষয়ের পঞ্চম অধ্যায়ঃ ঔপনিবেশিক ভারতের শাসন গুরুত্বপূর্ণ MCQ ও SAQ

Image
  উচ্চ মাধ্যমিক ইতিহাস বিষয়ের পঞ্চম অধ্যায়ঃ ঔপনিবেশিক ভারতের শাসন গুরুত্বপূর্ণ MCQ ও SAQ Posted By- Abhisek Dutta Thank you for visiting my blog পঞ্চম অধ্যায়ঃ ঔপনিবেশিক ভারতের শাসন।   শ্রেণি-দ্বাদশ * বিষয়-ইতিহাস 1. কোন আইন দ্বারা ভারত সচিব ও ভাইসরয় পদের সৃষ্টি হয়? উঃ 1858 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের দ্বারা। 2. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় বসেছিল? উঃ বোম্বাইতে। 3. 1909 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন কি নামে পরিচিত? উঃ মর্লে মিন্টো সংস্কার আইন। 1909 খ্রিস্টাব্দে এটি প্রবর্তিত হয়। 4. 1909 খ্রিস্টাব্দে ভারতের ভাইসরয় কে ছিলেন? উঃ লর্ড মিন্টো। 5. পৃথক নির্বাচনের নীতি প্রবর্তিত হয় কোন আইনের দ্বারা? উঃ 1909 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন দ্বারা। 6. কেন্দ্রের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠনের কথা বলা হয় কোন আইনের দ্বারা? উঃ মন্টেগু-চেমসফোর্ড আইনের দ্বারা। 7. ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদের প্রথম ভারতীয় সদস্য কে ছিলেন? উঃ সত্যেন্দ্রপ্রসন্ন সিংহ। 8. কোন আইনের দ্বারা ভারতে একটি যুক্তরাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় 1935 খ্রিস্টাব্দের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট দ্বারা। 9. গ

উচ্চ মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায়ঃ সাম্রাজ্যবাদী আধিপত্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া।

Image
  উচ্চ মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায়ঃ সাম্রাজ্যবাদী আধিপত্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া। Posted By- Abhisek Dutta Thank You for Visiting my Blog.    গুরুত্বপূর্ণ MCQ & SAQ  1. কোন পত্রিকায় সর্বপ্রথম বাঙালি মধ্যবিত্তদের কথা বলা হয়? উঃ বঙ্গদূত। 2. কে কবে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন? উঃ বড়লাট ওয়ারেন হেস্টিং এর উদ্যোগে 1781 খ্রিস্টাব্দে আরবি ফারসি ভাষা, ইসলামিক আইন কানুন ইত্যাদি বিষয়ে শিক্ষাদানের উদ্দেশ্যে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। 3. কে কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? উঃ স্যার উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। 4. কে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন? উঃ লর্ড ওয়েলেসলি। 5. প্রথম বাংলা সংবাদপত্রের নাম কী ছিলে? উঃ সমাচার দর্পণ। 6. জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন এর বর্তমান নাম কী? উঃ স্কটিশ চার্চ কলেজ। 7. পটলডাঙ্গা একাডেমির বর্তমান নাম কী? উঃ হেয়ার স্কুল। 8. হিন্দু কলেজের বর্তমান নাম কী? উঃ প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। 9. হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়  উঃ 1817 খ্রিস্টাব্দে। 10. কমিটি অফ পাবলিক ইন্সট্রাকশনের সভাপতি কে ছিলেন? উঃ টমাস ব্যা

উচ্চ মাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায়ঃ ঔপনিবেশিক কর্তৃত্বের প্রকৃতি: প্রথাগত ও প্রথা বহির্ভূত সাম্রাজ্য।

Image
Posted by-   ABHISEK DUTTA Thank you for visiting my Blog.  Class-XII  * Sub-History তৃতীয় অধ্যায়ঃ ঔপনিবেশিক কর্তৃত্বের প্রকৃতি: প্রথাগত ও প্রথা বহির্ভূত সাম্রাজ্য। MCQ ও SAQ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। প্রতিটি প্রশ্নের পূর্ণমান 1 1. বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? উঃ মুর্শিদকুলি খাঁ। 2. কবে স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠা হয়? উঃ 1724 খ্রিস্টাব্দে। 3. কে স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠা করেন? উঃ নিজাম-উল-মুলুক। 4. ভারতের কোন রাজ্যে ইংরেজরা প্রথম রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করেন? উঃ বাংলাতে। 5. কত খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম দুর্গ স্থাপন করা হয়েছিল? উঃ ইংরেজরা, কলকাতায় 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম দুর্গ স্থাপন করে। 6. দস্তক কথার অর্থ কী? উঃ বাণিজ্যিক ছাড়পত্র। 7. কবে ও কাদের মধ্যে আলিনগরের সন্ধি হয়? উঃ ইংরেজদের সঙ্গে বাংলার নবাব সিরাজউদ্দৌলার 1757 খ্রিস্টাব্দে 9ই ফেব্রুয়ারি। 8. পলাশীর যুদ্ধের সময় ইংরেজ সেনাবাহিনীর সেনানায়ক কে ছিলেন?  উঃ রবার্ট ক্লাইভ। 9. বিদারার যুদ্ধ কবে ও কাদের মধ্যে হয়? উঃ 1759 খ্রিস্টাব্দে ইংরেজদের সঙ্গে ওলন্দাজদের হয়েছিল। এই যুদ্ধে ওলন্

উচ্চ মাধ্যমিক-2023 ইতিহাস সাজেশন

Image
 উচ্চ মাধ্যমিক-2023 ইতিহাস সাজেশন                 Posted by -Abhisek Dutta                                 বিভাগ-ক প্রথম অধ্যায়ঃ অতীত স্মরণ। 1. পেশাদারী ইতিহাস কাকে বলে? পেশাদারি ও অপেশাদারী ইতিহাসের পার্থক্য লেখ। আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি আলোচনা করো। 2+4+2 2. অতীতকে স্মরণ করার ক্ষেত্রে/ মানুষের ধারণাকে রূপদান করতে কিংবদন্তি, মিথ ও লিজেন্ড এর ভূমিকা আলোচনা করো।/ মৌখিক ঐতিহ্যের গুরুত্ব আলোচনা করো। দ্বিতীয় অধ্যায়ঃ ঊনবিংশ ও বিংশ শতকে ঔপনিবেশিকতাবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার। 1. উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন-লেনিন তত্ত্ব আলোচনা করো।*** 2. উপনিবেশবাদ বলতে কী বোঝো? সাম্রাজ্যবাদের সঙ্গে উপনিবেশবাদের সম্পর্ক নির্ধারণ করো। অতিরিক্তঃ • সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো? সাম্রাজ্যবাদের উদ্ভবের কারণগুলি লেখ। • উপনিবেশিক রাষ্ট্রগুলিতে জাতিগত ব্যবধানে প্রভাব লেখ। তৃতীয় অধ্যায়ঃ ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি: নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য। 1. নানকিং ও তিয়েনসিনের সন্ধির মূল শর্তগুলি আলোচনা কর।/ চীনের উপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও।*** 2. ভারতের অবশিল্পায়নের কারণ ও ফলাফল আলোচন

উচ্চ মাধ্যমিকের ঊনবিংশ শতকের উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ সংস্থাপন অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

Image
Posted by- Abhisek Dutta                    Assistant Teacher © ABHISEK DUTTA Picture Collected from- Google Thank You for Visiting Blog. ঊনবিংশ শতকের উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ সংস্থাপন। অধ্যায়-দ্বিতীয় * শ্রেণী-দ্বাদশ *  বিষয়-ইতিহাস। 1) জন কার্টিয়ার কে ছিলেন? উঃ ফরাসি নাবিক। 2) 'ব্ল্যাক গোল্ড' কী? উঃ পোর্তুগিজরা গোলমরিচ কে ব্ল্যাক গোল্ড বলতো। 3) অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কোন মহাদেশকে বলা হয়? উঃ আফ্রিকা। 4) আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন কারা করেছিল? উঃ পোর্তুগিজ। 5) ভাস্কো দা গামা ভারতের কোন বন্দরে প্রথম আসেন? উঃ 1498 খ্রিস্টাব্দে ভারতের পশ্চিম উপকূলের কালিকট বন্দরে। ভাস্কো ডাগামা  6) ভারতের কোন রাজ্যে প্রথম ইংরেজরা রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে? উঃ বাংলা। 7) ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে কার কাছ থেকে দস্তক লাভ করে? উঃ 1717 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ফারুখশিয়ার কাছ থেকে। 8) কোন সময় কালকে ভৌগোলিক আবিষ্কারের যুগ বলা হয়? উঃ খ্রীষ্টীয় পঞ্চদশ শতকে। 9) কে আমেরিকা মহাদেশ আবিষ্কার করেন? উঃ ক্রিস্টোফার কলম্বাস 1492 খ্রিস্টাব্দে। ক্রিস্টোফার কলম্বাস 11) কার নাম অনুসারে আমেরিকা মহাদেশের