উচ্চ মাধ্যমিক ইতিহাস বিষয়ের পঞ্চম অধ্যায়ঃ ঔপনিবেশিক ভারতের শাসন গুরুত্বপূর্ণ MCQ ও SAQ

 উচ্চ মাধ্যমিক ইতিহাস বিষয়ের পঞ্চম অধ্যায়ঃ ঔপনিবেশিক ভারতের শাসন গুরুত্বপূর্ণ MCQ ও SAQ

Posted By- Abhisek Dutta

Thank you for visiting my blog



পঞ্চম অধ্যায়ঃ ঔপনিবেশিক ভারতের শাসন।
 শ্রেণি-দ্বাদশ * বিষয়-ইতিহাস

1. কোন আইন দ্বারা ভারত সচিব ও ভাইসরয় পদের সৃষ্টি হয়?
উঃ 1858 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের দ্বারা।
2. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় বসেছিল?
উঃ বোম্বাইতে।
3. 1909 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন কি নামে পরিচিত?
উঃ মর্লে মিন্টো সংস্কার আইন। 1909 খ্রিস্টাব্দে এটি প্রবর্তিত হয়।
4. 1909 খ্রিস্টাব্দে ভারতের ভাইসরয় কে ছিলেন?
উঃ লর্ড মিন্টো।
5. পৃথক নির্বাচনের নীতি প্রবর্তিত হয় কোন আইনের দ্বারা?
উঃ 1909 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন দ্বারা।
6. কেন্দ্রের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠনের কথা বলা হয় কোন আইনের দ্বারা?
উঃ মন্টেগু-চেমসফোর্ড আইনের দ্বারা।
7. ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদের প্রথম ভারতীয় সদস্য কে ছিলেন?
উঃ সত্যেন্দ্রপ্রসন্ন সিংহ।
8. কোন আইনের দ্বারা ভারতে একটি যুক্তরাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় 1935 খ্রিস্টাব্দের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট দ্বারা।
9. গান্ধীজীর খেদা সত্যাগ্রহ আন্দোলন কবে সংঘটিত হয়েছিল?
উঃ 1918 খ্রিস্টাব্দে।
10.  রাওলাট কমিশনের অপর নাম কী?
উঃ সিডিশন কমিশন।
11. কবে রাওলাট আইন পাস হয়?
উঃ 1919 খ্রিস্টাব্দে।
12. জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে কে 'কাইজার ই হিন্দ' উপাধি ত্যাগ করেছিলেন?
উঃ গান্ধীজি।
13. জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে কে নাইট উপাধি ত্যাগ করেছিলেন?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
14. জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের তদন্তের জন্য কোন কমিশন গঠিত হয়?
উঃ হান্টার কমিশন।
15. ভারতে কমিউনিস্ট পার্টি কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ 1925 খ্রিস্টাব্দে।
16. ভারতের প্রথম মে দিবস কবে পালিত হয়?
উঃ 1923 খ্রিস্টাব্দে।
17. কবে মিরাট ষড়যন্ত্র মামলা হয়েছিল?
উঃ 1929 খ্রিস্টাব্দে।
18. ভারত শ্রমজীবী পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উঃ শশীপদ ব্যানার্জী।
19. নিউ ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উঃ অ্যানি বেসান্ত।
20. কবে ভারতের কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ হয়েছিল?
উঃ 1934 খ্রিস্টাব্দে।
21. দ্বিজাতিতত্ত্ব এর প্রবক্তা কে ছিলেন?
উঃ সৈয়দ আহমেদ খান।
22. কে 1905 খ্রিস্টাব্দে সিমলা দৌত্যের উদ্যোগ নিয়েছিলেন?
উঃ আগা খান।
23. সিমলা দৌত্যের সময় বড়লাট কে ছিলেন?
উঃ লর্ড মিন্টো।
24. কবে ও কোথায় অল ইন্ডিয়া মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়?
উঃ 1906 খ্রিস্টাব্দে ঢাকায়।
25. মুসলিম লীগের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উঃ সলিমউল্লাহ।
26. কবে লখনউ চুক্তি সম্পাদিত হয়?
উঃ 1916 খ্রিস্টাব্দে।
27. কবে সাইমন কমিশন ভারতে এসেছিল?
উঃ 1927 খ্রিস্টাব্দে।
28.সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে প্রবর্তন করেন?
উঃ রামসে ম্যাকডোনাল্ড।
29. পুনা চুক্তি কবে স্বাক্ষরিত হয় ও কাদের মধ্যে?
উঃ 1932 খ্রিস্টাব্দে গান্ধীজী ও আম্বেদকার এর মধ্যে।
30. মুসলিম লীগের কোন অধিবেশনে পৃথক পাকিস্তানের দাবি তোলা হয়?
উঃ লাহোর অধিবেশনে 1940 খ্রিস্টাব্দে।
31. Now or Never শীর্ষক পত্রিকাটি কার লেখা?
উঃ চৌধুরী রহমত আলী।
32. গান্ধীবাদী শব্দ হরিজন এর অর্থ কী?
উঃ ঈশ্বরের সন্তান।
33. অল ইন্ডিয়া, ডিপ্রেসড ক্লাসেস কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উঃ ডঃ বি আর আম্বেদকর।
34. মাহাদ মার্চ কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
উঃ বোম্বাইতে।
35. কোন দেশীয় রাজা সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেছিল?
উঃ হায়দ্রাবাদের নিজাম।
36. কুশাসনের অজুহাতে লর্ড ডালহৌসি কোন রাজ্যটি দখল করেন?
উঃ অযোধ্যা।
37. চেম্বার অফ প্রিন্সেস সদস্য সংখ্যা কত ছিল?
উঃ ১২০ জন।
38. হরি সিং কোথাকার রাজা ছিলেন?
উঃ কাশ্মীরের।
39. ভারতের লৌহ মানব কাকে বলা হয়?
উঃ সর্দার বল্লভভাই প্যাটেল কে।
40. কবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্থাপিত হয়?
উঃ 1935 খ্রিস্টাব্দে।
41. ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন কোনটি?
উঃ মাদ্রাসা লেবার ইউনিয়ন।
42. বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব কে দেন?
উঃ বল্লভভাই প্যাটেল।
43.দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন কবে বাংলায়  মন্বন্তর হয়েছিল? এই সময় ভারতের ভাইসরয় কে ছিলেন?
উঃ 1943 খ্রিস্টাব্দে। লর্ড ওয়াভেল।
44. বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের রচিত গ্রন্থ অশনি সংকেত কোন ঘটনার প্রেক্ষাপটে লেখা?
উঃ পঞ্চাশ এর মন্বন্তরের প্রেক্ষাপটে।
45. নবান্ন নাটকের রচয়িতা কে?
উঃ বিজন ভট্টাচার্য।
46. কোন আইন কাউন্সিল আইন নামে পরিচিত?
উঃ 1909 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন অথবা মর্লে মিন্টো সংস্কার আইন কাউন্সিল আইন নামে পরিচিত।
# এই আইনেই প্রথম মুসলিম সম্প্রদায়কে যথেষ্ট গুরুত্ব প্রদান করে পৃথক নির্বাচনের অধিকার দেওয়া হয়।
47. ভারতের প্রদেশ গুলিতে দ্বৈত শাসন ব্যবস্থা কখন প্রচলিত হয়?
উঃ 1919 খ্রিস্টাব্দের মন্টেগু-চেমসফোর্ড সংস্কার আইন অনুসারে।
48. 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন কোন কমিশনের সুপারিশে গৃহীত হয়?
উঃ  সাইমন কমিশনের সুপারিশে।
49. বাল গঙ্গাধর তিলক সম্পাদিত দুটি সংবাদপত্রের নাম লেখ।
উঃ মারাঠি ভাষায় কেশরী এবং ইংরেজি ভাষায় মারাঠা।
50. 
জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোথায় সংঘটিত হয়েছিল এবং কবে?
উঃ পাঞ্জাবের অমৃতসরে 13 এপ্রিল 1919 খ্রিস্টাব্দে।
51. রাওলাট কমিটি বা সিডিশন কমিটি কী? 
উঃ 1917 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার ইংল্যান্ডের বিচারপতি স্যার সিডনির রাওলাটের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে। ভারতে সর্বপ্রকার বৈপ্লবিক কার্যকলাপ ও রাজনৈতিক আন্দোলন দমনের উদ্দেশ্যে। এই কমিটিই রাওলাট কমিটি  বা সিডিশন কমিটি নামে পরিচিত। 
# এই কমিটির সভাপতি ছিলেন স্যার সিডনি রাওলাট। 
52. কবে রাওলাট আইন পাস হয়? 
উঃ 18 মার্চ 1919 খ্রিস্টাব্দে। 
53. রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল? 
উঃ ভারতে ব্রিটিশ বিরোধী সব রকম বৈপ্লবিক কার্যকলাপ ও রাজনৈতিক গণআন্দোলন সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া। 
54. রাওলাট আইনের শর্ত গুলি কি ছিল এর শর্তগুলো ছিল পুলিশি প্রতিবেদনের ভিত্তিতে এবং শুধুমাত্র সন্দেহের বসবতি হয়ে যে কোন ব্যক্তিকে গ্রেপ্তার করে বিনা বিচারে আটকে রাখা যেত।
55. রাওলাট সত্যাগ্রহ এর সূচনা কে করেন এবং কেন? 
উঃ গান্ধীজীর সভাপতিত্বে 1919 খ্রিস্টাব্দে কুখ্যাত রাওলাট আইনের প্রতিবাদে সত্যাগ্রহ সভা প্রতিষ্ঠিত হয়। বিভিন্ন স্থানে স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন গড়ে ওঠে যা  রাওলাট সত্যাগ্রহ নামে পরিচিত। 
56. জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কী? 
উঃ রাওলাট আইনের প্রতিবাদে পাঞ্জাবের অমৃতসর শহরে জালিয়ানওয়ালাবাগে এক শান্তিপূর্ণ সমাবেশ আয়োজিত হয় 1919 খ্রিস্টাব্দে 13 ই এপ্রিল এই সমাবেশে হঠাৎ করে জেনারেল মাইকেল ও ডায়ার গুলি চালানোর আদেশ দেন। এতে সহস্রাধিক মানুষ নিহত হয়। এই ঘটনা জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড নামে পরিচিত। 
57. কবে ও কোথায় ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়? 
উঃ 1920 খ্রিস্টাব্দে রাশিয়ার তাসখন্দে ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়। 
58. AITUC কবে গঠিত হয় এবং এর প্রথম সভাপতি কে ছিলেন? 
উঃ 1920 খ্রিস্টাব্দে গঠিত হয় এবং এর প্রথম সভাপতি ছিলেন লালা লাজপত রায়। 
59. মিরাট ষড়যন্ত্র মামলা বলতে কী বোঝায়? 
উঃ শ্রমিক আন্দোলনে সাম্যবাদের প্রভাব লক্ষ্য করে ব্রিটিশ সরকার 1929 খ্রিস্টাব্দের 20 মার্চ মুজাফফর আহমেদ, পি সি যোশী, ধরনি গোস্বামী এবং ব্রিটিশ কমিউনিস্ট নেতা বেঞ্জামিন ব্রাডলি, ফিলিপ স্প্র্যাট, লেস্টার হাচিনসন সহ 33 জন শ্রমিক নেতাকে গ্রেপ্তার করলে শুরু হয় মিরাট ষড়যন্ত্র মামলা। 
60. ভারতে কে কোথায় প্রথম বিভাজন ও শাসন নীতি প্রয়োগ করেছিলেন? 
উঃ ব্রিটিশ ভাইসরয় জন লরেন্স সর্বপ্রথম পাঞ্জাবের সেনাবাহিনীতে বিভাজন ও শাসন নীতি প্রয়োগ করেছিলেন। 
61. সিমলা ডেপুটেশন বা সাক্ষাৎকার কী? 
উঃ 1906 খ্রিস্টাব্দের 1 অক্টোবর আগা খানের নেতৃত্বে 35 জন মুসলিম প্রতিনিধির একটি দল আলিগড় কলেজের অধ্যক্ষ আর্চি বোল্ড রচিত এক স্মারকলিপি মারফত মুসলিম সমাজের জন্য কিছু সুযোগ-সুবিধা আদায়ের দাবিতে সিমলাতে ভাইসরয় লর্ড মিন্টোর সঙ্গে সাক্ষাৎ করে একটি প্রতিবেদন পত্র দেন যা সিমলা দৌত্য বা সাক্ষাতকার বা ডেপুটেশন নামে খ্যাত।
62. কবে বঙ্গভঙ্গ রদ হয়?
উঃ 1911 খ্রিস্টাব্দে।
63. লখনউ চুক্তি কবে ও কাদের মধ্যে সম্পাদিত হয়? 
উঃ 1916 খ্রিস্টাব্দে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে লখনউ চুক্তি স্বাক্ষরিত হয়। 
64. খিলাফত আন্দোলনের দুজন প্রধান নেতার নাম লেখ? 
উঃ মৌলানা মহম্মদ আলী এবং মাওলানা শওকত আলী। 
# এনারা আলী ভ্রাতৃদ্বয় নামে পরিচিত ছিল। 
65. চৌরিচৌরার ঘটনা কী? 
উঃ 1922 খ্রিস্টাব্দের 5ই ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের গোরখপুর জেলার চৌরিচৌরা নামক স্থানে উত্তেজিত জনতা থানা আক্রমণ করে আগুন ধরিয়ে দেয়। এতে 22 জন পুলিশ কর্মীর মৃত্যু হয়। যা, চৌরিচৌরা ঘটনা নামে পরিচিত। 
# এই ঘটনায় গান্ধীজি মর্মাহত হন এবং 25 ফেব্রুয়ারি, 1922 খ্রিষ্টাব্দে অহিংসা অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন। 
66. স্বরাজ্য দল কবে ও কারা প্রতিষ্ঠা করেন? 
উঃ 1923 খ্রিস্টাব্দে মতিলাল নেহেরু ও চিত্তরঞ্জন দাসের নেতৃত্বে স্বরাজ দল প্রতিষ্ঠা হয়। 
67. কবে এবং কেন সাইমন কমিশন গঠিত হয়? 
উঃ 1927 খ্রিস্টাব্দে ভারতীয়দের স্বার্থে সাংবিধানিক সংস্কারের প্রয়োজনে সাইমন কমিশন গঠিত হয়েছিল। 
68. ভারতীয়রা সাইমন কমিশন কেন বর্জন করেছিল? 
উঃ 1927 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার ভারতের শাসনতান্ত্রিক সংস্কারের জন্য স্যার জন সাইমনের নেতৃত্বে 7 সদস্য এর যে কমিশন গঠন করে, তাতে কোন ভারতীয় সদস্য না থাকায় ভারতীয়রা একে জাতীয় অপমান বলে গণ্য করে এই কমিশন বর্জন করেছিল।
69. নেহেরু রিপোর্ট কী? 
উঃ ভারতীয়রা নিজেদের সংবিধান নিজেরাই রচনা করতে সক্ষম সেই উদ্দেশ্যে 1928 খ্রিস্টাব্দে মতিলাল নেহেরু নেতৃত্বে একটি কমিটি সংবিধানের খসড়া তৈরি কাজ শুরু করে। ঐ বছরের শেষের দিকে যে খসড়া সংবিধান তৈরি হয় তার নেহেরু রিপোর্ট নেয় পরিচিত।
70. কে কবে এবং কেন 14 দফা দাবি পেশ করেন? 
উঃ 1929 খ্রিস্টাব্দের মার্চ মাসে দিল্লিতে মুসলিম লীগের সম্মেলনে মহম্মদ আলী জিন্নাহ ভারতের মুসলমানদের স্বার্থরক্ষার জন্য 14 দফা দাবি পেশ করেন। এর মাধ্যমে তিনি কেন্দ্রীয় ও প্রাদেশিক আইনসভায় মুসলিমদের জন্য আসন সংরক্ষণ ও পৃথক নির্বাচনের দাবি করেছিলেন। 
71. কবে গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়? 
উঃ 5 মার্চ 1931 খ্রিস্টাব্দে।
72. বাংলার ডান্ডি কাকে বলা হয়? 
উঃ কলকাতা থেকে চুঁচুড়া পর্যন্ত গঙ্গার দুই তীরবর্তী অঞ্চলকে বাংলার ডান্ডি বলা হয়। 
73. সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে কবে ঘোষণা করেন? 
উঃ ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল 1932 খ্রিস্টাব্দের 16 আগস্ট। 
74. পুনা চুক্তি কবে ও কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? 
উঃ 1932 খ্রিস্টাব্দের 24 শে সেপ্টেম্বর গান্ধিজি এবং বি আর আম্বেদকর এর মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। 
75. মাহাদ মার্চ বলতে কী বোঝো?
উঃ মহারাষ্ট্রের কোলাবা জেলায় জলাশয়ের জল যাতে অস্পৃশ্য সম্প্রদায়ের মানুষেরা ব্যবহার করতে পারে, সেই উদ্দেশ্যে দলিল নেতা আম্বেদকরের নেতৃত্বে 1927 খ্রিস্টাব্দের 20 মার্চ 10 হাজার মানুষের মাহাদ সত্যাগ্রহ আন্দোলন অনুষ্ঠিত হয়। এটি মাহাদ মার্চ নামে পরিচিত। 
#এই আন্দোলনে পর থেকে আম্বেদকর কে বাবাসাহেব বলে অভিহিত করা হয়।
76. কে কবে অধীনতামূলক মিত্রতা নীতি চালু করে? 
উঃ লর্ড ওয়েলেসলি 1798 খ্রিস্টাব্দে। 
77. অধীনতামূলক মিত্রতা নীতির দুইটি শর্ত লেখ। 
উঃ অধীনতামূলক মিত্রতা নীতি শর্ত হলো- দেশীয় রাজ্যে ব্রিটিশ সেনার অবস্থান এবং ব্রিটিশ ব্যতীত অন্য কোন ইউরোপীয় কর্মচারী নিয়োগে নিষেধাজ্ঞা। 
78. স্বত্ববিলোপ নীতি কে প্রবর্তন করেন? 
উঃ লর্ড ডালহৌসি, 1848 খ্রিস্টাব্দে। 
79. স্বত্ববিলোপ নীতি প্রয়োগ করে ডালহৌসি কোন কোন রাজ্য দখল করে? 
উঃ ডালহৌসি স্বত্ববিলোপ নীতির দ্বারা সাঁতরা, সম্বলপুর, বাঘাট, উদয়পুর, ঝাঁসি, নাগপুর, তাঞ্জোর প্রভৃতি। 
80. স্বাধীনতার পরবর্তীকালে কোন কোন দেশীয় রাজ্য ভারতভুক্ত হয়? 
উঃ হায়দ্রাবাদ, কাশ্মীর ও জুনাগড়।
81. গোয়া দমন দিউ কখন ভারতের অন্তর্ভুক্ত হয়? 
উঃ 1961 খ্রিস্টাব্দে। 
82. TISCO ও IISCO পুরো নাম কী? 
উঃ TISCO- Tata Iron and Steel Company
IISCO- Indian Iron and Steel Company
83. ভারতে কবে কোথায় প্রথম কয়লা খনি আবিষ্কৃত হয়?
উঃ 1820 খ্রিস্টাব্দে রানীগঞ্জে। 
83. বারদৌলি সত্যাগ্রহের সূচনা কে করেন? 
উঃ সর্দার বল্লভভাই প্যাটেল। 
84. বিংশ শতকে বাংলায় কবে মন্বন্তর হয়েছিল? 
উঃ 1943 খ্রিস্টাব্দে বা 1350 বঙ্গাব্দে। 
85. ক্যাম্বেল কমিশন কেন গঠন করা হয়েছিল? এই কমিশনের মূল লক্ষ্য কি ছিল? 
উঃ দুর্ভিক্ষ প্রতিরোধকল্পে ব্রিটিশ সরকার স্যার জর্জ ক্যাম্বেলের নেতৃত্বে ক্যাম্বেল কমিশন গঠন করে। এর মূল লক্ষ্য ছিল প্রতিটি জীবনের সুরক্ষা।

Comments

Popular posts from this blog

নবম শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায়- ফরাসি বিপ্লবের কয়েকটি দিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর।

অষ্টম শ্রেণির পরিবেশ ও বিজ্ঞান বিষয় তাপের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

অণুজীবের জগৎ অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, পরিবেশ ও বিজ্ঞান *শ্রেণি-অষ্টম।