Posts

Showing posts with the label মাধ্যমিক- বিষয়ঃ ইতিহাস পঃ বঃ বোর্ড।

বামাবোধিনী পত্রিকা থেকে উনিশ শতকের নারী সমাজ সম্পর্কে কী জানা যায়? মাধ্যমিক-২০২১ ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন।

Image
  বিষয়ঃ ইতিহাস  *  শ্রেণিঃ দশম দ্বিতীয় অধ্যায়ঃ সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা। বামাবোধিনী পত্রিকা অক্ষয়কুমার দত্ত প্রশ্নঃ বামাবোধিনী পত্রিকা থেকে উনিশ শতকের নারী সমাজ সম্পর্কে কী জানা যায়?                          ঊনিশ শতকে বাংলা ভাষায় প্রকাশিত যেসব সাময়িকপত্রে তৎকালীন সমাজের প্রতিফলন ঘটেছে সেগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল “ বামাবোধিনী পত্রিকা ” নামে মাসিক পত্রিকাটি। এই পত্রিকায় ধর্ম, নীতিবিজ্ঞান, ইতিহাস, গৃহচিকিৎসা, শিশুপালন, স্ত্রী-শিক্ষা প্রভৃতি বিষয়ে বিভিন্ন প্রবন্ধ রচনা মাধ্যমে নারী সমাজের উন্নয়নের কথা তুলে ধরা হতো। প্রকাশক ও প্রকাশকালঃ   ১৮৬৩ সালের  আগস্ট মাসে উমেশচন্দ্র দত্ত মহাশয় প্রথম বামাবোধিনী পত্রিকা প্রকাশ করেন।এটি ছিল একটি মাসিক বাংলা পত্রিকা। শিক্ষার দাবিঃ নারী সমাজে শিক্ষার প্রয়োজন ছিল তা উনিশ শতকে এই পত্রিকার মাধ্যমে তুলে ধরা হলো। নারী সুশিক্ষিত হলে সে অনায়াসে সুগৃহিনী বা সুমাতা রূপে পরিণত হতে পারে। বামাবোধিনী পত্রিকার মধ্য দিয়ে নারীদের শিক্ষার দাবিকে আরো জোরালো করে ত...

নীল বিদ্রোহের কারণ, ফলাফল, গুরুত্ব ও বৈশিষ্ট্য গুলি আলোচনা করো।

Image
© ABHISEK DUTTA Posted & Written by- Abhisek Dutta( Assistant Teacher) বিষয়ঃ ইতিহাস * শ্রেণিঃ দশম অধ্যায়ঃ তৃতীয়- প্রতিরোধ ও বিদ্রোহঃ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। প্রশ্নঃ নীল বিদ্রোহের কারণ, ফলাফল, গুরুত্ব ও বৈশিষ্ট্য গুলি আলোচনা করো। [Marks-08]   [নীল বিদ্রোহ (1859-60 খ্রিঃ)]  নীল চাষ ছিল ভারতের একটি প্রাচীনতম চাষ। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে ক্ষমতা বিস্তার করতে শুরু করলে ব্রিটিশ বণিকরা বাংলার বিভিন্ন অঞ্চলে নীল চাষ শুরু করে। পরিবর্তিত পরিস্থিতিতে নীলকর সাহেবদের সীমাহীন লোভ, শোষণ ও নির্মম অত্যাচারের বিরুদ্ধে নীল চাষিরা বিষ্ণুচরন বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস এর নেতৃত্বে নীল বিদ্রোহ(1859-60 খ্রিঃ) ঘোষণা করে। নদীয়া জেলার চৌগাছা গ্রামে এই বিদ্রোহ শুরু হয় এবং ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, পাবনা, যশোহর রাজশাহী ময়মনসিংহ প্রভৃতি অঞ্চলে। নীল বিদ্রোহের বিভিন্ন স্থান * নীল বিদ্রোহের কারণঃ বাংলায় নীল বিদ্রোহের কারণগুলি হল- i) দাদন প্রথাঃ নীলকররা চাষীদের নীল চাষের জন্য অগ্রিম টাকা দিত। এই অগ্রিম টাকাকেই দাদন বলা হয়। চাষিরা অসুবিধায় পড়ে দাদন নিত। ...

সংস্কারঃ বৈশিষ্ট্য ও পর্যালোচনা অধ্যায়ের ২ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর মাধ্যমিক

Image
সংস্কারঃ বৈশিষ্ট্য ও পর্যালোচনা। দ্বিতীয় অধ্যায় * শ্রেণি-দশম বিষয়-ইতিহাস। ২  নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। মাধ্যমিক উচ্চমাধ্যমিক প্রতিযোগিতামূলক পরীক্ষা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পাওয়ার জন্য ব্লগটি ফলো করুন। ২ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরঃ ১) গ্রামবার্ত্তা প্রকাশিকা কেন ব্যতিক্রমী পত্রিকা ছিল? উঃ হরিনাথ মজুমদার বা ' কাঙাল হরিনাথ'  দ্বারা প্রকাশিত ও সম্পাদিত গ্রামবার্ত্তা প্রকাশিকা ছিল একটি ব্যতিক্রমী পত্রিকা। কারণ- ক) এই পত্রিকাটি ছিল গ্রামীণ সংবাদপত্রের জনক। খ) তৎকালীন সময়ে সমস্ত পত্রপত্রিকা কলকাতা থেকে প্রকাশিত হতো। ওইসব পত্রপত্রিকায় শহরের শিক্ষিত মধ্যবিত্ত  সম্প্রদায়ের চিন্তাধারা প্রতিফলন দেখা যেত। কিন্তু গ্রামবার্ত্তা প্রকাশিকা সর্বপ্রথম গ্রাম থেকে প্রকাশিত হয়েছিল। গ) এই পত্রিকায় প্রান্তিক অঞ্চলের মানুষদের দুঃখ-দুর্দশা, নীলকরদের অত্যাচার, শোষণের কথা তুলে ধরা হতো।           প্রচলিত পত্রিকাগুলোর মত গতানুগতিক সংবাদ প্রকাশ না করে সম্পূর্ণ ভিন্ন সংবাদ গ্রামের মানুষদের কথা প্রকাশ করত এই কারণেই গ্রামবার্ত্তা প্রকাশিকা একটি ব্যতিক্র...

মাধ্যমিকের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর-বিংশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলনঃ বৈশিষ্ট্য ও পর্যালোচনা ষষ্ঠ অধ্যায়ের ইতিহাস বিষয়ের।

Image
বিংশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলনঃ বৈশিষ্ট্য ও পর্যালোচনা। অধ্যায়-ষষ্ঠ * বিষয়-ইতিহাস * শ্রেণি-দশম। Posted by- Abhisek Dutta © ABHISEK DUTTA Picture Collected from- Google Thank You for Visiting my Blog. ১) কবে বঙ্গভঙ্গ কার্যকর হয়? কে বঙ্গভঙ্গ করেন? উঃ 1905 খ্রিস্টাব্দে 16 অক্টোবর। # বড়লাট লর্ড কার্জন। ২) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে পিছিয়ে ছিল কেন? উঃ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক সমাজ সক্রিয়ভাবে অংশগ্রহণ না করে পিছিয়ে ছিলো এর কারণ গুলি হল- ক) কৃষকদের স্বার্থের সাথে জড়িত এমন কোনো কর্মসূচিতে আন্দোলনে ছিল না। খ) আন্দোলনের নেতৃবর্গের সঙ্গে সরাসরি জমিদার মহাজন শ্রেণীর লোকেরা যুক্ত ছিল। যার জন্য কৃষক সম্প্রদায় এই আন্দোলন থেকে দূরে ছিলেন। ৩) কবে বঙ্গভঙ্গ রদ করা হয়? উঃ 1911 খ্রিস্টাব্দে। ৪) সর্বভারতীয়স্তরে আন্দোলনের পূর্বে গান্ধীজির নেতৃত্বে গুরুত্বপূর্ণ আন্দোলন গুলো কী কী ছিল? উঃ সর্বভারতীয়স্তরে আন্দোলনের পূর্বে গান্ধীজি তিনটি আঞ্চলিক সত্যাগ্রহ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। এগুলি হল- ক) বিহারের চম্পারণ জেলায় নীল চাষের বিরুদ্ধে চাষীদের স্বার্থ রক্ষার জন্য চম্পারন সত্য...

মাধ্যমিকঃ সংঘবদ্ধতার গোড়ার কথা: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ চতুর্থ অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর।

Image
ইতিহাসের পাঠশালা। বিষয়-ইতিহাস * শ্রেণি-দশম। চতুর্থ অধ্যায়: সংঘবদ্ধতার গোড়ার কথা: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। ১ )  প্রথম   কবে   সিপাহিরা   বিক্ষোভ   শুরু   করে ? উঃ  1857  সালের  26  শে   ফেব্রুয়ারি   বহরমপুর   সেনা   ছাউনির   সেনারা   বিক্ষোভ   শুরু   করে। সিপাহী বিদ্রোহ এর চিত্র     ২ )  কবে   ও   কোথায়   প্রথম   সিপাহি   বিদ্রোহ   আত্মপ্রকাশ   করে ? উঃ  1857  সালের  29  শে   মার্চ   ব্যারাকপুরে   সেনানিবাসে   প্রথম   সিপাহি   বিদ্রোহ   আত্মপ্রকাশ   করে।     ৩ )  সিপাহি   বিদ্রোহ   কথাটি   প্রথম   কে   ব্যবহার   করেন ? উঃ   ভারত   সচিব   আর্ল   স্ট্যানলি।     ৪ )  সিপাহি   বিদ্রোহের   প্রথম   শহীদ   কে ? উঃ   মঙ্গল   পান্ডে। মঙ্গল পান্ডে     ৫ )  সিপাহি   বিদ্রো...