অণুজীবের জগৎ অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, পরিবেশ ও বিজ্ঞান *শ্রেণি-অষ্টম।
অণুজীবের জগৎ অধ্যায়-সপ্তম * বিষয়-পরিবেশ ও বিজ্ঞান * শ্রেণি-অষ্টম। ১) অণুজীব বা মাইক্রোবস কাকে বলে? উঃ পরিবেশে অবস্থানরত খালি চোখে দেখা যায় না এমন জীবদের আণুবীক্ষণিক জীবদের অণুজীব বা মাইক্রোবস বলে। যেমন- ব্যাকটেরিয়া। অনুজীবের চিত্র ২) অণুজীবরা প্রধানত কয় প্রকার ও কী কী? উঃ অণুজীবরা প্রধানত চার প্রকারের। যথা- ক) ব্যাকটেরিয়া (মোনেরা)- এশ্চেরিচিয়া কোলাই, ল্যাকটোব্যাসিলাস। খ) আদ্যপ্রাণী (প্রোটিস্টা)- অ্যামিবা, প্যারামেসিয়াম। গ) ছত্রাক (ফাংগি)- মিউকর, পেনিসিলিয়াম ও অ্যাগারিকাস। ঘ) শৈবাল (প্লান্টি)- ক্ল্যামাইডোমোনাস, ভলভক্স স্পাইরোগাইরা। ৩) ব্যাকটেরিয়াদের ভালোভাবে দেখতে হলে কী করতে হয়? উঃ গ্রাম রঞ্জক দ্বারা রঞ্জিত করতে হয়। ৪) এমন একটি অণুজীবের নাম লেখো যে কম অক্সিজেন ঘনত্ব বেঁচে থাকতে পারে। উঃ ঈস্ট । ৫) হাইফি কী? উঃ বহুকোশী ছত্রাকের দেহ যে অসংখ্য সরু সুতোর মতো অংশ দিয়ে তৈরি হয়, তার নাম হলো হাইফি। ৬) ভাইরাস কথার অর্থ কী? উঃ ল্যাটিন শব্দ ভাইরাস কথার অর্থ হল বিষ । ৭) কোন বিজ্ঞানী প্রথম বসন্ত রোগের কথা বলেন? উঃ বিজ্ঞানী এডওয়ার্ড জেনার। এডওয়ার্ড জেনার ৮) আদ্যপ্রা...