Posts

Showing posts with the label পঃ বঃ বোর্ডের অষ্টম শ্রেণির পরিবেশ ও বিজ্ঞান

অণুজীবের জগৎ অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, পরিবেশ ও বিজ্ঞান *শ্রেণি-অষ্টম।

Image
অণুজীবের জগৎ অধ্যায়-সপ্তম * বিষয়-পরিবেশ ও বিজ্ঞান * শ্রেণি-অষ্টম।  ১)  অণুজীব বা মাইক্রোবস কাকে বলে? উঃ পরিবেশে অবস্থানরত খালি চোখে দেখা যায় না এমন জীবদের আণুবীক্ষণিক জীবদের অণুজীব বা মাইক্রোবস বলে। যেমন- ব্যাকটেরিয়া। অনুজীবের চিত্র ২) অণুজীবরা প্রধানত কয় প্রকার ও কী কী? উঃ অণুজীবরা প্রধানত চার প্রকারের। যথা- ক) ব্যাকটেরিয়া (মোনেরা)- এশ্চেরিচিয়া কোলাই, ল্যাকটোব্যাসিলাস। খ) আদ্যপ্রাণী (প্রোটিস্টা)- অ্যামিবা, প্যারামেসিয়াম। গ) ছত্রাক (ফাংগি)- মিউকর, পেনিসিলিয়াম ও অ্যাগারিকাস। ঘ) শৈবাল (প্লান্টি)- ক্ল্যামাইডোমোনাস, ভলভক্স স্পাইরোগাইরা। ৩) ব্যাকটেরিয়াদের ভালোভাবে দেখতে হলে কী করতে হয়? উঃ গ্রাম রঞ্জক দ্বারা রঞ্জিত করতে হয়। ৪) এমন একটি অণুজীবের নাম লেখো যে কম অক্সিজেন ঘনত্ব বেঁচে থাকতে পারে। উঃ ঈস্ট । ৫) হাইফি কী? উঃ বহুকোশী ছত্রাকের দেহ যে অসংখ্য সরু সুতোর মতো অংশ দিয়ে তৈরি হয়, তার নাম হলো হাইফি। ৬) ভাইরাস কথার অর্থ কী? উঃ ল্যাটিন শব্দ ভাইরাস কথার অর্থ হল বিষ । ৭) কোন বিজ্ঞানী প্রথম বসন্ত রোগের কথা বলেন? উঃ বিজ্ঞানী এডওয়ার্ড জেনার।   এড‌ওয়ার্ড জেনার ৮) আদ্যপ্রা...

মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। বিষয়- পরিবেশ ও বিজ্ঞান * শ্রেণি অষ্টম।

Image
মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন। অধ্যায়- অষ্টম *  বিষয়- পরিবেশ ও বিজ্ঞান * শ্রেণি অষ্টম। ১) কৃষিবিজ্ঞান কাকে বলে? উঃ বিজ্ঞানের যে শাখায় উদ্ভিদ ও প্রাণী প্রতিপালনের মাধ্যমে খাদ্য উৎপাদন সংগ্রহ পদ্ধতি নিয়ে যে আলোচনা ও গবেষণা করা হয় তাকে কৃষিবিজ্ঞান বলে। ২) তৈলবীজ উৎপাদনকারী কয়েকটি উদ্ভিদের নাম লেখো। উঃ সরষে, তিল,  তিসি, সূর্যমুখী  প্রভৃতি। সূর্যমুখী ফুল ৩) মশলা উৎপাদনকারী কয়েকটি উদ্ভিদের নাম লেখো। উঃ ধনে, গোলমরিচ, লবঙ্গ, দারুচিনি,  মৌরি, এলাচ, আদা প্রভৃতি। ৪) কয়েকটি তন্তু জাতীয় ফসলের নাম লেখো। উঃ পাট, তুলো, শন, কার্পাস প্রভৃতি। ৫) দুটি আলংকারিক উদ্ভিদ এর নাম লেখো। উঃ ক্যাকটাস ও বোগেনভেলিয়া। ৬) খারিফ ফসল চাষ কখন শুরু হয়? উঃ জুন-জুলাই মাসে বর্ষার শুরুতে। ৭) রবিশস্য চাষ কোন সময় করা হয় ? উঃ শীতকালে অক্টোবর-নভেম্বর মাসে। ৮) জৈব সার কী থেকে তৈরি হয়? উঃ মৃত উদ্ভিদ আর প্রাণীদের ব্রজ পচিয়ে তৈরি করা হয় জৈব সার। ৯) জমিতে বেশি পরিমাণে অ্যামোনিয়াম সালফেট ব্যবহার করলে কী ঘটে? উঃ মাটির আম্লিকভাব বেড়ে যায়। ১০) আগাছা কী? উঃ চাষের জমিতে যে ফসলের চাষ করা হচ্ছে সেটা ছাড়া...

অষ্টম শ্রেণি পরিবেশ ও বিজ্ঞানঃ জীবদেহের গঠন- ষষ্ঠ অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর।

Image
বিষয়-পরিবেশ ও বিজ্ঞান। শ্রেণী-অষ্টম‌  ষষ্ঠ অধ্যায়: জীবদেহের গঠন।  একটি বা দুটি বাক্যের প্রশ্ন উত্তর। ১) কোন বিজ্ঞানী সর্বপ্রথম কোশ পর্যবেক্ষণ করেন? উঃ বিজ্ঞানী রবার্ট হুক সর্বপ্রথম মৃত কোষ পর্যবেক্ষণ করেন এবং বিজ্ঞানী লিভেনহিক  সর্বপ্রথম সজীব কোষ পর্যবেক্ষণ করেন। ## রবার্ট হুক সর্বপ্রথম কোশ শব্দটি ব্যবহার করেছিলেন। ২) খালি চোখে দেখা যায় এমন একটি প্রাণী কোশের নাম লেখো? উঃ উটপাখির অনিষিক্ত ডিম । ৩) ক্লোরোফিল যুক্ত একটি এককোশী জীবের  নাম লেখো? উঃ ক্ল্যামাইডোমোনাস । ৪) প্রাণী দেহের চামড়ার নিচে আংটির মতো দেখতে কোন কোশ থাকে? উঃ চর্বি কোশ । ৫) রেটিনায় অবস্থিত কোন প্রকার কোশ উজ্জ্বল আলো ও বর্ণ শোষণে সক্ষম? উঃ শঙ্কু আকৃতির কোন কোশ।  ৬) রেটিনায় অবস্থিত কোন প্রকার কোশ মৃদু আলো শোষণের সক্ষম? উঃ দন্ডাকার রডকোশ । ৭) কোন শৈবালের দেহ আয়তাকার কোশ দ্বারা গঠিত? উঃ স্পাইরোগাইরা । ৮) জীবাণু কে মেরে ফেলার জন্য মানুষের রক্তে কোন কোশ থাকে? উঃ শ্বেত রক্তকণিকা । ##কাজ অনুযায়ী শ্বেত রক্ত কণিকার আকৃতি বদলে যায়। ৯) পেশিকোশের আবরণকে কি বলা হয়? উঃ সারকোলেমা । ১০) কোশের কার কোন একক...

অষ্টম শ্রেণির পরিবেশ ও বিজ্ঞান বিষয় তাপের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

Image
বিষয়-পরিবেশ ও বিজ্ঞান * শ্রেণি-অষ্টম অধ্যায়:ভৌত পরিবেশ-তাপ ১) কঠিনীভবন কী? উঃ কোন তরল যখন তাপ বর্জন করে কঠিন পরিণত হয়, সেই ঘটনাকে কঠিনীভবন বলে। ২) অবস্থার পরিবর্তন কাকে বলে? উঃ তাপ প্রয়োগের বা নিষ্কাশন এর ফলে পদার্থের এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হওয়াকে অবস্থার পরিবর্তন বলে। ৩) নির্দিষ্ট হিমাঙ্ক ও গলনাঙ্ক নেই এমন কয়েকটি কঠিন পদার্থের নাম লেখো? উঃ কাচ, মাখন, চর্বি,  মাখন, পিচ প্রভৃতি। ৪) পদার্থের গলনাঙ্ক ও হিমাঙ্ক কাকে বলে? উঃ গলনাঙ্ক : কোন নির্দিষ্ট চাপে যে  উষ্ণতায় কোন কঠিন পদার্থ গলে তরলে পরিণত হয়, সেই উষ্ণতাকে ওই চাপে ওই পদার্থের গলনাঙ্ক বলে। হিমাঙ্ক : কোন নির্দিষ্ট চাপে যে উষ্ণতায় কোন তরল পদার্থ জমে কঠিনে পরিণত হয়, সেই উষ্ণতাকে ওই চাপে ওই পদার্থের হিমাঙ্ক বলে। ৪) তাপের সংজ্ঞা দাও? উঃ তাপ এক প্রকার শক্তি যা কোন বস্তু গ্রহণ করলে উত্তপ্ত হয় এবং বর্জন করলে শীতল হয়। তাপ পরিমাপের একক হল ক্যালোরি । ৫) আপেক্ষিক তাপের সংজ্ঞা দাও? উঃ কোন পদার্থের একক ভরের উষ্ণতা 1° বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপকে ওই পদার্থের আপেক্ষিক তাপ বলে। ৬) কোন তরলের স্ফুটনাঙ্ক বলতে কী বোঝো...

প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ। অধ্যায়-পঞ্চম * শ্রেণি-অষ্টম * বিষয় পরিবেশ ও বিজ্ঞান।

Image
অধ্যায়-পঞ্চমঃ প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ। শ্রেণি-অষ্টম *  বিষয় পরিবেশ ও বিজ্ঞান। অভিষেক দত্ত সহঃ শিক্ষক ডাঃ সুধাকৃষ্ণ উচ্চ বিদ্যালয় (উঃ মাঃ) 1) পেন্টোগ্রাফ কি?   উঃ বৈদ্যুতিক ট্রেনের উপরে থাকা যে ত্রিভুজাকৃতি ধাতব পাত উচ্চ বিভবযুক্ত ওভারহেড তারে সাথে ট্রেনের তড়িৎ সংযোগ তৈরি করে, তাকে পেন্টোগ্রাফ বলে। চিত্র- পেন্টোগ্রাফ 2) আয়ন কাকে বলে? ধনাত্মক আয়ন (+) এবং ঋণাত্মক (-) আয়ন কিভাবে গঠিত হয়? উঃ যদি কোন কারনে কোনো পরমাণুতে প্রোটনের সংখ্যা ও ইলেকট্রন এর সংখ্যা সমান না থাকে, তাহলে সেই পরমাণুকে আয়ন বলা হয়। ধনাত্মক (+) আয়ন বা ক্যাটায়নঃ কোনো পরমাণু থেকে এক বা একাধিক ইলেকট্রন বেরিয়ে গেলে পরমাণুটিতে ইলেকট্রন সংখ্যার তুলনায় প্রোটন সংখ্যা বেশি হয়ে যায়। তখন পরমাণুটি ধনাত্মক (+) আয়ন ও ক্যাটায়ন এ পরিণত হয়। ঋণাত্মক আয়ন (-) বা অ্যানায়নঃ কোনো পরমাণুতে এক বা একাধিক ইলেকট্রন যুক্ত হলে পরমাণুটিতে প্রোটন সংখ্যার তুলনায় ইলেকট্রন সংখ্যা বেশি হয়ে যায়। তখন পরমাণুটি ঋণাত্মক (-) আয়নে বা  অ্যানায়নে পরিণত হয়। 3) বায়ুমন্ডলে প্রচুর পরিমাণে তড়িৎযুক্ত বা তড়িৎগ্রস্ত আয়ন ...