Posts

Showing posts with the label WBBSE Class-X Histor

উনিশ শতকের বাংলায় সমাজসংস্কার আন্দোলনে ব্রাহ্মসমাজের ভূমিকা আলোচনা করো

Image
উনিশ শতকের বাংলায় সমাজসংস্কার আন্দোলনে ব্রাহ্মসমাজের ভূমিকা আলোচনা করো। Sub: History                     Class-X  Posted By- Abhisek Dutta(Assistant Teacher) ABHISEK DUTTA উনিশ শতকের বাংলায় সমাজসংস্কার আন্দোলনে ব্রাহ্মসমাজের ভূমিকা আলোচনা করো। উঃ ব্রাহ্মসমাজ বলতে বোঝায়  আদি ব্রাহ্মসমাজ, ভারতবর্ষের ব্রাহ্মসমাজ, সাধারণ ব্রাহ্মসমাজ, নববিধান ব্রাহ্মসমাজ  প্রভৃতিকে।  ১৮২৮  খ্রিস্টাব্দে  রাজা রামমোহন রায়  কলকাতায় ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেন। ১৮৩০ খ্রিস্টাব্দে এর নাম হয় ব্রাহ্মসমাজ। রামমোহনের পরবর্তীকালে ব্রাহ্মসমাজের নেতৃত্ব দেন  দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন  প্রমুখ ব্যক্তিবর্গ। উনিশ শতকের সমাজসংস্কার আন্দোলনে নিউ ব্রাহ্মসমাজের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। যথা- কুসংস্কারের বিরোধিতা ও যুক্তিবাদী চিন্তাধারা প্রচারঃ  ব্রাহ্মসমাজ প্রচলিত বিভিন্ন কুসংস্কারের বিরোধিতা করে এবং যুক্তিবাদী চিন্তাধারার প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। জাতিভেদ ও ধর্মীয় গোঁড়ামির বিরোধিতাঃ  হিন্দু স...