উনিশ শতকের বাংলায় সমাজসংস্কার আন্দোলনে ব্রাহ্মসমাজের ভূমিকা আলোচনা করো

উনিশ শতকের বাংলায় সমাজসংস্কার আন্দোলনে ব্রাহ্মসমাজের ভূমিকা আলোচনা করো।



Sub: History                     Class-X

 Posted By- Abhisek Dutta(Assistant Teacher)

ABHISEK DUTTA

উনিশ শতকের বাংলায় সমাজসংস্কার আন্দোলনে ব্রাহ্মসমাজের ভূমিকা আলোচনা করো।


উঃ ব্রাহ্মসমাজ বলতে বোঝায় আদি ব্রাহ্মসমাজ, ভারতবর্ষের ব্রাহ্মসমাজ, সাধারণ ব্রাহ্মসমাজ, নববিধান ব্রাহ্মসমাজ প্রভৃতিকে। ১৮২৮ খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় কলকাতায় ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেন। ১৮৩০ খ্রিস্টাব্দে এর নাম হয় ব্রাহ্মসমাজ। রামমোহনের পরবর্তীকালে ব্রাহ্মসমাজের নেতৃত্ব দেন দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন প্রমুখ ব্যক্তিবর্গ। উনিশ শতকের সমাজসংস্কার আন্দোলনে নিউ ব্রাহ্মসমাজের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। যথা-
কুসংস্কারের বিরোধিতা ও যুক্তিবাদী চিন্তাধারা প্রচারঃ ব্রাহ্মসমাজ প্রচলিত বিভিন্ন কুসংস্কারের বিরোধিতা করে এবং যুক্তিবাদী চিন্তাধারার প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।
জাতিভেদ ও ধর্মীয় গোঁড়ামির বিরোধিতাঃ হিন্দু সমাজের জাতিভেদ প্রথা ও ধর্মীয় গোঁড়ামি বিরোধিতা করে এই সমাজ। হিন্দু ধর্মের নামে প্রচলিত কু-প্রথা প্রতিরোধ ব্রাহ্মসমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল।
নারীকল্যাণ এর ভূমিকাঃ ভারতীয় নারীদের মধ্যে পর্দা প্রথার বিলুপ্তি, বিধবা বিবাহ আইন প্রনয়ণ, বহুবিবাহ নিষিদ্ধকরণ, নারী সমাজের মধ্যে উচ্চ শিক্ষার প্রচলন প্রভৃতি সমাজ সংস্কারমূলক কাজ কর্মে ব্রাহ্মসমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে।
জাতীয় সংহতির চেতনাঃ উদারপন্থী ধর্মীয় আদর্শ ও জাতীয়তাবাদের আদর্শ প্রচারের মাধ্যমে ব্রাহ্মসমাজ জাতীয় সংহতি চেতনার জাগরণ ঘটায়।
সমাজসেবাঃ ব্রাহ্ম সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ প্রচেষ্টা ছিল সমাজসেবা ও জনহিতকর কাজের মাধ্যমে জাতীয়তাবাদী আদর্শ প্রতিষ্ঠা করা।  যেমন দুর্ভিক্ষের সময় কেশবচন্দ্র সেন একদল বাঙালি তরুণকে নিয়ে ত্রাণের এক দৃষ্টান্ত রেখেছিলেন।
উপসংহারঃ ব্রাহ্মসমাজ বাংলার সমাজসংস্কারের ক্ষেত্রে অনুকরণযোগ্য দৃষ্টান্ত রেখেছিল। এই প্রতিষ্ঠান সমাজ সংস্কারের মাধ্যমে একজাতীয় জাগরণ ঘটাতে চেয়েছিল।
Thank You for visiting my Blog

Comments

  1. এটাতে 8 নম্বর দিবেক মাধ্যমিকে

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

নবম শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায়- ফরাসি বিপ্লবের কয়েকটি দিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর।

অষ্টম শ্রেণির পরিবেশ ও বিজ্ঞান বিষয় তাপের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

অণুজীবের জগৎ অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, পরিবেশ ও বিজ্ঞান *শ্রেণি-অষ্টম।