নবম শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায়- ফরাসি বিপ্লবের কয়েকটি দিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর।
শ্রেণি-নবম * বিষয়- ইতিহাস
প্রথম অধ্যায়- ফরাসি বিপ্লবের কয়েকটি দিক।
১ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর।
১) ফ্রেঞ্চ রেভোলিউশন গ্রন্থটি কার লেখা?
উঃ থমাস কার্লের লেখা।
২) কোন রাজাকে প্রজাপতি রাজা বলা হত?
উঃ পঞ্চদশ লুই।
৩) আর্থিক সঙ্কট দূর করার জন্য রাজা ষোড়শ লুই কাদের অর্থমন্ত্রী নিয়োগ করেন?
উঃ তুর্গো, নেকার, ক্যালোন এবং ব্রিয়াঁ।
৪) প্রাক্-বিপ্লব ফ্রান্সের প্রচলিত কয়েকটি করের নাম লেখো।
উঃ তেইলি(রাজাকে প্রদেয় কর), টাইথ(চার্চকে প্রদেয় কর)
ক্যাপিটেশন (উৎপাদনভিত্তিক আয়কর), ভিটিংয়েমে(সম্পত্তি কর), গ্যাবেলা (লবণ কর), পেয়াজ (পথঘাট ব্যবহারের কর), এইদস(তামাক জাতীয় দ্রব্যের কর)।
৫) ফ্রান্সের অর্থনীতিকে 'ভ্রান্ত অর্থনীতির জাদুঘর' কে বলেছেন?
উঃ অ্যাডাম স্মিথ।
৬) ওয়েলথ অফ নেশন গ্রন্থটি কার লেখা?
উঃ অ্যাডাম স্মিথ।
৭) ফ্রান্সে বাধ্যতামূলক শ্রম দান কে কি বলা হত?
উঃ করভি।
৮) লৎ এৎ ভেন্ডি কী?
উঃ ফরাসি বিপ্লবের পুর্বে ফ্রান্সে প্রচলিত সম্পত্তি হস্তান্তরজনিত কর।
৯) অর্থলোলুপ নেকড়ে কাদের বলা হয়?
উঃ ফ্রান্সের রাজস্ব আদায়কারী কর্মচারী ইনটেনডেন্টদের সাধারণ জনগণ অর্থলোলুপ নেকড়ে বলত।
১০) অ্যাসাইনেট কী?
উঃ গিজার সম্পত্তি বাজেয়াপ্ত করে এবং তা আমানত রেখে তার পরিবর্তে চেক কাগজের নোট প্রচলন করা হয় তাকে অ্যাসাইনেট বলে।
১১) লেতর দ্য ক্যাশে এবং লেতর-দ্য-গ্রেস কী?
উঃ লেতর-দ্য-ক্যাশে হলো এক ধরনের গ্রেপ্তারি পরোয়ানা। পরোয়ানার সাহায্যে ফ্রান্সের রাজপুরুষেরা যে কোন সাধারণ নাগরিককে বিনাবিচারে কারারুদ্ধ করে রাখতে পারতো।
লেতর-দ্য-গ্রেস জারি করে যেকোনো অভিযুক্ত ব্যক্তিকে মুক্তি দেওয়া যেত।
১২) লোকস রেকস বলতে কী বোঝো?
উঃ ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের রাজা কে লোকস রেকস বলা হতো যার অর্থ সাক্ষাৎ আইন।
১৩) ফরাসি জাতীয় সভার নাম কী?
উঃ স্টেটস জেনারেল।
১৪) ষোড়শ লুই কোন বংশের রাজা ছিলেন?
উঃ বুরবোঁ।
১৫) মেতায়ার কাদের বলা হত?
উঃ ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের দরিদ্র ভাগচাষীদের বলা হত মেতায়ারা।
১৬) ফরাসি বিপ্লবের পুর্বে ফ্রান্সে কতদিন পর স্টেটস জেনারেল অধিবেশন বসে?
উঃ ১৭৫ বছর পর।
১৭) এমিগ্রি কাদের বলা হয়?
উঃ ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের যে সকল যাজক অভিজাত সম্প্রদায় লোকজন নিরাপত্তার কারণে বিদেশ চলে গিয়েছিল বিপ্লবের পরবর্তী সময়ে আবার দেশে ফিরে এসেছিলেন তারাই এমিগ্রি নামে পরিচিত।
১৮) কত খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব হয়েছিল?
উঃ ১৭৮৯ খ্রিষ্টাব্দ এ ১৪ জুলাই বাস্তিল দুর্গ ধ্বংসকে ফরাসি বিপ্লবের সূচনা বলে ধরা হয়।
১৯) ফরাসি বিপ্লবের মূল তিনটি আদর্শ কী ছিল?
উঃ ফরাসি বিপ্লবের তিনটি মূল আদর্শ ছিল
সাম্য, মৈত্রী ও স্বাধীনতা।
২০) তৃতীয় সম্প্রদায় টেনিস কোর্টের শপথ কবে নিয়েছিলেন?
উঃ ১৭৮৯ খ্রিঃ ২০ জুন।
২১) ফরাসি বিপ্লবকে দার্শনিকদের চক্রান্তকে বলেছেন?
উঃ এডমন্ড বার্ক।
২২) প্রাক বিপ্লব কালের ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলে কে উল্লেখ করেছিলেন?
উঃ দার্শনিক ভলতেয়ার।
২৩) কোন শব্দ থেকে বুর্জোয়া শব্দটির উৎপত্তি হয়েছে?
উঃ ফরাসি শব্দ বার্জেইস থেকে।
২৪) সাঁকুলেৎ কাদের বলা হত?
উঃ সাঁকুলেৎ ছিল তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত গ্রাম থেকে শহরে আসা গরীব নিরক্ষর কর্মহীন মানুষজন।
২৫) আঁসিয়া রেজিম কথার অর্থ কী?
উঃ পুরাতনতন্ত্র।
২৬) নতুন ফরাসি সংবিধান কবে গঠিত হয়?
উঃ ১৭৯১ খ্রিষ্টাব্দ।
২৭) টেনিস কোর্টের শপথে কারা নেতৃত্ব দিয়েছিল?
উঃ মিরাব্যু ও অ্যাবে সিয়েস।
২৮) ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে ছিলেন?
উঃ ফরাসি দার্শনিক মন্তেস্কু।
২৯) কারা বিশ্বকোষ এর সংকলন করেন?
উঃ দার্শনিক ডেনিস দিদেরো এবং ডি এলেমবার্ট।
৩০) দার্শনিক মন্তেস্কু লেখা বই গুলির নাম লেখ?
উঃ দ্য স্পিরিট অফ লজ এবং দি পার্সিয়ান লেটার্স।
৩১) দার্শনিক ভলতেয়ার এর লেখা গ্রন্থ গুলির নাম লেখ।
উঃ লিতর ফিলজফিক এবং কাঁদিদ।
৩২) দার্শনিক রুশোর লেখা গ্রন্থ গুলির নাম লেখ।
উঃ সামাজিক চুক্তি এবং অসাম্যের সূত্রপাত।
৩৩) কবে ষোড়শ লুই এর মৃত্যুদণ্ড কার্যকারী হয়?
উঃ ১৭৯৩ খ্রিষ্টাব্দের ২১ জানুয়ারি
৩৪) বিপ্লবের সময় ফ্রান্সের দুটি রাজনৈতিক দলের নাম লেখো।
উঃ রাজনৈতিক দল হল জিরন্ডিস্ট ও জ্যাকোবিন।
৩৫) জিরন্ডিস্ট একজন নেত্রীর নাম লেখো।
উঃ ডি আর্জন্ট।
৩৬) জ্যাকোবিন দলের একজন নেত্রীর নাম লেখো।
উঃ পাওলিন লিওন।
৩৭) ফ্রান্সের সন্ত্রাসের রাজত্বকালে সময়কাল কত?
উঃ ১৭৯৩ খ্রিষ্টাব্দের ২ জুন থেকে ১৭৯৪ খ্রিষ্টাব্দের ২৭ জুলাই, ১৩ মাসের।
৩৮) সন্ত্রাসের রাজত্বের বা লাল সন্ত্রাসের নেতা কে ছিলেন?
উঃ জ্যাকোবিন দলের নেতা রোবসপিয়ার।
৩৯) কিভাবে সন্ত্রাসের রাজত্বের অবসান হয়?
উঃ ১৭৯৪ খ্রিষ্টাব্দের ২৮ জুলাই রোবসপিয়ার কে গিলোটিনে হত্যা করলে সন্ত্রাসের রাজত্বের অবসান ঘটে।
৪০) পুরাতনতন্ত্রের মৃত্যুর পরোয়ানা কাকে বলে?
উঃ ফরাসি সংবিধান কর্তৃক প্রকাশিত নাগরিকের অধিকার তত্ত্বটি কে পুরাতন তন্ত্র মৃত্যুর পরোয়ানা বলে।
৪১) কবে ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণা করা হয়?
উঃ ১৭৮৯ খ্রিস্টাব্দের ২৬ আগস্ট ফরাসি সংবিধান সভার ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণা করে।
৪২) সিভিল কনস্টিটিউশন অফ দ্য ক্লার্জি Civil Constitution of the Clergy কী?
উঃ ফরাসি সংবিধান সভা যে আইনের দ্বারা গির্জার ওপর থেকে পোপের অধিকার বিলোপ করে সেই আইনটি সিভিল কনস্টিটিউশন অফ দ্য ক্লার্জি নামে খ্যাত।
৪৩) Law of Maximum কী?
উঃ ফান্সি সন্ত্রাসের রাজত্বকালে সর্বোচ্চ মূল্য বেঁধে দেওয়া হয় যা Law of Maximum নামে পরিচিত।
৪৪) ভারতের কোন শাসক জ্যাকোবিন ক্লাবের সদস্য ছিলেন?
উঃ টিপু সুলতান।
৪৫) কোন দার্শনিককে ফরাসি বিপ্লবের' ঝড়ের পাখি বলা হত?
উঃ রুশো।
৪৬) কাকে 'চাবি সারাইওয়ালা রাজা' বা Lock Smith King বলা হত?
উঃ ষোড়শ লুই।
৪৭) সেপ্টেম্বর হত্যাকান্ডের নায়ক কে ছিলেন?
উঃ ২-৫ সেপ্টেম্বর ১৭৯২ খ্রিষ্টাব্দে সংগঠিত হত্যাকান্ডের নায়ক ছিলেন জ্যাকোবিন দলের নেতা জাঁপল ম্যারাট।
৪৮) কোন ঘোষণাকে ১৭৯১ খ্রিস্টাব্দের সংবিধানের মুখবন্ধ বলা হয়?
উঃ ব্যক্তি ও নাগরিক ঘোষণাপত্র কে।
৪৯) কার নেতৃত্বে ফ্রান্সে জাতীয় রক্ষীবাহিনী গড়ে ওঠে?
উঃ লাফায়েৎ এর নেতৃত্বে।
৫০) A Tale to Two Cities উপন্যাসটি কার লেখা?
উঃ চার্লস ডিকেন্সের। সেপ্টেম্বর হত্যাকান্ড বর্ণনা পাওয়া যায় এই উপন্যাসটি থেকে।
৫১) ফ্রান্সের একটি বৈপ্লবিক নারী সংগঠনের নাম লেখো।
উঃ Society of Revolutionary Republican Women.
এইরকম আরও প্রশ্ন উত্তর পাওয়ার জন্য এই ব্লগটি ফলো করুন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন। PDF COPY পাওয়ার জন্য EMAIL ID কমেন্ট BOX দিন।
Posted by- Abhisek Dutta
© ABHISEK DUTTA
Thank You for visiting my blog.
Pls send pdf
ReplyDeletePdf
DeletePle give your mail id
ReplyDeleteফরাসি বিপ্লব এ ইতিহাস জাতীয় সভার গুরুত্ব বা কার্যাবলী আলোচনা কর
ReplyDeleteAnd who are you
Deleteপ্যারিস জাতীয় রক্ষীবাহিনী নেতৃত্বে কে ছিলেন
ReplyDeleteSir Very good.give me your all pdf .🙏🙏
ReplyDeleteTcb hi nahi hai to wo bhi nahi hai tu mere pass bhi nahi hai kya ye hi hai to ye hai tu bhi ho sakta hai kya baat hai tu mere pass the time to wo bhi hai kya ye hai ki nahi kar sakte ho sakta hu hi nhi hai tu bhi nahi laga hi nahi kar sakta hai kya hai kya hai tu bhi hai to wo boli thi hi nahi hai tu to gya ta havi hi nahi kar sakta hu hi nhi ho skta tu to gya hi nhi ho sakta h hai to wo boli ki nahi hai kya baat hai to ye hai ki wo hi nahi e mail to gya hai to wo bhi hai to ye hai ki aap to gya r reader r or hi hai kya baat nahi hai kya ye log e mail id label and hai kya baat nahi hai to gya hi nhi ho Raha
ReplyDeleteThank you so much sir 👀
ReplyDeletePdf please
ReplyDeletebhuniagopal5@gmail.com
jaydeepmahapatra0@gmail.com
DeleteNi
ReplyDeleteE-mail biswasmanab14@gmail.com please give me pdf
ReplyDelete