বামাবোধিনী পত্রিকা থেকে উনিশ শতকের নারী সমাজ সম্পর্কে কী জানা যায়? মাধ্যমিক-২০২১ ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন।

 বিষয়ঃ ইতিহাস শ্রেণিঃ দশম

দ্বিতীয় অধ্যায়ঃ সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা।
বামাবোধিনী পত্রিকা





অক্ষয়কুমার দত্ত


প্রশ্নঃ বামাবোধিনী পত্রিকা থেকে উনিশ শতকের নারী সমাজ সম্পর্কে কী জানা যায়? 

                        ঊনিশ শতকে বাংলা ভাষায় প্রকাশিত যেসব সাময়িকপত্রে তৎকালীন সমাজের প্রতিফলন ঘটেছে সেগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল “বামাবোধিনী পত্রিকা” নামে মাসিক পত্রিকাটি। এই পত্রিকায় ধর্ম, নীতিবিজ্ঞান, ইতিহাস, গৃহচিকিৎসা, শিশুপালন, স্ত্রী-শিক্ষা প্রভৃতি বিষয়ে বিভিন্ন প্রবন্ধ রচনা মাধ্যমে নারী সমাজের উন্নয়নের কথা তুলে ধরা হতো।

প্রকাশক ও প্রকাশকালঃ  ১৮৬৩ সালের  আগস্ট মাসে উমেশচন্দ্র দত্ত মহাশয় প্রথম বামাবোধিনী পত্রিকা প্রকাশ করেন।এটি ছিল একটি মাসিক বাংলা পত্রিকা।

শিক্ষার দাবিঃ নারী সমাজে শিক্ষার প্রয়োজন ছিল তা উনিশ শতকে এই পত্রিকার মাধ্যমে তুলে ধরা হলো। নারী সুশিক্ষিত হলে সে অনায়াসে সুগৃহিনী বা সুমাতা রূপে পরিণত হতে পারে। বামাবোধিনী পত্রিকার মধ্য দিয়ে নারীদের শিক্ষার দাবিকে আরো জোরালো করে তোলা হয়েছিল। 

নারীদের পেশাগত অবদানঃ নারীরা যে সমাজের অঙ্গ তারাও যে সমাজের কোন কাজে অংশগ্রহণ করতে পারে তা বামাবোধিনী পত্রিকা প্রকাশিত হতে লাগলো।  যেমন চন্দ্রমুখি বসু, কুমুদিনী খাস্তগীর, কামিনী সেন এবং প্রথম মহিলা ডাক্তার কাদম্বিনী গাঙ্গুলী প্রমূখ মহিলারা পেশাগত ভাবে নিজেদের স্থান দখল করেছিল।

কুপ্রথার অস্তিত্বঃ উনিশ শতকের নারীসমাজে বহুবিবাহ, বাল্যবিবাহ পর্দাপ্রথার অস্তিত্ব লক্ষ্য করা যায়, সতীদাহ প্রথার চল না থাকলেও বিধবা বিবাহের বিস্তার তেমন ঘটেনি। 

সম্পত্তি হীনতাঃ অর্থনৈতিক দিক দিয়ে নারীদের কোন স্বাধীনতা ছিল না। বিবাহ কালে মূলত স্ত্রীধন সম্পত্তিতে নারীর অধিকার থাকত না।

আদর্শ অনুসরণঃ এই পত্রিকা নারীদের উৎসাহিত করার জন্য ভারতের খ্যাতনামা প্রাচীন বিদূষী মহিলা যেমন গার্গী মৈত্রেয়ীর মত বিদুষী নারীদের আদর্শ তুলে ধরতেন এবং বলতেন যে, তারা যেমন নিজ নিজ চেষ্টায় জ্ঞানার্জনে ব্রতী ছিলেন, জ্ঞানের বিভিন্ন শাখায় তারা যেভাবে পারদর্শিতা প্রদর্শন করেছিলেন সেইভাবেই বাঙালি নারীদের শিক্ষা দীক্ষায় এগিয়ে আসা দরকার।

উপসংহারঃ যদিও বামাবোধিনী পত্রিকার অনেক রকম সীমাবদ্ধতা ছিল। শহরকেন্দ্রিক নারীদের কথা বললেও গ্রামের নারীদের বিষয়ে নীরব ছিল। তার সত্বেও বলা যায় বামাবোধিনী পত্রিকা বাংলার নারী কল্যাণে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল। তৎকালীন সমাজে বামাবোধিনী পত্রিকার ভূমিকা গ্রহণ করেছিল তা অন্য কোন পত্রিকাতে লক্ষ্য করা যায় না। নারী সমাজকে অগ্রগতি তানে এই বামাবোধিনী পত্রিকার যথেষ্ট গুরুত্ব আছে সে কথা স্বীকার করতেই হয়।

Comments

Post a Comment

Popular posts from this blog

নবম শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায়- ফরাসি বিপ্লবের কয়েকটি দিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর।

অষ্টম শ্রেণির পরিবেশ ও বিজ্ঞান বিষয় তাপের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

অণুজীবের জগৎ অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, পরিবেশ ও বিজ্ঞান *শ্রেণি-অষ্টম।