মাধ্যমিকঃ সংঘবদ্ধতার গোড়ার কথা: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ চতুর্থ অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর।
- ইতিহাসের পাঠশালা।
১) প্রথম কবে সিপাহিরা বিক্ষোভ শুরু করে?
উঃ 1857 সালের 26 শে ফেব্রুয়ারি বহরমপুর সেনা ছাউনির সেনারা বিক্ষোভ শুরু করে।
২) কবে ও কোথায় প্রথম সিপাহি বিদ্রোহ আত্মপ্রকাশ করে?
উঃ 1857 সালের 29 শে মার্চ ব্যারাকপুরে সেনানিবাসে প্রথম সিপাহি বিদ্রোহ আত্মপ্রকাশ করে।
৩) সিপাহি বিদ্রোহ কথাটি প্রথম কে ব্যবহার করেন?
উঃ ভারত সচিব আর্ল স্ট্যানলি।
৪) সিপাহি বিদ্রোহের প্রথম শহীদ কে?
উঃ মঙ্গল পান্ডে।
৫) সিপাহি বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?
উঃ লর্ড ক্যানিং।
#লর্ড ক্যানিং ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন।
৬) মিরাটে কবে সিপাহি বিদ্রোহ শুরু হয়?
উঃ 1857 সালের 10 মে।
৭) দিল্লিতে কবে বিদ্রোহ শুরু হয়?
উঃ 1857 খ্রিস্টাব্দের 11 মে।
৮) মহাবিদ্রোহের সময় দিল্লির মোগল সম্রাট কে ছিলেন?
উঃ দ্বিতীয় বাহাদুর শাহ।
## বিদ্রোহীরা তাকে 'হিন্দুস্তানের সম্রাট' বলে ঘোষণা করেন।
##দ্বিতীয় বাহাদুর শাহ ছিলেন ভারতবর্ষের শেষ মোগল সম্রাট।
৯) 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের স্বাধীনতার প্রথম যুদ্ধ বলে কে অভিহিত করেছেন?
উঃ বিনায়ক দামোদর সাভারকার।
১০) কার্ল মাকর্স 1857 র বিদ্রোহের প্রকৃতি সম্পর্কে কি বলেছেন?
উঃ এটিকে জাতীয় বিদ্রোহ বলেছেন।
১১) বিদ্রোহে বাঙালি গ্রন্থটি কার লেখা?
উঃ দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়।
১২) মহারানীর ঘোষণাপত্র কবে প্রকাশিত হয়?
উঃ ১লা নভেম্বর ১৮৫৮ খ্রিস্টাব্দে এলাহাবাদে ঘোষিত হয়।
১৩) ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন?
উঃ লর্ড ক্যানিং। ভাইসরয় কথার অর্থ রাজপ্রতিনিধি।
১৪) ভারত সচিব এর সদর দপ্তর কোথায় ছিল?
উঃ লন্ডনে যার নাম ছিল ইন্ডিয়া হাউস।
১৫) কে মহারানীর ঘোষণাপত্রকে রাজনৈতিক ধাপ্পা বলেছেন?
উঃ ঐতিহাসিক বিপান চন্দ্র।
১৬) মহাবিদ্রোহ বিরোধিতা করেছিলেন এমন কয়েকজন বাঙালির নাম লেখো।
উঃ রাধাকান্ত দেব, প্রসন্নকুমার সিংহ, ঈশ্বর গুপ্ত, দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় প্রমুখ ব্যক্তিবর্গ।
১৭) আধুনিক ভারতের জাতীয়তাবাদের জনক কাকে বলা হয়?
উঃ রাজা রামমোহন রায়।
১৮) উনবিংশ শতকে সভা সমিতির যুগ কে বলেছেন?
উঃ ঐতিহাসিক অনিল শীল।
১৯) জমিদার সভার প্রথম সভাপতি কে ছিলেন?
উঃ রাধাকান্ত দেব।
২০) জমিদার সভাকে 'ভারতের স্বাধীনতার অগ্রদূত' বলে কে অভিহিত করেছেন?
উঃ রাজেন্দ্রলাল মিত্র।
২১) সংবাদ ভাস্কর এর সম্পাদক কে ছিলেন?
উঃ গৌরীশঙ্কর তর্কবাগীশ।
২২) কত খ্রিস্টাব্দে ইন্ডিয়ান লীগ গঠিত হয়?
উঃ ১৮৭৫ খ্রিস্টাব্দে। অমৃতবাজার পত্রিকার সম্পাদক শিশিরকুমার ঘোষ ও হেমন্তকুমার ঘোষ এই রাজনৈতিক সমিতিটি প্রতিষ্ঠা করেছিলেন।
২৩) কত খ্রিস্টাব্দে ভারতসভা প্রতিষ্ঠিত হয়?
উঃ ২৬শে জুলাই ১৮৭৬ খিষ্টাব্দে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আনন্দমোহন বসু, শিবনাথ শাস্ত্রী দ্বারকানাথ গাঙ্গুলী প্রমুখের উদ্যোগে।
২৪) নির্মীয়মান জাতি বা A Nation in Making কার লেখা?
উঃ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
২৫) দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কার আমলে কত খ্রিস্টাব্দে পাশ হয়? কে এই আইনটি তুলে নেন?
উঃ ১৮৭৮ খ্রিস্টাব্দে লর্ড লিটনের আমলে দেশীয় ভাষায় সংবাদপত্র আইন পাস হয়। লর্ড রিপন এই আইন তুলে দেন।
২৬) হিন্দু মেলা কে প্রতিষ্ঠা করেন?
উঃ ১৮৬৭ খ্রিস্টাব্দে নবগোপাল মিত্র।
২৭) পুনা সার্বজনিক সভা কার নেতৃত্বে গড়ে ওঠে?
উঃ ১৮৬৭ খ্রিস্টাব্দে গোপালহরি দেশমুখ এর নেতৃত্বে।
২৮) বন্দেমাতরম সঙ্গীতটি কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে?এটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আনন্দমঠ উপন্যাস থেকে নেওয়া হয়েছে।
বন্দেমাতরম সঙ্গীতটি (পরাধীন ভারতের জাতীয় সংগীত ছিল) প্রথম বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়।
২৯) কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ভারতীয় জাতীয়তাবাদের গুরু বলেছেন?
উঃ অরবিন্দ ঘোষ।
৩০) বর্তমান ভারত, প্রাচ্য ও পাশ্চাত্য গ্রন্থ গুলি কার লেখা?
উঃ স্বামী বিবেকানন্দ।
৩১) গোরা উপন্যাসটি কার লেখা?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
৩২) 'ভারতমাতা' চিত্রটি কে অঙ্কন করেন?
উঃ অবনীন্দ্রনাথ ঠাকুর।
৩৩) গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র গুলির প্রধান বিষয়বস্তু কি ছিল?
উঃ সমাজের ধনী ও অভিজাত শ্রেণির কাজকর্মের সমালোচনা করা। তাদের অহংকার, সামাজিক চালচলন, রীতিনীতি, মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের সঙ্গে তাদের দূরত্ব প্রভৃতি বিষয়ে ব্যঙ্গচিত্রগুলিতে নিন্দার দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে।
Posted by- Abhisek Dutta
Assistant Teacher
© ABHISEK DUTTA
Thank You
Comments
Post a Comment