মাধ্যমিকের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর-বিংশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলনঃ বৈশিষ্ট্য ও পর্যালোচনা ষষ্ঠ অধ্যায়ের ইতিহাস বিষয়ের।
বিংশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলনঃ বৈশিষ্ট্য ও পর্যালোচনা।
অধ্যায়-ষষ্ঠ * বিষয়-ইতিহাস * শ্রেণি-দশম।
Posted by- Abhisek Dutta
© ABHISEK DUTTA
Picture Collected from- Google
Thank You for Visiting my Blog.
১) কবে বঙ্গভঙ্গ কার্যকর হয়? কে বঙ্গভঙ্গ করেন?
উঃ 1905 খ্রিস্টাব্দে 16 অক্টোবর।
# বড়লাট লর্ড কার্জন।
২) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে পিছিয়ে ছিল কেন?
উঃ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক সমাজ সক্রিয়ভাবে অংশগ্রহণ না করে পিছিয়ে ছিলো এর কারণ গুলি হল-
ক) কৃষকদের স্বার্থের সাথে জড়িত এমন কোনো কর্মসূচিতে আন্দোলনে ছিল না।
খ) আন্দোলনের নেতৃবর্গের সঙ্গে সরাসরি জমিদার মহাজন শ্রেণীর লোকেরা যুক্ত ছিল। যার জন্য কৃষক সম্প্রদায় এই আন্দোলন থেকে দূরে ছিলেন।
৩) কবে বঙ্গভঙ্গ রদ করা হয়?
উঃ 1911 খ্রিস্টাব্দে।
৪) সর্বভারতীয়স্তরে আন্দোলনের পূর্বে গান্ধীজির নেতৃত্বে গুরুত্বপূর্ণ আন্দোলন গুলো কী কী ছিল?
উঃ সর্বভারতীয়স্তরে আন্দোলনের পূর্বে গান্ধীজি তিনটি আঞ্চলিক সত্যাগ্রহ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। এগুলি হল-
ক) বিহারের চম্পারণ জেলায় নীল চাষের বিরুদ্ধে চাষীদের স্বার্থ রক্ষার জন্য চম্পারন সত্যাগ্রহ (1917 খ্রিঃ)।
খ) গুজরাটের খেদা জেলা সরকারি খাজনা বৃদ্ধির প্রতিবাদে কৃষকদের নিয়ে খেদা সত্যাগ্রহ (1918 খ্রিঃ)।
গ) গুজরাটের আমেদাবাদে সুতোকলের শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য আমেদাবাদ সত্যাগ্রহ (1918 খ্রিঃ)।
৫) কত খ্রিস্টাব্দে 'চম্পারন কৃষি বিল' পাস হয়?
উঃ 1917 খ্রিস্টাব্দে।
৬) অসহযোগ আন্দোলনে মেদনীপুরে কৃষক আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন?
উঃ বীরেন্দ্রনাথ শাসমল।
৭) রাম্পা বিদ্রোহ কোথায় হয়েছিল? এর নেতা কে ছিলেন?
উঃ উত্তর গোদাবরী অঞ্চলে আদিবাসী কৃষক বিদ্রোহ রাম্পা বিদ্রোহ নামে খ্যাত।
# আল্লুরি সীতারাম রাজু।
৮) মোপলা বিদ্রোহ কোথায় সংগঠিত হয়েছিল?
উঃ মালাবার উপকূলে।
৯) মতিলাল তেজাওয়াতে কে ছিলেন?
উঃ মেবারের ভিল উপজাতিদের নেতা।
১০) অসহযোগ আন্দোলনের সময় ভারতের কোথায় কোথায় কৃষক আন্দোলন হয়েছিল?
উঃ অসহযোগ আন্দোলনের সময় ভারতবর্ষের উল্লেখযোগ্য কৃষক আন্দোলনগুলি হল-
ক) মেদিনীপুর জেলায় খাজনা বন্ধ আন্দোলন বীরেন্দ্রনাথ শাসমল এর নেতৃত্বে।
খ) রায়বেরিলির কৃষক আন্দোলন।
গ) উত্তরপ্রদেশের প্রতাপগড় এ বাবা রামচন্দ্রের আন্দোলন।
ঘ) মাদারি পাশির নেতৃত্বে উত্তরপ্রদেশের অযোধ্যায় একা বা একতা আন্দোলন।
ঙ) স্বামী বিদ্যানন্দ নেতৃত্বে বিহারের দ্বারভাঙ্গা কৃষক আন্দোলন।
চ) মালাবার অঞ্চলে মোপলা বিদ্রোহ।
১১) বারদৌলি সত্যাগ্রহ কোথায় হয়েছিল?
উঃ গুজরাটের বারদৌলিতে 1928 সালে। সর্দার বল্লভভাই প্যাটেল সত্যাগ্রহ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন।
১২) বাংলায় কৃষক প্রজা পার্টি কে প্রতিষ্ঠা করেন?
উঃ 1929 খ্রিস্টাব্দের 4 জুলাই এ. কে. ফজলুল হক বাংলার কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেন।
১৩) তাম্রলিপ্ত জাতীয় সরকার কে প্রতিষ্ঠা করেন?
উঃ 1942 খ্রিস্টাব্দের 17 ডিসেম্বর সতীশচন্দ্র সামন্ত তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠা করেন মেদিনীপুরে।
১৪) তেভাগা আন্দোলন কী?
উঃ ভারতের স্বাধীনতার পূর্বে বঙ্গীয় কৃষক সভার উদ্যোগে এবং কমিউনিস্ট পার্টির নেতৃত্বে বাংলা বিস্তীর্ণ অঞ্চলে আন্দোলন শুরু হয় তা তেভাগা আন্দোলন নামে পরিচিত। "আধি নয়, তেভাগা চাই", "নিজ খামারে ধান তোলো" এই সকল শ্লোগানে মুখোরিত ছিল তেভাগা আন্দোলন। এই আন্দোলনের মূল কথা ছিল বর্গাদাররা যে জমিতে চাষ করছে তার স্বত্ব প্রদান করা এবং যতদিন না তা কার্যকারী হচ্ছে ততদিন উৎপন্ন ফসলের দুই-তৃতীয়াংশ (২/৩) দেওয়া। গুরুদাস তালুকদার, অবনী রায়, চারু মজুমদার প্রমুখ ছিল এই আন্দোলনের নেত্রী বর্গ।
১৫) নিখিল ভারত কিষান সভা কবে গঠিত হয়? কোথায় প্রথম অধিবেশন বসেছিল?
উঃ 1936 খ্রিস্টাব্দে নিখিল ভারত কিষান সভা গঠিত হয়।
লখনউ প্রথম অধিবেশন বসেছিল।
১৬) অযোধ্যা কিষান সভা কে প্রতিষ্ঠা করেন?
উঃ 1920 উত্তরপ্রদেশের অযোধ্যাতে জহরলাল নেহেরু কিষান সভা প্রতিষ্ঠা করেন।
১৭) সর্বভারতীয় কিষান সভার প্রথম সভাপতি কে ছিলেন?
উঃ স্বামী সহজানন্দ সরস্বতী।
১৮) বেট্টি প্রথা কী?
উঃ তেলেঙ্গানাতে প্রচলিত বাধ্যতামূলক করেন নাম বেট্টি প্রথা।
১৯) ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন সংগঠন কোনটি?
উঃ 1918 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত মাদ্রাজ লেবার ইউনিয়ন ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন সংগঠন।
২০) নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস (AITUC) কবে প্রতিষ্ঠিত হয়? এর প্রথম সভাপতি কে ছিলেন? এর
প্রথম অধিবেশন কোথায় বসে?
উঃ 1920 খ্রিস্টাব্দ প্রতিষ্ঠিত হয়।
#এর প্রথম সভাপতি ছিলেন লালা লাজপত রায়।
# প্রথম অধিবেশন বসে বোম্বাই এ।
২১) ভারতের কমিউনিস্ট পার্টি কে কোথায় প্রতিষ্ঠা করেন?
উঃ 1920 খ্রিস্টাব্দে মানবেন্দ্রনাথ রায় (যার আসল নাম নরেন্দ্রনাথ ভট্টাচার্য) রাশিয়ার তাসখন্দ ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন।
২২) ভারতে কবে কার সভাপতিত্বে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়?
উঃ 1925 খ্রিস্টাব্দের 26 ডিসেম্বর কানপুরে কমিউনিস্ট নেতা সিঙ্গারাভেলু চেট্টিয়ার এর সভাপতিত্বে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়।
২৩) ভারতের কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলা হয় কেন?
উঃ ভারতের কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলা হয় কারণ দলটি দুইবার প্রতিষ্ঠিত হয়েছিল। 1920 খ্রিস্টাব্দে রাশিয়া তাসখন্দ মানবেন্দ্রনাথ রায়ের নেতৃত্বে প্রথম ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল। দ্বিতীয়বার 1925 খ্রিস্টাব্দে কানপুরে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠান হয়েছিল।
২৪) ভারতে প্রথম কবে মে দিবস পালিত হয় কার নেতৃত্বে?
উঃ সিঙ্গারাভেলু চেট্টিয়ার এর নেতৃত্বে প্রথম 1923 খ্রিস্টাব্দে মে দিবস পালিত হয়।
২৫) মিরাট ষড়যন্ত্র মামলা কী?
উঃ ভারতের বিভিন্ন অঞ্চলে কমিউনিস্ট পার্টির কার্যকলাপে ভীত ব্রিটিশ সরকার বামপন্থী শ্রমিক আন্দোলনকে দমন করার জন্য 1929 খ্রিস্টাব্দের 20 মার্চ মোট 32 জন শ্রমিক নেতাকে গ্রেফতার করে যে মামলা রুজু করা হয় মিরাট ষড়যন্ত্র মামলা নামে পরিচিত। এই মামলা চার বছর ধরে চলেছিল। এস. ভি. ঘাটে, মুজাফফর আহমেদ, এস. এ. ডাঙ্গে, পি সি যোশী, গঙ্গাধর অধিকারী প্রমুখ ব্যক্তিবর্গ ছিল এ মামলায় অভিযুক্ত।
২৬) মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত দুইজন বিদেশী কমিউনিস্ট নেতার নাম লেখো।
উঃ মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত বিদেশি কমিউনিস্ট নেতা হলেন বেন ব্রাডলি, ফিলিপ স্প্র্যাট এবং হিউ লেস্টার হ্যাচিনসন।
২৭) হুইটলি কমিশন কত খ্রিস্টাব্দে গঠিত হয়?
উঃ 1929 খ্রিস্টাব্দে।
২৮) কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি কবে গঠিত হয়? প্রথম সভাপতি কে ছিলেন?
উঃ 1934 খ্রিস্টাব্দে।
# আচার্য নরেন্দ্র দেব ছিলেন কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির প্রথম সভাপতি।
২৯) কে কবে ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন?
উঃ সুভাষচন্দ্র বসু 1939 খ্রিস্টাব্দে ফরওয়ার্ড ব্লক দল প্রতিষ্ঠা করেন।
৩০) কে কবে রেডিক্যাল ডেমোক্রেটিক পার্টি প্রতিষ্ঠা করেন?
উঃ 1940 খ্রিস্টাব্দে মানবেন্দ্রনাথ রায় রেডিক্যাল ডেমোক্রেটিক পার্টি প্রতিষ্ঠা করেন।
৩১) বিপ্লবী সমাজতন্ত্রী দল কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ 1940 খ্রিস্টাব্দে।
৩২) কত খ্রিস্টাব্দে বোম্বাইয়ের গিরনি কামগার ইউনিয়ন গঠিত হয়?
উঃ 1928 খ্রিস্টাব্দে।
৩৩) দেওয়ান চমনলাল কে ছিলেন?
উঃ দেওয়ান চমনলাল ছিলেন পাঞ্জাবে শ্রমিক আন্দোলনের অন্যতম নেতা। তিনি নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সম্পাদক ছিলেন।
৩৪) ইন্ডিয়া ইন ট্রানজিশন গ্রন্থটি কে রচনা করেন?
উঃ মানবেন্দ্রনাথ রায়।
৩৫) 'সারা ভারত কিষান কংগ্রেস' কবে প্রতিষ্ঠিত করা হয়?
উঃ 1936 খ্রিস্টাব্দে।
৩৬) বাবা রামচন্দ্র কে ছিলেন?
উঃ অসহযোগ আন্দোলনের সময় বাবা রামচন্দ্র যুক্তপ্রদেশ কৃষক বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন। তিনি রামায়ণ ও জাতপাতের মিশ্রণ ঘটিয়ে এই আন্দোলনকে একটা অন্য রূপদান করতে চেয়েছিলেন'।
৩৭) মোপলা বিদ্রোহ কেন হয়েছিল?
উঃ অসহযোগ আন্দোলন চলাকালীন পশ্চিম ভারতের মালাবার অঞ্চলে মোপলা নামক মুসলিম সম্প্রদায় হিন্দু জমিদারদের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে ওঠে। স্বাধীনতা সাপেক্ষে কথা বলার জন্য তারা ভাবে দেশে স্বাধীনতা এসে গেছে। তারা নিজেদের অঞ্চলে হিন্দু জমিদারদের উচ্ছেদ করার পাশাপাশি প্রায় 300 হিন্দুকে হত্যা করে এবং 2500 জন হিন্দুকে ধর্মান্তরিত করেছিল। ফলে মোপলা বিদ্রোহ সাম্প্রদায়িক রূপ ধারণ করে।
৩৮) চৌরিচৌরা ঘটনা গুরুত্ব কী ছিল?
উঃ উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার চৌরিচৌরা গ্রামে হিংসাত্মক ঘটনাটি (5 ফেব্রুয়ারি 1922 খ্রিষ্টাব্দ) কে কেন্দ্র করে অহিংস আন্দোলন মহাত্মা গান্ধী প্রত্যাহার করেন।
৩৯) কবে কোথায় ওয়ার্কার্স এন্ড পেজেন্টস পার্টি প্রতিষ্ঠিত হয়?
উঃ 1926 খ্রিস্টাব্দে কৃষ্ণনগরে।
৪০) সোশ্যালিস্ট পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উঃ এস এ ডাঙ্গে।
৪১) গণবাণী পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উঃ মুজাফফর আহমেদ।
৪২) 'যুব কমরেড লিগ' কার নেতৃত্বে গড়ে ওঠে?
উঃ পি সি জোশী।
৪৩) তেলেঙ্গানা চিকটি ডোবালু কাদের বলা হয়?
উঃ কমিউনিস্ট নেতাদের।
৪৪) ফ্লাউড কমিশন কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল?
উঃ তেভাগা আন্দোলন।
৪৫) আইন অমান্য আন্দোলনে শ্রমিক সম্প্রদায় পিছিয়ে কেন ছিল?
উঃ আইন অমান্য আন্দোলনে শ্রমিক সম্প্রদায়ের পিছিয়ে থাকার কারণ গুলি হল-
ক) গান্ধীজি ব্রিটিশ সরকারের নিকট যে 11 দফা দাবি পেশ করে তাতে শ্রমিকদের কোনো দাবি ছিল না।
খ) কংগ্রেসের অন্দরে শ্রমিক সংগঠন কে মজবুত করতে না পারা ও তার ভাঙ্গন।
গ) কমিউনিস্ট পার্টির আন্দোলন শ্রমিকদের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে।
৪৬) ভারত ছাড়ো আন্দোলনে সম্প্রদায় বিমুখ ছিল কেন?
উঃ ছাড়ো আন্দোলনের শ্রমিকরা বিমুখ ছিল কারণ-
ক) কংগ্রেসের শ্রমিকদের প্রতি নেওয়া নীতি শ্রমিক সম্প্রদায় কাছে স্পষ্ট ছিল না।
খ) কমিউনিস্ট পার্টি ভারত ছাড়ো আন্দোলন কে সমর্থন না করার জন্য শ্রমিকশ্রেণি ও আন্দোলনের প্রতি আগ্রহ দেখায়নি।
৪৭) 'দত্ত-ব্রাডলে থিসিস' কী?
উঃ ব্রিটিশ সরকার কমিউনিস্ট পার্টিসহ বামপন্থী দল ট্রেড ইউনিয়নকে নিষিদ্ধ(1934 খ্রিঃ) ঘোষণা করলে রজনীপাম দত্ত এবং বেন ব্রাডলে নামমাত্র কর্মসূচির ভিত্তিতে একটি ইশতেহার তৈরি করেন এবং সাম্রাজ্যবাদবিরোধী যুক্তফ্রন্ট করে তুলতে উদ্যোগী হন এটি দত্ত- ব্রাডলে থিসিস নামে খ্যাত।
৪৮) Independence for India League কারা কেন গঠন করে?
উঃ জহরলাল নেহেরু এবং সুভাষচন্দ্র বসুর উদ্যোগে গড়ে ওঠে Independence for India League।
তাদের মূল উদ্দেশ্য ছিল ভারতের অর্থনৈতিক কাঠামোতে সমাজতান্ত্রিক সংস্কার সাধন অর্থাৎ স্বাধীনতা অর্জন করে সামাজিক ও অর্থনৈতিক সাম্যের ভিত্তিতে ভারতীয় সমাজকে পুনর্গঠন করা।
৪৯) পুন্নাপ্রা ভায়লার আন্দোলন কোথায় হয়েছিল?
উঃ ত্রিবাঙ্কুর।
৫০) কোন দুজন কংগ্রেস নেতা কংগ্রেসের ভেতর বামপন্থী মতে জন্ম দেন?
উঃ সুভাষচন্দ্র বসু এবং জহরলাল নেহেরু।
Comments
Post a Comment