উচ্চ মাধ্যমিক-2023 ইতিহাস সাজেশন

 উচ্চ মাধ্যমিক-2023 ইতিহাস সাজেশন               


Posted by -Abhisek Dutta

                               বিভাগ-ক
প্রথম অধ্যায়ঃ অতীত স্মরণ।
1. পেশাদারী ইতিহাস কাকে বলে? পেশাদারি ও অপেশাদারী ইতিহাসের পার্থক্য লেখ। আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি আলোচনা করো। 2+4+2
2. অতীতকে স্মরণ করার ক্ষেত্রে/ মানুষের ধারণাকে রূপদান করতে কিংবদন্তি, মিথ ও লিজেন্ড এর ভূমিকা আলোচনা করো।/ মৌখিক ঐতিহ্যের গুরুত্ব আলোচনা করো।

দ্বিতীয় অধ্যায়ঃ ঊনবিংশ ও বিংশ শতকে ঔপনিবেশিকতাবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার।


1. উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন-লেনিন তত্ত্ব আলোচনা করো।***
2. উপনিবেশবাদ বলতে কী বোঝো? সাম্রাজ্যবাদের সঙ্গে উপনিবেশবাদের সম্পর্ক নির্ধারণ করো।
অতিরিক্তঃ
• সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো? সাম্রাজ্যবাদের উদ্ভবের কারণগুলি লেখ।
• উপনিবেশিক রাষ্ট্রগুলিতে জাতিগত ব্যবধানে প্রভাব লেখ।

তৃতীয় অধ্যায়ঃ ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি: নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য।


1. নানকিং ও তিয়েনসিনের সন্ধির মূল শর্তগুলি আলোচনা কর।/ চীনের উপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও।***
2. ভারতের অবশিল্পায়নের কারণ ও ফলাফল আলোচনা কর।
3. ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা কর।
অতিরিক্তঃ
• পলাশী ও বক্সার যুদ্ধের ফলাফলে তুলনামূলক আলোচনা কর
• ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থা সংক্ষিপ্ত পরিচয় দাও।

চতুর্থ অধ্যায়ঃ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া।


1. ভারতের সমাজ ও শিক্ষা সংস্কারক হিসাবে রাজা রামমোহন রায় সম্পর্কে আলোচনা কর।
2. চীনের 4ঠা মে আন্দোলনের কারণ বিশ্লেষণ করো। এই আন্দোলনের প্রভাব আলোচনা করো।
3. ব্রিটিশ শাসনকালে ভারতের আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আন্দোলনের বিবরণ দাও।

                                বিভাগ-খ


পঞ্চম অধ্যায়ঃ ঔপনিবেশিক ভারতের শাসন।
1. মন্টেগু-চেমসফোর্ড সংস্কারের বৈশিষ্ট্য লেখো। এই আইনের ত্রুটি গুলি আলোচনা করো।***
2. 1935 সালের ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও শর্তাবলী লেখো ও এর গুরুত্ব আলোচনা করো।
3. লখনৌ চুক্তির শর্তাবলী আলোচনা কর এই চুক্তির গুরুত্ব সংক্ষেপে লেখো।
4. বাংলায় পঞ্চাশের মন্বন্তরের কারণ ও ফলাফল লেখো।***
5. জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রেক্ষাপট ও গুথরুত্ব আলোচনা করো। 1919 সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্য ত্রুটি গুলি লেখো। 5+3

ষষ্ঠ অধ্যায়ঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশ সমূহ।


1. 1942 সালের ভারতছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা কর। এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে সংক্ষেপে লেখো। 5+3 **
2. ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ বাহিনীর অবদান লেখো।
3. মাউন্টব্যাটেন পরিকল্পনা কি এই পরিকল্পনার বিষয়বস্তু কী ছিল?

সপ্তম অধ্যায়ঃ ঠান্ডা লড়াইয়ের যুগ।


1. ঠান্ডা লড়াই বলতে কী বোঝো? এর তাত্ত্বিক ভিত্তি আলোচনা করো। ***
2. সুয়েজ সংকট সৃষ্টির কারণ এবং এর গুরুত্ব ও ফলাফল লেখো।*
3. কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের সম্পর্কে বিস্তারিত আলোচনা কর।
4. জোট নিরপেক্ষ আন্দোলন কী? এর উদ্দেশ্য লেখো।**
5. ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো।*

অষ্টম অধ্যায়ঃ অব-উপনিবেশকরণ।


1. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই যুদ্ধে ভারতের ভূমিকা কী ছিল?
2. স্বাধীন ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো।*
3. সার্ক প্রতিষ্ঠার প্রেক্ষাপট আলোচনা করো। এর উদ্দেশ্য কী ছিল? এর গুরুত্ব আলোচনা করো।**

Thank You for visiting my Blog 


Comments

Post a Comment

Popular posts from this blog

নবম শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায়- ফরাসি বিপ্লবের কয়েকটি দিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর।

অষ্টম শ্রেণির পরিবেশ ও বিজ্ঞান বিষয় তাপের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ। অধ্যায়-পঞ্চম * শ্রেণি-অষ্টম * বিষয় পরিবেশ ও বিজ্ঞান।