উচ্চ মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায়ঃ সাম্রাজ্যবাদী আধিপত্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া।

 উচ্চ মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায়ঃ সাম্রাজ্যবাদী আধিপত্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া।



Posted By- Abhisek Dutta

Thank You for Visiting my Blog. 

 গুরুত্বপূর্ণ MCQ & SAQ 


1. কোন পত্রিকায় সর্বপ্রথম বাঙালি মধ্যবিত্তদের কথা বলা হয়?
উঃ বঙ্গদূত।
2. কে কবে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন?
উঃ বড়লাট ওয়ারেন হেস্টিং এর উদ্যোগে 1781 খ্রিস্টাব্দে আরবি ফারসি ভাষা, ইসলামিক আইন কানুন ইত্যাদি বিষয়ে শিক্ষাদানের উদ্দেশ্যে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়।
3. কে কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন?
উঃ স্যার উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন।
4. কে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন?
উঃ লর্ড ওয়েলেসলি।
5. প্রথম বাংলা সংবাদপত্রের নাম কী ছিলে?
উঃ সমাচার দর্পণ।
6. জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন এর বর্তমান নাম কী? উঃ স্কটিশ চার্চ কলেজ।
7. পটলডাঙ্গা একাডেমির বর্তমান নাম কী?
উঃ হেয়ার স্কুল।
8. হিন্দু কলেজের বর্তমান নাম কী? উঃ প্রেসিডেন্সি ইউনিভার্সিটি।
9. হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়  উঃ 1817 খ্রিস্টাব্দে।
10. কমিটি অফ পাবলিক ইন্সট্রাকশনের সভাপতি কে ছিলেন?
উঃ টমাস ব্যাবিংটন মেকলে।
11. কলকাতা সংস্কৃত কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ 1824 খ্রিস্টাব্দে।
12. সংস্কৃতের বিরোধিতা করে লর্ড আমহার্স্ট কে চিঠি লিখেন?
উঃ রাজা রামমোহন রায়।
13. চুইয়ে পড়া নীতির প্রবর্ত কে?
উঃ মেকলে।
14. ভারতে ইংরেজি শিক্ষার প্রসারকে সরকারি নীতি হিসেবে কে ঘোষণা করেন?
উঃ লর্ড উইলিয়াম বেন্টিং।
15. কোন গভর্নর জেনারেলের আমলে মেকলে মিনিট গৃহীত হয়?
উঃ লর্ড উইলিয়াম বেন্টিং এর আমলে।
16. কবে উডের ডেসপ্যাচ প্রকাশিত হয়?
উঃ 1854 খ্রিস্টাব্দে।
17. ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ম্যাগনাকার্টা বলা হয় কোন ঘটনাকে?
উঃ  উডের ডেসপ্যাচ কে।
18.ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি?
উঃ কলকাতা বিশ্ববিদ্যালয়।
19. হান্টার কমিশনের রিপোর্ট কবে প্রকাশিত হহয়?
উঃ 1882 খ্রিস্টাব্দে।
20. ভারতীয় নবজাগরণের অগ্রদূত কাকে বলা হয়?
উঃ রাজা রামমোহন রায়কে।
21. আধুনিক ভারতের জনক কাকে বলা হয়?
উঃ রাজা রামমোহন রায়কে।
22. আধুনিক ভারতের ইরাসমাস কাকে বলা হয়?
উঃ রাজা রামমোহন রায় কে।
23. রাজা রামমোহন রায়কে রাজা  উপাধি কে দিয়েছিলেন?
উঃ মুঘল সম্রাট দ্বিতীয় আকবর।
24. তুহাফৎ- উল মুয়াহিদ্দিন এবং The Precepts of Jesus কে রচনা করেন?
উঃ রাজা রামমোহন রায়।
25. কে কবে আত্মীয় সভা গড়ে তোলেন?
উঃ রাজা রামমোহন রায় 1815 খ্রিস্টাব্দে।
26. ব্রাহ্ম সমাজে সমাজ কে প্রতিষ্ঠা করেন?
উঃ রাজা রামমোহন রায়।
27. তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করেন?
উঃ দেবেন্দ্রনাথ ঠাকুর।
28. তত্ত্ববোধিনী পত্রিকা কে প্রকাশ করেন?
উঃ দেবেন্দ্রনাথ ঠাকুর।
29. তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উঃ অক্ষয় কুমার দত্ত।
30. কেশবচন্দ্র সেন কে ব্রহ্মানন্দ উপাধি কে দেন?
উঃ দেবেন্দ্রনাথ ঠাকুর।
31. ইন্ডিয়ান মিরর পত্রিকাটি কে কবে প্রকাশ করেন?
উঃ কেশবচন্দ্র সেন 1861 খ্রিস্টাব্দে।
32. নববিধান কে ঘোষণা করেন?
উঃকেশবচন্দ্র সেন।
33. ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন?
উঃ কেশবচন্দ্র সেন।
34. ডিরোজিও কোন কলেজে শিক্ষকতা করতেন?
উঃ হিন্দু কলেজ।
35. ডিরোজিওর অনুগামীদের কী বলা হয়?
উঃ  ইয়ং বেঙ্গল।
36. স্বদেশের প্রতি কবিতাটি কার রচনা?
উঃ ডিরোজিও।
37. হিন্দু পাইওনিয়র পত্রিকাটি কারা প্রকাশ করতো?
উঃ নববঙ্গ।
38. মেট্রোপলিটন ইনস্টিটিউট কে প্রতিষ্ঠা করেন? এর বর্তমান নাম কী?
উঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিদ্যাসাগর কলেজ।
39. সতীদাহ প্রথা কে নিষিদ্ধ করেন?
উঃ লর্ড উইলিয়াম বেন্টিং। 
40. বিধবা পুনর্বিবাহ আইন কে কবে পাস করেন?
উঃ লর্ড ক্যানিং 1856 খ্রিস্টাব্দে।
41.ফিমেল জুভেনাইল সোসাইটি কে প্রতিষ্ঠা করেন?
উঃ ড্রিংকওয়াটার বেথুন।
42. Man making Religion এ বিশ্বাস করতেন কে?
উঃ স্বামী বিবেকানন্দ।
43. বর্তমান ভারত কার লেখা?
উঃ স্বামী বিবেকানন্দ।
44.কে কবে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন?
উঃ আত্মারাম পাণ্ডুরঙ্গ 1867 খ্রিস্টাব্দে মহারাষ্ট্রে।
45. আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? উঃ স্বামী দয়ানন্দ সরস্বতী।
46. শুদ্ধি আন্দোলন কে শুরু করেন?
উঃ স্বামী দয়ানন্দ সরস্বতী।
47. সত্যার্থ প্রকাশ গ্রন্থটি কে রচনা করেন?
উঃ স্বামী দয়ানন্দ সরস্বতী।
48. গুলামগিরি গ্রন্থের রচয়িতা কে?
উঃ জ্যোতিরাও ফুলে।
49. সত্যশোধক সভা কে প্রতিষ্ঠা করেন?
উঃ জ্যোতিরাও ফুলে।
50. বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন?
উঃ মদনমোহন মালব্য।
51. ভাইকম সত্যাগ্রহ কোথায় ও কার নেতৃত্বে হয়েছিল?
উঃ ত্রিবাঙ্কুরে, শ্রী নারায়ন গুরু নেতৃত্বে। মন্দির প্রবেশ আন্দোলনের নেতৃত্ব ঘটেছিল কে পি কেশব মেননের নেতৃত্বে।
52. লোকহিত বাদী নামে কে পরিচিত?
উঃ গোপালহরি দেশমুখ।
53. দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কাকে বলা হয়?
উঃ বীরসালিঙ্গম পানতুলু। ইনি বিধবা বিবাহ সমিতি ও বিধবা আশ্রম প্রতিষ্ঠা করেন।
54. দা স্পিরিট অফ ইসলাম গ্রন্থটির লেখক কে?
উঃ সৈয়দ আমির আলী।
55. দ্যা ইন্ডিয়ান মুসলমান্স কার লেখা?
উঃ উইলিয়াম হান্টার।
56. মহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন?
উঃ থিওডোর বেক।
57. সাউকার কারা?
উঃ দাক্ষিণাত্যের সুদখোর মহাজনরা সাউকার নামে পরিচিত।
58. পাতিদার কার?
উঃ গুজরাটের খেদা জেলার দরিদ্র কৃষকেরা পাতিদার নামে পরিচিত ছিল।
59. সোশ্যালিস্ট পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উঃ এস এ ডাঙ্গে।
60. নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস( AITUC) কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ 1920 খ্রিস্টাব্দে।
61. গান্ধী প্রবর্তিত হরিজন কথার অর্থ কী?
উঃ ঈশ্বরের সন্তান।
62.হরিজন পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উঃ মহাত্মা গান্ধী।
63. কলারাম মন্দিরে প্রবেশের দাবিতে কে আন্দোলন করে?
উঃ ডঃ বি আর আম্বেদকর।
64. সংস্কারের দাবিতে চীনা সম্রাটের কাছে কে আবেদনপত্র জমা দেন?
উঃ কাং ইউ ওয়ে।
65. কুয়োমিনতাং এর প্রতিষ্ঠাতা কে?
উঃ সান ইয়াৎ সেন।
66. সান-মিন-চু-আই কে প্রতিষ্ঠা করেন?
উঃ সান ইয়াৎ সেন।
67. চীনে 4ঠা মে আন্দোলনের নেতৃত্ব কে দেন?
উঃ চেন-তু-শিউ।
68. ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন কোনটি?
উঃ মাদ্রাজ লেবার ইউনিয়ন।
69. চীনের 4ই মে আন্দোলনের নিরিখে জিউ গুয়ো স্লোগানের অর্থ কী ছিল?
উঃ দেশকে রক্ষা করো।
ABHISEK DUTTA
70. কবে কার উদ্যোগে বারানসীতে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয়?
উঃ 1784 খ্রিস্টাব্দে জোনাথন ডানকান এর উদ্যোগে বারানসীতে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয়।
71. শ্রীরামপুর ত্রয়ী কারা?
উঃ উইলিয়াম কেরি, জোশুয়া মার্শম্যান ও উইলিয়াম ওয়ার্ডকে একত্রে শ্রীরামপুর ত্রয়ী বলা হয়।
72. আলেকজান্ডার ডাক কে ছিলেন?
উঃ স্কটিশ মিশনারি আলেকজান্ডার ডাফ বাংলায় শিক্ষা প্রসারের উদ্দেশ্যে অনেকগুলি ইংরেজি বিদ্যালয় স্থাপন করেন। এর মধ্যে অন্যতম ছিল জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন। নিম্নবর্ণ হিন্দুদের পরিবর্তে তিনি প্রভাবশালী উচ্চবর্ণ হিন্দুদের মধ্যে খ্রিষ্ট ধর্ম প্রচারে বিশেষ আগ্রহী ছিলেন। 1830-1857 খ্রিস্টাব্দ পর্যন্ত সময় ডাফের যুগ নামে পরিচিত ছিল।
73. কে কবে অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন?
উঃ রাজা রামমোহন রায় 1815 খ্রিস্টাব্দে কলকাতায় অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন।
74. কে কবে পটলডাঙ্গা একাডেমী প্রতিষ্ঠা করেন?
উঃ 1817 খ্রিস্টাব্দে ডেভিড হেয়ার প্রিপারেটারি স্কুল বা পটলডাঙ্গা একাডেমী প্রতিষ্ঠা করেন। 1867 খ্রিস্টাব্দে প্যারীচাঁদ সরকারের উদ্যোগে নাম পরিবর্তিত হয়ে হয় হেয়ার স্কুল।
75. কে কি উদ্দেশ্যে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন?
উঃ ডেভিড হেয়ার-এর উদ্যোগে 1817 খ্রিস্টাব্দে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয়। এর উদ্দেশ্য ছিল বিদ্যালয়ের ছাত্রদের উপযোগী ইংরেজি ও ভারতীয় ভাষায় উপযুক্ত পাঠ্যপুস্তক স্বল্পমূল্যে বা বিনামূল্যে বিতরণ করা।
76. প্রাচ্যবাদী কারা?
উঃ লর্ড বেন্টিং এর শাসনকালে কমিটি অফ পাবলিক ইন্সট্রাকশনের যে সকল সদস্য প্রাচ্য রীতিতে ভারতের শিক্ষাদানের পক্ষপাতী ছিলেন তারা প্রাচ্যবাদী নামে পরিচিত। এইচ টি প্রিন্সেপ, কোলব্রুক, উইলসন প্রমুখ এই দলে ছিলেন।
77. পাশ্চাত্যবাদী কারা ছিলেন?
উঃ লর্ড বেন্টিং এর শাসনকালে কমিটি অফ পাবলিক ইন্সট্রাকশন এর সদস্যদের মধ্যে যারা পাশ্চাত্য রীতিতে ভারতে শিক্ষাদানের পক্ষপাতী ছিলেন তাদের পাশ্চাত্যবাদী বলা হয়। মেকলে আলেকজান্ডার ডাফ, কেলভিন প্রমুখ ও সদস্যরা এই দলে ছিলেন।
78. চুঁইয়ে পড়া নীতি কী?
উঃ বেন্টিং এর আইন সচিব মেকলে তার প্রতিবেদনে বলেন যে ভারতে প্রথমে উচ্চ ও মধ্যবিত্তদের মধ্যে ইংরেজি শিক্ষার প্রসার ঘটাতে হবে যা  ধীরে ধীরে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে। এইটি ফিলট্রেশন তত্ত্ব বা চুঁইয়ে পড়া নীতি নামে খ্যাত।
79. কে প্রাচ্য এবং পাশ্চাত্য দ্বন্দ্বের অবসান ঘটায়?
উঃ গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং 1835 খ্রিস্টাব্দের 7 মার্চ ইংরেজি শিক্ষাকে সরকারি নীতি হিসেবে ঘোষণা করলে প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্বের অবসান ঘটে।
80. উডের ডেসপ্যাচ কী?
উঃ ভারতের শিক্ষা ব্যবস্থা কে নিয়মবদ্ধ করার জন্য বোর্ড অফ কন্টোলের সভাপতি চার্লস উড 1854 খ্রিস্টাব্দে শিক্ষা সংক্রান্ত একটি নির্দেশ নামা জারি করেন। মাতৃভাষায় শিক্ষাদানের পাশাপাশি বিশ্ববিদ্যালয় কলেজ স্কুল নারী শিক্ষার প্রসার প্রভৃতি বিষয়ে সুপারিশ করা হয়। এটি উডের ডেসপ্যাচ নামে খ্যাত। এটিকে ভারতের শিক্ষা ব্যবস্থার ম্যাগনাকার্টা বলা হয়।
81. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন?
উঃ উইলিয়াম কোলভিল।
82. কবে এবং কেন স্যাডলার কমিশন গঠিত হয়? এই কমিশনে দুজন ভারতীয় সদস্যের নাম লেখো।
উঃ 1917 খ্রিস্টাব্দে ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসার ও উচ্চ শিক্ষার উন্নতির জন্য ব্রিটিশ সরকার স্যার মাইকেল স্যাডলারের নেতৃত্বে এই কমিশন গঠন করে।
স্যাডলার কমিশনের দুজন ভারতীয় সদস্য হলেন আশুতোষ মুখার্জি জিয়াউদ্দিন আহমেদ।
83. কে কবে সতীদাহ প্রথা রদ করেন?
উঃ রাজা রামমোহন রায়ের দৃঢ় আন্দোলনের ফলে লর্ড উইলিয়াম বেন্টিং 1829 খ্রিস্টাব্দে 4 ডিসেম্বর সপ্তদশ বিধি(Regulation XVII) আইন দ্বারা সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন।
84. রাজা রামমোহন রায় প্রকাশিত দুইটি সংবাদপত্রের নাম লেখো।
উঃ বাংলা ভাষায় 'সংবাদ কৌমুদী'(1821) এবং ফারসি ভাষায় মিরাত- উল-আখবর(1822)।
85. তিন আইন কী?
উঃ ব্রাহ্ম সমাজের আন্দোলনের ফলে ব্রিটিশ সরকার 1872 খ্রিস্টাব্দে তিন আইন পাশ করে। এর দ্বারা বাল্যবিবাহ, বহুবিবাহর মত সামাজিক কুসংস্কার গুলি নিষিদ্ধ হয় এবং বিধবা বিবাহ এবং অসবর্ণ বিবাহকে স্বীকৃতি দেওয়া হয়।
86. ইয়ং বেঙ্গল কারা?
উঃ ডিরোজিওর আদর্শ দ্বারা প্রভাবিত হয়ে যে একদল উগ্র আদর্শ এবং সংস্কারবাদী যুবক পাশ্চাত্য সভ্যতার অনুকরণ করতে শুরু করেছিল তারা ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গ নামে পরিচিত।
87. ডিরোজিও সম্পাদিত দুটি পত্রিকার নাম লেখ।
উঃ জ্ঞানান্বেষণ এবং এনকোয়ারার।
88. কে কত খ্রিস্টাব্দে হিন্দু ফিমেল স্কুল প্রতিষ্ঠা করেন?
উঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেথুনের সহযোগিতায় 1849 খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দু ফিমেল স্কুল প্রতিষ্ঠা করেন।
পরবর্তীকালে স্কুলের নাম হয় বেথুন স্কুল।
89. হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন কত খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়? আর এই আন্দোলনের প্রধান উদ্যোক্তা কে ছিলেন?
উঃ হিন্দু পুনবিবাহ আইন 1856 খ্রিস্টাব্দে 26 শে জুলাই প্রবর্তিত হয়। এই আন্দোলনের প্রধান উদ্যোক্তা ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
90. মানুষ গড়ার আদর্শকে বিশ্বাসী ছিলেন?
উঃ স্বামী বিবেকানন্দ।
91. কে কবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন?
উঃ স্বামী বিবেকানন্দ 1897 খ্রিস্টাব্দে মানুষের সেবা শিক্ষার প্রসার জাতীয়তাবাদের বিকাশ এবং জনকল্যাণমূলক কাজের জন্য।
92. প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন?
উঃ ১৮৬৭ খ্রিস্টাব্দে মহারাষ্ট্রে আত্মারাম পান্ডুরঙ্গ প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন।
93. স্বামী বিবেকানন্দ লেখা দুইটি গ্রন্থের নাম লেখ।
উঃ বর্তমান ভারত এবং জ্ঞানযোগ।
94. আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন 1875 খ্রিস্টাব্দে বোম্বাইতে স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেন।
95. সত্যশোধক সভা কে প্রতিষ্ঠা করেন?
উঃ জ্যোতিরাও ফুলে 1893 খ্রিস্টাব্দে। এই সমাজের মুখপত্র ছিল দীনমিত্র।
96. কেরালায় কে অস্পৃষ্টতার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলেন?
উঃ শ্রী নারায়ণ গুরু।
97. ভাইকম সত্যাগ্রহ কে শুরু করেন?
উঃ শ্রী নারায়ন গুরু 1924-25 খ্রিস্টাব্দে ভাইকম সত্যাগ্রহ শুরু করেন।
98. আলীগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কে কবে প্রতিষ্ঠা করেন?
উঃ স্যার সৈয়দ আহমেদ খান 1875 খ্রিস্টাব্দে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন। 1920 সাল থেকে এটি আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় নামে পরিচিত।
99. পতিদার কাদের বলা হয়?
উঃ পতিদার কথার অর্থ হল জমির মালিক। গুজরাটের কুনবি সম্প্রদায় এর অন্তর্ভুক্ত কৃষক শ্রেণি। যারা ব্রিটিশ প্রবর্তিত ভূমি রাজস্ব ব্যবস্থার ফলে আর্থসামাজিকভাবে উন্নত হয়।
100. সাউকার কাদের বলা হয়?
উঃ টাকা পয়সা লেনদেনের সঙ্গে যুক্ত মাড়োয়ারি ব্যবসায়িক শ্রেণিকে সাউকার বলা হয়।
101. কংগ্রেস সোশালিস্ট পার্টি কারা গঠন করেন?
উঃ আচার্য নরেন্দ্র দেব এবং জয়প্রকাশ নারায়ণ 1934 খ্রিস্টাব্দে কংগ্রেসের অভ্যন্তরে সোশ্যালিস্ট পার্টি গঠন করেন।
102. কবে ও কোথায় ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়?
উঃ 1925 খ্রিস্টাব্দের 26 ডিসেম্বর কানপুরে ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়।
103. দলিত কার?
উঃ দলিত বলতে নিম্নবর্ণের অনুন্নত হিন্দু সম্প্রদায়কে বোঝায়। যারা দীর্ঘকাল ধরে সমাজে শোষিত ও উপেক্ষিত। দলিতদের মধ্যে উল্লেখযোগ্য ছিল মাহার, পুলায়া, ইজাজ প্রমুখ সম্প্রদায়। এদের দাবি ছিল সমানভাবে জমি বন্টন, মজুরির হার বৃদ্ধি ও অবৈতনিক শিক্ষার সুযোগ এবং আর্থিক শোষণ বন্ধ করা প্রভৃতি।
104. দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কবে পাস হয়?
উঃ 1878 খ্রিস্টাব্দে বড়োলাট  লিটন দেশীয় ভাষায় সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন পাস করেন। এই আইনে বলা হয় সরকার বিরোধী কোনো কথা সংবাদপত্রে প্রকাশ করা যাবে না।
105. তাইপিং বিদ্রোহ কার নেতৃত্বে হয়েছিল?
উঃ চীনে তাইপিং বিদ্রোহ 1851-64 খ্রিস্টাব্দের মধ্যে হুং-সিউ- চুয়ান এর নেতৃত্ব হয়েছিল।
106. চীনে প্রথম কবে বিদেশী ভাষা শিক্ষার কলেজ প্রতিষ্ঠিত হয়?
উঃ 1862 খ্রিস্টাব্দে তুং-ওয়েন-কুয়ান বা বিদেশি ভাষা শিক্ষা কলেজ স্থাপিত হয়।
107. একশো দিনের সংস্কার কী?
উঃ চীনের বুদ্ধিজীবী কাং ইউ ওয়ে সংস্কারের দাবিতে 1895 খ্রিস্টাব্দে সম্রাটের কাছে 1300  বুদ্ধিজীবীদের স্বাক্ষর সহ একটি আবেদনপত্র জমা দিলে সম্রাট কোয়াং সু যে সংস্কার কর্মসূচি গ্রহণ করে তা 100  দিন ধরে চলে। এই জন্য এটি শত দিবসের সংস্কার নামে পরিচিত।
108. জাগরন সমিতি কে প্রতিষ্ঠা করেন?
উঃ চৌ-এন-লাই।
109. নব্য তারুণ্য পত্রিকার সম্পাদক কে?
উঃ চেন তু শিউ।
110. জাপান কবে চীনের কাছে একুশ দফা দাবি পেশ করেছিল?
উঃ 1915 খ্রিস্টাব্দে।
111. 4ই মে আন্দোলন কবে হয়? কারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল?
উঃ 1919 খ্রিস্টাব্দে 4ই মে।
এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল চেই তু শিউ, সাই ইউয়ান পাই, সি তা চাও প্রমুখ বিশিষ্ট ব্যক্তি।
112. চুক্তিবদ্ধ শ্রমিক কাদের বলা হয়?
উঃ যারা কোন নিয়োগকর্তার অধীনে নির্দিষ্ট বেতনের বিনিময়ে নির্দিষ্ট কাজ করার চুক্তিতে আবদ্ধ থাকে, তাদের চুক্তিবদ্ধ শ্রমিক বলা হয়।
113. কুয়োমিনতাং দলের প্রতিষ্ঠাতা কে?
উঃ 1912 খ্রিস্টাব্দে সান ইয়াৎ সেন কুয়োমিনতাং দল প্রতিষ্ঠা করেন।

Comments

Popular posts from this blog

নবম শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায়- ফরাসি বিপ্লবের কয়েকটি দিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর।

অষ্টম শ্রেণির পরিবেশ ও বিজ্ঞান বিষয় তাপের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

অণুজীবের জগৎ অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, পরিবেশ ও বিজ্ঞান *শ্রেণি-অষ্টম।