উচ্চ মাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায়ঃ ঔপনিবেশিক কর্তৃত্বের প্রকৃতি: প্রথাগত ও প্রথা বহির্ভূত সাম্রাজ্য।

Posted by- ABHISEK DUTTA

Thank you for visiting my Blog. 



Class-XII * Sub-History

তৃতীয় অধ্যায়ঃ ঔপনিবেশিক কর্তৃত্বের প্রকৃতি: প্রথাগত ও প্রথা বহির্ভূত সাম্রাজ্য।
MCQ ও SAQ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর।
প্রতিটি প্রশ্নের পূর্ণমান 1



1. বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন?
উঃ মুর্শিদকুলি খাঁ।
2. কবে স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠা হয়?
উঃ 1724 খ্রিস্টাব্দে।
3. কে স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠা করেন?
উঃ নিজাম-উল-মুলুক।
4. ভারতের কোন রাজ্যে ইংরেজরা প্রথম রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করেন?
উঃ বাংলাতে।
5. কত খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম দুর্গ স্থাপন করা হয়েছিল?
উঃ ইংরেজরা, কলকাতায় 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম দুর্গ স্থাপন করে।
6. দস্তক কথার অর্থ কী?
উঃ বাণিজ্যিক ছাড়পত্র।
7. কবে ও কাদের মধ্যে আলিনগরের সন্ধি হয়?
উঃ ইংরেজদের সঙ্গে বাংলার নবাব সিরাজউদ্দৌলার 1757 খ্রিস্টাব্দে 9ই ফেব্রুয়ারি।
8. পলাশীর যুদ্ধের সময় ইংরেজ সেনাবাহিনীর সেনানায়ক কে ছিলেন? 
উঃ রবার্ট ক্লাইভ।
9. বিদারার যুদ্ধ কবে ও কাদের মধ্যে হয়?
উঃ 1759 খ্রিস্টাব্দে ইংরেজদের সঙ্গে ওলন্দাজদের হয়েছিল। এই যুদ্ধে ওলন্দাজরা পরাজিত হয়।
10. বক্সার যুদ্ধের সময় মুঘল সম্রাট কে ছিলেন?
উঃ দ্বিতীয় শাহ আলম।
11. বক্সার যুদ্ধে ইংরেজদের সেনাপতি কে ছিলেন?
উঃ মেজর অ্যাডামস।
12. বন্দিবাসের যুদ্ধ কবে ও কাদের মধ্যে হয়েছিল?
উঃ 1760 খ্রিস্টাব্দে ইংরেজ ও ফরাসিদের মধ্যে বন্দিবাসের যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে ইংরেজদের সেনাপতি ছিল স্যার আয়ার কুট এবং ফরাসি সেনাপতি ছিল কাউন্ট লালি। এই যুদ্ধে ফরাসিরা পরাজিত হয়।
13. মীর কাশিম কোথায় তার রাজধানী স্থানান্তর করেন?
উঃ মুর্শিদাবাদ থেকে বিহারের মুঙ্গেরে।
14. কোন চুক্তির দ্বারা ইংরেজরা দেওয়ানির অধিকার লাভ করে?
উঃ এলাহাবাদের দ্বিতীয় চুক্তির দ্বারা।
15. কবে ও কে দ্বৈত শাসনের অবসান করেন? 
উঃ 1772 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস এই ব্যবস্থার অবসান ঘটান।

16. ভারতের মেকিয়াভেলি কাকে বলা হয়?
উঃ নানা ফড়নবিশকে।
17. সলবাই এর সন্ধি কবে স্বাক্ষরিত হয়?
উঃ ১৭৮২ খ্রিস্টাব্দে।
18. কোন সন্ধির দ্বারা পেশোয়ার দ্বিতীয় বাজিরাও অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন?
উঃ বেসিনের সন্ধি।
19. কোন সন্ধির দ্বারা পেশোয়া পদ বিলুপ্ত হয়?
উঃ পুনা সন্ধি।
20. মারাঠাদের শেষ পেশোয়া কে ছিলেন?
উঃ দ্বিতীয় বাজিরাও।
21. কবে রেগুলেটিং অ্যাক্ট পাস হয়?
উঃ 1773 খ্রিস্টাব্দে।
22. ভারতের প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন?
উঃ ওয়ারেন্ট হেস্টিংস।
23. বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?
উঃ ওয়ারেন হেস্টিংস।
24. কবে কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপিত হয়?
উঃ 1774 খ্রিস্টাব্দে।
25. কবে পিটের ভারত শাসন আইন পাস হয়েছিল?
উঃ 1784 খ্রিস্টাব্দে।
26. প্রথম সনদ আইন কবে পাস হয়?
উঃ 1793 খ্রিস্টাব্দে।
27.কোন আইনের দ্বারা ইষ্ট ইন্ডিয়া কোম্পানির ভারতে একচেটিয়া বাণিজ্যের অধিকার লোক পায়?
উঃ 1813 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্ট অনুযায়ী।
28. কবে ও কে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন?
উঃ 1800 খ্রিস্টাব্দে, লর্ড ওয়েলেসলি।
29. ভারতে ব্রিটিশ শাসনের ইস্পাত কাঠামো বলা হয় কোনটিকে?
উঃ ভারতীয় আমলাতন্ত্রকে।
30. ব্রিটিশ আমলাতন্ত্রকে ইস্পাত কাঠামো কে বলেছেন?
উঃ শেখর বন্দ্যোপাধ্যায়।
31. ব্রিটিশ শাসন ব্যবস্থার তৃতীয় স্তম্ভ কোনটি?
উঃ পুলিশি ব্যবস্থা।
32. ভারতীয় শাসন কাঠামোয় নতুন পুলিশি ব্যবস্থা প্রবর্তন কে করেন?
উঃ লর্ড কর্নওয়ালিস।
33. কে 'বোর্ড অফ রেভিনিউ' গঠন করেন?
উঃ ওয়ারেন হেস্টিংস।
34. কে আমিনি কমিশন কে গঠন করেন?
উঃ ওয়ারেন্ট হেস্টিংস।
35. একসালা ভূমি বন্দোবস্ত কে চালু করেন?
উঃ ওয়ারেন হেস্টিংস।
36. পাঁচসালা বন্দোবস্ত কে শুরু করেন?
উঃ ওয়ারেন হেস্টিংস।
37. চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক কে ছিলেন?
উঃ লর্ড কর্নওয়ালিস।
38. রায়তওয়ারি বন্দোবস্ত কোথায় প্রবর্তন হয়েছিল?
উঃদক্ষিণ ভারতে।
39. কোন আইনের দ্বারা ভারতে ভাইসরয় পদের সৃষ্টি হয়?
উঃ 1858 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন দ্বারা।
40. ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন?
উঃ লর্ড ক্যানিং।
41. কবে বাংলায় ছিয়াত্তরের মন্বন্তর দেখা যায়?
উঃ 1770 খ্রিস্টাব্দে বা 1176 বঙ্গাব্দে।
42. ভারতের কোন রাজ্যে প্রথম রেলপথ প্রতিষ্ঠিত হয়?
উঃ মহারাষ্ট্রে। বোম্বাই থেকে থানে।
43. ভারতীয় রেলপথের জনক কাকে বলা হয়?
উঃ লর্ড ডালহৌসি।
44. গ্যারান্টি ব্যবস্থা কোন বিষয়ে সঙ্গে যুক্ত ছিল?
উঃ রেল পথের প্রসারের সাথে।
45. ভারতের কোথায় প্রথম কয়লাখনি আবিষ্কৃত হয়?
উঃ রানীগঞ্জে।
46. বেঙ্গল কেমিক্যাল কে প্রতিষ্ঠা করেন?
উঃ আচার্য প্রফুল্লচন্দ্র রায়।
47. ভারতে প্রথম কোথায় পাটকল স্থাপিত হয়?
উঃ হুগলি জেলার রিষড়াতে।
48. ভারতে আধুনিক শিল্প প্রচেষ্টার পথ প্রদর্শক কাকে বলা হয়?
উঃ দ্বারকানাথ ঠাকুরকে।
49. ম্যাকাও বন্দর কোন দেশে অবস্থিত?
উঃ চীনে।
50. পোর্তুগিজ নাবিকরা প্রথম চীনের কোন বন্দরে তাদের  ঘাঁটি নির্মাণের অনুমতি পায়?
উঃ ম্যাকাও বন্দরে।
51. কবে ও কাদের মধ্যে নানকিং এর সন্ধি স্বাক্ষরিত হয়?
উঃ প্রথম আফিম যুদ্ধের পর। 29 শে আগস্ট 1842 খ্রিস্টাব্দে। চীন ও ইংল্যান্ডের মধ্যে।
52. বোগের সন্ধি কবে স্বাক্ষরিত হয়?
উঃ 1843 খ্রিস্টাব্দে।
53. কো-হং কী?
উঃ একটি বণিক সংগঠন।
54. কবে ও কাদের মধ্যে শিমনোসেকির সন্ধি স্বাক্ষরিত হয়?
উঃ 1895 খ্রিস্টাব্দে চীন ও জাপানের মধ্যে।
55. কবে ক্যান্টন বাণিজ্যের অবসান ঘটে?
উঃ 1842 খ্রিস্টাব্দে।
56. দস্তক বা ফারুকশিয়ার ফরমান কী?
উঃ ইংরেজ ইস্ট ইন্ডিয়া বাংলায় বার্ষিক 3000 টাকার বিনিময়ে বিনাশুল্কে 1717 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ফারুকশিয়ার কাছ থেকে যে বাণিজ্য সংক্রান্ত ছাড়পত্র পায়, তা দস্তক বা ফারুকশিয়ার ফরমান নামে পরিচিত। এটিকে ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের ম্যাগনাকাটাও বলা হয়।
57. অন্ধকূপ হত্যা বা Black Hole Tragedy কী?
উঃ ইংরেজ অধ্যক্ষ হলওয়েল এর বিবরণ অনুসারে কলকাতায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি পরাজিত হলে 20 জুন 1756 খ্রিস্টাব্দে নবাব সিরাজউদ্দৌলার নির্দেশে 146 জন ইংরেজদের 18 ফুট লম্বা ও 14 ফুট 10 ইঞ্চি চওড়া একটি অন্ধকার ঘরে আটক করে রাখা হয়। ফলে শ্বাসরুদ্ধ হয়ে 123 মারা যায়। এই ঘটনা অন্ধকূপ হত্যা বা  Black Hole Tragedy নামে পরিচিত। যদিও এই ঘটনার সত্যতা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক আছে।
58. আলিনগরের সন্ধি কবে ও কাদের মধ্যে হয়েছিল?
উঃ বাংলার নবাব সিরাজদৌল্লার সঙ্গে ইংরেজদের 1757 খ্রিস্টাব্দে আলিনগরের সন্ধি হয়েছিল।
59. পলাশীর যুদ্ধ কবে ও কাদের মধ্যে হয়েছিল?
উঃ বাংলার নবাব সিরাজউদ্দৌলার সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে 1757 খ্রিস্টাব্দে 23শে জুন পলাশীর যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে ইংরেজরা জয়লাভ করে। 
60. বক্সারের যুদ্ধ কবে ও কাদের মধ্যে হয়?
উঃ 1764 খ্রিস্টাব্দে বাংলার নবাব মীর কাশিম, অযোধ্যার নবাব সুজা-উদ্-দৌলা এবং মুঘল বাদশা দ্বিতীয় শাহ আলমের সম্মিলিত বাহিনীর সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বক্সার যুদ্ধ হয়েছিল।
এই যুদ্ধে ইংরেজরা জয়লাভ করেছিল।
61. বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন?
উঃ মীর কাশিম।
62. দেওয়ানী কথার অর্থ কী?
উঃ দেওয়ানি হল রাজস্ব প্রশাসন। এই দপ্তর রাজস্ব সংগ্রহ ও জমিজমার অধিকার সংক্রান্ত বিবাদের নিষ্পত্তির বিষয়ে ভারপ্রাপ্ত ছিল। 1765 খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এলাহাবাদের দ্বিতীয় সন্ধি অনুসারে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে বাংলা বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করেছিল।
63. রেজা খাঁ ও সিতাব রায় কে ছিলেন?
উঃ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানী লাভের পর তাদের মনোনীত ব্যাক্তি হিসাবে রেজা খা কে বাংলার এবং সেতাব রাইকে বিহার উড়িষ্যার নায়েব নাজিম পদে নিযুক্ত করে।
64. দ্বৈত শাসনব্যবস্থা বলতে কী বোঝো?
উঃ 1765 খ্রিস্টাব্দে কোম্পানি দেওয়ানী লাভের ফলে বাংলার রাজস্ব আদায় ও দেওয়ানি বিচারের ভার পায়। আর নবাবের হাতে থাকে ফৌজদারি বিচার ও প্রশাসনিক দায়-দায়িত্ব। ফলে কোম্পানি হাতে ছিল দায়িত্বহীন ক্ষমতা এবং নবাব ছিলেন ক্ষমতাহীন দায়িত্বে। বাংলায় প্রচলিত এই অদ্ভুত ব্যবস্থায় দ্বৈত শাসনব্যবস্থা নামে পরিচিত। 
65. ম্যাঙ্গালোরের সন্ধি কবে ও কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
উঃ 1784 খ্রিস্টাব্দে টিপু সুলতান ও ইংরেজদের মধ্যে।
66. কে কবে পাঞ্জাব কে ব্রিটিশ সাম্রাজ্য ভুক্ত করেন?
উঃ লর্ড ডালহৌসি 1849 খ্রিস্টাব্দে পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন।
67. উপনিবেশিক ভারতের নিরিখে 'আইনের শাসন' (Rule of Law) বলতে কী বোঝো?
উঃ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঔপনিবেশিক শাসননীতির প্রধান বৈশিষ্ট্য হলো- আইনের শাসন। এতে বলা হয় দেশের সকলকে সরকারি আইন মেনে চলতে হবে এবং আইন হবে নিরপেক্ষ ও আইনের চোখে সবাই সমান। বিচারক্ষেত্রে বৈচিত্র্যের অবসান ও সমতা আনার জন্য ভারতে প্রথম 'আইনের শাসন' প্রবর্তন করে এদেশে আধুনিক বিচার ব্যবস্থা গড়ে তুলতে সচেষ্ট হন।
68. ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন?
উঃ স্যার এলিজা ইম্পে।
69. কোন আইন দ্বারা কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপিত হয়?
উঃ 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্ট বা নিয়ন্ত্রণ আইন অনুসারে।
70. কোন চ্যাটের আইনে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার বন্ধ হয়ে যায়?
উঃ 1813 খ্রিস্টাব্দের চার্টার আইনে ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার বন্ধ হয়ে যায়।
71. 1813 খ্রিস্টাব্দের সনদ আইনের গুরুত্ব কী ছিল?
উঃ 1813 খ্রিস্টাব্দে সনদ আইন দ্বারা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে আরো 20 বছরের জন্য ভারত শাসনের অনুমতি দেওয়া হলেও ভারতের চা ছাড়া অন্যান্য ব্যবসার উপর কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার লোপ করা হয়। ভারতের শিক্ষাখাতে এই প্রথম 1 লক্ষ টাকা বরাদ্দ করা হয়। সেইসঙ্গে কোম্পানির আয়ের হিসাবকে বাণিজ্য এবং রাজস্ব থেকে পৃথকভাবে পর্যালোচনা এবং বিশ্লেষণ করার আদেশ দেওয়া হয়েছিল।
72. কে কবে ভারতের প্রথম গভর্নর জেনারেল যুক্ত হন?
উঃ ওয়ারেন্ট হেস্টিংস 1833 খ্রিস্টাব্দে প্রথম ভারতের গভর্নর জেনারেল নিযুক্ত হন। 1833 খ্রিস্টাব্দের সনদ আইন বা চ্যাটার অ্যাক্ট অনুসারে বাংলার গভর্নর জেনারেলকে ভারতের গভর্নর জেনারেল পদে উন্নীত করা হয়।
73. সর্বশেষ চার্টার আইন কবে প্রবর্তিত হয়?
উঃ 1892 খ্রিস্টাব্দে।
74. কর্নওয়ালিস কোড কী?
উঃ গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস কর্তৃক প্রবর্তিত প্রশাসনিক ও বিচারবিভাগীয় সংস্কারগুলি একযোগে কর্নওয়ালিস কোড নামে পরিচিত। এই কোডে সরকারি কর্মচারীদের নিয়মানুবর্তিতা ও নৈতিক চরিত্রের উপর গুরুত্ব দেওয়া এবং কোম্পানির কর্মচারীদের রাজনৈতিক শাখা এবং বাণিজ্যিক শাখা এই দুইটি ভাগে বিভক্ত করা হয়।
75. কি উদ্দেশ্যে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করা হয়?
উঃ অল্প বয়সী ও স্বল্প শিক্ষিত ইংরেজ প্রশাসকদের ভারতীয় ভাষা, সংস্কৃতি, সামাজিক রীতিনীতি প্রভৃতি বিষয়ে যথার্থ প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশ্যে লর্ড ওয়েলেসলি কলকাতায় 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন। 1802 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ কোম্পানির পরিচালক বর্গের আপত্তিতে বন্ধ করে দেওয়ার পর থেকে শুধুমাত্র ভাষা শিক্ষার কেন্দ্র হিসেবে চলতে থাকে।
76. ভারতীয় সিভিল সার্ভিসের বা আমলাতন্ত্রের জনক কাকে বলা হয়?
উঃ লর্ড কর্নওয়ালিসকে।
77. প্রথম ভারতীয় আই সি এস(ICS) কে ছিলেন?
উঃ সত্যেন্দ্রনাথ ঠাকুর। 
78. শ্বেত বিদ্রোহ কী?
উঃ ভারতে 1766 খ্রিস্টাব্দে সেনাবাহিনীর ভাতা কম হওয়ার কারণে ব্রিটিশ সৈন্যরা বিদ্রোহ করে। এই বিদ্রোহ শ্বেত বিদ্রোহ নামে পরিচিত। রবার্ট ক্লাইভ এই বিদ্রোহ দমন করেন।
79. কবে ও কোথায় কোথায় আর্মি অ্যাক্ট(Army Act) পাস হয়?
উঃ 1893 খ্রিস্টাব্দে মাদ্রাজ ও বোম্বাইতে আর্মি অ্যাক্ট পাস হয়।
80. শোর-গ্রান্ট বিতর্ক কী?
উঃ লর্ড কর্নওয়ালিসের ভূমি রাজস্ব বন্দোবস্ত সম্পর্কিত মতামত আহ্বানে রাজস্ব বিভাগের সচিব স্যার জন শোর জানান, যেহেতু মুঘল আমলে জমিদার ছিলেন জমির মালিক, তাই তাদের সঙ্গে দীর্ঘমেয়াদি জমি বন্দোবস্ত করা উচিত। অন্যদিকে কোম্পানির দলিল বিভাগের প্রধান জেমস গ্রান্ট বলেন যেহেতু মুঘল আমলে জমির মালিক ছিলেন সরকার, তাই জমিদার বা প্রজা যে কারো সঙ্গেই জমি বন্দোবস্ত করা যেতে পারে। এটাই শোর-গ্রান্ট বিতর্ক নামে পরিচিত।
81. চিরস্থায়ী বন্দোবস্ত (The Permanent Settlement) বলতে কী বোঝায়?
উঃ বাংলায় 1793 খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দের 22 শে লর্ড কর্নওয়ালিস জমিদারদের সঙ্গে যে স্থায়ী রাজস্ব বন্দোবস্ত করেছিলেন তাকে চিরস্থায়ী বন্দোবস্ত বলে। এই ব্যবস্থায় বলা হয় যে নির্দিষ্ট দিনে নির্ধারিত রাজস্ব জমা দেওয়ার বিনিময়ে জমিদাররা বংশানুক্রমে জমিদারি ভোগ করতে পারবে এবং জমিদারদের প্রদেও রাজস্বের পরিমাণ চিরকালের জন্য নির্দিষ্ট করা হয়।
82. সূর্যাস্ত আইন কী ছিল?
উঃ লর্ড কর্নওয়ালিস প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তে বলা হয় যে, প্রতি বাংলা বছরের শেষ দিনে সূর্য অস্ত যাওয়ার আগে জমিদারদের তার নির্ধারিত রাজস্ব পরিশোধ করতে হবে। অন্যথায় তার সমগ্র জমিদারি বা তার অংশবিশেষ সরকার বাজেয়াপ্ত করে নেবে। এই বিধি সূর্যাস্ত আইন নামে পরিচিত।
83. অবাধ বাণিজ্য বলতে কী বোঝো?
উঃ ঊনবিংশ শতকের উপনিবেশ বা বাণিজ্যিক দেশের কাঁচামাল নিজ দেশে আমদানি এবং বাণিজ্যকারী দেশের শিল্পদ্রব্য বাণিজ্যিক দেশের বাজারে বিক্রয় করার যে নীতি তা মুক্ত বাণিজ্য বা অবাধ বাণিজ্য নামে পরিচিত। 
84. পলাশীর লুণ্ঠন বলতে কী বোঝো? 
উঃ পলাশী যুদ্ধের পর মীরজাফর বাংলার মসনদে বসলে বিনিময়ে ইংরেজ কোম্পানি ও ক্লাইভ প্রচুর পরিমাণ অর্থ ও অন্যান্য উপঢৌকন পান। এছাড়া কোম্পানিও তার কর্মচারীরা তাদের ব্যক্তিগত বাণিজ্য ও অন্যান্য উপায়ে বাংলার আর্থিক সম্পদ শোষণ করতে থাকে। ব্রুকস অ্যাডামস এই ঘটনাকে পলাশী লুণ্ঠন বলে অভিহিত করেছেন। 
85. এজেন্সি ব্যবস্থা কাকে বলে? 
উঃ 1753 থেকে 1775 পর্যন্ত ইংরেজ কোম্পানি চুক্তি ব্যবস্থার ত্রুটিবিচ্যুতি সংশোধনের উদ্দেশ্যে তার নিজস্ব এজেন্ট মারফত সরাসরি উৎপাদকের কাছ থেকে ভারতীয় পণ্য সামগ্রী ক্রয় করত এবং এজেন্টরা নিজেদের লভ্যাংশ রেখে তা কোম্পানির কাছে বিক্রয় করতো। এর ফলে কোম্পানি বিরাট মুনাফা থেকে বঞ্চিত হতো এবং উৎপাদকরাও লাভ কম পেত এই ব্যবস্থা এজেন্সি প্রথা নামে পরিচিত। 
86. অবশিল্পায়ন কী? 
উঃ প্রকৃতপক্ষে শিল্পায়নের বিপরীত অবস্থা তথা শিল্পের অধোগতি হল অবশিল্পায়ন। ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকের উপনিবেশিক অর্থনীতির কারণে বিশেষত ইস্ট ইন্ডিয়া কোম্পানি শোষণ ও নিপীড়ন শিল্প বিপ্লব প্রসূত ব্রিটিশ পণ্যের অবাধ আমদানি, বৈষম্যমূলক শুল্ক নীতি, প্রভৃতির কারণে চিরাচরিত ভারতীয় কুঠির শিল্প ধ্বংস হয়ে যায়। যার ফলে ভারতীয় অর্থনীতিতে শিল্প নির্ভরতা হ্রাস পায় ও কৃষি নির্ভরতা বৃদ্ধি পায়। ডঃ সব্যসাচী ভট্টাচার্য্য ও ডঃ অমীয় বাগচি প্রমূখ জাতীয়তাবাদী ঐতিহাসিকগণ এই ব্যবস্থাকে অবস্থাকে অবশিল্পায়ন বলে আখ্যায়িত করেছেন।
87. ভারতের রেলপথ নির্মাণের ক্ষেত্রে গ্যারান্টি প্রথা বলতে কী বোঝায়?
উঃ 1849 থেকে 1869 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রচলিত এক প্রথা ভারতের রেলপথ নির্মাণের ক্ষেত্রে বেসরকারি উদ্যোগকে উৎসাহিত করার জন্য সরকার বেসরকারি কোম্পানিগুলিকে বিনামূল্যে জমিয়ে দিত। তাদের লগ্নিকৃত মূলধনের উপর পাঁচ শতাংশ সুদ দেওয়া, শতকরা পাঁচ টাকার বেশি লাভ হলে তা কোম্পানি ও সরকারের মধ্যে সমভাবে বন্টিত হওয়ার অঙ্গীকার করে যা গ্যারান্টি প্রথা নামে পরিচিত।
88. ভারতে প্রথম কে, কোথায় ও কবে পাটকল স্থাপন করেন?
উঃ জর্জ অকল্যান্ড কলকাতার নিকটবর্তী হুগলি জেলার রিষড়াতে 1855 খ্রিস্টাব্দে ভারতের প্রথম পাটকলটি স্থাপন করেন।
89. ভারতের প্রথম কাপড়ের কল কে কোথায় ও কবে প্রতিষ্ঠা করেন?
উঃ পারসী শিল্পপতি কাউয়াসাজি নানাভাই দাভর বোম্বাইতে 1853 খ্রিস্টাব্দে বোম্বাই এ সর্বপ্রথম কাপড়ের কল প্রতিষ্ঠা করেন।
90. TISCO কথার পুরো অর্থ কী? কে কবে এটি প্রতিষ্ঠা করেন?
উঃ Tata Iron and Steel Company 1907 খ্রিস্টাব্দে পার্সি শিল্পপতি জামশেদজি টাটার পুত্র দোরাবজি টাটার উদ্যোগে বর্তমান ঝাড়খণ্ডের রাজ্যে এটি স্থাপিত হয়।
91. হিতবাদ এর মূল কথা কী?
উঃ হিতবাদ এর মূল কথা হলো সর্বাধিক সংখ্যক মানুষের সর্বোচ্চ সুখের বিধান করা দুঃখ দূর করা এবং মঙ্গল সাধন করার জন্য প্রচেষ্টা।
92. নজরানা প্রথা কী?
উঃ চীনা সম্রাটের প্রতি বশ্যতা স্বীকারের নিদর্শনস্বরূপ প্রতিবেশী দেশগুলির প্রতিনিধিরা বাণিজ্য করার উদ্দেশ্যে চীনে এলে চীনা সম্রাটকে প্রচুর অর্থ বা উপঢৌকন দিত। এটি নজরানা প্রথা নামে পরিচিত। এই প্রথার মাধ্যমে চীন প্রতিবেশী দেশগুলোর উপর নিয়ন্ত্রণ করত।
93. কাও-তাও(Kao-Tow) প্রথা কী?
উঃ চীনা সম্রাট এর প্রতি বিদেশি রাষ্ট্রের বশ্যতা প্রকাশস্বরূপ নজরানা প্রদানকারী রাষ্ট্রগুলির দূতেরা চীনা প্রথা অনুযায়ী তিনবার নতজানু হয়ে নয় বার মাথা ঠুকে সম্রাটকে অভিবাদন জানাতেন। এই প্রথা  কাও-তাও প্রথা নামে পরিচিত।
94. নানকিং সন্ধির দুইটি শর্ত লেখো
উঃ নানকিং এর সন্ধির দুইটি শর্ত হলো- (i)ক্যান্টন, সাংহাই, অ্যাময়, ফুচাও এবং নিংপো চীনের এই পাঁচটি বন্দর ইউরোপীয় বণিকদের ব্যবসা-বাণিজ্য ও বসবাসের জন্য খুলে দেওয়া হয় এবং  (ii) এই বন্দর গুলিতে ইউরোপীয়রা নিজেদের কনসাল নিয়োগের অধিকার লাভ করে।
95. কো-হং প্রথা কী?
উঃ চীনা সরকার অনুমোদিত 13 টি বণিক সংস্থা নিয়ে গড়ে ওঠা কো-হং নামক বণিক সংঘটি ছিল চীনের বৈদেশিক বাণিজ্যের প্রধান নিয়ন্ত্রক। তারা বৈদেশিক বাণিজ্য পণ্যের পরিমাণ ও মূল্য নির্ধারণ করত।
96. কবে, কারা,কাদের বিরুদ্ধে হোয়ামপোয়ার অসম চুক্তি আরোপ করেছিল?
উঃ 1844 খ্রিস্টাব্দে ফ্রান্স চীনের বিরুদ্ধে হোয়ামপোয়ার অসম চুক্তি আরোপ করেছিল।
97. তাইপিং বিদ্রোহ কবে এবং কোথায় হয়েছিল?
উঃ 1850 খ্রিস্টাব্দে চীনে তাইপিং বিদ্রোহ হয়েছিল।
98. তিয়েনসিন এর সন্ধি কবে কাদের হয়?
উঃ 1858 খ্রিস্টাব্দে ইংল্যান্ড ও ফ্রান্সের মিলিত বাহিনীর কাছে দ্বিতীয় আফিম যুদ্ধে পরাজিত হয়ে চীন এই সন্ধি স্বাক্ষর করে।
99. পিকিং কনভেনশন কবে ডাকা হয়েছিল?
উঃ 1860 খ্রিস্টাব্দে পিকিং কনভেনশন ডাকা হয়।
100. শিমনোসেকির সন্ধি শর্তগুলি উল্লেখ কর।
উঃ 1895 খ্রিস্টাব্দে চীন জাপান যুদ্ধে চীন পরাজিত হয়ে এই সন্ধি স্বাক্ষর করে। এর শর্ত গুলি হল- i. চীনের মাঞ্চুরিয়ান প্রদেশের লিয়াও টুং উপদ্বীপ, ফরমোজা এবং পেসকাডোরেস দ্বীপপুঞ্জ জাপান দখল করে। ii. জাপানের নাগরিকরা চীনে কারখানা ও শিল্প স্থাপনের অধিকার পায়। iii. চীনের কয়েকটি বন্দর জাপানের বণিকদের জন্য খুলে দেওয়া হয়।
101. কবে ও কাদের মধ্যে বক্সার প্রটোকল স্বাক্ষরিত হয়?
উঃ 1901 খ্রিস্টাব্দে সেপ্টেম্বরে চীন ও 11 টা বিদেশি রাষ্ট্রের মধ্যে দীর্ঘ আলোচনার পথ বক্সার চুক্তি বা বক্সার প্রটোকল স্বাক্ষরিত হয়। এর ফলে রাজা জু সি সিংহাসন পুর্নদখল করেন ও 1912 খ্রিস্টাব্দে পর্যন্ত মাঞ্চু বংশ চিনে টিকে থাকে।
102. ক্যান্টন বাণিজ্য কাকে বলে?
উঃ চীনা প্রশাসনের সাংস্কৃতিক শ্রেষ্ঠত্বের কারণে চীনা আদালত 1759  খ্রিস্টাব্দে এক নির্দেশ নামার দ্বারা একমাত্র ক্যান্টন বন্দরকে বর্বর বিদেশীদের বাণিজ্যের জন্য খুলে দেয়। এইভাবে ক্যান্টন বন্দরকে কেন্দ্র করে চীনে বিদেশিদের বন্দর কেন্দ্রিক যে বাণিজ্য প্রথার সূচনা হয় তা ক্যান্টন বাণিজ্য প্রথা নামে পরিচিত। এই প্রথার সময়সীমা ছিল 1842 খ্রিস্টাব্দের নানকিং সন্ধি স্বাক্ষরিত হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত।
103. চীনের রুদ্ধধার নীতি( Closed Door Policy) কী?
উঃ লক্ষণশীলতার প্রতীক ঐশ্বরিক অধিকার তত্ত্বে বিশ্বাসী চীনাদের বাণিজ্যিক ও ফৌজদারি আইন ক্যান্টনে বাণিজ্যরত বিদেশিদের মেনে চলতে হতো। বিদেশীদের চীনা ভাষা ও আদব-কায়দা শিক্ষার কোন সুযোগ ছিল না, এমনকি কো-হং বণিক সংস্থার মাধ্যমে বিদেশীদের বাণিজ্যিক লেনদেন হত। চীনে বিদেশেদের প্রতি এইসব কঠোর নীতিই রুদ্ধদ্বার নীতি নামে পরিচিত। এই নীতি অনুসারে বিদেশি বাণিজ্যকুঠিতে দাস নিয়োগ এবং আগ্নেয়াস্ত্রের প্রবেশ ছিল দণ্ডনীয় অপরাধ।
104. চীনে মুক্ত দ্বার নীতি কে ঘোষণা করেছিল?
উঃ মার্কিন পররাষ্ট্র সচিব জন হে চীনে মুক্তদ্বার নীতি ঘোষণা করেছিলেন।

Comments

  1. খুব ভালো উদ্যোগ

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

নবম শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায়- ফরাসি বিপ্লবের কয়েকটি দিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর।

অষ্টম শ্রেণির পরিবেশ ও বিজ্ঞান বিষয় তাপের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

অণুজীবের জগৎ অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, পরিবেশ ও বিজ্ঞান *শ্রেণি-অষ্টম।