উচ্চ মাধ্যমিকের ঊনবিংশ শতকের উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ সংস্থাপন অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

Posted by- Abhisek Dutta
                   Assistant Teacher


© ABHISEK DUTTA

Picture Collected from- Google

Thank You for Visiting Blog.

ঊনবিংশ শতকের উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ সংস্থাপন।
অধ্যায়-দ্বিতীয় * শ্রেণী-দ্বাদশ *  বিষয়-ইতিহাস।



1) জন কার্টিয়ার কে ছিলেন?
উঃ ফরাসি নাবিক।
2) 'ব্ল্যাক গোল্ড' কী?
উঃ পোর্তুগিজরা গোলমরিচ কে ব্ল্যাক গোল্ড বলতো।
3) অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কোন মহাদেশকে বলা হয়?
উঃ আফ্রিকা।
4) আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন কারা করেছিল?
উঃ পোর্তুগিজ।
5) ভাস্কো দা গামা ভারতের কোন বন্দরে প্রথম আসেন?
উঃ 1498 খ্রিস্টাব্দে ভারতের পশ্চিম উপকূলের কালিকট বন্দরে।
ভাস্কো ডাগামা 

6) ভারতের কোন রাজ্যে প্রথম ইংরেজরা রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে?
উঃ বাংলা।
7) ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে কার কাছ থেকে দস্তক লাভ করে?
উঃ 1717 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ফারুখশিয়ার কাছ থেকে।
8) কোন সময় কালকে ভৌগোলিক আবিষ্কারের যুগ বলা হয়?
উঃ খ্রীষ্টীয় পঞ্চদশ শতকে।
9) কে আমেরিকা মহাদেশ আবিষ্কার করেন?
উঃ ক্রিস্টোফার কলম্বাস 1492 খ্রিস্টাব্দে।
ক্রিস্টোফার কলম্বাস

11) কার নাম অনুসারে আমেরিকা মহাদেশের নাম হয়?
উঃ ইতালীয় নাবিক আমেরিগো ভেসপুচির নাম অনুসারে।
আমেরিগো ভেসপুচি


11) ক্যাপ্টেন কুক কোন কোন দেশ আবিষ্কার করেন?
উঃ হাওয়াই দ্বীপপুঞ্জ, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড আবিষ্কার করেন ইংরেজ নাবিক ক্যাপ্টেন কুক।
12) সপ্তবর্ষব্যাপী যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল?
উঃ ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে 1756 থেকে 1763 দীর্ঘ 7 বছর ধরে সপ্তবর্ষব্যাপী যুদ্ধ হয়েছিল।
13) আফ্রিকা মহাদেশকে কেন অন্ধকারাছন্ন মহাদেশ বলা হয়?
উঃ আফ্রিকা মহাদেশ ইউরোপ মহাদেশের নিকটবর্তী হলেও ঊনবিংশ শতাব্দীর তৃতীয় দশক পর্যন্ত ইউরোপবাসীর নিকট ছিল অনাবিষ্কৃত। আফ্রিকার দুর্গম পর্বত, খরস্রোতা নদ-নদী, মরুভূমি,‌ অস্বাস্থ্যকর জলবায়ু এবং আদিম অধিবাসীদের প্রতিকূলতার কারণে মহাদেশটিকে অন্ধকারাছন্ন মহাদেশ বলা হয়।
14) Blue Water Policy কী?
উঃ পর্তুগিজ শাসক আলবুকার্কের সাম্রাজ্যবিস্তার নীতি কে Blue Water Policy বলা হয়।
15) ওয়েল্ট পলিটিক নীতি কী?
উঃ জার্মান সম্রাট কাইজার দ্বিতীয় উইলিয়াম টিউটন জাতির শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত তথা বিশ্ব রাজনীতিতে জার্মানির সক্রিয় অংশগ্রহণ এবং নৌ শক্তি বৃদ্ধি ও উপনিবেশ স্থাপনের মাধ্যমে জার্মানিকে শক্তিশালী রাষ্ট্রে পরিণত করতে যে নীতি গ্রহণ করেছিল ওয়েল্ট পলিটিক নীতি নামে খ্যাত।
কাইজার দ্বিতীয় উইলিয়াম


16) Street Corner of Europe কাকে বলা হয়?
উঃ পোর্তুগালকে।
17) 1612  খ্রিস্টাব্দে ভারতের কোথায় প্রথম ইংরেজ বাণিজ্য কেন্দ্র স্থাপিত হয়?
উঃ ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত সুরাট বন্দরে।
18) টমাস রো কোন মুঘল সম্রাটের দরবারে আসেন?
উঃ 1615 খ্রিস্টাব্দে স্যার টমাস রো ব্রিটিশ রাজ প্রথম জেমস এর দুধ হিসাবে মুঘল সম্রাট জাহাঙ্গীরের দরবারে আসেন।
19) ভারতের কয়েকটি ফরাসি বাণিজ্যকুঠি এর নাম লেখ।
উঃ চন্দননগর, পন্ডিচেরি, মাহে,  কারীকল, সুরাট, মুসলিপটনম প্রভৃতি স্থানে ফরাসিরা  বাণিজ্য কুঠি স্থাপন করেছিল।
20) ভারতবর্ষে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর কে ছিলেন?
উঃ জোসেফ ডুপ্লে।
জোসেফ ডুপ্লে 


21) ভারতের কোথায় কোথায় পোর্তুগিজ বাণিজ্য কুঠি স্থাপিত হয়েছিল?
উঃ হুগলি, বোম্বাই, কোচিন,  সলসেট, দিউ, বেসিন প্রভৃতি স্থানে পোর্তুগীজদের বাণিজ্যকুঠি স্থাপিত হয়েছিল।
22) আলিনগরের সন্ধি কাদের মধ্যে ও কবে স্বাক্ষরিত হয়?
উঃ বাংলার নবাব সিরাজ উদদৌলাহর সাথে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির 1757 খ্রিস্টাব্দে আলিনগরের সন্ধি স্বাক্ষরিত হয়।
23) বক্সার যুদ্ধের সময় মুঘল সম্রাট কে ছিলেন?
উঃ মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় শাহ আলম।
24) ইন্দোচিনের বর্তমান নাম কি? এটি কাদের উপনিবেশ ছিল?
উঃ ভিয়েতনাম। 
ফরাসিদের উপনিবেশ ছিল।
25) কোন দেশ 'মশলা দ্বীপপুঞ্জ' নামে বিখ্যাত ছিল?
উঃ ইন্দোনেশিয়ার মালাক্কা দ্বীপপুঞ্জ।
26.ইয়ান্দাবুর সন্ধি কাদের মধ্যে হয়?
উঃ 1826 খ্রিস্টাব্দে ব্রহ্মরাজ বাগিদোয়া এবং ইংরেজ সেনাপতি ক্যাম্বেলের মধ্যে।
27) দূরপ্রাচ্য বলতে কী জানো?
উঃ চীন ও জাপানকে দূরপ্রাচ্য বলা হয়। নিজেদের দেশের সভ্যতা ও সংস্কৃতি সম্পর্কে উচ্চ ধারণার ফলে দেশ বিদেশীদের হীন বলে মনে করত এই দুইটি দেশ এবং অন্য কোন দেশের সঙ্গে তার যোগাযোগ রাখত না।
28) কোন মার্কিন সর্বপ্রথম জাপানে পদার্পণ করেন?
উঃ কমোডর পেরি জাপানের ইয়োডো বন্দরে পদার্পণ করেন।
29) কোন ইউরোপীয় দেশ চীনের সঙ্গে প্রথম বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলেছিল?
উঃ পোর্তুগাল।
30) কবে কোন সন্ধির দ্বারা সিংহল ইংল্যান্ডের অধিকার আসে?
উঃ 1802 খ্রিস্টাব্দে অ্যামিয়েন্সের সন্ধি দ্বারা।
31) বৈদেশিক বাণিজ্য চীনের কোন বন্দর সীমাবদ্ধ রাখা ছিল?
উঃ ক্যান্টন ও ম্যাকাও বন্দরে।
32) অহিফেন এর প্রথম ও দ্বিতীয় যুদ্ধ কবে ও কাদের মধ্যে হয়? কোন কোন সন্ধি দ্বারা এই যুদ্ধগুলোর সমাপ্তি ঘটে?
উঃ 1839-42 খ্রিস্টাব্দে চীন ও ইংল্যান্ডের মধ্যে প্রথম অহিফেনের যুদ্ধ সংঘটিত হয়। 
1842 খ্রিস্টাব্দে নানকিং এর সন্ধি দ্বারা প্রথম অহিফেনের যুদ্ধ সমাপ্তি হয়।
1856-61 খ্রিস্টাব্দে চীন ও ইংল্যান্ডের মধ্যে দ্বিতীয় অহিফেন এর যুদ্ধ হয়।
1861 খ্রিস্টাব্দে তিয়েনসিনের চুক্তি দ্বারা এই যুদ্ধের অবসান ঘটে।
## নানকিং ও তিয়েনসিনের সন্ধি স্বাক্ষরের ফলে চীনে বিদেশিদের অবাধ অনুপ্রবেশ শুরু হয়।
33) প্রথম চীন জাপান যুদ্ধ কখন হয়? কোন সন্ধির দ্বারা এই যুদ্ধের সমাপ্তি ঘটে?
উঃ 1894-95 খ্রিস্টাব্দে প্রথম চীন-জাপান যুদ্ধ হয়।
1895 খ্রিস্টাব্দে শিমনোসিকির চুক্তি দ্বারা চীন জাপান যুদ্ধের অবসান ঘটে।
34) মুক্তদ্বার নীতি (Open Door Policy) কে ঘোষণা করেন?
উঃ 1899 খ্রিস্টাব্দে মার্কিন পররাষ্ট্র সচিব জন হে। চীনা ভূখণ্ডে ইউরোপীয় দেশ গুলির উপনিবেশ স্থাপন করার জন্য মুক্তদ্বার নীতি ঘোষণা করেন।
35) অদৃশ্য সাম্রাজ্যবাদ (Invisible Imperialism) কী?
উঃ চীনে আমেরিকার মুক্তদ্বার নীতির সমসাময়িক অর্থনৈতিক সাম্রাজ্যবাদকে পন্ডিত জহরলাল নেহেরু অদৃশ্য সাম্রাজ্যবাদ (Invisible Imperialism) বলে ব্যাখ্যা করেছেন।
36) রুশ জাপান যুদ্ধ কখন ও কাদের মধ্যে হয়? কোন সন্ধির দ্বারা এই যুদ্ধের অবসান ঘটে?
উঃ 1904 খ্রিস্টাব্দে রুশ-জাপান যুদ্ধ শুরু হয়।
1905 খ্রিস্টাব্দে পোর্টসমাউথের সন্ধি দ্বারা এই যুদ্ধের সমাপ্তি ঘটে।
37) বক্সার বিদ্রোহ কখন ও কোথায় হয়?
উঃ 1899-1900 খ্রিস্টাব্দে চীনে বক্সার বিদ্রোহ হয়।
38) নতুন বিশ্ব (New World)  বলতে কী বোঝায়?
উঃ দুই আমেরিকা মহাদেশ আবিষ্কারের পর ইউরোপ, এশিয়া ও আফ্রিকা পুরোনো পৃথিবী এবং দুই আমেরিকা নতুন বিশ্ব  নামে পরিচিত হয়।
39) কত খ্রিস্টাব্দে আমেরিকা যুক্তরাষ্ট্র গঠিত হয়?
উঃ 1776 খ্রিস্টাব্দে।
40) আমেরিকাবাসীর স্বাধীনতার যুদ্ধে কে নেতৃত্ব দেন?
উঃ জর্জ ওয়াশিংটন।
জর্জ ওয়াশিংটন


41) Wealth of Nations গ্রন্থটির রচয়িতা কে?
উঃ অ্যাডাম স্মিথ।
42) Imperialism- A Study গ্রন্থটি কার লেখা?
উঃ জে এ হবসন।
43) Imperialism: The Highest Stage of Capitalism কার লেখা?
উঃ রুশ কমিউনিস্ট নেতা লেনিনের।
লেনিন

44) Finance Capital কার লেখা?
উঃ হিলফারডিং।
45) সাম্রাজ্যবাদ বা Imperialism বলতে কী বোঝায়?
উঃ সাম্রাজ্যবাদ বা Imperialism শব্দটির উদ্ভব হয়েছে ল্যাটিন শব্দ ImperareImperalium থেকে। যার অর্থ ছিল সামরিক কর্তৃত্ব। পরবর্তীকালে এর অর্থ দাঁড়ায় বৃহৎ রাষ্ট্র কর্তৃক দুর্বলের উপর ওপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করা।
46) উপনিবেশবাদ বলতে কী বোঝোয়?
উঃ উপনিবেশবাদ হল একটি অঞ্চলের উপর অন্য একটি শক্তির নিয়ন্ত্রণ। এর মূল লক্ষ্য হলো উপনিবেশিক অঞ্চলের কাঁচামাল, প্রাকৃতিক সম্পদ সংগ্রহ করা, অর্থনৈতিক শোষণ উপনিবেশ স্থাপন করি দেশের স্বার্থে উপনিবেশ অঞ্চলে বাজার ব্যবহার এবং সংস্কৃতি ও জীবন যাপন পদ্ধতির বিস্তার।
47) মার্কেন্টাইলবাদ বলতে কী বোঝায়?
উঃ অ্যাডাম স্মিথ ওয়েলথ অফ নেশনস গ্রন্থে সর্বপ্রথম মার্কেন্টাইলবাদ শব্দটি ব্যবহার করেন ছিলেন। মূলত অর্থনৈতিক ও বাণিজ্যিক দিক দিয়ে দেশকে সমৃদ্ধ করার জন্য যে নীতি গ্রহণ করা হয়, যেমন উপনিবেশ প্রতিষ্ঠা, সঞ্চয়, খনিজ উৎপাদন ও শিল্পের উন্নতির দ্বারা বাণিজ্যের ভারসাম্য বজায় রাখাই ছিল মার্কেনটাইল বাদের মূল কথা।
48) বাণিজ্যিক পুঁজি বলতে কী বোঝায়?
উঃ শিল্পবিপ্লবের পূর্বে পুঁজিপতিরা তাদের মূলধন বানিজ্য-বিনিয়োগ করতো এই মূলধনী বাণিজ্যিক মূলধন বা বাণিজ্যিক পুঁজি নামে পরিচিত।
49) লগ্নি পুঁজি কাকে বলে?
উঃ পুঁজিপতিদের নিয়োজিত অর্থ শিল্প-বাণিজ্য থেকে অতিরিক্ত মুনাফা অর্জন করত এবং ওই অতিরিক্ত মুনাফা পুনরায় বাণিজ্য বা শিল্পে বিনিয়োগ করা হতো তখন তাকে লগ্নি পুঁজি বলে।
50) সাম্রাজ্যবাদ বিষয়ে জে এ হবসনের মূল বক্তব্য কী ছিল?
উঃ ব্রিটিশ অর্থনীতিবিদ জে এ হবসন তার লেখা Imperialism: A Study গ্রন্থে উল্লেখ করেছেন পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় পুঁজিপতিরা বাণিজ্যের মাধ্যমে ব্যাপক মূলধন সঞ্চয় করে (Glut of Capital)। উপনিবেশে মূলধন বিনিয়োগ করে আরো মুনাফা বানানোর জন্য পুঁজিপতিরা উপনিবেশ দখল সরকারকে বাধ্য করে।
51) হবসন লেনিন তত্ত্ব বলতে কি বোঝো?
উঃ অর্থনীতিবীদ হবসনের মতে পশ্চিমী দেশগুলির আর্থিক বন্টনের বৈষম্যের ফলে পুঁজিপতিদের যে ব্যাপক পরিমাণ মূলধন সঞ্চিত হয় তার লগ্নির ক্ষেত্রে দেশের সরকারকে সাম্রাজ্য বিস্তার করতে বাধ্য করে। অন্যদিকে কমিউনিস্ট নেতা লেনিন পুঁজিবাদ 'সাম্রাজ্যবাদের বীজ' বলে উল্লেখ করেছেন। তার মতে অতিরিক্ত পণ্য বিক্রি এবং অতিরিক্ত মুনাফা লাভের জন্য সস্তায় কাঁচামাল সংগ্রহ উদ্দেশ্যে পুঁজিবাদী উপনিবেশ দখলের চেষ্টা চালায়। এটি হবসন লেনিন (Thesis of Hobson-Lenin) তত্ত্ব নামে পরিচিত।
52) শিল্প বিপ্লব সর্বপ্রথম কোথায় শুরু হয়েছিল?
উঃ ইংল্যান্ডে।
53) উড়ন্ত মাকু আবিষ্কারক কে?
উঃ জন কে।
54) সামাজিক ডারউইনবাদের প্রবক্তা কে?
উঃ স্পেনসার।
55) 'শ্বেতাঙ্গদের বোঝা'  বা বলতে কী বোঝায়?
উঃ শ্বেতাঙ্গরা নিজেদের উন্নত সভ্যতা ও সংস্কৃতি ধারক ও বাহক বলে দাবি করত সেই জন্য ইংরেজ লেখক রুড‌ইয়ার্ড কিপলিং এবং ফরাসি লেখক জুল ফেরি দেশবাসীকে আহ্বান জানায় এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার অনুন্নত অঞ্চলে কৃষ্ণাঙ্গ জাতি গুলোকে সুসভ্য নাগরিক করে তুলতে। এটি ছিল সাম্রাজ্যবাদ বিস্তারের একটি অজুহাত মাত্র।
56) বর্ণবৈষম্য নীতি কোন দেশে বলবৎ হয়?
উঃ দক্ষিণ আফ্রিকা, ভারতে।
57) দক্ষিণ আফ্রিকার প্রথম অশ্বেতাঙ্গ রাষ্ট্র প্রধানের নাম কী?
উঃ নেলসন ম্যান্ডেলা।
নেলসন ম্যান্ডেলা

58) স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
উঃ সুতান জারির। 
59) ওলন্দাজদের হাত থেকে ইন্দোনেশিয়া কবে স্বাধীনতা লাভ করে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্যপদ লাভ করে?
উঃ 1950 খ্রিস্টাব্দে।
60) নতুন বিশ্ব (New World) শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
উঃ আমেরিগো ভেসপুচি।
61) যোগ্যতমের উদবর্তন তত্ত্বটি ডারউইন তার কোন গ্রন্থে প্রকাশ করেন?
উঃ On the Origin of Species. 
চার্লস ডারউইন


62) The Background of International Relation গ্রন্থটির লেখক কে?
উঃ চার্লস হজ।

63. কোন নীতির মাধ্যমে কোন শক্তিশালী দেশ অন্যান্য দেশে শাসন কায়েম করতো?
উঃ সাম্রাজ্যবাদ নীতি।
64. হার্মাদ নামে কারা পরিচিত ছিল?
উঃ পোর্তুগিজ জলদস্যুরা।
65. অ্যাঙ্গোলাতে প্রথম কারা উপনিবেশ গড়ে তুলেছিল?
উঃ বেলজিয়াম।
66. Realpolitik নীতির প্রবক্তা কে?
উঃ বিসমার্ক।
67. উত্তমাশা অন্তরীপ সর্বপ্রথম প্রদক্ষিণ কে করেন?
উঃ পোর্তুগিজ নাবিক বার্থোলোমিউ  দিয়াজ।
68. নয়া সাম্রাজ্যবাদ কথাটি কে ব্যবহার করেন?
উঃ ডেভিড থমসন।
69. এশিয়ার কোন দেশ বিদেশ বণিকদের বিরুদ্ধে প্রথম পদক্ষেপ গ্রহণ করে?
উঃ চীন।
70. দারুচিনি দ্বীপ কোন দেশকে বলা হয়?
উঃ শ্রীলঙ্কাকে
71. কলকাতা নগরী কে প্রতিষ্ঠা করেন?
উঃ জব চার্নক।
72. নিকট প্রাচ্য কোন দেশকে বলা হয়?
উঃ তুরস্ককে।
73. কোন ইউরোপীয় দেশ সর্বপ্রথম জলপথে চীনে পৌঁছায়?
উঃ পোর্তুগাল।
74. ইনকা সভ্যতা কে ধ্বংস করে?
উঃ ফ্রান্সিসকো পিজারো।
75. কানাডায় কারা উপনিবেশ গড়ে তুলেছিল?
উঃ ফ্রান্স।
76.অবাধ বাণিজ্য নীতি প্রবক্তা কে ছিলেন?
উঃ অ্যাডাম স্মিথ।
77. কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থটি কার লেখা?
উঃ কার্ল মার্কস এর।
78. "পুঁজিবাদের জঠরে সাম্রাজ্যবাদের জন্ম" কথাটি কে বলেছেন?
উঃ লেনিন।
79. সাম্রাজ্যবাদ পুঁজিবাদের একচেটিয়া পর্যায় কে বলেছেন?
উঃ লেনিন।
80. একচেটিয়া ধনতন্ত্রই হলো সাম্রাজ্যবাদ উক্তিটি কার?
উঃ লেনিন।
81. ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটার পিছনে সবথেকে বড় কারণ কোনটি ছিল?
উঃ পুঁজির সহজলভ্যতা।
82. বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন?  উঃ জেমস ওয়াট।
83. "অনুন্নত জাতিকে সভ্য করে তোলার দায়িত্ব উন্নত জাতিগুলি"- কার মন্তব্য?
উঃ জুলি ফেরি।
84. কত খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গড়ে ওঠে?
উঃ 1600 খ্রিস্টাব্দে।
85. কখন ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়?
উঃ 1664 খ্রিস্টাব্দে।
86. বুলের নির্দেশ নামা কী?
উঃ প্রথমদিকে সমুদ্র অভিযানে পোর্তুগাল স্পেন সাফল্য লাভ করলেও শীঘ্রই সমুদ্র অভিযান নিয়ে পোর্তুগাল ও স্পেনের মধ্যে বিরোধ দেখা দেয় ফলে 1493 খ্রিস্টাব্দে পোপ ষষ্ঠ আলেকজান্ডার  Papal Bull বা পোপের মুদ্রাঙ্কিত নির্দেশ নামায় স্পেনের সামুদ্রিক অভিযানে এলাকা নির্দিষ্ট করে দেন। এটি বুলের নির্দেশনামা।
87. ইউরোপের ইতিহাসে কোন সময়কে সাম্রাজ্যবাদের(Age of Imperialism) যুগ বলা হয়?  
উঃ 1870 খ্রিস্টাব্দ থেকে ইউরোপীয় রাষ্ট্রগুলির উপনিবেশবিরোধী মনোভাব আকস্মিকভাবে লুপ্ত হয়। 1870 খ্রিস্টাব্দ থেকে 1914 খ্রিস্টাব্দ পর্যন্ত কালপর্বে ইউরোপের শিল্প উন্নত দেশগুলি কাঁচামাল সংগ্রহ, শিল্প পণ্যের বাজার অনুসন্ধান এবং বেড়ে ওঠা পুঁজির লাভজনক বিনিয়োগ ক্ষেত্র প্রতিষ্ঠার জন্য এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশের উপর উন্মত্ত প্রতিযোগিতায় ঝাঁপিয়ে পড়ে। তাই 1870 থেকে 1914 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালটিকে সাম্রাজ্যবাদের যুগ বলে অভিহিত করা হয়। 
88. নয়া সাম্রাজ্যবাদ বা আধুনিক সাম্রাজ্যবাদ কী? 
উঃ নয়া সাম্রাজ্যবাদ অর্থনৈতিক সাম্রাজ্যবাদের প্রকৃতি বিশিষ্ট। শিল্প বিপ্লবের পূর্বকাল পর্যন্ত সাম্রাজ্যবাদ বলতে জয় করার দেশে শুধুমাত্র ভৌমিক অধিকার বলবত করাকেই বোঝাতো। কিন্তু নয়া সাম্রাজ্যবাদের লক্ষ্য অধীনস্থ দেশের শুধু ভৌমিক অধিকার স্থাপন নয়, তার অধিবাসী শক্তিসম্পদ, অর্থনীতি এমনকি শিক্ষা ও সংস্কৃতি পর্যন্ত সাম্রাজ্যবাদী দেশের স্বার্থে ব্যবহার করা। 1814 থেকে 1914 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে নয়া সাম্রাজ্যবাদের সময়কাল বলা হয়। 
89. নয়া উপনিবেশবাদ বলতে কী বোঝো? 
উঃ উপনিবেশবাদের আধুনিক রুপ হল নয়া উপনিবেশবাদ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে এশিয়া ও আফ্রিকার সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশগুলির উপর পূর্বতন সাম্রাজ্যবাদী দেশগুলির অদৃশ্য নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। এই অদৃশ্য নিয়ন্ত্রণই নয়া উপনিবেশবাদ নামে পরিচিত। 
90. ভারতে কয়েকটি ফরাসি বাণিজ্য কুটির নাম লেখো।
উঃ মুসলিপটনম, পন্ডিচেরি, কারিকল, মাহে, চন্দননগর ইত্যাদি। 
91. ভারতে কয়েকটি ওলন্দাজ বাণিজ্য কুঠিলের নাম লেখো। 
উঃ পুলিকট, নেগাপট্টম, কোচিং ইত্যাদি। 
92. ভারতে কয়েকটি পোর্তুগিজ বাণিজ্যকুঠিতে নাম লেখো। 
উঃ বোম্বাই, কোচিন, দিউ, সলসেট, বেসিন, হুগলি ইত্যাদি। 
94. কবে ও কার নেতৃত্বে চীনে আফিম আমদানি বন্ধ হয়? 
উঃ 1839 খ্রিস্টাব্দে চীনে লিন সেসু-র নেতৃত্বে আফিম আমদানি বন্ধ হয়। 
95. শিমনোসেকির সন্ধি কবে ও কাদের মধ্যে হয়?
উঃ চীন ও জাপান যুদ্ধে(1894-95 খ্রিস্টাব্দ) চীন পরাজিত হয়ে 1895 খ্রিস্টাব্দে জাপানের সঙ্গে এই সন্ধি স্বাক্ষরিত করে। 
96. ষোড়শ সপ্তদশ শতকের ইউরোপের নিরিখে নতুন বিশ্ব বলতে কী বোঝো?
উঃ ষোড়শ ও সপ্তদশ শতকে স্পেন, ইংল্যান্ড, পর্তুগাল, ফ্রান্স ও হল্যান্ড আমেরিকা মহাদেশে যে নতুন উপনিবেশ গড়ে তোলে তা নতুন বিশ্ব নামে খ্যাত। 
97. অ্যাজটেক সভ্যতাকে ধ্বংস করেন? 
উঃ 1521 খ্রিস্টাব্দে স্পেনের নাবিক হার্নান্দো কোর্টেস অ্যাজটেক সভ্যতা কে ধ্বংস করে।
98. আমেরিকায় উপনিবেশ স্থাপনের পথিকৃৎ কাকে বলা হয়? 
উঃ হামফ্রে গিলবার্ট কে। 
99. নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি( Checks and Balance) কী? 
উঃ স্পেনীয় উপনিবেশ শাসনের জন্য যেসব প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছিল তাদের মধ্যে অন্যতম ছিল Casa de Contratacion এবং Council of the Indies. এইসব প্রতিষ্ঠানগুলি যাতে খুব বেশি শক্তিশালী না হয়ে ওঠে সেজন্য স্পেনীয় সরকার নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি গ্রহণ করেছিলেন।
100. ধনতন্ত্রের বিকাশের পর্যায়ে গুলি কী কী? 
উঃ ধনতন্ত্রের বিকাশের পর্যায়গুলো হলো- i) বাণিজ্য পুঁজি ii) শিল্পপতি এবং iii) মহাজনী পুঁজি। 
101. পুঁজিবাদ কী? 
উঃ যে অর্থনৈতিক ব্যবস্থাই মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদনের উপকরণ গুলির উপর ব্যক্তিগত মালিকানা এবং সেগুলির বন্টন পরিলক্ষিত হয় তাকে পুঁজিবাদ বা Capitalism বলে। 
102. মার্কসের উদ্বৃত্ত তত্ত্ব কী? 
উঃ কার্ল মার্কস এর মতে শ্রমিক তার শ্রম দিয়ে যতটুকু মূল্য সৃষ্টি করে তা বাজারে বিক্রি করে মালিক শ্রেণীর হাতে যে অর্থ আসে এবং শ্রমিককে যতটুকু মজুরি দেয় তার পার্থক্যই হল উদ্বৃত্ত মূল্য। 
103. রুডইয়ার্ড কিপলিংকে ছিলেন?
উঃ রুডইয়ার্ড কিপলিং ছিলেন প্রখ্যাত ইংরেজ কবি। তাঁর বিখ্যাত কবিতাটি হল- White Man's Burden. তিনি সাদা চামড়ার মানুষকে কালো চামড়ার মানুষকে উন্নত জাতিতে উন্নীত করার অনুরোধ জানিয়েছিলেন। 

Comments

Popular posts from this blog

নবম শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায়- ফরাসি বিপ্লবের কয়েকটি দিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর।

অষ্টম শ্রেণির পরিবেশ ও বিজ্ঞান বিষয় তাপের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

অণুজীবের জগৎ অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, পরিবেশ ও বিজ্ঞান *শ্রেণি-অষ্টম।