প্রাইমারি টেট পরীক্ষার শিশু মনস্তত্ত্ব বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর।

Child Development & Pedagogy For PRIMARY TET.

Picture collected from- Google


প্রাইমারি টেট পরীক্ষার শিশু মনস্তত্ত্ব বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর।



১) পরীক্ষার সময় একটি বিষয় মনে পরল না কিন্তু পরীক্ষা শেষ হওয়ার পর মনে পড়ল এটিকে শিক্ষণতত্ত্বে কী বলা হয়?

উঃ রির্ট্রিভ্যাল থিওরি।

২) অন্তর্মুখী ও বর্হিমুখী মানসিকতার প্রবক্তা কে?

উঃ ইয়ুং।

৩) গেস্টাল থিওরি অফ লার্নিং এর অপর নাম কী?

উঃ ইনসাইট থিওরি।

৪) ব্যক্তিত্বের ব্যক্তিকেন্দ্রিক মনস্তত্ত্বের কথা কে বলেছেন?

উঃ অ্যাডলার।

৫) সেমি মোটর স্টেজ কত বছর বয়স বলা হয়?

উঃ ০-২ বছর।

৬) একজন শিক্ষার্থী পরীক্ষায় বারবার অকৃতকার্য হয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের দোষারোপ করে, একে কি বলা হয়?

উঃ রাশানালাইজেশন।

৭) প্রতিবন্ধকতা-আইন 'পার্সন্স উইথ ডিসেবিলিটি অ্যাক্ট' কত সালে পাশ হয়?

উঃ ১৯৯৫ সালে।

৮) ব্যক্তিত্বের এস. আর. লার্নিং থিওরি এর  অন্য নাম কী?

উঃ রিইনফোর্সমেন্ট।

৯) মিশ্র মনোবিদ্যার জনক কে?

উঃ রুশো।

১০) নিউ রিডাকশন থিওরির প্রবক্তা কে?

উঃ হল/হাল

১১) উত্তম অভিযোজন এর কয়টি শর্ত আছে?

উঃ ৮ টি।

১২) সামেটিভ ইভ্যালুয়েশন কখন নেওয়া হয়?

উঃ কোর্সের শেষে।

১৩) শিশুদের প্রত্যাশিত আচরণ পরিশীলিত করা হয় কোন থেরাপিতে?

উঃ বিহেভিয়ার থেরাপিতে।

১৪) জ্ঞান এর সরলতম একক কী?

উঃ বোধ।

১৫) যান্ত্রিক শিক্ষাগ্রহণ কি নামে পরিচিত?

উঃ রোট লার্নিং।

১৬) ফর্মাল অপারেশনাল পিরিয়ড কোন বয়স কালকে বলা হয়?

উঃ ১১ বছরের বেশি বয়স কালকে।

১৭) "Thought and Language" গ্রন্থটি কার লেখা?

উঃ ভা‌ইগৎস্কি।

১৮) Diverse Class Room কথাটি অর্থ কি?

উঃ পৃথক বুদ্ধিসম্পন্ন সমস্ত ছাত্র।

১৯) আত্তীকরণ বা Assimilation এর অপর নাম কী?

উঃ এক্সপোজিশন।

২০) শিক্ষাদানের শ্রেণিস্তর কোনটি?

উঃ রিফ্লেকটিভ লেভেল।

২১) আর্মি-আলফা, আর্মি-বিটা, ক্যাটেল এর কালচার ফেয়ারস টেস্ট এগুলি কিসের উদাহরণ?

উঃ বুদ্ধির গ্রুপ টেস্টের।

২২) শিখনের ক্ষমতায় হলো বুদ্ধি একথা কে বলেছেন?

উঃ বাকিংহাম।

২৩) ইন্টারন্যাশনাল স্কুল কে প্রতিষ্ঠা করেন?

উঃ অরবিন্দ ঘোষ।

২৪) শিক্ষা ক্ষেত্রে কয়েকটি গণমাধ্যম এর নাম লিখুন।

উঃ চলচ্চিত্র, সংবাদপত্র, দূরদর্শন।

২৫) গিফটস ও অকুপেশন এটি কোন শিক্ষা পদ্ধতিতে ব্যবহৃত হয়?

উঃ কিন্ডারগার্টেন।

২৬) ছেলে মেয়েরা কোন বয়সে অন্তর্মুখী  হতে শুরু করে?

উঃ ১৫ বছর থেকে।

২৭) শিক্ষণ কি ধরনের প্রক্রিয়া?

উঃ অর্জিত এবং জীবনব্যাপী প্রক্রিয়া।

২৮) রাগ, হিংসা, আনন্দ, ভয় প্রভৃতি শব্দের দ্বারা মনের যে বিশেষ দিক ও অবস্থান কে বোঝানো হয় তাকে কি বলে?

উঃ প্রক্ষোভ বা Emotion.

২৯) উপনিষদ অনুযায়ী শিক্ষার উদ্দেশ্য কী?

উঃ আত্মকামনা ত্যাগ করা।

৩০) প্রতিযোগিতা বলতে কী বোঝায়?

উঃ একই উদ্দেশ্যে পারস্পারিক বিরোধিতা।

৩১) রবীন্দ্রনাথ ঠাকুর আধুনিক শিক্ষার অন্যতম উদ্দেশ্য হিসাবে কি ব্যক্ত করেছেন?

উঃ বিশ্ব সত্তা ও ব্যক্তিসত্তার সম্মিলন।

৩২) প্রবৃত্তির আধুনিক মতবাদের প্রবক্তা কে?

উঃ লোরেন্স।

৩৩) অভিযোজন কথাটির অর্থ কি?

উঃ নিজেকে উদ্দেশ্য সাধনের উপযোগী করে তোলা।

৩৪) ব্যক্তিত্ব বলতে কী বোঝায়?

উঃ দেহ ও মনের মিলনে গঠিত এক অনন্য বৈশিষ্ট্য।

৩৫) মানুষের দুইটি অস্বাভাবিক আচরণ কি কি?

উঃ ক) আক্রমণ করা 

      খ) চুরি করা।

৩৬) কৈশোর কালকে ঝড় ঝঞ্ঝার কাল। এই তত্ত্বের জনক কে?

উঃ স্ট্যানলি।

৩৭) বুদ্ধির গ্রুপ ফ্যাক্টর তত্ত্বের প্রবক্তা কে?

উঃ থর্নডাইক।

৩৮) বুদ্ধি সম্বন্ধে 'বাছাই তত্ত্ব' টির প্রবক্তা কে?

উঃ টমসন।

৩৯) আগ্রহকে সুপ্ত মনোযোগ কে বলেছেন?

উঃ ম্যাকডুগাল।

৪০) সঞ্চালক মূলকপদ্ধতির প্রবর্তক কে?

উঃ জুয়ান পাবলো বনেঁ।

৪১) সঞ্চালনমূলক পদ্ধতির উদ্ভাবক কে?

উঃ পিরিয়ার।

৪২) "Forgetting is an essential condition of Memory" কে বলেছেন?

উঃ রিবোটার।

৪৩) "Children actively construct their understanding of the world" কে বলেছেন?

উঃ পিয়াঁজে।

৪৪) নীচের শব্দগুলোর পুরো অর্থ লেখো।

i) PMA- Primary Mental Abilities.

ii) SMA- Special Mental Abilities.

iii) GMA- General Mental Abilities.

iv) ECCE- Early Childhood Care and Education.

v) DIET- District Institute of Education and Training.

vi) DPEP- District Primary Education Programme.

vii) RTTI- Primary Teacher's Training Institute.

viii) VEC- Village Education Committee.

ix) UNO- United Nations Organisation.

x) ICE- International Conference of Education.

xii) SUPW- Socially Useful Productive Work.

xiii) CAI- Computer Assisted Instruction.

xiv) IEDC- Integrated 

xv) Education for Disabled Children.

xvi) CCE- Continuous and Comprehensive Evaluation.

xvii) TLP- Teaching Learning Process.

৪৫) প্রচেষ্টা ও ভুলের শিখন কৌশল এর প্রবক্তা কে?

উঃ থর্নডাইক।

৪৬) শিক্ষার্থীদের পছন্দসই শিক্ষক কারা?

উঃ যারা পাঠের বিষয়বস্তু সম্পর্কে শিক্ষার্থীদের অসুবিধা দূর করেন।

৪৭) খেলা ভিত্তিক শিক্ষার কথা প্রথম কে উল্লেখ করেছেন?

উঃ অ্যাডাম কুক।

৪৮) বুদ্ধির দ্বি-উপাদান তত্ত্বের উদ্ভাবক কে?

উঃ স্পিয়ারম্যান।

৪৯) প্রবৃত্তি বলতে কী বোঝায়?

উঃ সহজাত বা উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত প্রবণতা।

৫০) শিক্ষককে প্রধান কর্তব্য কী?

উঃ শিক্ষার্থীদের শেখার আগ্রহ জাগানো।

৫১) মনোবিজ্ঞান এর উপর ভিত্তি করে প্রথম শিক্ষা পদ্ধতি কে গড়ে তোলেন?

উঃ জোয়ান‌ হারবান্ট।

৫২) বিশ্বের কবে শিক্ষক দিবস পালিত হয়?

উঃ ১১ ই নভেম্বর।

৫৩) একক উপাদান তত্ত্বের প্রবক্তা কে?

উঃ উইলিয়াম স্টার্ন।

৫৪) অক্টেভ ব্যান্ডনামক যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়?

উঃ বধিরত্ব।

৫৫) গান্ধীজীর মতে শিক্ষা কিরূপ হওয়া উচিত?

উঃ কর্মকেন্দ্রিক।

৫৬) সাইন ল্যাঙ্গুয়েজ এবং ব্রেইল কোন ধরনের ছাত্রদের শিক্ষাদানের জন্য প্রযোজ্য?

উঃ শ্রবণ ও দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রদের জন্য।

৫৭) স্মৃতি বিকাশের জন্য সর্বাগ্রে প্রয়োজন?

উঃ বারবার অনুশীলন।

৫৮) শিক্ষাদানে টেক্সটবুক স্ট্র্যাটেজি এর প্রধান উদ্দেশ্য কী?

উঃ সুনির্দিষ্ট পাঠ্যক্রম ধরে শিক্ষাদান।

৫৯) শ্রেণিকক্ষে উদাহরণ দিয়ে বোঝানোর সময় শিক্ষকদের মনে রাখা দরকার?

উঃ শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি ও মানসিক গঠন।

৬০) শ্রেণিকক্ষে শৃঙ্খলা বজায় রাখার পদ্ধতি কি?

উঃ এমন একটি কার্যক্রম রাখতে হবে যাতে শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণে উৎসাহিত হয়।

৬১) শিক্ষকের শিশু মনস্তত্ত্ব জানা দরকার কেন?

উঃ শিক্ষার মূল নীতি, অন্তর্নিহিত মূল্যায়ন সম্পর্কে অবহিত হতে।

৬২) শিক্ষায় অনগ্রসর শিক্ষার্থীদের ক্ষেত্রে শিক্ষকের প্রাথমিক কাজ কী?

উঃ অনগ্রসরতার কারণ অনুসন্ধান।

৬৩) শিক্ষকের শিক্ষাদানের ব্যর্থতার কারণ কী?

উঃ শিক্ষণ নৈপুণ্যের অভাব।

৬৪) শিক্ষক কিভাবে শিক্ষার্থীকে অনুপ্রাণিত করতে পারেন?

উঃ যথাযথ উৎসাহ বা পুরস্কার প্রদানের মাধ্যমে।

৬৫) অপসংগতি বলতে কী বোঝায়?

উঃ পরিবেশের সঙ্গে সুসঙ্গতি বিধানের অসামর্থ্য।

৬৬) রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও কর্মের মূল ভিত্তি কি?

উঃ প্রকৃতির সঙ্গে যোগ স্বাধীনতা ও সৃজনধর্মীতা।

৬৭) শিক্ষকের পোশাক ও ব্যবহার কেমন হওয়া উচিত?

উঃ অনুকরণযোগ্য।

৬৮) বুদ্ধির দ্বি-উপাদান তত্ত্বের উদ্ভাবক কে?

উঃ স্পিয়ারম্যান।

৬৯) কোন মনোবিজ্ঞানী প্রথম IQ যথার্থ ভাবে প্রয়োগ করেন?

উঃ টারম্যান।

৭০) কোন শিক্ষার্থী পরীক্ষাতে বারবার অকৃতকার্য হলে শিক্ষক কী করবেন?

উঃ শিক্ষার্থীর অকৃতকার্যতার কারণ অনুসন্ধান করবেন।

৭১) পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকের ব্যবহার কেমন হবে?

উঃ সহানুভূতিশীল।

৭২) সমস্যাবহুল শিক্ষার্থী কারা?

উঃ যাদের সমস্যা সমাধান হয়নি।

৭৩) প্রথম বুদ্ধির অভীক্ষা কে প্রস্তুত করেন?

উঃ আলফ্রেড বিনে এবং ডঃ সাইমন।

৭৪) শ্রেণিকক্ষের একজন শিক্ষকের আচরণ কেমন হওয়া উচিত?

উঃ গণতান্ত্রিক ও ব্যক্তি নিরপেক্ষ।

৭৫) শিক্ষার গুরুত্বপূর্ণ কৌশল কি?

উঃ শিক্ষার্থীদের মানসিক বৈশিষ্ট্য অনুযায়ী পাঠদান করা।

৭৬) পিয়াজেঁর মতে বৌদ্ধিক বিকাশ এর একক কী?

উঃ স্কিমা।

৭৭) কোহলবার্গ কি বিষয় নিয়ে গবেষণা করেন?

উঃ শিশুর নৈতিক বিকাশ।

৭৮) এরিকসনের মনোসামাজিক দ্বন্দ্ব কী?

উঃ ব্যক্তি ও সমাজের মধ্যে চাহিদার দ্বন্দ্ব।

৭৯) আধুনিক শিক্ষার গুরুত্বপূর্ণ নীতি কি?

উঃ সক্রিয়তা ভিত্তিক শিক্ষণ।

৮০) পরিনমন বলতে কী বোঝায়?

উঃ শিখন নিরপেক্ষ।

৮১) বুদ্ধির বহু উপাদান তত্ত্বের প্রবক্তা কে?

উঃ থারস্টোন।

৮২) বুদ্ধির গঠনমূলক তত্ত্বের উদ্ভাবক কে?

উঃ গিলফোর্ড।

৮৩) শিক্ষা মনোবিদ্যার প্রধান বিষয় কি?

উঃ শিশু বা শিক্ষার্থীর আচরণ।

৮৪) বিষয়ের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে কি করা প্রয়োজন?

উঃ ক্লাসে গ্রুপ ডিসকাশন মাঝে মাঝে করাতে হবে।

৮৫) চাহিদা কখন সৃষ্টি হয়?

উঃ অভাব বোধের ফলে।

৮৬) কোনো শিক্ষকের ক্লাসে শিক্ষার্থীরা কল করলে তার প্রধান কারণ কি?

উঃ শিক্ষকের বিষয়ে স্বচ্ছ জ্ঞান ও ব্যক্তিত্বের অভাব।

৮৭) স্মৃতি ও ধৃতি কি?

উঃ স্মৃতি হল সংরক্ষণ এবং ভিত্তি হলো উন্নত মানের প্রকাশ।

৮৮) অভিজ্ঞতা মনের মধ্যে ধরে রাখার শক্তি কে কি বলে?

উঃ সংরক্ষণ।

৮৯) চাহিদা কখন সৃষ্টি হয়?

উঃ অভাববোধের ফলে।

৯০) শিক্ষার্থীর প্রধান দুইটি মানসিক ক্ষমতা কি কি?

উঃ বুদ্ধি ও সৃজনশীলতা।

৯১) আপনি শিক্ষক হতে আগ্রহী কেন?

উঃ শিক্ষকতা হল উৎসর্গীকৃত পেশা।

৯২) স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি?

উঃ রাধাকৃষ্ণন কমিশন।

৯৩) শিক্ষার্থীকে কখন শেখানো অনুচিত?

উঃ যখন শিক্ষার্থীর মন শেখার জন্য প্রস্তুত নয়।

৯৪) ব্যক্তি বৈষম্যের নির্ধারক দুইটি কি কি?

উঃ বংশগতি ও পরিবেশ।

৯৫) ব্লাকবোর্ডে লেখার সময় বড় এবং স্পষ্ট লেখা'' হওয়া দরকার কেন?

উঃ শিশুদের কাছে স্পষ্ট হয়ে ওঠে এবং মনোযোগ আকর্ষণ করে।

৯৬) জাতীয় সাক্ষরতা মিশন কোন সালে চালু হয়?

উঃ ১৯৮৮ সালে।

৯৭) সমাজের শ্রেষ্ঠ বন্ধুকে?

উঃ শিক্ষক।

৯৮) কখন শিক্ষা ফলপ্রসু হয়ে ওঠে?

উঃ যখন শিক্ষার্থীরা সক্রিয় হয়ে ওঠে।

৯৯) সাধারণভাবে নান্দনিক পাঠদান কোনগুলি?

উঃ গান এবং কবিতা নিয়ে পাঠদান।

১০০) স্বামী বিবেকানন্দ শিক্ষা কে কি বলেছেন?

উঃ ব্যক্তির অন্তর্নিহিত ক্ষমতার পরিপূর্ণ বিকাশ।


PDF Copy পাওয়ার জন্য এই ব্লগের কমেন্ট বক্সে ইমেল আইডি দিন।

আরও প্রশ্ন উত্তর পাওয়ার জন্য এই ব্লগটি ফলো করুন।

Posted by- Abhisek Dutta

                   Assit Teacher

© ABHISEK DUTTA 




Thank You for visiting my blog. 




Comments

  1. Sir plzzzzzzz send me some pdf files for tet

    ReplyDelete
  2. Sir send me plz some PDF for tet exam

    ReplyDelete
  3. samapan2597@gmail.com
    Please send me sir

    ReplyDelete
  4. tusudutta96@gmail.com

    ReplyDelete
  5. udayray2022@gmail.com

    ReplyDelete
  6. shaheenahmed424@gmail.com

    ReplyDelete
  7. molaydey@gmail.com
    Sir, please send me the pdf.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

নবম শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায়- ফরাসি বিপ্লবের কয়েকটি দিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর।

অষ্টম শ্রেণির পরিবেশ ও বিজ্ঞান বিষয় তাপের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

অণুজীবের জগৎ অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, পরিবেশ ও বিজ্ঞান *শ্রেণি-অষ্টম।