প্রাইমারি টেট পরীক্ষার শিশু মনস্তত্ত্ব বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর।
Child Development & Pedagogy For PRIMARY TET. Picture collected from- Google প্রাইমারি টেট পরীক্ষার শিশু মনস্তত্ত্ব বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। ১) পরীক্ষার সময় একটি বিষয় মনে পরল না কিন্তু পরীক্ষা শেষ হওয়ার পর মনে পড়ল এটিকে শিক্ষণতত্ত্বে কী বলা হয়? উঃ রির্ট্রিভ্যাল থিওরি। ২) অন্তর্মুখী ও বর্হিমুখী মানসিকতার প্রবক্তা কে? উঃ ইয়ুং। ৩) গেস্টাল থিওরি অফ লার্নিং এর অপর নাম কী? উঃ ইনসাইট থিওরি। ৪) ব্যক্তিত্বের ব্যক্তিকেন্দ্রিক মনস্তত্ত্বের কথা কে বলেছেন? উঃ অ্যাডলার। ৫) সেমি মোটর স্টেজ কত বছর বয়স বলা হয়? উঃ ০-২ বছর। ৬) একজন শিক্ষার্থী পরীক্ষায় বারবার অকৃতকার্য হয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের দোষারোপ করে, একে কি বলা হয়? উঃ রাশানালাইজেশন। ৭) প্রতিবন্ধকতা-আইন 'পার্সন্স উইথ ডিসেবিলিটি অ্যাক্ট' কত সালে পাশ হয়? উঃ ১৯৯৫ সালে। ৮) ব্যক্তিত্বের এস. আর. লার্নিং থিওরি এর অন্য নাম কী? উঃ রিইনফোর্সমেন্ট। ৯) মিশ্র মনোবিদ্যার জনক কে? উঃ রুশো। ১০) নিউ রিডাকশন থিওরির প্রবক্তা কে? উঃ হল/হাল ১১) উত্তম অভিযোজন এর কয়টি শর্ত আছে? উঃ ৮ টি। ১২) সামেটিভ ইভ্যালুয়েশন কখন নেওয়া হয়? উঃ কোর্সের...