মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। বিষয়- পরিবেশ ও বিজ্ঞান * শ্রেণি অষ্টম।
মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন। অধ্যায়- অষ্টম * বিষয়- পরিবেশ ও বিজ্ঞান * শ্রেণি অষ্টম। ১) কৃষিবিজ্ঞান কাকে বলে? উঃ বিজ্ঞানের যে শাখায় উদ্ভিদ ও প্রাণী প্রতিপালনের মাধ্যমে খাদ্য উৎপাদন সংগ্রহ পদ্ধতি নিয়ে যে আলোচনা ও গবেষণা করা হয় তাকে কৃষিবিজ্ঞান বলে। ২) তৈলবীজ উৎপাদনকারী কয়েকটি উদ্ভিদের নাম লেখো। উঃ সরষে, তিল, তিসি, সূর্যমুখী প্রভৃতি। সূর্যমুখী ফুল ৩) মশলা উৎপাদনকারী কয়েকটি উদ্ভিদের নাম লেখো। উঃ ধনে, গোলমরিচ, লবঙ্গ, দারুচিনি, মৌরি, এলাচ, আদা প্রভৃতি। ৪) কয়েকটি তন্তু জাতীয় ফসলের নাম লেখো। উঃ পাট, তুলো, শন, কার্পাস প্রভৃতি। ৫) দুটি আলংকারিক উদ্ভিদ এর নাম লেখো। উঃ ক্যাকটাস ও বোগেনভেলিয়া। ৬) খারিফ ফসল চাষ কখন শুরু হয়? উঃ জুন-জুলাই মাসে বর্ষার শুরুতে। ৭) রবিশস্য চাষ কোন সময় করা হয় ? উঃ শীতকালে অক্টোবর-নভেম্বর মাসে। ৮) জৈব সার কী থেকে তৈরি হয়? উঃ মৃত উদ্ভিদ আর প্রাণীদের ব্রজ পচিয়ে তৈরি করা হয় জৈব সার। ৯) জমিতে বেশি পরিমাণে অ্যামোনিয়াম সালফেট ব্যবহার করলে কী ঘটে? উঃ মাটির আম্লিকভাব বেড়ে যায়। ১০) আগাছা কী? উঃ চাষের জমিতে যে ফসলের চাষ করা হচ্ছে সেটা ছাড়া...