Important General Knowledge for Competitive Examination

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির সুবিধার্থে গুরুত্বপূর্ণ GK এর প্রশ্ন উত্তর। 


১) বিশুদ্ধ জলের pH এর মান কত?
উঃ 7

২) TV Remote Control System কিসের ভিত্তিতে কাজ করে?
উঃ আলোক তরঙ্গ।

৩) রক্তে রক্তরসের পরিমান কত?
উঃ 55%

৪) স্বাদকোরক কোথায় থাকে?
উঃ জিহ্বায়।

৫) উড স্পিরিট হলো-
উঃ মিথাইল অ্যালকোহল।

৬) সুপারনোভা হলো-
উঃ নক্ষত্রের বিস্ফোরণ।

৭) শুষ্ক বরফ আসলে কী?
উঃ কঠিন কার্বন-ডাই-অক্সাইড।

৮) ন্যাপথলিন এর মুখ্য উৎস কী?
উঃ আলকাতরা

৯) ভিটামিন ই এর রাসায়নিক নাম কী?
উঃ টোকোফেরল

১০) রক্তবাহের ভিতরে রক্ততঞ্চনে কে বাধা দেয়?
উঃ হেপারিন

১১) সালোকসংশ্লেষের অন্ধকার বিক্রিয়া কোথায় ঘটে?
উঃ স্ট্রোমা

১২) BCG ভ্যাকসিন প্রয়োগ করা হয় কোন রোগের বিরুদ্ধে?
উঃ যক্ষা।

১৩) লোহিত  রক্তকণিকার আয়ুষ্কাল কত?
উঃ 120 দিন

১৪) লাফিং গ্যাস হল-
উঃ নাইট্রাস অক্সাইড।

১৫) বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট তৈরি হয় কি দিয়ে?
উঃ টাংস্টেন

১৬) ইন্ডিয়ান ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
উঃ মুম্বাই

১৭) মাটির উপর বায়ুর ক্ষয়কার্য নিবারণের উপায় হল-
উঃ বনসৃজন

১৮) পশ্চিমবঙ্গের কোথায় উষ্ণ প্রস্রবণ দেখা যায়?
উঃ বীরভূম জেলার বক্রেশ্বর এ।

১৯) কোন উদ্ভিদ নিয়ে মেন্ডেল বংশগতি পরীক্ষা করেছিলেন?
উঃ মটর

২০) কোন শিলায় কয়লা সঞ্চিত থাকে?
উঃ পাললিক

২১) ভারতের প্রাচীনতম পর্বতমালা কোনটি?
উঃ আরাবল্লী

২২) খাংটা রাজ্যের মার্শাল আর্ট?
উঃ মনিপুর

২৩) সাতপুরা কোন প্রকার পর্বতের উদাহরণ?
উঃ স্তুপ।

২৪) মানুষের দেহের সবচেয়ে ছোট অস্থি কোনটি?
উঃ স্টেপিস

২৫) কোন দেশে লিখিত সংবিধান নেই?
উঃ U.K ( ইউনাইটেড কিংডম)

২৬) ভারতের অধিকাংশ নদী কোথায় মিশেছে?
উঃ বঙ্গোপসাগরে

২৭) ভারতের অরণ্য গবেষণাগার টি কোথায় আছে?
উঃ দেরাদুন

২৮) KYODO কোথাকার সংবাদ সংস্থা?
উঃ জাপান

২৯) ম্যানডি প্রকল্প কোন নদীর গতিপথে গড়ে উঠেছে?
উঃ বিপাশা

৩০) বেনিয়ফমন্ডলের কৌণিক মান হয়ঃ
উঃ 25°-45°

৩১) ভারতের বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র কোনটি?
উঃ নাগার্জুনসাগর


৩২) টোডরমল কার অধীনে রাজস্ব মন্ত্রী ছিলেন?
উঃ মুঘল সম্রাট আকবর।

৩৩) রাজরাজেশ্বর মন্দির কে নির্মাণ করেন?
উঃ চোল রাজা রাজরাজ।

৩৪) ব্রিটিশরা ভারতের প্রথম কোন দুর্গ নির্মাণ করেন?
উঃ সেন্ট জর্জ দুর্গ।

৩৫) সেন রাজা লক্ষন সেনের সভাকবি কে ছিলেন?
উঃ জয়দেব

৩৬) চোল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উঃ কারিকল

৩৭) গদর পার্টি কোথায় স্থাপিত হয়?
উঃ আমেরিকায়

৩৮) সাতকর্ণী সম্পর্কে জানা যায় কোন লিপি থেকে?
উঃ নানাঘাট

৩৯) তানাসুলি খালে সংস্করণ করেন কোন চেদি বংশের সম্রাট?
উঃ খারবেল

৪০) হিউয়েন সাঙকে হর্ষবর্ধনের রাজসভায় দূত হিসাবে কে পাঠিয়ে ছিলেন?
উঃ তাই সুঙ

৪১) কে আগ্রা শহর প্রতিষ্ঠা করেন?
উঃ সিকান্দার লোদী।

Posted by- Abhisek Dutta
                    Assistant Teacher

© ABHISEK DUTTA

                       Thank You

Comments

Popular posts from this blog

নবম শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায়- ফরাসি বিপ্লবের কয়েকটি দিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর।

অষ্টম শ্রেণির পরিবেশ ও বিজ্ঞান বিষয় তাপের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

অণুজীবের জগৎ অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, পরিবেশ ও বিজ্ঞান *শ্রেণি-অষ্টম।