Important Miscellaneous GK for Competitive Examination
Important Miscellaneous GK for Competitive Examination
Posted by- Abhisek Dutta.
Assistant Teacher
© ABHISEK DUTTA
১) পশ্চিমবঙ্গের কোথায় কাজুবাদাম গবেষণাগার অবস্থিত?
উঃ পূর্ব মেদিনীপুর জেলার দীঘা তে।
২) অস্ট্রিয়ার রাজধানীর নাম কী?
উঃ ভিয়েনা।
৩) শরৎকালের যে ঘূর্ণিঝড় হয় তার নাম কী?
উঃ আশ্বিনের ঝড়।
৪) বুলগেরিয়ার জাতীয় প্রতীক কী?
উঃ সিংহ।
৫) ডালিম ফুল কোন দেশের জাতীয় প্রতীক?
উঃ স্পেন।
৬) মথুরা কোন নদীর তীরে অবস্থিত?
উঃ যমুনা।
৭) ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র কোনটি?
উঃ মালদ্বীপ। রাজধানী হলো মেল।
৮) ত্রিপুরার প্রধান নদী কোনটি?
উঃ গোমতী।
৯) শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত?
উঃ ঝিলাম।
১০) কোন ভিটামিনের অভাবে রক্ত তঞ্চন ব্যাহত হয়?
উঃ ভিটামিন-K.
১১) হাম রোগ সৃষ্টিকারী ভাইরাসের নাম কী?
উঃ মস্লস ভাইরাস।
১২) টিটেনাস সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম কী?
উঃ ক্লসট্রিডিয়াম।
১৩) উদ্ভিদ মাটি কোন জল শোষণ করে?
উঃ কৌশিক জল।
১৪) কোন অ্যাসিড তীব্র জলশোষক?
উঃ গাঢ় সালফিউরিক অ্যাসিড।
১৫) অ্যামিবার গমন অঙ্গের নাম কী?
উঃ ক্ষণপদ।
১৬) একটি তরল ধাতুর নাম লেখো।
উঃ পারদ।
১৭) প্রোটিন বাঁচোয়া খাদ্য কাকে বলে?
উঃ কার্বোহাইড্রেট কে।
১৮) শ্বেত কণিকার জীবাণু ধ্বংস করে কোন প্রক্রিয়ায়?
উঃ ফ্যাগোসাইটোসিস।
১৯) কোন উৎসেচক কেবল উদ্ভিদ দেহে পাওয়া যায়?
উঃ ইনভার্টেজ।
২০) কাকে আত্মঘাতী থলি বলা হয়?
উঃ লাইসোজোম।
২১) অ্যাস শব্দটি কোন খেলার সাথে যুক্ত?
উঃ টেনিস।
২২) পর্তুগালে প্রচলিত মুদ্রার নাম কী?
উঃ এসকুডো।
২৩) গৌতম বুদ্ধ অভয়ারণ্যটি কোথায় অবস্থিত?
উঃ বিহার।
২৪) নামেরি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?
উঃ আসাম।
২৫) রৌক কোন প্রদেশের নৃত্য?
উঃ জম্মু-কাশ্মীর।
২৬) ফুলহার হ্রদ টি কোথায় অবস্থিত?
উঃ উত্তরপ্রদেশের পিলভিট জেলায়।
২৭) এশিয়ার বৃহত্তম হওয়া কল কোথায় অবস্থিত?
উঃ তামিলনাড়ু।
২৮) স্পেনের জাতীয় খেলা কী?
উঃ Bull Fighting
২৯) ইন্দোচীন এর বর্তমান নাম কী?
উঃ ভিয়েতনাম।
৩০) অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়?
উঃ ক্রীড়া।
৩১) JCT কোন রাজ্যে ফুটবল টিম?
উঃ পাঞ্জাব।
৩২) বিবেকানন্দ রক কোথায় অবস্থিত?
উঃ কন্যাকুমারী।
৩৩) করাচি কোন নদীর তীরে অবস্থিত?
উঃ সিন্ধু।
৩৪) টোডা উপজাতি কোথায় দেখা যায়?
উঃ নীলগিরি পর্বতে।
৩৫) পশ্চিমবঙ্গের সুন্দরবন কোন সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষনা করা হয়?
উঃ ১৯৯৯।
Thank You for visiting my blog
Comments
Post a Comment