Important General Knowledge for Competitive Examination
প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির সুবিধার্থে গুরুত্বপূর্ণ GK এর প্রশ্ন উত্তর। ১) বিশুদ্ধ জলের pH এর মান কত? উঃ 7 ২) TV Remote Control System কিসের ভিত্তিতে কাজ করে? উঃ আলোক তরঙ্গ। ৩) রক্তে রক্তরসের পরিমান কত? উঃ 55% ৪) স্বাদকোরক কোথায় থাকে? উঃ জিহ্বায়। ৫) উড স্পিরিট হলো- উঃ মিথাইল অ্যালকোহল। ৬) সুপারনোভা হলো- উঃ নক্ষত্রের বিস্ফোরণ। ৭) শুষ্ক বরফ আসলে কী? উঃ কঠিন কার্বন-ডাই-অক্সাইড। ৮) ন্যাপথলিন এর মুখ্য উৎস কী? উঃ আলকাতরা । ৯) ভিটামিন ই এর রাসায়নিক নাম কী? উঃ টোকোফেরল । ১০) রক্তবাহের ভিতরে রক্ততঞ্চনে কে বাধা দেয়? উঃ হেপারিন । ১১) সালোকসংশ্লেষের অন্ধকার বিক্রিয়া কোথায় ঘটে? উঃ স্ট্রোমা । ১২) BCG ভ্যাকসিন প্রয়োগ করা হয় কোন রোগের বিরুদ্ধে? উঃ যক্ষা। ১৩) লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কত? উঃ 120 দিন । ১৪) লাফিং গ্যাস হল- উঃ নাইট্রাস অক্সাইড। ১৫) বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট তৈরি হয় কি দিয়ে? উঃ টাংস্টেন । ১৬) ইন্ডিয়ান ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? উঃ মুম্বাই । ১৭) মাটির উপর বায়ুর ক্ষয়কার্য নিবারণের উপায় হল- উঃ বনসৃজন । ১৮) পশ্চিমবঙ্গের কোথায় উষ্ণ প্রস্র...