Important Miscellaneous GK for Competitive Examination

প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রয়োজনীয় GK (সাধারণ জ্ঞান)।


১) খারচি পূজো কোন রাজ্যের আঞ্চলিক উৎসব?
উঃ ত্রিপুরা।

২) বৌদ্ধদের বিখ্যাত ধর্মস্থল তক্ষশীলা বর্তমানে কোন দেশে অবস্থিত?
উঃ পাকিস্তান

৩) শান্তি এবং উন্নয়নের জন্য বিশ্ব বিজ্ঞান দিবস কোন দিনটিতে পালন করা হয়?
উঃ ১০ ই নভেম্বর

৪) 'গ্রে বুকস' কোন দেশের সরকারি গ্রন্থের নাম?
উঃ জার্মানি

৫) এশিয়ার একমাত্র নদীবিহীন দেশ কোনটি?
উঃ সৌদি আরব

৬) ইউরোপের কোন দেশ গুলিকে স্ক্যান্ডিনেভিয়া বলা হয়?
উঃ সুইডেন, ডেনমার্ক এবং নরওয়ে।

৭) শ্রীশ্রীরামকৃষ্ণ-কথামৃত গ্রন্থটির রচয়িতা নাম কি?
উঃ মহেন্দ্রনাথ গুপ্ত।

৮) গার্দি উপজাতির মানুষেরা ভারতের কোন রাজ্যের বাসিন্দা?
উঃ হিমাচলপ্রদেশ। এরা মূলত পশুপালন করে।

৯) পুরম উৎসব কোথায় পালিত হয়?
উঃ কেরল।

১০) চীনের জাতীয় খেলা কোনটি?
উঃ টেবিল টেনিস

১১) নিউজিল্যান্ডের জাতীয় খেলার নাম কী?
উঃ রাগবী

১২) বিশ্বে প্রথম কোন দেশে ডাকটিকিট চালু হয়?
উঃ ইংল্যান্ড। 
১৮৪০ সালের মে মাসে। নামছিল পেনি ব্ল্যাক
পেনি ব্ল্যাক


১৩) City of Music কোন শহরকে বলা হয়?
উঃ গ্লাসস্কো (স্কটল্যান্ড)।

১৪) গোখরো সাপ কোন দেশের জাতীয় প্রাণী?
উঃ ইসরাইল।


গোখরো সাপ(Cobra)
ইসরাইলের জাতীয় পতাকা



১৫) পূর্ব আফ্রিকার রুটির ঝুড়ি কোন দেশকে বলা হয়?
উঃ দক্ষিণ সুদান
## ২০১১ সালে ৯ ই জুলাই দেশটি সুদান থেকে ভেঙে আত্মপ্রকাশ করে রাজধানী যুবা।

১৬) বুকার পুরস্কার কোন দেশ প্রদান করে?
উঃ ইংল্যান্ড।

১৭) ভরতপুর পক্ষী নিবাস কোন রাজ্যে অবস্থিত?
উঃ রাজস্থান
ভরতপুর পক্ষী নিবাস


১৮) ভারতবর্ষের প্রাচীন ফুটবল ক্লাবের নাম কী?
উঃ ক্যালকাটা ডালহৌসি ক্লাব

১৯) নাইডু টফি কোন খেলার সঙ্গে যুক্ত?
উঃ দাবা

২০) লিঙ্গরাজ মন্দির কোন রাজ্যে অবস্থিত?
উঃ উড়িষ্যা রাজ্যের ভুবনেশ্বরে।
লিঙ্গরাজ মন্দির



২১) রামায়ণ ইংরেজিতে কে অনুবাদ করেন?
উঃ উইলিয়াম কেরি

২২) ভারতীয় মুদ্রার নতুন প্রতীকটির (₹) নকশা কে তৈরি করেন?
উঃ ডি. উদয় কুমার।
ডি. উদয় কুমার

রুপির প্রতীক


২৩) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ছদ্মনাম কী?
উঃ হাবু শর্মা

২৪) প্রথম কোন চলচ্চিত্র অভিনেত্রী পদ্মশ্রী পান?
উঃ নার্গিস দত্ত

২৫) ভারতে কে সর্বপ্রথম সংবিধান প্রণয়নের প্রস্তাব দেন?
উঃ মানবেন্দ্রনাথ রায়।

২৬) কে ফার্সি ভাষায় রামায়ণ অনুবাদ করেন?
উঃ বাদাউনি

২৭) পোঙ্গল কোন রাজ্যের উৎসব?
উঃ তামিলনাড়ু

২৮) কোন সালে ভারতে প্রথম মে দিবস পালন করা হয়?
উঃ ১৯২৭ সালে।

২৯) প্লেগ এর অপর নাম কী?
উঃ ব্ল্যাক ডেথ

৩০) ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি?
উঃ NH-7

৩১) আটাকামা মরুভূমি কোথায় অবস্থিত?
উঃ চিলি।

৩২) প্রথম সরকারি ভাষা কমিশনের সভাপতি কে ছিলেন?
উঃ বালাসাহেব গঙ্গাধর খের।

৩৩) দুধোয়া টাইগার রিজার্ভ ফরেস্ট কোন রাজ্যে অবস্থিত?
উঃ উত্তরাখণ্ড

৩৪) আলমাত্তি বাঁধ কোন নদীতে অবস্থিত?
উঃ কৃষ্ণা নদী।

৩৫) স্ট্যাচু অব ক্রাইস্ট দ্য রিত্তেমার কোথায় অবস্থিত?
উঃ ব্রাজিল
 স্ট্যাচু অব ক্রাইস্ট রিত্তেমার


৩৬) চন্দকা সংরক্ষণ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত?
উঃ উড়িষ্যা

৩৭) হিন্দির পর ভারতীয়রা সর্বাধিক কোন ভাষায় কথা বলে?
উঃ তেলেগু

৩৮) ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি রকেট লঞ্চের নাম কী?
উঃ পিনাক

৩৯) অনলাইন গাড়ির লাইসেন্স রিনুয়াল ও রেজিস্ট্রেশন এর জন্য কলকাতা পুরসভা যে পরিষেবাটি চালু করেছে তার নাম কী?
উঃ ই-বাহন

৪০) তামার শঙ্খ গড়ে কে রাষ্ট্রপতি পুরস্কার পান?
উঃ হারাধন দাস

৪১) নদিয়া জেলার কৃষ্ণনগরে যে মিষ্টি হাতে তৈরি হয়েছে তার নাম কী?
উঃ সরতীর্থ

৪২) পশ্চিমবঙ্গ সরকার কম দামে খাবারের যে থালি চালু করেছে তার নাম কী?
উঃ একুশে অন্নপূর্ণা

৪৩) নিউ তুতিকোরিন বন্দর ভারতের কোন রাজ্যে অবস্থিত?
উঃ তামিলনাড়ু

৪৪) ভারতের কোন মসলা সবচেয়ে দামি?
উঃ জাফরান

৪৫) গ্রিন বেল্ট কী?
উঃ কেনিয়ার চার কোটি বৃক্ষরোপণ আন্দোলনের নাম গ্রীন বেল্ট।

৪৬) নাসিক কোন নদীর তীরে অবস্থিত?
উঃ গোদাবরী

৪৭) বন্দিপুর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত?
উঃ কর্ণাটক

৪৮) গো রক্ষা সমিতি প্রতিষ্ঠাতা কে?
উঃ বালগঙ্গাধর তিলক।

৪৯) নদীয়া জেলার কোথায় 100% লিনেন সুতো দিয়ে তাঁতের কাপড় তৈরির হাব গড়ে উঠেছে?
উঃ ফুলিয়া

৫০) কেন্দ্রীয় অর্থমন্ত্রী কোন নোট ছাপায়?
উঃ ১ টাকার নোট

ইতিহাসের পাঠশালা
© অভিষেক দত্ত
সহঃ শিক্ষক
 
ছবি সংগ্রহঃ Google

প্রতিযোগিতামূলক পরীক্ষার Mathematics বিষয়ের সমস্যা সমাধানের জন্য নিচের লিংকে ক্লিক করুন।
https://www.youtube.com/channel/UCevR6Qvcnr7-aYmoIZx6fsg

Thank You.

Comments

Popular posts from this blog

নবম শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায়- ফরাসি বিপ্লবের কয়েকটি দিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর।

অষ্টম শ্রেণির পরিবেশ ও বিজ্ঞান বিষয় তাপের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

অণুজীবের জগৎ অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, পরিবেশ ও বিজ্ঞান *শ্রেণি-অষ্টম।