দ্বাদশ শ্রেণির ইতিহাস অষ্টম অধ্যায়ঃ অব উপনিবেশিকরণ
Class-XII Sub- History অষ্টম অধ্যায়: অব উপনিবেশিকরণ Posted by- Abhisek Dutta 1. অব উপনিবেশবাদ কী বোঝো? উঃ অব উপনিবেশবাদ বলতে বোঝায় সাম্রাজ্যবাদী শাসক তাদের ঔপনিবেশে ক্ষমতা এবং পতিপত্তি প্রত্যাহার করে নেয় বা মুক্তিসংগ্রাম এবং গণআন্দোলনের চাপে শাসকগোষ্ঠীর উপনিবেশিক ক্ষমতা ও প্রতিপত্তি হ্রাস পাওয়া। # মরিৎস জুলিয়ান বন 1932 খ্রিস্টাব্দে প্রথম অব উপনিবেশীকরন শব্দটি ব্যবহার করেন। 2. তৃতীয় বিশ্ব কী? উঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের পর এশিয়া আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশগুলিকে তৃতীয় বিশ্ব বলা হয়। যেমন- ভারতবর্ষ। # ঐতিহাসিক সউভি 1952 খ্রিস্টাব্দে অবজারভেটর নামক পত্রিকায় সর্বপ্রথম তৃতীয় বিশ্ব কথাটি ব্যবহার করেন। 3. আলজেরিয়া কবে কার শাসন থেকে স্বাধীনতা লাভ করে? উঃ আলজেরিয়া 1962 খ্রিস্টাব্দে 5 জুলাই ফরাসি শাসন থেকে স্বাধীনতা লাভ করে। 4. স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? উঃ আহমেদ বেন বেল্লা। # এছাড়া তিনি ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট এর অন্যতম নেতা হিসেবেও পরিচিত ছিলেন। 5. কোন ...