দ্বাদশ শ্রেণির ইতিহাস অষ্টম অধ্যায়ঃ অব উপনিবেশিকরণ

 Class-XII Sub- History

অষ্টম অধ্যায়: অব উপনিবেশিকরণ




Posted by- Abhisek Dutta

1. অব উপনিবেশবাদ কী বোঝো? 

উঃ অব উপনিবেশবাদ বলতে বোঝায় সাম্রাজ্যবাদী শাসক তাদের ঔপনিবেশে ক্ষমতা এবং পতিপত্তি প্রত্যাহার করে নেয় বা মুক্তিসংগ্রাম এবং গণআন্দোলনের চাপে শাসকগোষ্ঠীর উপনিবেশিক ক্ষমতা ও প্রতিপত্তি হ্রাস পাওয়া। 

# মরিৎস জুলিয়ান বন 1932 খ্রিস্টাব্দে প্রথম অব উপনিবেশীকরন শব্দটি ব্যবহার করেন। 

2. তৃতীয় বিশ্ব কী? 

উঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের পর এশিয়া আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশগুলিকে তৃতীয় বিশ্ব বলা হয়।  যেমন- ভারতবর্ষ। 

# ঐতিহাসিক সউভি 1952 খ্রিস্টাব্দে অবজারভেটর নামক পত্রিকায় সর্বপ্রথম তৃতীয় বিশ্ব কথাটি ব্যবহার করেন। 

3. আলজেরিয়া কবে কার শাসন থেকে স্বাধীনতা লাভ করে? 

উঃ আলজেরিয়া 1962 খ্রিস্টাব্দে 5 জুলাই ফরাসি শাসন থেকে স্বাধীনতা লাভ করে। 

4. স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? 

উঃ আহমেদ বেন বেল্লা। 

# এছাড়া তিনি ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট এর অন্যতম নেতা হিসেবেও পরিচিত ছিলেন। 

5. কোন বছরকে কেন আফ্রিকার বছর বলা হয়? 

উঃ 1960 খ্রিস্টাব্দকে আফ্রিকার বছর বলা হয়। কারণ এই বছর আফ্রিকার সবথেকে বেশি সংখ্যক অঞ্চল ঔপনিবেশিক শাসনের শৃঙ্খল থেকে স্বাধীনতা অর্জন করেছিল।

6. দক্ষিণ আফ্রিকার প্রথম অ শ্বেতাঙ্গ রাষ্ট্র প্রধানের নাম কী? 

উঃ নেলসন ম্যান্ডেলা। 

7. সুকর্ণ কে ছিলেন? 

উঃ স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি। 

# তার প্রতিষ্ঠিত দলটির নাম ন্যাশনাল পার্টি। 

8. পাকিস্তান পিপলস পার্টি কে গঠন করে? 

উঃ জুলফিকার আলি ভুট্টো। 

9. স্বাধীন বাংলাদেশ কবে সৃষ্টি হয়? 

উঃ 1971 খ্রিস্টাব্দে 16 ডিসেম্বর। 

10. স্বাধীন বাংলাদেশের জাতির পিতা কাকে বলা হয়? 

উঃ শেখ মুজিবুর রহমানকে। 

11. কাকে কেন বঙ্গবন্ধু বলা হয়?

উঃ স্বাধীন বাংলাদেশের সর্বাধিনায়ক শেখ মুজিবর রহমান কোঠরে কমলে মিশ্রিত উদার মনের মানুষ ছিলেন। তিনি বাংলাদেশের মানুষের ভীষণ ভালোবাসেন এমনকি প্রয়োজনে শত্রুকেও ক্ষমা করতেন। ধর্মনিরপেক্ষ আধুনিক সাম্রাজ্যবাদী রাষ্ট্র ব্যবস্থায় বাংলাদেশকে উন্নীত করতে তার অবদান ছিল। তাই তিনি বঙ্গবন্ধু নামে খ্যাত। 

12. বাংলাদেশে কবে বিজয় দিবস পালিত হয়? 

উঃ পাক সেনাপ্রধান জেনারেল এ এ কে নিয়াজি 1971 খ্রিস্টাব্দে 16 ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে ভারতের সেনাপ্রধান জেনারেল জগজিৎ সিং অরোরার কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণের পর বাংলাদেশের বিজয় দিবস পালিত হয়।

13. বাংলাদেশের প্রকৃত ও নিয়ম তান্ত্রিক শাসক কে? 

উঃ বাংলাদেশের প্রকৃত শাসক হলেন প্রধানমন্ত্রী ও নিয়মতান্ত্রিক শাসক হলেন রাষ্ট্রপতি। 

14. ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? 

উঃ ড. রাজেন্দ্র প্রসাদ। 

15. ভারতীয় পার্লামেন্টের কয়টি কক্ষ ও কী কী? 

উঃ ভারতীয় পার্লামেন্টের দুইটি কক্ষ

যথা- উচ্চ কক্ষ বা রাজ্যসভা এবং নিম্নকক্ষ বা লোকসভা। 

16. ভারত সরকারের আইন প্রণয়ন সংক্রান্ত ক্ষমতা কে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? 

উঃ ভারত সরকারের আইন প্রণয়ন সংক্রান্ত ক্ষমতাকে তিনটি তালিকায় ভাগ করা হয়েছে। যথা- i. কেন্দ্রীয় তালিকা ii. রাজ্য তালিকা এবং iii. যুগ্ম তালিকা। 

17. স্বাধীন ভারতের প্রথম নির্বাচন কবে হয়েছিল? 

উঃ 1951- 1952 খ্রিস্টাব্দে। 

18. স্বাধীনতা লাভের পরে ভারতে দুইটি গুরুত্বপূর্ণ সমস্যা উল্লেখ কর। 

উঃ স্বাধীনতা লাভের পরেই ভারতে কয়েকটি জটিল সমস্যার সম্মুখীন হয় তাহলো-  সাম্প্রদায়িক দাঙ্গা, উদ্বাস্তু সমস্যা, খাদ্যাভাব, আর্থিকসংকট ইত্যাদি। 

19. দিল্লি চুক্তি কবে ও কাদের মধ্যে হয়েছিল? 

উঃ দিল্লি চুক্তি 1950 খ্রিস্টাব্দে 8 এপ্রিল ভারতের প্রধানমন্ত্রী জহরলাল নেহেরু ও পাকিস্তানের লিয়াকত আলি খানের মধ্যে স্বাক্ষরিত হয়। 

20. ভারতীয় পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়?

উঃ 1950 খ্রিস্টাব্দে প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর উদ্যোগে। 

21. ভারত সরকারের বরাদ্দ অর্থকে যথাযথভাবে ব্যয় করার জন্য কিভাবে ভাগ করা হয়? 

উঃ ভারত সরকারের বরাদ্দ অর্থকে দুই ভাগে ভাগ করা হয়েছে। যথা- কেন্দ্রীয় তালিকাভুক্ত বিষয় এবং রাজ্য তালিকাভুক্ত বিষয়। 

22. গমের বিপ্লব কী? 

উঃ 1960-এর দশকে প্রখ্যাত কৃষিবিজ্ঞানী ডক্টর এম এস স্বামীনাথন এর উদ্যোগে ভারতের পাঞ্জাব হরিয়ানা ও উত্তর প্রদেশে সবুজ বিপ্লবের কর্মসূচি অনুসারে উচ্চফলনশীল গম বীজের সাহায্যে গমের উৎপাদন বহুগুনে বৃদ্ধি পায়। এই ঘটনা গমের বিপ্লব নামে পরিচিত।

23. হোমি জাহাঙ্গীর ভাবা কে ছিলেন? 

উঃ প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী হোমি জাহাঙ্গীর ভাবার সভাপতিত্বে ভারতের পরমাণু শক্তি কমিশন গঠিত হয়। এই পরমাণু কমিশনের নিয়ন্ত্রণ গবেষণার ভিত্তিতে ভারত বিশ্বমানের প্রযুক্তি কৌশল তৈরি করেন। হোমি জাহাঙ্গির ভাবা ভারতে পরমাণু কর্মসূচির জনক নামে পরিচিত হন। 

24. কবে কার উদ্যোগে এবং ভারতের কোথায় প্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি(IIT) প্রতিষ্ঠিত হয়? 

জহরলাল নেহেরু শিল্পের অগ্রগতির জন্য প্রশিক্ষণপ্রাপ্ত প্রযুক্তিবিদদের সংখ্যা বৃদ্ধির উদ্দেশ্যে প্রথম আইটি প্রতিষ্ঠার উদ্যোগ নেন 1951 খ্রিস্টাব্দে খড়্গপুরে সর্বপ্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি গড়ে তোলা হয়েছিল। 

25. ISRO কী? এটি কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল? 

উঃ ISRO কথা পুরো অর্থ হলো International Space Research Organization. স্বাধীন ভারতে ডক্টর বিক্রম সারাভাই উদ্যোগে 1962 খ্রিস্টাব্দে অন্ধপ্রদেশের শ্রীহরিকোটাতে ISRO গড়ে উঠেছিল।

26. CSIR পুরো নাম কী? 

উঃ CSIR=The Council of Scientific and Industrial Research. 

27. কাকে ভারতের মহাকাশ কর্মসূচির জনক বলা হয়? 

উঃ ড. বিক্রম সারাভাইকে। 

28. কবে ও কোথায় ভারতের প্রথম পরমাণু বিস্ফোরণ ঘটানো হয়? 

উঃ 1974 খ্রিস্টাব্দের 18 মে রাজস্থানের পোখরানে। 

29. ভারতবর্ষে কবে দূরদর্শন সম্প্রচার শুরু হয়? 

উঃ 1959 খ্রিস্টাব্দে। 

30. নেহেরু-মহলানবিশ মডেল কী? 

উঃ প্রখ্যাত পরিসংখ্যানবিদ প্রশান্তচন্দ্র মহলানবিশ 1955 খ্রিস্টাব্দে রুশ অর্থনীতির অনুকরণে ভারী শিল্পের প্রসারের উপর গুরুত্ব দিয়ে একটি উন্নয়নের মডেল তৈরি করেছিলেন যাব্র জহরলাল নেহেরু কিছু সংশোধন করে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রয়োগ করেন। এটি নেহেরু মহলানবিশ মডেল নামে খ্যাত।

31. সার্ক কী? 

উঃ সার্ক হল দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতামূলক একটি সংস্থা। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলংকা এবং মালদ্বীপ 1985 খ্রিস্টাব্দে বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে পারস্পারিক সাংস্কৃতিক আদানপ্রদান এবং শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে অর্থনৈতিক সামাজিক উন্নয়ন ও অগ্রগতি ঘটানোর উদ্দেশ্যে সার্ক গঠন করে। 

# 1985 খ্রিঃ 8 ডিসেম্বর বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে সার্ক গঠিত হয়।

32. মায়ানমার ও শ্রীলংকা কবে স্বাধীনতা লাভ করে? 

উঃ 1948 খ্রিস্টাব্দে। 

33. আলজেরিয়ায় বালি যুদ্ধ কবে হয়েছিল? 

উঃ 1963 খ্রিস্টাব্দে। 

34. ইন্দোনেশিয়া কবে জাতিপুঞ্জের সদস্যপদ লাভ করে? 

উঃ 1950 খ্রিস্টাব্দে। 

35. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালিত হয়? 

উঃ 21 ফেব্রুয়ারি।

36. বাংলাদেশে মুক্তিযুদ্ধের প্রধান নেতা কে ছিলেন? 

উঃ শেখ মুজিবর রহমান।

37. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? 

উঃ নুরুল আমিন। 

38. বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের রাষ্ট্রপতি কে ছিলেন? 

উঃ ইয়াহিয়া খান।

39. সিমলা চুক্তির সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? 

উঃ ইন্দিরা গান্ধী। 

40. বাংলাদেশ কবে বিজয় দিবস পালিত হয়? 

উঃ 16ই ডিসেম্বর। 

41. বাংলাদেশ কবে স্বাধীনতা লাভ করে? 

উঃ 1971 খ্রিস্টাব্দে। 

42. স্বাধীনতা লাভের আগে বাংলাদেশের নাম কী ছিল? 

উঃ পূর্ব পাকিস্তান। 

43. আওয়ামী লীগ পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন? 

উঃ শেখ মুজিবর রহমান।

44. বাংলাদেশের জাতির জনক কাকে বলা হয়? 

উঃ শেখ মুজিবর রহমানকে। 

45. বঙ্গবন্ধু নামে কে পরিচিত? 

উঃ শেখ মুজিবর রহমান। 

46. স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? 

উঃ শেখ মুজিবর রহমান। 

47. ভারতের পার্লামেন্টের স্থায়ী কক্ষ কোনটি? 

উঃ রাজ্যসভা। 

48. রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন? 

উঃ উপরাষ্ট্রপতি। 

49. ভারতের প্রথম অ- কংগ্রেসি প্রধানমন্ত্রী কে ছিলেন? 

উঃ মোরারজি দেশাই।

50. ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন? 

উঃ সুকুমার সেন। 

51. ভারতের অর্থনীতি কী প্রকার? 

উঃ মিশ্র অর্থনীতি। 

52. স্বাধীন ভারতের পরিকল্পনা কমিশন গঠিত হয় কবে? 

উঃ 1950 খ্রিস্টাব্দে। 

53. ভারতীয় পরিকল্পনা কমিশনের মূল রূপকার কে ছিলেন? 

উঃ জহরলাল নেহেরু। 

54. ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে শুরু হয়? 

উঃ 1951 খ্রিস্টাব্দে। 

55. প্রশান্তচন্দ্র মহলানবিশ ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া প্রস্তুত করেন? 

উঃ দ্বিতীয়। 

56. ভারতের অর্থনীতিতে উদারনীতিকরণ নীতির সূচনা কে করেন? 

উঃ মনমোহন সিং। 

57. ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা? 

উঃ জহরলাল নেহেরু। 

58. সার্কের প্রধান সদর  দপ্তর কোথায় অবস্থিত? 

উঃ নেপালের কাঠমান্ডুতে। 

59. SAARC পুরো নাম কী? 

উঃ South Asian Association for Regional Cooperation. 

60. SAPTA সম্পূর্ণ নাম কী?

উঃ South Asian Preferential Trade Agreement. 

61. বিশ্বায়ন কথাটির প্রবর্তক কে? 

উঃ রোনাল্ড রবার্টসন।

Comments

Popular posts from this blog

নবম শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায়- ফরাসি বিপ্লবের কয়েকটি দিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর।

অষ্টম শ্রেণির পরিবেশ ও বিজ্ঞান বিষয় তাপের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

অণুজীবের জগৎ অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, পরিবেশ ও বিজ্ঞান *শ্রেণি-অষ্টম।