একাদশ শ্রেণি * বিষয়- ইতিহাস * তৃতীয় অধ্যায়- রাষ্ট্রের বিবর্তনঃ শাসন পদ্ধতি এবং প্রতিষ্ঠানের ধারণা।

 একাদশ শ্রেণি বিষয়- ইতিহাস

তৃতীয় অধ্যায়- রাষ্ট্রের বিবর্তনঃ শাসন পদ্ধতি এবং প্রতিষ্ঠানের ধারণা। 


1. প্রাচীনকালে কোন দেশে পলিসের বিকাশ ঘটে? 

উঃ গ্রিসে। 

2. গ্রিসের দুইটি গুরুত্বপূর্ণ পলিসের নাম লেখো। 

উঃ এথেন্স ও স্পার্টা। 

3. পলিস শব্দের অর্থ কী? 

উঃ গ্রিক শব্দ পলিসের অর্থ হলো নগররাষ্ট্র। 

4. রিপাবলিক গ্রন্থে লেখক কে? 

উঃ প্লেটো। 

5.The Ancient Greeks গ্রন্থের লেখক কে? 

উঃ ফিনলে। 

6. প্লেটোর মতে একটি আদর্শ পলিশের জনসংখ্যা কত হওয়া উচিত? 

উঃ 5000.

7. অ্যাক্রোপলিস কী? 

উঃ গ্রিসের পাহাড়ের উপর দুর্গের মত সুদৃঢ় শাসন কেন্দ্রকে অ্যাক্রোপলিস বলা হয়।

8. এথেন্সের শাসন কাঠামো কেমন ছিল? 

উঃ গণতান্ত্রিক। 

9. প্রাচীন এথেন্সের আদালত কে কী বলা হত?

উঃ হেলাইয়া। 

10. গণতান্ত্রিক এথেন্সের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? 

উঃ সোলন। 

11. আরকন কারা? 

উঃ এথেন্সে ম্যাজিস্ট্রেটদের আরকন বলা হতো। 

12.স্পার্টার সমাজের সর্বোচ্চ স্থানে কে প্রতিষ্ঠিত ছিলেন? 

উঃ স্পার্টান। 

13. স্পার্টার স্বাধীন নাগরিকদের কী বলা হত? 

উঃ স্পার্টিয়েট। 

14. স্পার্টার ক্রীতদাসদের কী বলা হত? 

উঃ হেলট। 

15. এথেন্সের দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ কে ছিলেন 

 উঃ জিউস। 

16. খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে গ্রীস পলিকসগুলি কোন আক্রমণ প্রতিরোধে ব্যর্থ হয়? 

উঃ ম্যাসিডনীয়। 

17. খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে প্রাচীন ভারতে বৃহৎ জনপদ কয়টি ছিল? 

উঃ 16 টি। 

18. ঋকবেদে জন কথাটি কতবার ব্যবহৃত হয়েছে ?

উঃ 275 বার।

19. বৈদিক যুগে প্রথম দিকে জন কথাটি কি অর্থে ব্যবহৃত হতো? 

উঃ কৌম। 

20. রামায়ণে কতগুলি জনপদের উল্লেখ রয়েছে? 

উঃ 27 টি 

21. পাটলিপুত্র কোন জনপদের রাজধানী ছিল? 

উঃ মগধের। 

22. অবন্তীর রাজধানী নাম কী? 

উঃ উজ্জয়িনী এবং মাহেশ্মাতী। 

23. প্রাচীন ভারতে কখন দ্বিতীয় নগরায়ন শুরু হয়েছিল? 

উঃ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে। 

24. কোন সময় মহাজনপদ গুলির উত্থান হয়? 

উঃ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে। 

25. খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে উত্তর ভারতে সামান্য কটি যে গঠনমূলক মহাজনপদ গড়ে উঠেছিল তার মধ্যে অন্যতম কোনটি ছিল? 

উঃ মগধ। 

26. ষোড়শ মহাজনপদদের মধ্যে কোনটি দক্ষিণ ভারত অবস্থিত ছিল? 

উঃ অস্মক। 

27. মগধ সাম্রাজ্যের প্রথম কোন রাজবংশ শাসন করে? 

উঃ হর্যঙ্ক। 

28. মগধে সাম্রাজ্যবাদের সূচনা কে করেছিলেন? 

উঃ বিম্বিসার। 

29. শ্রেণিক কোন শাসকের উপাধি ছিল? 

উঃ বিম্বিসার। 

30. উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কাকে বলা হয়? 

উঃ মহাপদ্মনন্দ। 

31. ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কাকে বলা হয়? 

উঃ চন্দ্রগুপ্ত মৌর্য। 

32. পাটলিপুত্র নগরটি কে নির্মাণ করেন? 

উঃ উদয়ী বা উদয়িন। 

33. মহান মৌর্য সম্রাট অশোক কবে সিংহাসন আরোহন করেন? 

উঃ 273 খ্রিস্টপূর্বাব্দে। 

34. অশোক কোন প্রদেশকে মৌর্য সাম্রাজ্যভুক্ত করেন? 

উঃ কলিঙ্গ। 

35. মৌর্য সাম্রাজ্যের পঞ্চম প্রদেশ কলিঙ্গের রাজধানীর নাম কী ছিল? 

উঃ তোষালী। 

36. ধর্মমহামাত্র পদটি কোন সম্রাট তৈরি করেন? 

উঃ সম্রাট অশোক। 

37. ইন্ডিকা কার লেখা? 

উঃ মেগাস্থিনিস।

38. গ্রিক দূত মেগাস্থিনিস মৌর্য যুগে ভারতীয় সমাজে কয়টি জাতির উল্লেখ করেছেন? 

উঃ সাতটি। 

39. শেষ মৌর্য সম্রাট কে? 

উঃ বৃহদ্রথ। 

40.কে শেষ মৌর্য শাসক কে হত্যা করে মগধের সিংহাসনে বসেন? 

উঃ পুষ্যমিত্র শুঙ্গ। 

41. কবে গ্রীক বীর আলেকজান্ডার ভারত আক্রমণ করেন? 

উঃ 327 খ্রিস্টপূর্বাব্দে। 

42. মিনান্দার কে? 

উঃ ম্যাসিডনীয় সাম্রাজ্যের বিখ্যাত নাট্যকার। 

43. আর্কিমিডিস কে? 

উঃ ম্যাসিডনীয় যুগের প্রখ্যাত গণিতবিদ ও পদার্থবিদ ছিলেন আর্কিমিডিস।

44. গুপ্ত সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? 

উঃ প্রথম চন্দ্রগুপ্ত। 

45. গুপ্তাব্দ গণনা করা হয় কোন গুপ্ত সম্রাটের সিংহাসন আরোহণের সময় থেকে? 

উঃ প্রথম চন্দ্রগুপ্ত। 

46. ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? 

উঃ ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলেছেন। 

47. পরাক্রমাঙ্ক ও কবিরাজ কোন গুপ্ত সম্রাটের উপাধি ছিল? 

উঃ সমুদ্রগুপ্ত। 

48. প্রাচীন ভারতের ইতিহাসে নিউটন নামে কাকে অভিহিত করা হয়? 

উঃ ব্রহ্মগুপ্ত কে। 

49. আর্যভট্ট ও বরাহমিহির কোন যুগের মানুষ ছিলেন? 

উঃ গুপ্তযুগের। 

50. মুদ্রারাক্ষস কার লেখা? 

উঃ বিশাখদত্ত।

51. রোম সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেন?
উঃ রোমুলাস।
52. প্রথম দাস বিদ্রোহ কোথায় হয়?
উঃ সিসিলিতে।
53. দার্শনিক সম্রাট কাকে বলা হয়?
উঃ মার্কাস অরেলিয়াসকে।
54. রোমান সাম্রাজ্যে খ্রিস্টধর্মকে রাষ্ট্রধর্ম রূপে কে স্বীকৃতি দান করেন?
উঃ কনস্টান্টাইন।
55. কবে পানিপথের প্রথম যুদ্ধ হয় এবং এই যুদ্ধে কে পরাজিত হয়?
উঃ 1526 খ্রিস্টাব্দে।
লোদী বংশের শেষ শাসক ইব্রাহিম লোদী।
56. কবে বিলগ্রামের যুদ্ধ হয় এবং এই যুদ্ধে কে পরাজিত হয়?
উঃ 1540 খ্রিস্টাব্দে।
মুঘল সম্রাট হুমায়ুন এই যুদ্ধে পরাজিত হয়।
57. কোন যুদ্ধে জয়লাভ করে হুমায়ুন পুনরায় দিল্লি দখল করেন?
উঃ সিরহিন্দের যুদ্ধে।
58. কে কবে দীন- ই- ইলাহি প্রবর্তন করেন?
উঃ মুঘল শাসক আকবর 1582 খ্রিস্টাব্দে।
59. আইন ই আকবরী এবং আকবরনামা এই গ্রন্থ দুটি কার লেখা?
উঃ আবুল ফজল।
60. হিন্দুদের উপর জিজিয়া কর কে তুলে নেন এবং কে তা পুনঃপ্রবর্তন করেন?
উঃ মুঘল সম্রাট আকবর তুলে নেন এবং ঔরঙ্গজেব তা পুনঃপ্রবর্তন করেন।
61. অটোমান শাসকদের কী বলা হত?
উঃ খলিফা।
62. অটোমান সাম্রাজ্যের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন?
উঃ সুলেমান।
63. দ্য ম্যাগনিফিসেন্ট নামে কোন অটোমান সুলতান পরিচিত?
উঃ সুলতান সুলেমান।
64. আধুনিক তুর্কি সাহিত্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উঃ তেভফিক ফিকরেট।
65. পুরন্দরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
উঃ মুঘল সম্রাট ঔরঙ্গজেবের সঙ্গে মারাঠা নেতা শিবাজীর । 

66. নগর রাষ্ট্র বা পলিস বলতে কী বোঝো?
উঃ প্রাচীন গ্রিসের রাজনৈতিক তথা সমাজ জীবনে গুরুত্বপূর্ণ ছিল পলিস। খ্রিস্টপূর্ব পঞ্চম থেকে খ্রিস্টপূর্ব চতুর্থ শতকের মধ্যে গ্রিসের অনেকগুলি ছোট ছোট রাষ্ট্রের উদ্ভব হয়েছিল। যেগুলি ছিল স্বাধীন, সার্বভৌম ও প্রায় স্বয়ংসম্পূর্ণ। এগুলি পলিস বা নগর রাষ্ট্র নামে পরিচিত।

67. পলিটিক্স গ্রন্থটি কার লেখা?
উঃ গ্রিক দার্শনিক অ্যারিস্টটল।
68. অ্যাক্রোপলিস কী?
উঃ প্রাচীন গ্রিসের পাহাড়ের শিখরে প্রতিষ্ঠিত শক্তিশালী শাসনকেন্দ্র কে অ্যাক্রোপলিস বলা হত। এখানে শাসক শ্রেণীর মানুষ বসবাস করতেন।
69. প্রাচীন গ্রিক পলিসগুলির রাজনৈতিক সংগঠনের বিভিন্ন অংশগুলি কি কি?
উঃ প্রাচীন গ্রিস পলিসগুলির রাজনৈতিক সংগঠন বা প্রশাসনিক কাঠামোর 4টি অংশ ছিল। যথা- রাজা বা শাসক, সমিতি, পরিষদ এবং ম্যাজিস্ট্রেট।
70. হিলিয়া বা হেলাইয়া কী?
উঃ প্রাচীন এথেন্সের সর্বোচ্চ আদালত ছিল হেলাইয়া। ফৌজদারী ও দেওয়ানি বিচারের ভার এই আদালতের উপর ন্যস্ত ছিল। এটি গণ আদালত নামেও পরিচিত ছিল।
71. আরকন কী?
উঃ এথেন্সের রাজার ক্ষমতা হ্রাস করতে রাজার বিকল্প রূপে যে ক্ষমতাশালী পদের সৃষ্টি করা হয়েছিল তা আরকন নামে পরিচিত।
72. পেরিওকয় কারা?
উঃ স্পার্টা আরগস ইত্যাদি পলিসে একদল মানুষ বসবাস করত যারা রাজনৈতিক মর্যাদা ও অধিকার থেকে বঞ্চিত ছিল। এদের বলা হতো পেরিওকয়।
73. হেলট কারা?
উঃ স্পার্টায় ল্যাকিডেমোনীয় অঞ্চলের আদি অধিবাসী, যারা ডোরীয় আক্রমণ প্রতিরোধে যুদ্ধ করে পরাজিত হয়েছিল তাদের হেলট সম্প্রদায় বলা হত।
74. মেটিক কারা?
উঃ মেটিক শব্দের অর্থ যারা বাসস্থান পরিবর্তন করে। বিভিন্ন গ্রিক পলিস গুলিতে বিদেশীরা স্বেচ্ছায় স্থায়ীভাবে বসবাসের অধিকার পেলেও রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত ছিল। এথেন্সে এই বিদেশীরা মেট্রিক নামে পরিচিত ছিল।

75. অ্যাগোরা কী?
উঃ অ্যাগোরা শব্দের অর্থ হলো জনগণের মিলনস্থল। গ্রিক পলিস গুলির জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকেন্দ্র ছিল অ্যাগোরা।
76. অলিম্পিক খেলা প্রথম কখন শুরু হয়েছিল?
উঃ আনুমানিক 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে এই খেলা সূচনা হলেও প্রকৃতপক্ষে গ্রীক পলিস এলিসের  রাজা ইফিটাসের আমলে খ্রিষ্টপূর্ব 776 অব্দে বিজয়ীদের নাম প্রথম নথিভুক্ত হওয়ায় এই সময় কালকে অলিম্পিক ক্রিড়া প্রতিযোগিতার প্রকৃত সূচনাকাল হিসেবে ধরা হয়।
77. জনপদ কী?
উঃ সাধারণভাবে জন বলতে বোঝায় উপজাতি গোষ্ঠী এবং পদ হলো পা অথবা পা রাখার স্থান। প্রাচীন ভারতীয় সাহিত্যে জনপদ বলতে জনবসতিপূর্ণ কৃষি প্রধান অঞ্চলকে বোঝানো হয়েছে। পরবর্তী সময়ে জনপদের অর্থ দাঁড়ায় কোন নির্দিষ্ট ভূখণ্ডে নির্দিষ্ট রাজনৈতিক শক্তির প্রতিষ্ঠা।
78. মহাভারতে কয়টি জনপদের উল্লেখ আছে? এর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য জনপদের নাম লেখ।
উঃ মহাভারতে 25 টি জনপদের উল্লেখ আছে। এর মধ্যে উল্লেখযোগ্য গুলি হল কাশি, কৌশল, অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ।
79. সপ্তসিন্ধু অঞ্চল বলতে কী বোঝায়?
উঃ ঋকবেদে উল্লেখিত সিন্ধু নদ ও তার পাঁচটি উপনদী যথা- শতদ্রু, বিপাশা, বিতস্তা, ইরাবতী, চন্দ্রভাগা এবং সরস্বতী নদী এই সাতটি নদী বিশিষ্ট অববাহিকা অঞ্চল সপ্তসিন্ধু নামে পরিচিত।
80. প্রাচীন ভারতে মহাজনপদ গুলির মূলত কোথায় উত্থান হয়েছিল?
উঃ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে প্রধানত আফগানিস্তানের কাবুল থেকে দক্ষিণ ভারতের গোদাবরী অঞ্চলে  মহাজনপদ গুলির উত্থান হয়।
81. দুইটি অরাজতান্ত্রিক বা গণতান্ত্রিক মহাজনপদের নাম লেখ।
উঃ বৃজি এবং মল্ল।
82. কোন কোন প্রাচীন গ্রন্থ থেকে ষোড়শ মহাজনপদ সম্পর্কে জানা যায়।
উঃ বৌদ্ধ গ্রন্থ অঙ্গুত্তরনিকায়, জৈন গ্রন্থ ভগবতীসূত্র এবং হিন্দু পুরাণ থেকে।
83. নবনন্দ কারা?
উঃ মহাপদ্মনন্দ এবং তার আট জন পুত্র মতান্তরে ভাই মিলে নন্দ বংশের মোট নয়জন রাজাকে নবনন্দ বলা হয়।
84. ভারতের প্রথম ঐতিহাসিক রাজা কে?
উঃ ভারতের প্রথম ঐতিহাসিক রাজা হলেন চন্দ্রগুপ্ত মৌর্য।
85. ব্যবহার সমতা ও দন্ড সমতা কী?
উঃ মৌর্য সম্রাট অশোক সমাজে ব্রাহ্মণদের বিশেষ অধিকার তথা সুবিধা ভোগের অধিকার লোপের জন্য ব্যবহার সমতা ও দ্বন্দ্ব সমত নামক দুইটি বিধান প্রবর্তন করেন। ব্যবহার সমতা বলতে আইনের চোখে সবাই সমান এবং দ্বন্দ্ব সমতা হলো সমান অপরাধের জন্য সমান দন্ড বা শাস্তি।
86. প্রথম বৌদ্ধ সংগীতি কখন আহুত হয়েছিল?
উঃ অজাত শত্রু রাজত্বকালে রাজগৃহে আনুমানিক 486 খ্রিস্টপূর্বাব্দে মহাকাশ্যপের সভাপতিত্বে প্রথম বৌদ্ধ সংগীতি হয়েছিল।
87. দ্বিতীয় বৌদ্ধ সংগীত কখনো আহুত হয়েছিল?
উঃ কালাশোকের রাজত্বকালে বৈশালীতে আনুমানিক 387 খ্রিস্টপূর্বাব্দে মহাস্থবির যশের সভাপতিত্বে।
88. কবে তৃতীয় বৌদ্ধ সংগৃতি হয়?
উঃ অশোকের রাজত্বকালে পাটুলিপুত্রে আনুমানিক 251 খ্রিস্টপূর্বাব্দে, মোগগলিপুত্ত তিসস এর সভাপতি তে।
89. কবে চতুর্থ বৌদ্ধ সংগীতি হয়?
উঃ কনিষ্কের রাজত্বকালে কাশ্মীরে মতান্তরে জলন্ধরে খ্রিস্টীয় প্রথম শতকে বসুমিত্রের সভাপতিত্বে।
90. ছিলাম বা হিদাসপিসের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল?
উঃ আনুমানিক 326 খ্রিস্টপূর্বাব্দে গ্রিসের রাজা আলেকজান্ডার এবং ভারতের রাজা পুরুর মধ্যে এই যুদ্ধ হয়েছিল।
91. ম্যাসিডনিয়া ও মৌর্য সাম্রাজ্যের একটি সাদৃশ্য উল্লেখ কর।
উঃ উভয় সাম্রাজ্যের বিকাশে ব্যক্তিগত প্রতিভা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন- ম্যাসিডোনিয়া সাম্রাজ্যের ক্ষেত্রে দ্বিতীয় ফিলিপ ও তৃতীয় আলেকজান্ডার। অন্যদিকে মৌর্য সাম্রাজ্যের ক্ষেত্রে চন্দ্রগুপ্ত মৌর্য ও অশোক।
92. কার নাম অনুসারে রোমের নামকরণ হয়?
উঃ রোমুলাসের নাম অনুসারে।
93. প্যাট্রিসিয়ান কী?
উঃ রোমে বসবাসকারী আদি নাগরিকদের বংশধরদের বলা হয় প্যাট্রিসিয়ান।
94. প্লেবিয়ান কী?
উঃ ইতালির বিভিন্ন স্থান থেকে এসে যারা রোমে বাস করত তাদের বলা হতো প্লেবিয়ান।
95. স্পার্টাকাস কে ছিলেন?
উঃ প্রাচীন রোমের দাস বিদ্রোহের একজন নেতা।তার নেতৃত্বে আনুমানিক 74 থেকে 73 খ্রিস্টপূর্বাব্দে রোমের সবথেকে বড় দাস বিদ্রোহ সংঘটিত হয়েছিল।
96. কোন রোমান সম্রাট খ্রিস্ট ধর্মে প্রথম ধর্মান্তরিত হন?
উঃ রোমান সম্রাট কনস্ট্যানটাইন আনুমানিক ৩১৩ খ্রিস্টাব্দে।
97. কার রাজত্বকালে বাইজানটিয়ান কে পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানী করা হয়?
উঃ কনস্টান্টাইন এর শাসনকালে।
98. জাস্টিনিয়ান কোড কী?
উঃ বাইজানটিয়ান শাসক সম্রাট জাস্টিনিয়ান 4000 আইন সংবলিত যে রোমান আইনসংহিতা সংকলন করেন তা জাস্টিনিয়ান কোড নামে পরিচিত।
99. গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে?

উঃ শ্রীগুপ্ত।
100. কোন গুপ্ত সম্রাট গুপ্তাব্দ চালু করেন?
উঃ প্রথম চন্দ্রগুপ্ত।
101. লিচ্ছবি দৌহিত্র কাকে বলা হয় এবং কেন?
উঃ সমুদ্রগুপ্তকে। তিনি ছিলেন লিচ্ছবি রাজকন্যা কুমার দেবীর পুত্র।
102. এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন?
উঃ সমুদ্র সমুদ্রগুপ্তের সভাকবি হরিষেণ।
103. উন্মুল্য নীতি কী?
উঃ এলাহাবাদ প্রশস্তি থেকে জানা যায় সমুদ্রগুপ্ত উত্তর ভারতের নয় জন রাজা কে পরাজিত ও উচ্ছেদ করেছিল রাজ্য জয় সম্পর্কিত এই নীতি উম্মুল্য নীতি নামে খ্যাত।
# এই নয়জন রাজারা হলেন রুদ্রদেব, নাগদত্ত, মতিল, গণপতিনাগ, নাগসেন, অচুত্য, নন্দিন বলবর্মন এবং চন্দ্রবর্মন। এই সকল রাজাদের পরাজিত করে সমুদ্রগুপ্ত সর্বরাজোচ্ছেত্তা উপাধি নিয়েছিলেন।
104. গ্রহণ-পরিমোক্ষ-অনুগ্রহ নীতি কী?
উঃ গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারতের 12 জন রাজা কে প্রথমে পরাজিত ও বন্দী করেন এবং পরে তাদের মুক্তি দেয়, সবশেষে পরাজিত শত্রুর বশ্যতা লাভ করে তিনি তাদের রাজ্য ফিরিয়ে দেন। এই নীতি গ্রহণ-পরিমোক্ষ- অনুগ্রহ নীতি নামে খ্যাত।
105. নবরত্ন কারা?
উঃ সাহিত্য সংস্কৃতির পৃষ্ঠপৌষক গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় 9 জন বিখ্যাত পণ্ডিত ও গুণী মানুষের সমাবেশ ঘটেছিল। এদের একত্রে নবরত্ন বলা হয়। এরা হলেন- কালিদাস, বরাহমিহির, বররুচি, শঙ্কু, বেতালভট্ট,ঘটকর্পর,  ক্ষপণক, অমরসিংহ ও ধন্বন্তরি।

Comments

Popular posts from this blog

নবম শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায়- ফরাসি বিপ্লবের কয়েকটি দিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর।

অষ্টম শ্রেণির পরিবেশ ও বিজ্ঞান বিষয় তাপের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ। অধ্যায়-পঞ্চম * শ্রেণি-অষ্টম * বিষয় পরিবেশ ও বিজ্ঞান।