উচ্চ মাধ্যমিক ইতিহাস ষষ্ঠ অধ্যায়- দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশসমূহ।

 শ্রেণি-দ্বাদশ * বিষয়- ইতিহাস

ষষ্ঠ অধ্যায়- দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশসমূহ। 



Posted By- Abhisek Dutta

1. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি কে ছিলেন? উঃ রুজভেল্ট। 

2. দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর সময় ভারতের ভাইসরয় বা বড়লাট কে ছিলেন? 

উঃ লিনলিথগো। 

3. লিনলিথগো প্রস্তাব কবে ঘোষিত হয়? 

উঃ 1940 খ্রিস্টাব্দের 8 আগস্ট। 

4. কংগ্রেসের ওয়ার্কিং কমিটি লিনলিথগো প্রস্তাব কোন অধিবেশনে প্রত্যাখ্যান করেন? 

উঃ ওয়ার্ধা অধিবেশনে। 

5. মুসলিম লীগের কোন অধিবেশনে পাকিস্তান প্রস্তাব করা হয়? 

উঃ লাহোর। 

6. পাকিস্তান দাবি সর্বপ্রথম কে উত্থাপন করেছিল?

উঃ চৌধুরী রহমত আলী। 

7. ক্রিপস মিশন কবে ভারতে আসে? 

উঃ1942 খ্রিস্টাব্দে 23 শে মার্চ। 

8. ক্রিপস মিশন যখন ভারত এসেছিল তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? 

উঃ উইনস্টন চার্চিল। 

9. ক্রিপস প্রস্তাবকে সমর্থন জানিয়েছিল ভারতের কোন রাজনৈতিক দল? 

উঃ র‍্যাডিকেল ডেমোক্রেটিক পার্টি। 10. র্্যাডিকেল ডেমোক্রেটিক পার্টির প্রতিষ্ঠাতা কে? 

উঃ মানবেন্দ্রনাথ রায়। 

11. ক্রিপস মিশনের প্রস্তাবগুলিকে দুর্ভাগ্যজনক প্রস্তাব কে আখ্যা দিয়েছিলেন? 

উঃ গান্ধীজি। 

12. ক্রিপস প্রস্তাবকে একটি ফেল করা ব্যাংকের উপর আগামী তারিখের চেক কে বলেছিলেন? 

উঃ মহাত্মা গান্ধী। 

13. গান্ধীজীর নেতৃত্বে গণ-আন্দোলন কোনটি? 

উঃ ভারত ছাড়ো আন্দোলন। 

14. ভারতছাড়ো আন্দোলনে প্রস্তাব কবে গ্রহণ করা হয়? 

উঃ 8 আগস্ট 1942 সালে। 

15. ভারতছাড়ো আন্দোলনে বাংলার কোন নারী শহীদ হন? 

উঃ মাতঙ্গিনী হাজরা। 

# তিনি গান্ধী বুড়ি নামে খ্যাত ছিলেন।

16. ভারতছাড়ো আন্দোলনকালে বাংলার কোথায় জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়? 

উঃ তমলুকে। 

# তাম্রলিপ্ত জাতীয় সরকার। 

17. তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক কে ছিলেন? 

উঃ সতীশচন্দ্র সামন্ত। 

18. শের-ই-বাঙ্গাল কাকে বলা হত? 

উঃ ফজলুল হককে। 

19. ফজলুল হক কোন পার্টির নেতা ছিলেন? 

উঃ কৃষক প্রজা দলের নেতা। 

20. ত্রিপুরী কংগ্রেসের অধিবেশনে সুভাষচন্দ্র বসুর প্রতিদ্বন্দ্বী কে ছিলেন? 

উঃ পট্টভি সীতারামাইয়া। 

21. ত্রিপুরী কংগ্রেসে সভাপতি কে নির্বাচিত হন? 

উঃ সুভাষচন্দ্র বসু। 

# তিনি দ্বিতীয়বারের জন্য জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। 

22. সুভাষচন্দ্র বসু কবে কলকাতা ত্যাগ করেন? 

উঃ 1941 খ্রিস্টাব্দের 17 জানুয়ারি। 

23. পূর্ব এশিয়ায় ভারতের স্বাধীনতা সংগ্রামের জনক কাকে বলা হয়? 

উঃ রাসবিহারী বসুকে। 

24. ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট লীগের সভাপতি কে ছিলেন? 

উঃ রাজবিহারী বসু। 

25. আজাদ হিন্দ ফৌজ কবে গড়ে উঠেছিল? 

উঃ 1 সেপ্টেম্বর 1942 খ্রিস্টাব্দে। 

26. আজাদ হিন্দ সরকার কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? 

উঃ সিঙ্গাপুরে। 

27. আজাদ হিন্দ বাহিনীর মোট কয়টি ব্রিগেড ছিলেন? 

উঃ 6 

28. নেতাজি সুভাষচন্দ্র বসু শহীদ ও স্বরাজ নাম দেন কোন দুটি দ্বীপপুঞ্জের? 

উঃ আন্দামান ও নিকোবার। 

29. আজাদ হিন্দ বাহিনী সর্বপ্রথম ভারতের কোন শহর দখল করেন? 

উঃ কোহিমা। 

30. কবে রশিদ আলী দিবস পালিত হয়? 

উঃ 12ই ফেব্রুয়ারি। 

31. কোন স্থানে প্রথম নৌ বিদ্রোহ শুরু হয়?

উঃ বোম্বাই। 

32. নৌ বিদ্রোহ কোন জাহাজে প্রথম শুরু হয়? 

উঃ তলোয়ার। 

33. সরকার ও নৌবাহিনীর মধ্যে কে মধ্যস্থতা করেন? 

উঃ কংগ্রেস নেতা বল্লভভাই প্যাটেল। 

34. সি আর ফর্মুলা কবে প্রকাশিত হয়? 

উঃ 1944 খ্রিস্টাব্দে। 

# চক্রবর্তী রাজাগোপালাচারী এটি তৈরি করেন। 

35. মন্ত্রী মিশন কবে ভারতে এসেছিল? 

উঃ 1946 খ্রিস্টাব্দে। 

36. মন্ত্রী মিশনের প্রধান কে ছিলেন? 

উঃ পেথিক লরেন্স। 

37. ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটির লেখক কে? 

উঃ মৌলানা আবুল কালাম আজাদ। 

38. গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় বসে? 

উঃ দিল্লিতে।

39. গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন? 

উঃ ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 

40. ভারতীয় স্বাধীনতা আইন কবে পাস হয়? 

উঃ 1947 খ্রিস্টাব্দের 4 জুলাই। 

41. 1947 খ্রিস্টাব্দের সীমানা কমিশনের প্রধান কে ছিলেন? 

উঃ স্যার সিরিল র্্যাডক্লিপ। 

42. ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? 

উঃ লর্ড মাউন্টব্যাটেন। 

43. স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? 

উঃ জহরলাল নেহেরু। 

44. ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? 

উঃ চক্রবর্তী রাজাগোপালাচারি। 

45. উদীয়মান সূর্যের দেশ বলা হয় কোন দেশকে? 

উঃ জাপানকে। 

46. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী কে ছিলেন? 

উঃ হিদেকি তোজো। 

46. কবে জাপান পার্ল হারবার আক্রমণ করে? 

উঃ 7 ডিসেম্বর 1941 খ্রিস্টাব্দে। 

47. কোন দেশ জাপানের হিরোশিমা ও নাগাসাকি তে আণবিক বোম ফেলে? 

উঃ আমেরিকা যুক্তরাষ্ট্র। 

48. পূর্বে চলো আন্দোলনের ডাক কোন দেশ দিয়েছিল?

ABHISEK DUTTA:
উঃ ভিয়েতনাম।
49. পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জের অপর নাম কী?
উঃ ইন্দোনেশিয়া।
50. ইন্দোনেশিয়ায় উপনিবেশ কারা স্থাপন করেছিল?
উঃ ওলন্দাজরা।
51. ইন্দোনেশিয়া কবে স্বাধীন হয়?
উঃ 1949 খ্রিস্টাব্দে।
52. সুকর্ণ কোন দেশে নেতা ছিলেন?
উঃ ইন্দোনেশিয়া।
53. ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
উঃ মহম্মদ হাত্তা।

54. হিটলারের পোল্যান্ড আক্রমণের উদ্দেশ্য কী ছিল?
উঃ হিটলার ডানজিগ বন্দরে পৌঁছানোর জন্য পোল্যান্ড এর কাছে একটি করিডর অর্থাৎ অভ্যন্তরীণ পথ দাবি করেছিল পোল্যান্ড হিটলারের দাবি না মানলে হিটলার পোল্যান্ড আক্রমণ করেন।
# এই ঘটনার পরিপ্রেক্ষিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়।
55. রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তি কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে 1937 খ্রিস্টাব্দে ইটালি জার্মানি জাপানের মধ্যে যে চুক্তি হয় তা রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তি নামে খ্যাত।
56. ক্রিপস মিশন কবে ও কি উদ্দেশ্যে ভারতে আসে?
উঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ব্রিটিশ মন্ত্রিসভার সদস্য স্যার স্ট্যাফোর্ড ক্রিপস 1942 খ্রিস্টাব্দের 23 শে মার্চ ভারতকে সম্ভাব্য জাপানি আক্রমণে হাত থেকে রক্ষা করার জন্য ভারতীয়দের সহযোগিতা লাভ ও ভারতের রাজনৈতিক অচল অবস্থার অবসানের উদ্দেশ্যে ভারতে আসেন যা ক্রিপস মিশন নামে খ্যাত।
57. খুদা ই খিদমাতগার দলের প্রতিষ্ঠাতা কে?
উঃ খান আব্দুল গফফর খান।
58. হিন্দুস্তান রেড আর্মি কে কখন গঠন করেন?
উঃ মদনলাল বাগড়ি, ভারতছাড়ো আন্দোলনের সময় নাগপুরে হিন্দুস্তান রেড আর্মি গঠন করেন।
59. The Quit India Movement গ্রন্থটি কার লেখা?
উঃ অরুণচন্দ্র ভুঁইয়া।
60. কে কবে ফরওয়ার্ড ব্লক নামে একটি নতুন দল গঠন করেন?
উঃ সুভাষচন্দ্র বসু 1939 খ্রিস্টাব্দের 3 মে।
61. The Indian Struggle কার লেখা?
উঃ নেতাজি সুভাষচন্দ্র বসু।
62. কে কবে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন?
উঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হাতে বন্দি ভারতীয় সেনাদের নিয়ে 1942 খ্রিস্টাব্দের সেপ্টেম্বরে সিঙ্গাপুরে ক্যাপ্টেন মোহন সিং এর উদ্যোগে রাসবিহারী বসু আজাদ হিন্দ ফৌজ গঠন করেন।
# পরে 1943 খ্রিস্টাব্দে এর দায়িত্বভার অর্পণ করা হয় সুভাষচন্দ্র বসুর হাতে।
63. আজাদ হিন্দ ফৌজের কয়েকজন সেনাধ্যক্ষের নাম লেখো।
উঃ শাহনওয়াজ খান, গুরবক্স সিং ধিলন, প্রেম কুমার সেহগল প্রমুখ।
64. আজাদ হিন্দ বাহিনীর ঝাঁসির রানী ব্রিগেডে নেতৃত্ব কে দেন?
উঃ লক্ষ্মী স্বামীনাথন।
65. রশিদ আলি দিবস কী?
উঃ আজাদ হিন্দ বাহিনীর ক্যাপ্টেন রশিদ আলীকে সাত বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দিলে তার মুক্তির দাবিতে মুসলিম লীগ ও কমিউনিস্ট দলের প্রত্যক্ষ উদ্যোগে 1946 খ্রিস্টাব্দের 12 ফেব্রুয়ারি কলকাতায় রশিদ আলী দিবস পালিত হয়।

66. রাজাজি ফর্মুলা বা সি আর ফর্মুলা কী? 

উঃ ভারতের স্বাধীনতা সংগ্রামে কংগ্রেস ও মুসলিম লীগকে ঐক্যবদ্ধ করতে 1944 খ্রিস্টাব্দে মাদ্রাসার কংগ্রেস নেতা চক্রবর্তী রাজাগোপালাচারি প্রস্তাব দেন যে কংগ্রেস ও লীগ একত্রে আন্দোলন করবে এবং স্বাধীনতা লাভের পর গণভোটের দ্বারা লীগের পৃথক রাষ্ট্র গঠনের বিষয়টি বিবেচিত হবে যা রাজাজি ফর্মুলা বা সি আর ফর্মুলা নামে খ্যাত। 

67. ওয়াভেল পরিকল্পনা কী? 

উঃ ভারতের রাজনৈতিক অচল অবস্থা দূর করতে ও ক্ষমতা হস্তান্তরে প্রেক্ষাপট হিসাবে বড়লাট লর্ড ওয়াভেল 1945 খ্রিস্টাব্দে 14ই জুন কংগ্রেস ও মুসলিম লীগের কাছে একটি পরিকল্পনা পেশ করেন যা ওয়াভেল পরিকল্পনা নামে খ্যাত। 

68. ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশন কেন ভারতে আসে? 

উঃ ভারতের স্বাধীনতা সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য 1946 খ্রিস্টাব্দে 24 শে মার্চ পেথিক লরেন্স, স্ট্যাফোর্ড ক্রিপস এবং এ ভি আলেকজান্ডার নেতৃত্বে মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশন ভারতে আসে। 

69. কে এবং কেন প্রত্যক্ষ সংগ্রামের ডাক দিয়েছিলেন? 

উঃ মহম্মদ আলী জিন্নাহ 1946 খ্রিস্টাব্দের 16ই আগস্ট প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেন। বড়লাট ওয়াভেল মন্ত্রী মিশনের পরিকল্পনা অনুযায়ী কংগ্রেসকে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বান জানালে হিন্দু প্রাধান্য থেকে মুক্তি ও পাকিস্তান দাবি আদায়ের জন্য সরকারের উপর চাপ সৃষ্টির উদ্দেশ্যে জন্য জিন্নাহ প্রত্যক্ষ সংগ্রামের ডাক দিয়েছিলেন।

70. দ্য গ্রেট ক্যালকাটা কিলিং কী? 

উঃ পৃথক পাকিস্তান রাষ্ট্রের দাবিতে মুসলিম লীগ 1946 খ্রিস্টাব্দে 16ই আগস্ট প্রত্যক্ষ সংগ্রামের ডাক দিলে বাংলায় লিগ প্রধানমন্ত্রী সুরাবর্দির প্রত্যক্ষ মদতে পরবর্তী চার দিন পুলিশ ও প্রশাসনকে সম্পূর্ণ নিষ্ক্রিয় রেখে কলকাতায় যে ব্যাপক দাঙ্গা, অত্যাচার, হত্যাকান্ড ও লুট চলে তাতে কয়েক হাজার নিরীহ মানুষ মারা যায়। স্টেটম্যান পত্রিকা এই ঘটনাকে দা গ্রেট ক্যালকাটা কিলিং বলে বর্ণনা করে। 

71. ভারতের সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? 

উঃ ডঃ বি আর আম্বেদকর। 

72. মাউন্টব্যাটেন প্রস্তাব কবে ঘোষিত হয়েছিল? 

উঃ 1947 খ্রিস্টাব্দের 3ই জুন। 

73. ভারতের স্বাধীনতা সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন? 

উঃ ক্লিমেন্টে এটলি। 

74. ভারত কবে প্রজাতন্ত্র রাষ্ট্রতে পরিণত হয়? 

উঃ 1950 খ্রিস্টাব্দের 26 শে জানুয়ারি। 

75. জাপান কবে মাঞ্চুরিয়া আক্রমণ করেছিল? 

উঃ 1931 খ্রিস্টাব্দে। 

76. জাপান কেন মাঞ্চুরিয়া আক্রমণ করেছিল? 

উঃ জাপানের ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য বাসস্থান, কাঁচামাল সংগ্রহ, উৎপাদিত পণ্য বিক্রির বাজার আর্থিক গুরুত্ব সহ একাধিক উদ্দেশ্য সাধনের জন্য জাপান মাঞ্চুরিয়া আক্রমণ করেছিল।

77. এশিয়াবাসীদের জন্য এশিয়া এই স্লোগান কোন দেশের? 

উঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের স্লোগান ছিল এশিয়াবাসীদের জন্য এশিয়া। এর মূল উদ্দেশ্য ছিল পশ্চিমী শক্তিগুলি নয় এশিয়ায় কর্তৃত্ব স্থাপন করবে জাপান।

78. তানাকা মেমোরিয়াল কি? 

উঃ জাপানি প্রধানমন্ত্রী তানাকা 1927 খ্রিস্টাব্দে এক স্মারক পত্রে জাপানি সম্রাট হিরোহিতো কে পরামর্শ দেন যে, পূর্ব এশিয়ার সমস্যা সমাধানের জন্য জাপানের যুদ্ধনীতি গ্রহণ এবং মাঞ্চুরিয়া ও মঙ্গোলিয়া দখল প্রয়োজন। এর ফলে জাপানিদের মধ্যে উগ্র জাতীয়তাবাদের জাগরণ ঘটানোর জন্য তানাকার এই প্রচেষ্টায় তানাকা মেমোরিয়াল নামে খ্যাত।

79. জেনেভা সম্মেলনে কোন কোন দেশ অংশগ্রহণ করে? 

উঃ 1954 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত জেনেভা সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন, সোভিয়েত রাশিয়া, ফ্রান্স, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস প্রভৃতি রাষ্ট্রের বিদেশমন্ত্রীরা অংশগ্রহণ করেছিল।

80. ভিয়েতমিন কে প্রতিষ্ঠা করেছিল? 

উঃ হো চি মিন।

81. হো চি মিন প্রতিষ্ঠিত ভিয়েতমিন দলটির সম্পূর্ণ নাম কী? 

উঃ 1941 খ্রিস্টাব্দে হো চি মিন প্রতিষ্টিত দলটির সম্পূর্ণ নাম হলো লীগ ফর দি ইন্ডিপেন্ডেন্ট ইন ভিয়েতনাম। 

82. ভিয়েতনাম কবে কোন সম্মেলনে স্বাধীনতা লাভ করে? 

উঃ 1954 খ্রিস্টাব্দের জেনেভা সম্মেলনে। 

83. কোন বছর ভিয়েতনাম গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ঘোষিত হয়? 

উঃ 1945 খ্রিস্টাব্দে। 

84. কে ইন্দো চায়না কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা করেন? 

উঃ হো চি মিন। 

85. ভিয়েতনাম প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? 

উঃ হো চি মিন। 

# এনাকে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের নেতা বলা হয়। 

86. কবে দিয়েন বিয়েন ফু এর যুদ্ধ সংঘটিত হয়? 

উঃ 1954 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে। 

87. উত্তর ভিয়েতনামের কমিউনিস্ট বাহিনী কি নামে পরিচিত ছিল? 

উঃ ভিয়েতমিন। 

88.ভিয়েতকং কাকে বলে? 

উঃ দক্ষিণ ভিয়েতনামের কমিউনিস্ট অকমিউনিস্ট, বৌদ্ধ সন্ন্যাসী যারা দিয়েম সরকারের বিরোধিতা করেছিল, তাদেরকে দিয়েম সরকার ভিয়েতনামী কমিউনিস্ট সংক্ষেপে ভিয়েতকং বলে অভিহিত করেছিল।

89. মাইলাই ঘটনা কী? 

উঃ 1968 খ্রিস্টাব্দে 16 ই মার্চ ভিয়েতনামের মাইলাই নামক স্থানে আমেরিকার সৈন্যরা একদিনে শিশু বৃদ্ধ নারী নির্বিশেষে প্রায় 450 জন মানুষকে হত্যা করে। এই ঘটনায় মাইলাই নামে খ্যাত।

90. ভিয়েতনাম কবে ঐক্যবদ্ধ রাষ্ট্ররুপে আত্মপ্রকাশ করে?

উঃ 1976 খ্রিস্টাব্দে ভিয়েতনাম ঐক্যবদ্ধ রাষ্ট্ররুপে আত্মপ্রকাশ করে। এর নাম হয় Socialist Republic of Vietnam. 

91. ইন্দোনেশিয়া কোন কোন দ্বীপ নিয়ে গঠিত ছিল? 

উঃ ইন্দোনেশিয়া মূলত তিনটি বৃহৎ দ্বীপ জাভা, সুমাত্রা ও বোর্নিও ছাড়াও অসংখ্য ছোট বড়ো দ্বীপ অর্থাৎ সর্বমোট 17508 টি দ্বীপ নিয়ে গঠিত ছিল।


Comments

Popular posts from this blog

নবম শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায়- ফরাসি বিপ্লবের কয়েকটি দিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর।

অষ্টম শ্রেণির পরিবেশ ও বিজ্ঞান বিষয় তাপের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ। অধ্যায়-পঞ্চম * শ্রেণি-অষ্টম * বিষয় পরিবেশ ও বিজ্ঞান।