Posts

উচ্চ মাধ্যমিক ইতিহাস ষষ্ঠ অধ্যায়- দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশসমূহ।

Image
  শ্রেণি-দ্বাদশ * বিষয়- ইতিহাস ষষ্ঠ অধ্যায়- দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশসমূহ।  Posted By- Abhisek Dutta 1. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি কে ছিলেন? উঃ রুজভেল্ট।  2. দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর সময় ভারতের ভাইসরয় বা বড়লাট কে ছিলেন?  উঃ লিনলিথগো।  3. লিনলিথগো প্রস্তাব কবে ঘোষিত হয়?  উঃ 1940 খ্রিস্টাব্দের 8 আগস্ট।  4. কংগ্রেসের ওয়ার্কিং কমিটি লিনলিথগো প্রস্তাব কোন অধিবেশনে প্রত্যাখ্যান করেন?  উঃ ওয়ার্ধা অধিবেশনে।  5. মুসলিম লীগের কোন অধিবেশনে পাকিস্তান প্রস্তাব করা হয়?  উঃ লাহোর।  6. পাকিস্তান দাবি সর্বপ্রথম কে উত্থাপন করেছিল? উঃ চৌধুরী রহমত আলী।  7. ক্রিপস মিশন কবে ভারতে আসে?  উঃ1942 খ্রিস্টাব্দে 23 শে মার্চ।  8. ক্রিপস মিশন যখন ভারত এসেছিল তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন?  উঃ উইনস্টন চার্চিল।  9. ক্রিপস প্রস্তাবকে সমর্থন জানিয়েছিল ভারতের কোন রাজনৈতিক দল?  উঃ র‍্যাডিকেল ডেমোক্রেটিক পার্টি। 10. র্্যাডিকেল ডেমোক্রেটিক পার্টির প্রতিষ্ঠাতা কে?  উঃ মানবেন্দ্রনাথ রায়।  11...

একাদশ শ্রেণি * বিষয়- ইতিহাস * তৃতীয় অধ্যায়- রাষ্ট্রের বিবর্তনঃ শাসন পদ্ধতি এবং প্রতিষ্ঠানের ধারণা।

  একাদশ শ্রেণি বিষয়- ইতিহাস তৃতীয় অধ্যায়- রাষ্ট্রের বিবর্তনঃ শাসন পদ্ধতি এবং প্রতিষ্ঠানের ধারণা।  1. প্রাচীনকালে কোন দেশে পলিসের বিকাশ ঘটে?  উঃ গ্রিসে।  2. গ্রিসের দুইটি গুরুত্বপূর্ণ পলিসের নাম লেখো।  উঃ এথেন্স ও স্পার্টা।  3. পলিস শব্দের অর্থ কী?  উঃ গ্রিক শব্দ পলিসের অর্থ হলো নগররাষ্ট্র।  4. রিপাবলিক গ্রন্থে লেখক কে?  উঃ প্লেটো।  5.The Ancient Greeks গ্রন্থের লেখক কে?  উঃ ফিনলে।  6. প্লেটোর মতে একটি আদর্শ পলিশের জনসংখ্যা কত হওয়া উচিত?  উঃ 5000. 7. অ্যাক্রোপলিস কী?  উঃ গ্রিসের পাহাড়ের উপর দুর্গের মত সুদৃঢ় শাসন কেন্দ্রকে অ্যাক্রোপলিস বলা হয়। 8. এথেন্সের শাসন কাঠামো কেমন ছিল?  উঃ গণতান্ত্রিক।  9. প্রাচীন এথেন্সের আদালত কে কী বলা হত? উঃ হেলাইয়া।  10. গণতান্ত্রিক এথেন্সের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?  উঃ সোলন।  11. আরকন কারা?  উঃ এথেন্সে ম্যাজিস্ট্রেটদের আরকন বলা হতো।  12.স্পার্টার সমাজের সর্বোচ্চ স্থানে কে প্রতিষ্ঠিত ছিলেন?  উঃ স্পার্টান।  13. স্পার্টার স্বাধীন নাগরিকদে...

উচ্চ মাধ্যমিক ইতিহাস বিষয়ের পঞ্চম অধ্যায়ঃ ঔপনিবেশিক ভারতের শাসন গুরুত্বপূর্ণ MCQ ও SAQ

Image
  উচ্চ মাধ্যমিক ইতিহাস বিষয়ের পঞ্চম অধ্যায়ঃ ঔপনিবেশিক ভারতের শাসন গুরুত্বপূর্ণ MCQ ও SAQ Posted By- Abhisek Dutta Thank you for visiting my blog পঞ্চম অধ্যায়ঃ ঔপনিবেশিক ভারতের শাসন।   শ্রেণি-দ্বাদশ * বিষয়-ইতিহাস 1. কোন আইন দ্বারা ভারত সচিব ও ভাইসরয় পদের সৃষ্টি হয়? উঃ 1858 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের দ্বারা। 2. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় বসেছিল? উঃ বোম্বাইতে। 3. 1909 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন কি নামে পরিচিত? উঃ মর্লে মিন্টো সংস্কার আইন। 1909 খ্রিস্টাব্দে এটি প্রবর্তিত হয়। 4. 1909 খ্রিস্টাব্দে ভারতের ভাইসরয় কে ছিলেন? উঃ লর্ড মিন্টো। 5. পৃথক নির্বাচনের নীতি প্রবর্তিত হয় কোন আইনের দ্বারা? উঃ 1909 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন দ্বারা। 6. কেন্দ্রের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠনের কথা বলা হয় কোন আইনের দ্বারা? উঃ মন্টেগু-চেমসফোর্ড আইনের দ্বারা। 7. ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদের প্রথম ভারতীয় সদস্য কে ছিলেন? উঃ সত্যেন্দ্রপ্রসন্ন সিংহ। 8. কোন আইনের দ্বারা ভারতে একটি যুক্তরাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় 1935 খ্রিস্টাব্দের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট দ্ব...

উচ্চ মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায়ঃ সাম্রাজ্যবাদী আধিপত্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া।

Image
  উচ্চ মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায়ঃ সাম্রাজ্যবাদী আধিপত্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া। Posted By- Abhisek Dutta Thank You for Visiting my Blog.    গুরুত্বপূর্ণ MCQ & SAQ  1. কোন পত্রিকায় সর্বপ্রথম বাঙালি মধ্যবিত্তদের কথা বলা হয়? উঃ বঙ্গদূত। 2. কে কবে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন? উঃ বড়লাট ওয়ারেন হেস্টিং এর উদ্যোগে 1781 খ্রিস্টাব্দে আরবি ফারসি ভাষা, ইসলামিক আইন কানুন ইত্যাদি বিষয়ে শিক্ষাদানের উদ্দেশ্যে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। 3. কে কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? উঃ স্যার উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। 4. কে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন? উঃ লর্ড ওয়েলেসলি। 5. প্রথম বাংলা সংবাদপত্রের নাম কী ছিলে? উঃ সমাচার দর্পণ। 6. জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন এর বর্তমান নাম কী? উঃ স্কটিশ চার্চ কলেজ। 7. পটলডাঙ্গা একাডেমির বর্তমান নাম কী? উঃ হেয়ার স্কুল। 8. হিন্দু কলেজের বর্তমান নাম কী? উঃ প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। 9. হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়  উঃ 1817 খ্রিস্টাব্দে। 10. কমিটি অফ পাবলিক ইন্সট্রাকশনের সভাপত...

CUET Subject- History Unit VII: New Architecture: Hampi

Image
 Thank You for visiting my Blog Posted by- Abhisek Dutta CUET (Common University Entrance Test) Subject- History Unit VII: New Architecture: Hampi 1.       Which traveller compared the Vijayanagara Empire with Rome?   Ans. Domingo Paes 2.       The Vijayanagara Kings signed all the royal orders under the name of which God?   Ans.Virupaksha                                                                                                  ...