উচ্চ মাধ্যমিক ইতিহাস ষষ্ঠ অধ্যায়- দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশসমূহ।
শ্রেণি-দ্বাদশ * বিষয়- ইতিহাস ষষ্ঠ অধ্যায়- দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশসমূহ। Posted By- Abhisek Dutta 1. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি কে ছিলেন? উঃ রুজভেল্ট। 2. দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর সময় ভারতের ভাইসরয় বা বড়লাট কে ছিলেন? উঃ লিনলিথগো। 3. লিনলিথগো প্রস্তাব কবে ঘোষিত হয়? উঃ 1940 খ্রিস্টাব্দের 8 আগস্ট। 4. কংগ্রেসের ওয়ার্কিং কমিটি লিনলিথগো প্রস্তাব কোন অধিবেশনে প্রত্যাখ্যান করেন? উঃ ওয়ার্ধা অধিবেশনে। 5. মুসলিম লীগের কোন অধিবেশনে পাকিস্তান প্রস্তাব করা হয়? উঃ লাহোর। 6. পাকিস্তান দাবি সর্বপ্রথম কে উত্থাপন করেছিল? উঃ চৌধুরী রহমত আলী। 7. ক্রিপস মিশন কবে ভারতে আসে? উঃ1942 খ্রিস্টাব্দে 23 শে মার্চ। 8. ক্রিপস মিশন যখন ভারত এসেছিল তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? উঃ উইনস্টন চার্চিল। 9. ক্রিপস প্রস্তাবকে সমর্থন জানিয়েছিল ভারতের কোন রাজনৈতিক দল? উঃ র্যাডিকেল ডেমোক্রেটিক পার্টি। 10. র্্যাডিকেল ডেমোক্রেটিক পার্টির প্রতিষ্ঠাতা কে? উঃ মানবেন্দ্রনাথ রায়। 11...