Posts

Important Indian History GK for Competitive Examination

Image
প্রতিযোগিতামূলক পরীক্ষার ইতিহাস বিষয়ের তথ্যভান্ডার । বিষয়ঃ ভারতের ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ উক্তি ও তার বক্তা।  ১) ভারতবর্ষকে ' নৃতত্বের জাদুঘর : কে বলেছেন? উঃ ভিনসেন্ট স্মিথ । ২) ভারতবর্ষকে 'বৈচিত্রের মধ্যে ঐক্য' কে বলেছেন? উঃ ভিনসেন্ট স্মিথ । ৩) ভারতবর্ষকে ' হিমালয়ের দান' কে বলেছেন? উঃ কে. এম. পানিক্কর। ৪) চন্দ্রগুপ্ত মৌর্য কে ' ভারতবর্ষে প্রথম সার্বভৌম ঐতিহাসিক সম্রাট ' বলে কে অভিহিত করেছেন? উঃ হেমচন্দ্র রায়চৌধুরী। ৫) কার মতে ' ধর্মপাল দেবপাল এর রাজত্বকাল বাংলার ইতিহাসে সর্বাপেক্ষা মহান যুগ'? উঃ ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার । রমেশচন্দ্র মজুমদার ৬) ' পাহাড়পুরের মন্দির প্রাচীন বাংলার শ্রেষ্ঠ বিস্ময়' - এ কথা কে বলেছেন? উঃ ডঃ নীহাররঞ্জন রায়। ৭) ফিরোজ শাহ তুঘলক কে ' সুলতানি যুগের আকবর' কে বা কারা বলেছেন? উঃ হেনরী এলিয়ট ও এলফিনস্টোন । ৮) মুহাম্মদ বিন তুঘলক কে ও বিকৃত মস্তিষ্ক কে বা কারা বলেছেন? উঃ এলফিনস্টোন এবং স্যার হেগ। ৯) রঞ্জিত সিং কে ' নেপোলিয়নের ক্ষুদ্র সংস্করণ ' কে বলেছেন? উঃ ফরাসি পর্যটক জ্যাকুমোঁ । ১০

নবম শ্রেণির গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর অধ্যায় পঞ্চমঃ বিংশ শতকে ইউরোপ। বিষয়-ইতিহাস।

Image
ইতিহাসের পাঠশালা। Part-02 শ্রেণি-নবম * বিষয়-ইতিহাস । পঞ্চম অধ্যায়ঃ বিংশ শতকে ইউরোপ । © অভিষেক দত্ত সহঃ শিক্ষক ডাঃ সুধাকৃষ্ণ উচ্চ বিদ্যালয় (উঃ মাঃ) ১) মরক্কো সংকট কী? উঃ ইঙ্গ ফরাসি চুক্তির দ্বারা আফ্রিকার উত্তর-পশ্চিমাংশে অবস্থিত খনিজ সম্পদ সমৃদ্ধ ও মুসলিম জাতি অধ্যুষিত মরক্কোয়  ফ্রান্সের আধিপত্য প্রতিষ্ঠিত হয়।  জার্মান কাইজার দ্বিতীয় উইলিয়াম এই আধিপত্যের প্রতিবাদ করে নিজেকে মরক্কোর 'মুসলিমদের রক্ষাকর্তা ' হিসাবে ঘোষণা করেন এবং সেখানকার তাঞ্জিয়ান বন্দরে হাজির হন।‌ ফলে ফ্রান্স ও জার্মানির মধ্যে যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়। এটি মরক্কো সংকট নামে পরিচিত। ২) প্রথম বিশ্বযুদ্ধের আগে ইউরোপে কোন কোন শক্তি জোট গড়ে ওঠে? উঃ প্রথম বিশ্বযুদ্ধের আগে ইউরোপ দুটি সশস্ত্র শক্তির জোটে বিভক্ত হয়ে পড়ে। এগুলি হল- 1] ত্রিশক্তি চুক্তি বা ট্রিপল অ্যালায়েন্সঃ জার্মানি, অস্ট্রিয়া ও ইটালি কে নিয়ে গঠিত হয়েছিল। 2] ত্রিশক্তি মৈত্রী বা ট্রিপল আঁতাতঃ ইংল্যান্ড ফ্রান্স ও রাশিয়া কে নিয়ে গঠিত হয়েছিল। ৩) সশস্ত্র শান্তির যুগ কোন সময়কালকে এবং কেন বলা হয়?  উঃ 1871 খ্রিস্টাব্দ থেকে  1913 খ্রিস্

প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ। অধ্যায়-পঞ্চম * শ্রেণি-অষ্টম * বিষয় পরিবেশ ও বিজ্ঞান।

Image
অধ্যায়-পঞ্চমঃ প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ। শ্রেণি-অষ্টম *  বিষয় পরিবেশ ও বিজ্ঞান। অভিষেক দত্ত সহঃ শিক্ষক ডাঃ সুধাকৃষ্ণ উচ্চ বিদ্যালয় (উঃ মাঃ) 1) পেন্টোগ্রাফ কি?   উঃ বৈদ্যুতিক ট্রেনের উপরে থাকা যে ত্রিভুজাকৃতি ধাতব পাত উচ্চ বিভবযুক্ত ওভারহেড তারে সাথে ট্রেনের তড়িৎ সংযোগ তৈরি করে, তাকে পেন্টোগ্রাফ বলে। চিত্র- পেন্টোগ্রাফ 2) আয়ন কাকে বলে? ধনাত্মক আয়ন (+) এবং ঋণাত্মক (-) আয়ন কিভাবে গঠিত হয়? উঃ যদি কোন কারনে কোনো পরমাণুতে প্রোটনের সংখ্যা ও ইলেকট্রন এর সংখ্যা সমান না থাকে, তাহলে সেই পরমাণুকে আয়ন বলা হয়। ধনাত্মক (+) আয়ন বা ক্যাটায়নঃ কোনো পরমাণু থেকে এক বা একাধিক ইলেকট্রন বেরিয়ে গেলে পরমাণুটিতে ইলেকট্রন সংখ্যার তুলনায় প্রোটন সংখ্যা বেশি হয়ে যায়। তখন পরমাণুটি ধনাত্মক (+) আয়ন ও ক্যাটায়ন এ পরিণত হয়। ঋণাত্মক আয়ন (-) বা অ্যানায়নঃ কোনো পরমাণুতে এক বা একাধিক ইলেকট্রন যুক্ত হলে পরমাণুটিতে প্রোটন সংখ্যার তুলনায় ইলেকট্রন সংখ্যা বেশি হয়ে যায়। তখন পরমাণুটি ঋণাত্মক (-) আয়নে বা  অ্যানায়নে পরিণত হয়। 3) বায়ুমন্ডলে প্রচুর পরিমাণে তড়িৎযুক্ত বা তড়িৎগ্রস্ত আয়ন ও পরমাণুর জোট,

মাধ্যমিকঃ সংঘবদ্ধতার গোড়ার কথা: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ চতুর্থ অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর।

Image
ইতিহাসের পাঠশালা। বিষয়-ইতিহাস * শ্রেণি-দশম। চতুর্থ অধ্যায়: সংঘবদ্ধতার গোড়ার কথা: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। ১ )  প্রথম   কবে   সিপাহিরা   বিক্ষোভ   শুরু   করে ? উঃ  1857  সালের  26  শে   ফেব্রুয়ারি   বহরমপুর   সেনা   ছাউনির   সেনারা   বিক্ষোভ   শুরু   করে। সিপাহী বিদ্রোহ এর চিত্র     ২ )  কবে   ও   কোথায়   প্রথম   সিপাহি   বিদ্রোহ   আত্মপ্রকাশ   করে ? উঃ  1857  সালের  29  শে   মার্চ   ব্যারাকপুরে   সেনানিবাসে   প্রথম   সিপাহি   বিদ্রোহ   আত্মপ্রকাশ   করে।     ৩ )  সিপাহি   বিদ্রোহ   কথাটি   প্রথম   কে   ব্যবহার   করেন ? উঃ   ভারত   সচিব   আর্ল   স্ট্যানলি।     ৪ )  সিপাহি   বিদ্রোহের   প্রথম   শহীদ   কে ? উঃ   মঙ্গল   পান্ডে। মঙ্গল পান্ডে     ৫ )  সিপাহি   বিদ্রোহের   সময়   ভারতের   গভর্নর   জেনারেল   কে   ছিলেন ? উঃ   লর্ড   ক্যানিং। # লর্ড   ক্যানিং   ব্রিটিশ   ভারতের   শেষ   গভর্নর   জেনারেল   ছিলেন।     ৬ )  মিরাটে   কবে   সিপাহি   বিদ্রোহ   শুরু   হয় ? উঃ  1857  সালের  10  মে।   ৭ )  দিল্লিতে   কবে   বিদ্রোহ   শুরু   হয় ? উঃ  1857  খ্রিস্টাব্দের  11  মে।   ৮ )  মহাবিদ্রোহের   স