নবম শ্রেণির গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর অধ্যায় পঞ্চমঃ বিংশ শতকে ইউরোপ। বিষয়-ইতিহাস।

ইতিহাসের পাঠশালা। Part-02
শ্রেণি-নবম * বিষয়-ইতিহাস
পঞ্চম অধ্যায়ঃ বিংশ শতকে ইউরোপ
© অভিষেক দত্ত
সহঃ শিক্ষক
ডাঃ সুধাকৃষ্ণ উচ্চ বিদ্যালয় (উঃ মাঃ)



১) মরক্কো সংকট কী?
উঃ ইঙ্গ ফরাসি চুক্তির দ্বারা আফ্রিকার উত্তর-পশ্চিমাংশে অবস্থিত খনিজ সম্পদ সমৃদ্ধ ও মুসলিম জাতি অধ্যুষিত মরক্কোয়  ফ্রান্সের আধিপত্য প্রতিষ্ঠিত হয়।  জার্মান কাইজার দ্বিতীয় উইলিয়াম এই আধিপত্যের প্রতিবাদ করে নিজেকে মরক্কোর 'মুসলিমদের রক্ষাকর্তা' হিসাবে ঘোষণা করেন এবং সেখানকার তাঞ্জিয়ান বন্দরে হাজির হন।‌ ফলে ফ্রান্স ও জার্মানির মধ্যে যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়। এটি মরক্কো সংকট নামে পরিচিত।

২) প্রথম বিশ্বযুদ্ধের আগে ইউরোপে কোন কোন শক্তি জোট গড়ে ওঠে?
উঃ প্রথম বিশ্বযুদ্ধের আগে ইউরোপ দুটি সশস্ত্র শক্তির জোটে বিভক্ত হয়ে পড়ে। এগুলি হল-
1] ত্রিশক্তি চুক্তি বা ট্রিপল অ্যালায়েন্সঃ জার্মানি, অস্ট্রিয়া ও ইটালিকে নিয়ে গঠিত হয়েছিল।
2] ত্রিশক্তি মৈত্রী বা ট্রিপল আঁতাতঃ ইংল্যান্ড ফ্রান্স ও রাশিয়া কে নিয়ে গঠিত হয়েছিল।

৩) সশস্ত্র শান্তির যুগ কোন সময়কালকে এবং কেন বলা হয়? 
উঃ 1871 খ্রিস্টাব্দ থেকে  1913 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে সশস্ত্র শান্তির যুগ বলা হয়।
# এই সময়ের মধ্যে ইউরোপের বড় কোন যুদ্ধ হয়নি। কিন্তু শান্তির আড়ালে ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা, অস্ত্র নির্মাণ, পারস্পারিক সন্দেহ প্রভৃতি বিষয় গুলির জন্য বিভিন্ন দেশের মধ্যে অশান্তি দেখা দিয়েছিল। যার ফলে বিভিন্ন দেশ যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছিল।  এইজন্যই 1871-1913 খ্রিস্টাব্দে সময় কালকে 'সশস্ত্র শান্তির যুগ' বলা হয়।
চিত্র-০১


চিত্র-০২


চিত্র-০৩
প্রথম বিশ্বযুদ্ধের সময়কার কিছু চিত্র



৪) প্রথম বিশ্বযুদ্ধে পূর্ব রণাঙ্গনের কোন যুদ্ধে জার্মানির কাছে রাশিয়া পরাজিত হয়? 
উঃ টোটেনবার্গ এর যুদ্ধে রাশিয়ার জার্মানির কাছে পরাজিত হয়।

৫) আগাদির সংকটে প্রধান কোন দুটি দেশ জড়িয়ে পড়েছিল?
উঃ ফ্রান্স ও ইংল্যান্ড।

৬) প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানির সম্রাট কে ছিলেন?
উঃ কাইজার দ্বিতীয় উইলিয়াম।

৭) প্রথম বিশ্বযুদ্ধে পশ্চিম রণাঙ্গনের কোন কোন যুদ্ধে জার্মানি পরাজিত হয়?
উঃ মার্নে ও সোমের যুদ্ধে জার্মানি পরাজিত হয়।

৮) ইতালি কত সালে প্রথম বিশ্বযুদ্ধে জার্মান পক্ষ ত্যাগ করে?
উঃ 1915 খ্রিস্টাব্দে।

৯) কবে ও কাদের মধ্যে ব্রেস্ট-লিটভ্স্কের সন্ধি স্বাক্ষরিত হয়?
উঃ 1918 খ্রিস্টাব্দে রাশিয়া ও জার্মানির মধ্যে সন্ধি স্বাক্ষরিত হয়। যার মাধ্যমে রাশিয়া প্রথম বিশ্বযুদ্ধ থেকে সরে দাঁড়ায়।

১০) প্যারিসের শান্তি সম্মেলনে প্রধান নেতৃত্বে কারা ছিলেন?
উঃ প্যারিসের শান্তি সম্মেলনে 32 টি দেশ অংশগ্রহণ করলেও তৎকালীন শক্তিশালী চারটি রাষ্ট্রপ্রধান যথা- (ক) মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন 
(খ) ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর লয়েড জর্জ 
(গ) ফ্রান্সের প্রধানমন্ত্রী জর্জ ক্লেমাঁশু এবং 
(ঘ) ইতালির প্রধানমন্ত্রী ভিট্রোরিও অর্লান্ডো এই সম্মেলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 

১১) 'চোদ্দো দফা নীতি কী?
উঃ মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন 1918 খ্রিস্টাব্দে 8 ই জানুয়ারি বিশ্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও গণতন্ত্র রক্ষার উদ্দেশ্যে মার্কিন কংগ্রেসে সুনির্দিষ্ট চৌদ্দোটি শর্ত ঘোষণা করেন তা 'চৌদ্দো দফা নীতি' নামে পরিচিত।

১২) ভার্সাই সন্ধির মূল নীতি গুলি কী ছিল?
উঃ ভার্সাই সন্ধির মূল নীতিগুলি ছিল- 
ক) প্রথম বিশ্বযুদ্ধের জন্য জার্মানিকে দায়ী করা।
খ) ভবিষ্যতে জার্মানি যাতে বিশ্বে অশান্তি সৃষ্টি করতে না পারে সে বিষয়ে উপযুক্ত পদক্ষেপ নেওয়া।
গ) ইউরোপে শক্তিসাম্য প্রতিষ্ঠা করা।
ঘ) বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ও গণতন্ত্র রক্ষার উদ্দেশ্যে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান স্থাপন করা।

১৩) ভার্সাই সন্ধিকে কেন জবরদস্তিমূলক সন্ধি বলা হয়?
উঃ প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটলো 1919 খ্রিস্টাব্দে 28 এ জুন বিজয়ী মিত্রপক্ষ এবং পরাজিত জার্মানির মধ্যে ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয়। এই সন্ধি জার্মান প্রতিনিধিদের আপত্তি অগ্রাহ্য করে একপ্রকার ভয় দেখিয়ে স্বাক্ষরিত হয়। সন্ধির শর্ত গুলো মেনে নেওয়া জার্মানির পক্ষে ছিল অপমানজনক ও কষ্টসাধ্য। বিজয়ী শক্তিবর্গ নিজেদের উদ্দেশ্য পূরণের জন্য প্রায় জোরপূর্বক এই সন্ধি করে। অন্য কোন উপায় না থাকার জন্য জার্মানি সন্ধি করতে বাধ্য হয়। এই কারণে ভার্সাই বন্দিকে জবরদস্তিমূলক সন্ধি বলা হয়।

১৪) অর্থনৈতিক মহামন্দা বলতে কী বোঝো?
উঃ 1929 খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রে ভয়াবহ অর্থনৈতিক সংকট শুরু হয়। যার প্রভাব পড়ে ইউরোপ তথা বিশ্বের বিভিন্ন দেশে।  এই ঘটনাটি 'অর্থনৈতিক মহামন্দা' বা 'বিশ্ব অর্থনৈতিক মন্দা' নামে পরিচিত।

১৫) কালো বৃহস্পতিবার কী?
উঃ মার্কিন শেয়ারবাজারে বিপর্যয় খবর শুনে বহু লগ্নিকারী কম দামে তাদের শেয়ারগুলি বিক্রি করতে থাকলে 1929 খ্রিস্টাব্দে 24 শে অক্টোবর বৃহস্পতিবার 30 মিলিয়ন শেয়ার বিক্রি হয়ে যায়। তাই মার্কিন ইতিহাসে দিনটি 'কালো বৃহস্পতিবার' নামে পরিচিত।

১৬) হুভার স্থগিতকরণ বা হুভার মরাটোরিয়াম কী?
উঃ বিশ্বে অর্থনৈতিক সংকটের পরিপেক্ষিতে মার্কিন রাষ্ট্রপতি হার্বার্ট ক্লার্ক হুভার বিশ্বকে সংকট থেকে মুক্ত করার উদ্দেশ্যে 1931 খ্রিস্টাব্দের 1 জুলাই থেকে পরবর্তী 1 বছরের জন্য বিভিন্ন দেশের পারস্পরিক ক্ষতিপুরণ প্রদান ও মার্কিন ঋণশোধ স্থগিত থাকবে বলে ঘোষণা করেন। এই ঘোষণা হুভার স্থগিতকরণ বা হুভার মরাটোরিয়াম নামে পরিচিত।

১৭) মহামন্দার অবসান ঘটানোর জন্য কোন সম্মেলন আয়োজিত হয়?
উঃ বিশ্ব অর্থনৈতিক সম্মেলন (1933 খ্রীঃ) বা ওয়ার্ল্ড ইকোনমিক কনফারেন্স আয়োজিত হয়েছিল।

১৮) হেরেনভক তত্ত্ব কী?
উঃ হিটলার মনে করতেন জার্মানরাই একমাত্র আর্য জাতি এবং বিশুদ্ধ রক্তের অধিকারী। অন্যান্য সব জাতি বর্ণসংকর।  এক্ষেত্রে একমাত্র জার্মানরাই বিশ্বের অন্যান্য সব জাতির উপর কর্তৃত্ব স্থাপনের অধিকারী।  এই তত্ত্বই 'হেরেনভক তত্ত্ব' নামে পরিচিত।
অ্যাডলফ্ হিটলার



১৯) ফ্যাসিবাদ কী?
উঃ বেনিতো মুসোলিনির নেতৃত্বে ইতালিতে গঠিত ফ্যাসিস্ট দলের বিশেষ রাজনৈতিক মতবাদ ফ্যাসিবাদ নামে পরিচিত। রাষ্ট্রবিজ্ঞানীদের মতে উগ্রজাতীয়তাবাদী, সাম্রাজ্যবাদী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত একদলীয় একনায়কতন্ত্রী শাসনব্যবস্থা এবং সর্বনিয়ন্ত্রণবাদী মতবাদটিই হল 'ফ্যাসিবাদ'।
বেনিতো মুসোলিনি


২০) উগ্রজাতীয়তাবাদ বলতে কি বোঝো?
উঃ ঊনবিংশ শতকের শেষ ও বিংশ শতকের প্রথম দিকে ইউরোপের বিভিন্ন দেশে এক ধরনের সংকীর্ণ জাতীয়তাবাদী ভাবধারা প্রচারিত হয়। এই জাতীয়তাবাদীগন নিজের জাতিকে শ্রেষ্ঠ ও অন্যান্য জাতি গুলিকে নিকৃষ্ট বলে প্রচার করে এবং অন্য জাতির উপর বল প্রয়োগ করে আধিপত্য প্রতিষ্ঠার কথা বলে। এই ভাবধারা উগ্রজাতীয়তাবাদ নামে পরিচিত।

২১) কবে কাদের মধ্যে 'রোম-বার্লিন-টোকিও অক্ষচুক্তি: স্বাক্ষরিত হয়?
উঃ 1932 খ্রিস্টাব্দে ইতালি জার্মানি ও জাপানের মধ্যে 'রোম-বার্লিন-টোকিও অক্ষচুক্তি' স্বাক্ষরিত হয়।

২২) স্টর্ম ট্রুপার্স কী?
উঃ জার্মানির নাৎসি দলের আধা সামরিক বাহিনীর নাম ছিল 'স্টর্ম ট্রুপার্স'। এরা ব্রাউন রঙের পোশাক পরতো বলে এদের ব্রাউন শার্টস বলা হত। এই বাহিনীর কাজ ছিল নাৎসি দলের সভা সমিতিগুলি পাহারা দেওয়া এবং অন্য দলের সভা সমিতিগুলি ভেঙে দেওয়া।
স্টর্ম ট্রুপার্স (ব্রাউন শার্টস)


২৩) 'ফ্যাসিবাদ' শব্দটির উদ্ভব কোথা থেকে হয়েছে?
উঃ 'ফ্যাসেস' শব্দ থেকে যার অর্থ 'সর্বময় ক্ষমতার প্রতীক'।

২৪) কোন গ্রন্থকে 'নাৎসি বাইবেল' বলে?
উঃ জার্মানির শাসক অ্যাডলফ হিটলারের আত্মজীবনী মাইন ক্যাম্প গ্রন্থকে নাৎসি বাইবেল বলে।

২৫) মুসোলিনি কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম কী?
উঃ পোপুলো দ্য ইতালিয়া

২৬) জার্মানির গুপ্ত পুলিশ বাহিনীর নাম কী?
উঃ গেস্টাপো।

২৭) 'ম্যাজিনো লাইন' কী?
উঃ জার্মানির আক্রমণ প্রতিহত করার জন্য ফ্রান্স সুইজারল্যান্ড থেকে বেলজিয়াম পর্যন্ত নিরাপত্তা বলয় গড়ে তোলে তা 'ম্যাজিনো লাইন' নামে খ্যাত।

২৮) 'ব্ল্যাক শার্ট' কী?
উঃ ইটালির নেতা মুসোলিনি বেকার যুবকদের নিয়ে ব্ল্যাক শার্ট দল করে তোলেন।
'ব্ল্যাক শার্ট' বাহিনী


২৯) নাৎসি দলের মুখপত্রের নাম কী?
উঃ পিপলস অবজারভার।

৩০) তৃতীয় রাইখ কী?
উঃ হিটলারের 'জার্মান বাসস্থানের সম্প্রসারণে তত্ত্ব' তৃতীয় রাইখ নামে পরিচিত।

এই অধ্যায়ের আরও প্রশ্ন উত্তরের জন্য নিচের লিংকে ক্লিক করুন।
https://historystudyguide.blogspot.com/2020/05/blog-post_98.html
https://historystudyguide.blogspot.com/2020/05/blog-post_98.html

      



                   Thank You

Comments

  1. 21 এর দাগে উত্তর ভুল আছে । সেটা 1937 হবে । দয়া করে ঠিক করুন ।
    ধন্যবাদ

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

নবম শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায়- ফরাসি বিপ্লবের কয়েকটি দিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর।

অষ্টম শ্রেণির পরিবেশ ও বিজ্ঞান বিষয় তাপের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ। অধ্যায়-পঞ্চম * শ্রেণি-অষ্টম * বিষয় পরিবেশ ও বিজ্ঞান।