Important Indian History GK for Competitive Examination
প্রতিযোগিতামূলক পরীক্ষার ইতিহাস বিষয়ের তথ্যভান্ডার।
বিষয়ঃ ভারতের ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ উক্তি ও তার বক্তা।
১) ভারতবর্ষকে 'নৃতত্বের জাদুঘর: কে বলেছেন?
উঃ ভিনসেন্ট স্মিথ।
২) ভারতবর্ষকে 'বৈচিত্রের মধ্যে ঐক্য' কে বলেছেন?
উঃ ভিনসেন্ট স্মিথ।
৩) ভারতবর্ষকে 'হিমালয়ের দান' কে বলেছেন?
উঃ কে. এম. পানিক্কর।
৪) চন্দ্রগুপ্ত মৌর্য কে 'ভারতবর্ষে প্রথম সার্বভৌম ঐতিহাসিক সম্রাট' বলে কে অভিহিত করেছেন?
উঃ হেমচন্দ্র রায়চৌধুরী।
৫) কার মতে 'ধর্মপাল দেবপাল এর রাজত্বকাল বাংলার ইতিহাসে সর্বাপেক্ষা মহান যুগ'?
উঃ ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার।
রমেশচন্দ্র মজুমদার
৬) 'পাহাড়পুরের মন্দির প্রাচীন বাংলার শ্রেষ্ঠ বিস্ময়'- এ কথা কে বলেছেন?
উঃ ডঃ নীহাররঞ্জন রায়।
৭) ফিরোজ শাহ তুঘলক কে 'সুলতানি যুগের আকবর' কে বা কারা বলেছেন?
উঃ হেনরী এলিয়ট ও এলফিনস্টোন।
৮) মুহাম্মদ বিন তুঘলক কে ও বিকৃত মস্তিষ্ক কে বা কারা বলেছেন?
উঃ এলফিনস্টোন এবং স্যার হেগ।
৯) রঞ্জিত সিং কে 'নেপোলিয়নের ক্ষুদ্র সংস্করণ' কে বলেছেন?
উঃ ফরাসি পর্যটক জ্যাকুমোঁ।
১০) 'সব লাল হো জায়েগা' কার উক্তি?
উঃ রঞ্জিত সিং।
১১) ঊনবিংশ শতাব্দীতে সভা সমিতির যুগ বলে কে অভিহিত করেছেন?
উঃ ডঃ অনিল শীল।
১২) 'কংগ্রেসের শাসন হিন্দু শাসনের নামান্তর'- এটি কার উক্তি?
উঃ মহঃ আলী জিন্নাহ।
১৩) 'কংগ্রেসের আন্দোলন অস্ত্রবিহীন গৃহযুদ্ধ'- এটি কার উক্তি?
উঃ স্যার সৈয়দ আহমেদ খান।
১৪) 'কোনো ভারতীয় পক্ষে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করা সম্ভব ছিল না' কে বলেছেন?
উঃ গোপালকৃষ্ণ গোখলে।
১৫) 'জাতীয় কংগ্রেস হল হিউম ডাফরিন এর ষড়যন্ত্রের ফলশ্রুতি'- কে বলেছেন?
উঃ রজনীপাম দত্ত।
১৬) জাতীয় কংগ্রেসকে 'অজাতীয় কংগ্রেস' বলে কে অভিহিত করেছেন?
উঃ অরবিন্দ ঘোষ।
অরবিন্দ ঘোষ
১৭) 'কংগ্রেসের সম্মেলন হলো বাৎসরিক তামাশা' কে বলেছেন?
উঃ ডঃ অনিল শীল।
১৮) 'জাতীয় কংগ্রেস হল তিন দিনের তামাশা' এ কথা কে বলেছেন?
উঃ অশ্বিনীকুমার দত্ত।
১৯) 'জয়রাধে কৃষ্ণ ভিক্ষা দাওগো, ইহাই তাদের পলিটিক্স'- এ কথা কে বলেছেন?
উঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
২০) ভারত ভারতীয়দের জন্য এটি কার উক্তি?
উঃ স্বামী দয়ানন্দ সরস্বতী।
২১) ১৮৫৭ সালের বিদ্রোহকে 'ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ' বলে কে অভিহিত করেছেন?
উঃ বিনায়ক দামোদর সাভারকার।
২২) ১৮৫৭ সালের বিদ্রোহকে 'জাতীয় বিদ্রোহ' কে অভিহিত করেছেন?
উঃ ডিজরেইলী।
২৩) বাসুদেব বলবন্ত ফাদকে কে 'ভারতের সংগ্রামশীল জাতীয়তাবাদের জনক' বলে কে অভিহিত করেছেন?
উঃ রমেশচন্দ্র মজুমদার।
২৪) কেশবচন্দ্র সেন কে 'সর্বভারতীয় ব্রাহ্ম আন্দোলন' এর জনক বলে কে অভিহিত করেছেন?
উঃ রমেশচন্দ্র মজুমদার।
২৫) কেশবচন্দ্র সেনকে 'ভারতের শ্রেষ্ঠতম সন্তান' বলে কে অভিহিত করেছেন?
উঃ ম্যাক্সমুলার।
ম্যাক্সমুলার
২৬) 'স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করবই' কে বলেছেন?
উঃ বালগঙ্গাধর তিলক।
বালগঙ্গাধর তিলক
২৭) বালগঙ্গাধর তিলক কে 'ভারতের অস্থিরতা জনক: কে বলেছেন?
উঃ ভ্যালেন্টাইন চিরল।
২৮) 'বঙ্গভঙ্গ একটি স্থিরীকৃত ঘটনা'- কার উক্তি?
উঃ লর্ড কার্জন।
২৯) 'স্বায়ত্তশাসন হলো ভারতের দারিদ্র্য ও দুর্বলতা থেকে মুক্তির একমাত্র উপায়'- কার উক্তি?
উঃ দাদাভাই নৌরজী।
দাদাভাই নৌরজী
৩০) 'প্রথম বিশ্বযুদ্ধের সবচেয়ে বড় অবদান হলো ভারতের রাজনীতিতে গান্ধীজীর যোগদান'- এটি কার উক্তি?
উঃ জুভিথ ব্রাউন।
মোহনদাস করমচাঁদ গান্ধী
৩১) গান্ধীজিকে 'অর্ধনগ্ন ফকির' কে বলেছেন?
উঃ চার্চিল।
৩২) 'ধর্মের প্রতি লক্ষ্য রেখে রাজ্য শাসন করা রাজার কর্তব্য' কে বলেছেন?
উঃ কৃষ্ণদেব রায়।
ইতিহাসের পাঠশালা।
© অভিষেক দত্ত
সহঃ শিক্ষক (ইতিহাস)
ছবি সংগ্রহঃ Google.
ধন্যবাদ।
Comments
Post a Comment