মাধ্যমিক-2023 ইতিহাস বিষয়ের সাজেশন
মাধ্যমিক-2023 ইতিহাস বিষয়ের সাজেশন
Posted by-Abhisek Dutta
প্রথম অধ্যায়ঃ ইতিহাসের ধারণা
2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নঃ
1. নতুন সামাজিক ইতিহাস কী?
2. 'History from Below"- বক্তব্যটির আক্ষরিক অর্থ লেখ?
3. স্থানীয় ইতিহাস কী?
4. এনাল স্কুল বলতে কি বোঝায়?
5. ইংরেজ সরকার সোমপ্রকাশ পত্রিকাটির প্রকাশনা বন্ধ করে দেয় কেন?
6. বঙ্গদর্শন ও সোমপ্রকাশ পত্রিকার গুরুত্ব কি ছিল?
7. ইতিহাসের উপাদান হিসেবে সংবাদপত্রের গুরুত্ব কী ছিল?
8. আত্মজীবনী ও স্মৃতিকতা বলতে কী বোঝো?
9. ফটোগ্রাফির ইতিহাস চর্চা বলতে কী বোঝো?
4 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নঃ
1. ইতিহাসের উপাদান হিসাবে সাময়িক পত্র ও সংবাদপত্রের গুরুত্ব কী?
2. সাম্প্রতিককালে পরিবেশ ইতিহাস গুরুত্বপূর্ণ কেন?
3. আধুনিক ইতিহাস চর্চায় নারী ইতিহাস কতটা গুরুত্বপূর্ণ?
দ্বিতীয় অধ্যায়ঃ সংস্কার: বৈশিষ্ট্য ও পর্যালোচনা
2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নঃ
1. উডের ডেসপ্যাচ বলতে কী বোঝো?
2. মেকলে মিনিট কী?
3. নব্য বেদান্তের মূল কথা কি ছিল?
4. নীলদর্পণ নাটকের মূল বিষয়বস্তু কি ছিল?
5.লালন ফকির স্মরণীয় কেন?
6. মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন?
7. নব্যবঙ্গ গোষ্ঠী কাদের বলা হত?
8. ভারতীয় ব্রাহ্মসমাজ বিভক্ত হয় কেন?
9. তিন আইন কী?
10. প্রথম বাংলা ভাষার সাময়িক পত্রিকা কোনটি?
11. গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদক কে ছিলেন ও কোথা থেকে প্রকাশ হত?
12. হুতুম প্যাঁচার নকশা থেকে উনিশ শতকের সংস্কৃতির কথা কিভাবে জানা যায়?
4 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নঃ
1. নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অবদান সংক্ষেপে লেখ?
2. উনিশ শতকে নারী শিক্ষা বিস্তারে ড্রিঙ্কওয়াটার বেথুন কি ভূমিকা গ্রহণ করেছিলেন?
3. চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা কিরূপ ছিল?
4. উনিশ শতকের বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজের ভূমিকার মূল্যায়ন কর?
8 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নঃ
1. শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী?
তৃতীয় অধ্যায়ঃ প্রতিরোধ ও বিদ্রোহ
2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নঃ
1. বিপ্লব বিদ্রোহ ও অভ্যুত্থান কী
2. কোল বিদ্রোহের দুটি কারণ লেখ?
3. খুৎকাঠি প্রথা কী?
4. তারিখ- ই -মহম্মদীয়া কী?
5. হল্কা কী?
6. বাংলার 'ওয়াট টাইলার' কাদের বলা হয়?
7. বারাসত বিদ্রোহ কী?
8. দুদুমিয়া স্মরণীয় কেন?
9. নীল কমিশনের রিপোর্টে কি বলা হয়েছিল?
10. সন্ন্যাসী ফকির বিদ্রোহের দুইটি কারণ লেখ?
4 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নঃ
1. সাঁওতাল বিদ্রোহের কারণ গুরুত্ব ও ফলাফল লেখ?
2. টীকা লেখঃ মুন্ডা বিদ্রোহ।
3. নীল বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি বুদ্ধিজীবী শ্রেণির প্রতিক্রিয়া কি ছিল?
8 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নঃ
1. নীল বিদ্রোহের কারণগুলি লেখ? এই বিদ্রোহের বৈশিষ্ট্য বিশ্লেষণ কর।
চতুর্থ অধ্যায়ঃ সংঘবদ্ধতার গোড়ার কথা
2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নঃ
1. উনিশ শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ কেন বলা হয়?
2. জমিদার সভা গঠনের উদ্দেশ্য কী ছিল?
3. ইলবার্ট বিল কী?
4. ভারত সভা প্রতিষ্ঠার দুইটি উদ্দেশ্য লেখ।
5. আনন্দমঠ উপন্যাস কিভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল?
6. গগনেন্দ্রনাথ ঠাকুর কীভাবে উপনিবেশিক সমাজের সমালোচনা করেছিল?
4 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নঃ
1. মহারানীর ঘোষণাপত্রের (1858) ঐতিহাসিক তাৎপর্য কী ছিল?
2. ভারতসভা প্রতিষ্ঠার উদ্দেশ্য ও কার্যাবলী সংক্ষেপে লেখ।
3. ভারতমাতা চিত্রে জাতীয়তাবাদ বিকাশের ঐতিহাসিক গুরুত্ব লেখো?
8 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নঃ
1. মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ কর।
পঞ্চম অধ্যায়ঃ বিকল্প চিন্তা ও উদ্যোগ (উনিশ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথম ভাগ পর্যন্ত) বৈশিষ্ট্য ও পর্যালোচনা।
2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নঃ
1. কাকে, কেন বাংলার গুটেনবার্গ বলা হয়?
2. বাংলার ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা লেখ।
3. শ্রীরামপুর ত্রয়ী কারা?
4. গঙ্গাকিশোর ভট্টাচার্য বিখ্যাত কেন?
5. বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল?
6. জাইলোগ্রাফি কী?
7. ক্রেসকোগ্রাফ যন্ত্র কী?
8. বিদ্যাসাগরকে বিদ্যাবনিক বলা হয় কেন?
4 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নঃ
1. বাংলায় মুদ্রণ শিল্পের ইতিহাসে ইউ এন রায় এন্ড সন্স এর ভূমিকা কী ছিল?
2. বাংলায় বিজ্ঞানচর্চার বিকাশে ডঃ মহেন্দ্রলাল সরকারের কিরূপ অবদান ছিল?
3. কারিগরি শিক্ষার বিকাশে বাংলায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের কি ভূমিকা ছিল?
8 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নঃ
1. মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। শান্তিনিকেতন ভাবনার পরিচয় দাও। 5+3
ষষ্ঠ অধ্যায়ঃ বিশ শতকের ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা।
2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নঃ
1.1. তিনকাঠিয়া প্রথা কী?
2. চৌরিচৌরা ঘটনা কী?
3. একা আন্দোলন কী?
4. নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল?
5. তাম্রলিপ্ত জাতীয় সরকার কি কি উদ্যোগ নিয়েছিল?
6. ভগিনী সেনা কাদের বলা হয়?
পেজেন্টস এন্ড ওয়ার্কার্স পার্টি কাদের নেতৃত্বে ও কবে গঠিত হয়?
7. ভারতের কমিউনিস্ট পার্টি কার নেতৃত্বে কোথায় প্রতিষ্ঠিত হয়?
8. মানবেন্দ্রনাথ রায় স্মরণীয় কেন?
9. মিরাট ষড়যন্ত্র মামলা কী?
4 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নঃ
1. বারদৌলি সত্যাগ্রহের প্রতি জাতীয় কংগ্রেসের কিরূপ মনোভাব ছিল?
8 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নঃ
1. বিংশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো
2. ভারতছাড়ো আন্দোলনে শ্রমিকদের ভূমিকা বিশ্লেষণ করো। ওয়ারকার্স এন্ড পেজেন্টস পার্টি সম্পর্কে সংক্ষিপ্ত টীকা লেখ। 5+3
সপ্তম অধ্যায়ঃ বিশ শতকে ভারতে নারী ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ
2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নঃ
1. দিপালী সংঘ কেন প্রতিষ্ঠিত হয়?
2. প্রীতিলতা ওয়াদ্দেদার স্মরণীয় কেন?
3. বীণা দাস বিখ্যাত কেন?
4. অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন স্থাপিত হয়?
5. বেঙ্গল ভলেন্টিয়ার্স কী?
6. অলিন্দ যুদ্ধ কী?
7. রশিদ আলি দিবস কেন পালিত হয়?
8. দলিত নামে কারা পরিচিত?
9. ভাইকম সত্যাগ্রহ কী?
10. পুনা চুক্তির শর্তাবলী কী ছিল?
11. সূর্য সেন স্মরণীয় কেন?
4 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নঃ
1. সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের যোগদানের চরিত্র বিশ্লেষণ করো?
2. বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা কী ছিল?
3. দলিত আন্দোলনে গান্ধী আম্বেদকর বিতর্ক নিয়ে লেখ।
8 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নঃ
1. বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কিভাবে অংশগ্রহণ করেছিল?তাদের আন্দোলনের সীমাবদ্ধতা কি ছিল? 5+3
2. দলিত শব্দটির তাৎপর্য বিশ্লেষণ করো। ভারতের দলিত আন্দোলনের বিকাশ কিভাবে ঘটে? 3+5
3. বাংলায় নমঃশূদ্র আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও।
অষ্টম অধ্যায়ঃ উত্তর-ঔপনিবেশিক ভারত: বিশ শতকের দ্বিতীয় পর্ব (1947-1964)
2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নঃ
1.প্রত্যক্ষ সংগ্রাম কী?
2. কাকে কেন ভারতের লৌহ মানব বলা হয়?
3. দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তি দলিল বলতে কী বোঝায়?
4. দিল্লি চুক্তি কী?
5. রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয়েছিল?
6. অপারেশন পোলো কী?
7. পার্টি শ্রীরামালু কে ছিলেন?
4 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নঃ
1. উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কি কি উদ্যোগ গ্রহণ করে?
2. ভারত সরকার কীভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নের সংযুক্ত করার প্রশ্নটি সমাধান করেছিল?
3. হায়দ্রাবাদ রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয়েছিল?
4. কীভাবে কাশ্মীর সমস্যা সৃষ্টি হয়?
5. ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন কিভাবে সম্পন্ন হয়েছিল?
Thank you for Visiting my Blog
Comments
Post a Comment