গুপ্ত যুগ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। বিষয়-ইতিহাস
গুপ্ত যুগ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। বিষয়-ইতিহাস
©ABHISEK DUTTA
1. গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে?
উঃ শ্রী গুপ্ত মতান্তরে প্রথম চন্দ্রগুপ্ত I
2. কোন গুপ্ত সম্রাট পরাক্রমাঙ্ক উপাধি নেন?
উঃ গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্ত সাম্রাজ্য বিস্তারকারী
হিসেবে তিনি ছিলেন অপ্রতিরোধ্য।
3. এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন?
উঃ সমুদ্রগুপ্তের সভাকবি হরিষেণ, এতে সমুদ্রগুপ্তের রাজ্য জয়ের বর্ণনা আছে।
4. কোন গুপ্ত সম্রাট কবিরাজ নামে খ্যাত?
উঃ সমুদ্রগুপ্ত।
5. শকারি উপাধি কে গ্রহণ করেছিলেন?
উঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তিনি পশ্চিম
ভারত থেকে শক আধিপত্যের অবসান ঘটান।
6. প্রথম ও শেষ গুপ্ত সম্রাটের নাম কি?
উঃ প্রথম শ্রীগুপ্ত এবং শেষ ছিলেন
দ্বিতীয় জীবিত গুপ্ত।
7. গুপ্ত যুগে কোন চীনা পর্যটক ভারতে
এসেছিলেন?
উঃ চৈনিক পরিব্রাজক ফা-হিয়েন গুপ্ত
সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ভারতে আসেন।
8. ফা-হিয়েন এর লেখা গ্রন্থটির নাম কি?
উঃ ফো-কুও-কি I
9. কোন গুপ্ত সম্রাট হূণ আক্রমণ প্রতিরোধে
সমর্থ হন?
উঃ স্কন্দগুপ্ত।
10. কোন গুপ্ত শাসক ভারতের রক্ষাকারী নামে
খ্যাত?
উঃ গুপ্ত সম্রাট স্কন্দগুপ্ত হূণ আক্রমণ
প্রতিরোধ করায় ভারতের রক্ষাকারী নামে খ্যাত হন।
11. ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়?
উঃ গুপ্ত বংশের শ্রেষ্ঠ শাসক সমুদ্রগুপ্ত
কে ইংরেজ ঐতিহাসিক ডঃ ভিনসেন্ট স্মিথ ভারতের নেপোলিয়ান রূপে অভিহিত করেছেন।
12. বিশাখদত্ত রচিত দেবীচন্দ্রগুপ্তম নাটক
থেকে কি জানা যায়?
উঃ দেবীচন্দ্রগুপ্তম নাটক থেকে
সমুদ্রগুপ্ত ও দ্বিতীয় চন্দ্রগুপ্তের মধ্যবর্তী সম্রাট রামগুপ্ত প্রসঙ্গে জানা
যায়।
13. বুদ্ধচরিতের রচয়িতা কে?
উঃ অশ্বঘোষ।
14. এলাহাবাদ প্রশস্তি থেকে কার কথা জানা যায়?
উঃ সমুদ্রগুপ্তের কথা জানা যায়।
15. নবরত্ন কাদের বলা হয়?
উঃ দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় নয়
জন পণ্ডিত ছিলেন তাদের একত্রে নবরত্ন বলা হয়। এরা হলেন কালিদাস, ধন্বন্তরি,
ক্ষর্পণক, শঙ্কু,
বেতালভট্ট, ঘটকর্পর,
অমর সিংহ, বরাহমিহির,
ও বররুচি।
16. উন্মূল্য নীতি কী?
উঃ সমুদ্র গুপ্ত উত্তর ভারতের ৯ জন রাজা
কে পরাজিত করে তাদের রাজ্য গ্রাস করেন এর নাম উন্মুল্য নীতি।
17. গ্রহণ -মোক্ষ- অনুগ্রহ নীতি কী?
উঃ সমুদ্র গুপ্ত দক্ষিণ ভারতে গ্রহণ মোক্ষ
অনুগ্রহ নীতি অনুসরণ করেন। গ্রহণ বলতে প্রথমে তিনি শত্রুকে পরাজিত ও বন্দী করেন।
তারপর তাকে মোক্ষ বা মুক্তি দেন।
সবশেষে অনুগ্রহ অর্থাৎ পরাজিত শত্রুর
বশ্যতা লাভ করে তিনি তার রাজ্য ফিরিয়ে দেন। দক্ষিণ ভারতে তিনি মোট 12 জন রাজা কে পরাজিত করেন।
18. বিক্রম সম্বৎ কে প্রচলন করেন?
উঃ বলা হয় যে গুপ্ত সম্রাট দ্বিতীয়
চন্দ্রগুপ্ত বিক্রম সম্বৎ বলে একটি অব্দের প্রচলন করেন। এই বক্তব্য কিন্তু সঠিক
নয়। কারণ ওই সম্বৎটি প্রচলিত হয়েছিল 58 খ্রিস্টপূর্বাব্দে।
অপরদিকে দ্বিতীয় চন্দ্রগুপ্ত ছিলেন খ্রিস্টীয় চতুর্থ শতকের মানুষ।
19. গুপ্ত সম্বৎ কে প্রচলন করেন?
উঃ গুপ্ত বংশীয় নরপতি প্রথম চন্দ্রগুপ্ত
৩২০ খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহন করেন এবং এই সময় গুপ্তাব্দ বা গুপ্ত সম্বৎ নামে
নতুন একটি অব্দের প্রচলন করে।
20.গুপ্ত যুগে দুই জন বিদূষী নারী নাম লেখ।
উঃ খনা এবং লীলাবতী।
21. পঞ্চতন্ত্র গ্রন্থের রচয়িতা কে?
উঃ বিষ্ণুশর্মা।
22. বরাহমিহির রচিত বিখ্যাত গ্রন্থ গুলি নাম
লেখ।
উঃ পঞ্চসিদ্ধান্তিকা, বৃহৎ সংহিতা।
23. আর্যভট্ট রচিত দুটি বইয়ের নাম লেখ।
উঃ আর্যভট্টীয়ম্ সূর্যসিদ্ধান্ত।
24. কালিদাস রচিত দুটি নাটক ও দুটি কাব্যের
নাম লেখ।
উঃ অভিজ্ঞানশকুন্তলম্ ও
মালবিকাগ্নিমিত্রম্ নাটক এবং মেঘদূতম্ ও কুমারসম্ভবম্ কাব্য।
25. কোন গুপ্ত সম্রাট লিচ্ছবি দৌহিত্র নামে পরিচিত?
উঃ সমুদ্রগুপ্তকে। তিনি গুপ্ত রাজা প্রথম চন্দ্রগুপ্ত এবং লিচ্ছবি রাজকন্যা কুমার দেবীর
সন্তান ছিলেন। এই কারণে তাকে লিচ্ছবি দৌহিত্র বলা হয়।
Thank You for visiting my Blog
Comments
Post a Comment