ভারতের কয়েকটি আঞ্চলিক শক্তির বিকাশ বিষয় ইতিহাস

 ভারতের কয়েকটি আঞ্চলিক শক্তির বিকাশ

Posted by-Abhisek Dutta



1. ঔরঙ্গজেবের মৃত্যুর পর ভারতে কোন কোন আঞ্চলিক শক্তির উৎপত্তি ঘটে?

উঃ ঔরঙ্গজেবের মৃত্যুর পর ভারতে বাংলা অযোধ্যা হায়দ্রাবাদ এই তিন আঞ্চলিক শক্তির উৎপত্তি ঘটে।

2. বাংলায় স্বাধীন নবাবী বংশের প্রতিষ্ঠাতা কে করেন?

উঃ ঔরঙ্গজেবের বিশ্বস্ত দেওয়ান ও কর্মচারী মুর্শিদকুলি খাঁ।

3. তাঁর পূর্ব নাম কী ছিল?

উঃ মহম্মদ হাদি।

4. মুর্শিদকুলি খাঁ উপাধি কে কেন দিয়েছিল?

উঃ মহম্মদ হাদি বাংলার দেওয়ান হিসেবে কৃতিত্ব প্রদর্শন করার জন্য ঔরঙ্গজেব তাকে মুর্শিদকুলি খাঁ উপাধি দেন।

5. মুর্শিদকুলি খাঁ র সময় বাংলার সুবাদার বা শাসনকর্তা কে ছিলেন?

উঃ আজিম-উস-শান।

6. মুর্শিদকুলি খাঁ তার রাজধানী কোথায় থেকে কোথায় স্থানান্তর করেন?

উঃ ঢাকা থেকে মকসুদাবাদে। পরে তাঁর নাম অনুসারে মকসুদাবাদের নাম হয় মুর্শিদাবাদ।

7. কবে মুর্শিদকুলি খাঁ বাংলার সুবাদার নিযুক্ত হন?

উঃ 1717 খ্রিষ্টাব্দে।

8. ইজারাদারি ব্যবস্থা বলতে কী বোঝো?

উঃ মুর্শিদকুলি খাঁ রাজস্ব বৃদ্ধির উদ্দেশ্যে সমস্ত জায়গীরগুলিকে 'খালিসা' জমি বা সরকারি জমিতে পরিণত করেন। জমি জরিপ করে উৎপাদনের ভিত্তিতে জমির রাজস্ব নির্ধারণ করেন এবং নিলামে সর্বোচ্চ মূল্য দেওয়া ব্যক্তিকে রাজস্ব আদায়ের দায়িত্ব বা জমি ইজারা প্রদান করেন। এই ব্যবস্থাকে ইজারাদারি ব্যবস্থা বলা হয়। 

9. মুর্শিদকুলি খাঁ কবে মারা যান?

উঃ 1727 খ্রিষ্টাব্দে।

10. মুর্শিদকুলি খাঁ এর পর বাংলার নবাব কে হন?

উঃ তাঁর জামাতা ও উড়িষ্যার সহকারী সুবাদার সুজাউদ্দিন।

11. কার শাসনকাল কে বাংলার ইতিহাসে শান্তি ও সমৃদ্ধির যুগ বলা হয়?

উঃ সুজাউদ্দিনের শাসনকালকে (1727-39 খ্রিঃ) বাংলার ইতিহাসে শান্তি ও সমৃদ্ধির যুগ বলা হয়। তিনি ছিলেন সুদক্ষ, ধর্মভীরু, নিরপেক্ষ, বিদ্যোৎসাহী, প্রজাহিতৈষী, ন্যায়পরায়ণ শাসক। তাঁর শাসনকালে শিল্প ও স্থাপত্যের যথেষ্ট উন্নতি হয়েছিল এবং বাংলা জুড়ে শান্তি বিরাজ করত। সেই কারণে তাঁর শাসনকাল কে শান্তি ও সমৃদ্ধির যুগ বলে চিহ্নিত করা হয়।

12. সুজাউদ্দিনের পর বাংলার মসনদে কে বসেন?

উঃ সুজাউদ্দিনের পুত্র সরফরাজ খাঁ (1739-40 খ্রিঃ)।

13. সরফরাজ খাঁ কে কবে ও কোন যুদ্ধে পরাজিত করেন?

উঃ সরফরাজ খাঁ কে 1740 খ্রিষ্টাব্দে আলিবর্দি খাঁ গিরিয়ার যুদ্ধে।

Comments

Popular posts from this blog

নবম শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায়- ফরাসি বিপ্লবের কয়েকটি দিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর।

অষ্টম শ্রেণির পরিবেশ ও বিজ্ঞান বিষয় তাপের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

অণুজীবের জগৎ অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, পরিবেশ ও বিজ্ঞান *শ্রেণি-অষ্টম।