ভারতীয় ইতিহাসের ভৌগলিক উপাদান ও তার প্রভাব প্রশ্নোত্তর
Posted by-Abhisek Dutta (Assistant Teacher)
© ABHISEK DUTTA
ভারতীয় ইতিহাসের ভৌগলিক উপাদান ও তার প্রভাব।
বিষয়- ইতিহাস
1. ভারতবর্ষকে নৃতত্ত্বের জাদুঘর কে আখ্যা দিয়েছেন?
উঃ ভিনসেন্ট স্মিথ।
2. ভারতের প্রাচীনতম নাম কি ছিল?
উঃ জম্বুদ্বীপ।
3. ভারত ভূখণ্ড কে হিন্দুস্তান আখ্যা দিয়েছেন?
উঃ পারস্য সম্রাট দারায়ুস মতান্তরে আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় এদেশে আশা গ্রীকরা।
4. ভারতের উত্তর-পশ্চিম সীমান্তের তিনটি গিরিপথের নাম লেখ?
উঃ ভারতের উত্তর-পশ্চিম সীমান্তের তিনটি গিরিপথের নাম হল খাইবার, বোলান ও গোমাল।
5. প্রাচীন ভারতীয় জাতিগোষ্ঠীকে প্রধানত কয়টি শ্রেণীতে বিভক্ত করা যায়?
উঃ প্রাচীন ভারতীয় জনগোষ্ঠীকে প্রধানত চারটি শ্রেণীতে ভাগ করা যায়। এগুলি হল- আর্য, দ্রাবিড়, অষ্ট্রিক ও মঙ্গোলীয়।
6. কাদের নর্ডিক বলা হত?
উঃ আর্যদের নর্ডিক বলা হত।
7. প্রাচীন ভারতের প্রথম ইতিহাসমূলক গ্রন্থ কোনটি? এটি কার লেখা?
উঃ প্রাচীন ভারতের প্রথম ইতিহাসমূলক গ্রন্থ হল রাজতরঙ্গিনী এটি কোন ধরনের লেখা। এ গ্রন্থটি থেকে কাশ্মীরের ইতিহাস জানা যায়।
9. কে সর্বপ্রথম অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেছিলেন?
উঃ ঐতিহাসিক জেমস প্রিন্সেপ সর্বপ্রথম অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেছিলেন।
10. হাতিগুম্ফা বা হস্তিগুম্ফা লিপি থেকে কোন রাজার কথা জানা যায়?
উঃ কলিঙ্গরাজ খারবেল এর কথা জানা যায় হাতিগুম্ফা বা হস্তিগুম্ফা লিপি থেকে।
11. জুনাগড় লিপি থেকে কার কথা জানা যায়?
উঃ জুনাগড় লিপি থেকে শক সম্রাট রুদ্রদামন এর কথা জানা যায়।
12. এলাহাবাদ প্রশস্তি কার লেখা?
উঃ গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের সভাকবি হরিষেণের লেখা। এই লেখা থেকে সমুদ্রগুপ্ত সম্পর্কে জানা যায়।
13. নাসিক প্রশস্তি থেকে কোন রাজার কথা জানা যায়?
উঃ নাসিক প্রশস্তি তে সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা গৌতমীপুত্র সাতকর্ণী এর কৃতিত্ব বর্ণনা করা আছে।
14. হর্ষচরিত এর রচয়িতা কে?
উঃ হর্ষবর্ধনের সভাকবি বানভট্ট।
15. অর্থশাস্ত্র কে রচনা করেন?
উঃ কৌটিল্য বা চাণক্য।
16. আইহোল প্রশস্তি কে রচনা করেন?
উঃ চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর সভাকবি ও রবিকীর্তি।
17. মুদ্রারাক্ষস কার লেখা?
উঃ বিশাখদত্তের।
18. বুদ্ধচরিত কার লেখা?
উঃ কুষাণ যুগের বৌদ্ধ দার্শনিক অশ্বঘোষের লেখা।
19. গীতগোবিন্দ কার লেখা?
উঃ কবি জয়দেবের লেখা।
20. গৌড়বাহ গ্রন্থের রচয়িতা কে?
উঃ বাকপতি রাজ।
21. কালিদাসের লেখা কয়েকটি কাব্যগ্রন্থের নাম লেখ?
উঃ অভিজ্ঞানম শকুন্তলম, মেঘদুত, মালবিকা প্রভৃতি।
22. সিংহলের দুইটি বৌদ্ধ ধর্ম গ্রন্থের নাম লেখ?
উঃ দীপবংশ ও মহাবংশ।
23. তহকিক- ই-হিন্দ কার লেখা?
উঃ আরবি ঐতিহাসিক আলবেরুনীর লেখা।
24. প্রাচীনকালের দুইজন রোমান লেখক এর নাম লেখ?
উঃ প্লুটার্ক ও প্লিনি।
25. ইন্ডিকার রচয়িতা কে?
উঃ গ্রীকদূত মেগাস্থিনিস।
27. রামচরিত গ্রন্থের রচয়িতা কে?
উঃ সন্ধ্যাকর নন্দী।
28. রামচরিত মানস কে রচনা করেন?
উঃ কবি তুলসীদাস।
29. ন্যাচারাল হিস্ট্রি কার লেখা?
উঃ প্লিনি। এই গ্রন্থ থেকে উনিশ শতকে ভারতের সঙ্গে রোমান সাম্রাজ্যের বাণিজ্যিক লেনদেন এর পরিচয় পাওয়া যায়।
30. কোন পর্বতমালা ভারতকে দুইটি ভাগে বিভক্ত করেছে?
উঃ বিন্ধ্য পর্বত মালা ভারতকে দুইটি ভাগে বিভক্ত করেছে উত্তর অংশের নাম আর্যাবর্ত ও দক্ষিণ অংশ হলো দাক্ষিণাত্য।
31. 'প্রবন্ধকোষ' কার লেখা?
উঃ রাজশেখর এর লেখা।
32. বিক্রমাঙ্কদেব চরিত কার লেখা?
উঃ বিহ্লনের লেখা।
33. অষ্টাধ্যায়ী কার লেখা?
উঃ পাণিনির লেখা।
34. মহাভারত কার লেখা?
উঃ পতঞ্জলির লেখা।
35. সু মা কিয়েন কার লেখা?
উঃ ফা-হিয়েন।
36. সি ইউ কি কার লেখা?
উঃ হিউয়েন সাঙ।
Thank You for visiting my Blog
Comments
Post a Comment