প্রাইমারি টেটের পরিবেশ বিদ্যা বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। (EVS FOR PRIMARY TET)
প্রাইমারি টেটের পরিবেশ বিদ্যা বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর।
(EVS FOR PRIMARY TET)
১)
সম্পূর্ণ নাম লেখঃ
BOD-
Biochemical Oxygen Demand.
COD-
Chemical Oxygen Demand.
২)
প্রাথমিক বায়ু দূষক গুলি কি কি?
উঃ
SO2, CO, H2S, N2O ইত্যাদি।
৩)
গৌণ বায়ু দূষক গুলি কি কি?
উঃ
PAN ( Polyacrylonitrile), অ্যালডিহাইড
নাইট্রেট ইত্যাদি।
৪)
দূষণমুক্ত কয়েকটি শক্তির নাম লেখ।
উঃ
সৌরশক্তি, বায়ুশক্তি, কোটাল শক্তি, সৌর তড়িৎ শক্তি ইত্যাদি।
৫)
কোটাল শক্তি কি?
উঃ
জোয়ার ভাটার সময় জলের উষ্ণতার শক্তিকে কাজে লাগিয়ে যে বিদ্যুৎ উৎপন্ন করা হয় তাকে কোটাল শক্তি বলে।
৬)
শিল্প বিপ্লবের পূর্বে বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত ছিল?
উঃ
280 PPM (Parts Per Million)
৭)
Black Foot রোগ
কেন হয়?
উঃ
আর্সেনিক দূষণের জন্য।
৮)
CFC এর একটি উৎসের নাম লেখ।
উঃ
শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র হিমায়ক গ্যাস থেকে।
৯)
পরিবেশ আইন কাকে বলে?
উঃ
পরিবেশ দূষণ প্রতিরোধের জন্য প্রণীত আইন গুলিকে বলা হয় পরিবেশ আইন।
১০)
পরিবেশ আইন কোন সালে তৈরি হয়?
উঃ
১৯৮৬ সালে।
১১)
দুইটি প্রত্যক্ষ এবং দুইটি পরোক্ষ পরিবেশ আইনের নাম লেখ।
উঃ
প্রত্যক্ষ আইনঃ
জল
দূষণ প্রতিরোধ আইন এবং বায়ু দূষণ প্রতিরোধ আইন।
পরোক্ষ
আইনঃ
বন্য
সংরক্ষণ আইন এবং বন্যপ্রাণী সুরক্ষা আইন।
১২)
একটি প্রোটোজোয়া ঘটিত রোগের নাম লেখ।
উঃ
ম্যালেরিয়া।
১৩)
বায়ু বাহিত দুটি রোগের নাম লেখ।
উঃ
টিবি (T.B.)
এবং ডিপথেরিয়া।
১৪)
কোন সালকে আন্তর্জাতিক বন বর্ষ বলে ঘোষণা করা হয়েছিল?
উঃ
বন বাঁচানোর সচেতনতা বাড়ানোর জন্য ২০১১ সালকে সম্মিলিত জাতিপুঞ্জ 'আন্তর্জাতিক বনবর্ষ' ঘোষণা করেছিল।
১৫)
বনের একদম উপরে স্তরটিকে কি বলা হয়?
উঃ
ক্যানোপি (Canopy)
১৬)
পরিবেশে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গে সমুদ্রে কি পরিবর্তন ঘটছে?
উঃ
সমুদ্রের জলের অম্লত্ব বাড়ছে।
১৭)
পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে এমন একটি পাখির নাম উল্লেখ করো।
উঃ
ডোডো পাখি।
১৮)
ভারতবর্ষের একটি বিশেষ বিপন্ন প্রাণীর নাম লেখ।
উঃ
রয়্যাল বেঙ্গল টাইগার।
১৯)
ভারতের লুপ্তপ্রায় একটি স্তন্যপায়ী প্রাণীর নাম লেখ।
উঃ
এশিয়াটিক লায়ন।
২০)
ইন সিটু সংরক্ষণ কাকে বলে?
উঃ
প্রাকৃতিক পরিবেশে জীব-প্রজাতির সংরক্ষণকে বলা হয় ইন সিটু সংরক্ষণ।
২১)
ইন সিটু সংরক্ষণ কোথায় দেখা যায়?
উঃ
ন্যাশনাল পার্ক, অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ ইত্যাদি স্থানে।
২২)
পশ্চিমবঙ্গের একটি জাতীয় উদ্যানের নাম লেখ।
উঃ
সুন্দরবন।
২৩)
বসুন্ধরা শিখর সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
উঃ
ব্রাজিলের রিও ডি জেনেরিওতে।
২৪)
ডাইক্লোফেনাক নামক ওষুধ কি কি কাজে ব্যবহার করা হয়?
উঃ
ওষুধটি গবাদিপশুর বিভিন্ন অসুখে বিশেষত হাড়ের অসুখ ব্যথা কমানোর জন্য ব্যবহার করা হয়।
২৫)
ডাইক্লোফেনাক শকুনের কোন অঙ্গ কে নষ্ট করে দেয়?
উঃ
কিডনি বা বৃক্ক।
২৬)
কোন প্রাণীকে জাতীয় জলজ প্রাণী ঘোষণা করা হয়েছে?
উঃ
গঙ্গার শুশুক।
২৭)
পশ্চিমবঙ্গের কোথায় একশৃঙ্গ গন্ডার সংরক্ষণ করা হয়?
উঃ
জলদাপাড়া অভয়ারণ্য।
২৮)
অসমের প্রসিদ্ধ গন্ডার সংরক্ষণ কেন্দ্রের নাম কি?
উঃ
কাজিরাঙ্গা।
২৯)
হরিয়ানার কোথায় শকুন পুনর্বাসন কেন্দ্র অবস্থিত?
উঃ
পিঞ্জোরে।
৩০)
একটি ব্যাকটেরিয়া নাম করো যা মাটিতে নাইট্রোজেন ধরে রাখে।
উঃ
রাইজোবিয়াম।
৩১)
'নীরব বসন্ত' বইটি কার লেখা?
উঃ
শ্রীমতি রচেল কার্সন।
৩২)
উড়ন্ত ছাই এর একটি উৎসের নাম লেখ।
উঃ
পারমাণবিক বিস্ফোরণ ও বিদ্যুৎ কেন্দ্র।
৩৩)
চিপকো আন্দোলনের প্রধান দাবি কি ছিল?
উঃ
বৃক্ষ বাঁচাও বৃক্ষছেদন বন্ধ করো।
৩৪)
বাতাসে কার্বন মনোক্সাইড এর প্রধান উৎস কি?
উঃ
অসম্পূর্ণ দহন।
৩৫)
সাইলেন্ট ভ্যালি বাঁধ প্রকল্পের বিরুদ্ধে কোন সংগঠন আন্দোলন করে?
উঃ
কেরালা শাস্ত্রীয় সাহিত্য পরিষদ (KSSP)।
৩৬)
ভূমির উৎকর্ষ হানি বলতে কী বোঝো?
উঃ
ভূমির উর্বরাশক্তি বিনাশকে ভূমির উৎকর্ষ হানি বলে।
৩৭)
জুনেসিস কাকে বলে?
উঃ
কিছু কিছু পশুপাখির জীবাণু যে কোনোভাবে মনুষ্য দেহে প্রবেশ করলে পশু পাখির রোগ মানুষের দেহে দেখা দেয়, মানব দেহে সংক্রমিত পশুপাখির এই লোককে বলে জুনেসিস।
৩৮)
কালো সীসা কাকে বলা হয়?
উঃ
গ্রাফাইট কে।
৩৯)
কতগুলি অভয়ারণ্য আমাদের দেশে আছে?
উঃ
২১১ টি।
৪০)
বিশ্ব মৃত্তিকা দিবস কবে পালন করা হয়?
উঃ
৫ ডিসেম্বর।
৪১)
শুঁটি জাতীয় উদ্ভিদ চাষে কি সুবিধা হয়?
উঃ
মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি হয়।
৪২)
জাতীয় জীব বৈচিত্র আইন
কবে
চালু
হয়?
উঃ ২০০৮
সালে।
৪৩) পরিবেশ
সংক্রান্ত
বিখ্যাত
3P সূত্রটি কি?
উঃ পপুলেশন (Population),
পোভার্টি (Poverty)
এবং
পলিউশন (Pollution)।
৪৪) আন্তর্জাতিক
গম
গবেষণা
কেন্দ্রটি
কোথায়
অবস্থিত?
উঃ মেক্সিকোর
রাজধানী
মেক্সিকো
সিটিতে।
৪৫) যেসকল
প্রাণী
অধিক
লবণের
তারতম্য
সহ্য
করতে
পারে
তাদের
কী
বলে?
উঃ ইউরিহ্যালাইন।
৪৬) জৈব
সার
রূপে
ব্যবহৃত
একটি
ফার্নের
নাম
লেখ।
উঃ অ্যাজোলা
(Azolla)।
৪৭) মানুষের
পপুলেশন
বৃদ্ধি
লেখচিত্র
কীরূপ?
উঃ S আকৃতির।
৪৮) গভীর
জলজ
ইকোসিস্টেমের প্রধান
উৎপাদক
কারা?
উঃ ফাইটোপ্লাংকটন।
৪৯) ধোঁয়াশা
কি?
উঃ ধোঁয়া
ও
কুয়াশার
মিলিত
রূপ।
৫০) Population Pessimism
Theory র জনক
কাকে
বলা
হয়?
উঃ টি.
আর.
ম্যালথাসকে।
৫১) ডিটারজেন্ট
পাউডার
কিভাবে
জলকে
দূষিত
করে?
উঃ ডিটারজেন্ট
পাউডারের
মূল
উপাদান
হলো
অ্যালকোহল
বেঞ্জিন
সালফানেট
বা
ABS এই
রাসায়নিক
পদার্থটি
জন্য
জল
দূষিত
হয়।
৫২) পশ্চিমবঙ্গের
দুইটি
খরাপ্রবণ
জেলার
নাম
লেখ।
উঃ পুরুলিয়া
ও
বাঁকুড়া।
৫৩) MIC কি?
উঃ MIC অর্থাৎ
মিথাইল
আইসোসায়ানেট একটি
গ্যাস
যা
সংকেত
হলো-CH3NCO
৫৪) WHO বা
বিশ্ব
স্বাস্থ্য
সংস্থা
পানীয়
জলের
আর্সেনিকের
কতটা
উর্ধ্বসীমা
ধার্য
করেছে?
উঃ প্রতি
লিটার
জলে
0.05mg.
৫৫) সিলিকসিস
কি?
উঃ বালিকণা
ফুসফুসে
জমলে
যে
রোগের
সৃষ্টি
হয়
তাকে
সিলিকসিস
বলে।
৫৬) শব্দ
দূষণ
নিয়ন্ত্রণ
আইন
কত
সালে
তৈরি
হয়?
উঃ ১৯৮১
সালে।
৫৭) জল
দূষণ
নিয়ন্ত্রণ
আইন
কত
সালে
তৈরি
হয়?
উঃ ১৯৭৪
সালে।
৫৮) পরিবেশ
সংরক্ষণ
আইন
কোন
সালে
তৈরি
হয়?
উঃ ১৯৮৯
সালে।
৫৯) শব্দের
মাত্রা
কত
হলে
মানুষের
মৃত্যুর
হতে
পারে?
উঃ 200db বা
ডেসিবেল।
৬০) Sand Fly কোন
রোগ
ছড়ায়?
উঃ কালাজ্বর।
৬১) আন্তর্জাতিক
স্তরে
বিলুপ্তপ্রায় প্রাণী
সংরক্ষণের
জন্য
কোন
সংস্থা
কাজ
করে?
উঃ CITES ( Convention on
International trade in Endengered Species).
৬২) খাদ্যে
বিষক্রিয়া
ঘটায়
এমন
একটি
জীবাণুর
নাম
লেখ?
উঃ স্টেফাইলোকক্কাস।
৬৩) ইকোলজি
শব্দটি
কোন
বিজ্ঞানী
প্রথম
ব্যবহার
করেন?
উঃ বিজ্ঞানী
হেকেল।
৬৪) পশ্চিমবঙ্গের
দুইটি
তাপবিদ্যুৎ
কেন্দ্রের
নাম
লেখ।
উঃ বক্রেশ্বর
তাপবিদ্যুৎ
কেন্দ্র
এবং
ব্যান্ডেল
তাপবিদ্যুৎ
কেন্দ্র।
৬৫) রেড
ডাটা
বুক
কি?
উঃ IUCN দ্বারা
প্রকাশিত
যে
বইতে
পৃথিবীর
বিলুপ্ত
বা
বিপদগ্রস্ত
উদ্ভিদ
এবং
প্রাণীদের
সম্পর্কে
তথ্য
লিপিবদ্ধ
থাকে
সেই
বইকে
রেড
ডাটা
বুক
বলা
হয়।
৬৬) একটি
পরিযায়ী
পাখির
নাম
উল্লেখ
করো।
উঃ আর্কটিক
টার্ন।
৬৭) এলিসা
টেস্ট
কি
কাজে
ব্যবহৃত
হয়?
উঃ মানবদেহে
এইডস্
রোগ
হয়েছে
কিনা
জানার
জন্য
এলিসা
টেস্ট
করা
হয়।
৬৮) পরিবেশ
রক্ষার
জন্য
কবে
ও
কোথায়
প্রথম
বিশ্বজাতি
সংস্থার সম্মেলন হয়?
উঃ ১৯৭২
সালে
সুইডেনের
স্টকহোমে।
৬৯) ওজোন
স্তরের
ছিদ্র
হচ্ছে
তা
প্রথম
কত
সালে
বিজ্ঞানীদের
নজরে
আসে?
উঃ ১৯৮২
খ্রিঃ।
৭০) বায়ুমন্ডলে
নাইট্রোজেনের পরিমাণ
কত?
উঃ ৭৮.০৮%।
৭১) বায়ুমণ্ডলে
অক্সিজেনের
পরিমাণ
কত?
উঃ ২০.৯৪%।
৭২) বাস্তুতন্ত্রে
খাদ্য
স্তরের
সংখ্যা
সর্বোচ্চ
কত
হতে
পারে?
উঃ চার।
৭৩) খাদ্য
পিরামিড
কিভাবে
তৈরি
হয়?
উঃ বাস্তুতন্ত্রের
পুষ্টি
স্তর
কি
ক্রমিক
পর্যায়ের
সাজালে
খাদ্য
পিরামিড
তৈরি
হয়।
৭৪) জীববৈচিত্রের
স্বর্গরাজ্য
কাকে
বলে?
উঃ নিরক্ষীয়
চিরহরিৎ
অরণ্য
কে।
৭৫) চিপকো
আন্দোলনে
কে
নেতৃত্ব
দেন?
উঃ সুন্দরলাল
বহুগুণা।
৭৬) কোন
আন্দোলনকে
ভারতের
প্রথম
পরিবেশ
সুস্থ
রাখার
আন্দোলন
বলে?
উঃ বিশনয়ী
আন্দোলনকে।
৭৭) বিশনয়ী
আন্দোলনে
কে
নেতৃত্ব
দিয়েছিল?
উঃ অমৃতা
বাঈ।
৭৮) ইকোলজিক্যাল
পিরামিডের
অপর
নাম
কি?
উঃ এলটনস
পিরামিড।
৭৯) নেকটন
কাকে
বলে?
উঃ জলে
যারা
স্বাধীনভাবে
সাঁতার
কাটতে
পারে
তাদের
নেকটন
বলে।
৮০) বায়োটা
কাকে
বলে?
উঃ কোন
নির্দিষ্ট
স্থানের
সকল
প্রজাতির
জীবকে
একত্রে
বায়োটা
বলে।
৮১) একটি
রূপান্তরিত
শিলার
উদাহরণ
দাও।
উঃ নিস্
অ্যাম্ফিবোলাইট।
৮২) সিয়াল
ও
সীমার
মধ্যবর্তী
সীমানাকে
কি
বলা
হয়?
উঃ কনরাড।
৮৩) প্রথম
ব্লাড
ব্যাংক
কত
সালে
স্থাপিত
হয়?
উঃ ১৯৩৬
খ্রিঃ।
৮৪) পান
মশলা
এবং
সুপারিতে
কি
বিপদজনক
রাসায়নিক
থাকে?
উঃ অ্যারাকোলিন।
৮৫) আর্সেনিক
দূষণের
ফলে
মানব
দেহে
কোন
রোগের
সৃষ্টি
হয়?
উঃ আর্সেইনিকোসিস্।
৮৬) মার্কারির
বিষক্রিয়ায় কি
রোগ
হয়?
উঃ মিনামাটা।
৮৭) টাইফয়েড
রোগ
সৃষ্টিকারী
জীবাণুর
নাম
কি?
উঃ সালমোনেলা
টাইফি
নামক
ব্যাকটেরিয়া।
৮৮) কলেরা
রোগ
সৃষ্টিকারী
জীবাণুর
নাম
কি?
উঃ ভিব্রিও
কলেরাই
নামক
ব্যাকটেরিয়া।
৮৯) ম্যালেরিয়া
বাহক
কোন
প্রাণী?
উঃ স্ত্রী
এনোফিলিস।
৯০) পোলিও
রোগ
সৃষ্টিকারী
ভাইরাসের
নাম
কি?
উঃ পোলিও
মায়োলাইটিস।
নিচের শব্দগুলির পূর্ণ নাম লেখঃ
· GPP-Gross Primary
Productivity.
· NPP-Net Primary Productivity.
· IFFCO-Indian Farmers
Fertilizations Co-Operative.
· NBPGR- National Bureau of
Plan Genetic Resources.
· ZSI- Zoological Survey of
India
· BSI- Botanical Survey of
India
· NBRI- National Botanical
Research Institute
· TBGRI-Tropical Botanical
Garden and Research Institute
· CIMAP- Central Institute
of Medicinal and Aromatic Plants
· FAO-Food and Agricultural
Organisation
· UNESCO- United Nations Educational,
Scientific and Cultural Organisation
· UNEP- United Nations Environment
Programme
· UNDP-United Nations Development
Program
· IBPGR- International Board
of Plant Genetic Resources
· IBWL- Indian Board of
Wild Life.
· NWDB-National Wasteland Development
Board
· UNEP-United Nations Environment
Program
· MAB-Man and Biosphere Program.
· CITES - Convention on
International trade in Endangered Species.
· IUCN- International Union
for Conservation of Nature and Natural Resources.
· PAN- Peroxy Acyl Nitrate
· WWF- World Wildlife Fund.
· WHO- World Health Organization
PPosted by- Abhisek Dutta
© ABHISEK DUTTA
PDF COPY পাওয়ার জন্য নীচে email id দিন। আরও প্রশ্ন উত্তর পাওয়ার জন্য এই ব্লগটি Follow করুন।
Thank You for visiting my blog
প্রিয়,
ReplyDeleteআমি রাহুল মন্ডল ,আপনার ওয়েবসাইটি যদি বিক্রি করেন তাহলে আমি কিনতে চাই। এবং যেকোনো ওয়েবসাইট বিক্রি করার বিষয়ে জানতে এই 8617079721 নম্বরে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ