উচ্চ মাধ্যমিক অতীতকে স্মরণ প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

প্রথম অধ্যায়অতীতকে স্মরণ

বিষয়-ইতিহাস * শ্রেণী-দ্বাদশ


) ইতিহাস বলতে কী বোঝায়?

উঃ অতীতের কাহিনীর বিশ্লেষণ।

 

 

) জনশ্রুতির কাহিনীগুলি সংগ্রহের প্রথম উদ্যোগ কোন দেশে নেওয়া হয়?

উঃ জার্মানিতে

 

 

) জনশ্রুতি কাকে বলে?

উঃ যেসব ঐতিহাসিক বিবরণে কোন তথ্য এবং সাল-তারিখের যথাযথ প্রমাণ থাকে না, তাকে জনশ্রুতি বলে।

জনশ্রুতিকে 5 ভাগে ভাগ করা যায়। যথা-

i) পৌরাণিক কাহিনী

ii)কিংবদন্তি

iii) লোককথা

iv) স্মৃতিকথা

v) মৌখিক ঐতিহ্য।

 

 

) গ্রিম ভ্রাতৃদ্বয় কারা?

উঃ জার্মানির  জেকব উইলহেম গ্রিম নামের দুই ভাই একত্রে গ্রিম ভ্রাতৃদ্বয় নামে পরিচিত। এরা প্রথম জনশ্রুতি সংকলনের উদ্যোগ নিয়েছিলেন।

 

 

) পুরাণ বিষয়ক বিদ্যাকে কি বলা হয়?

উঃ মাইথোলজি

 

 

) পৌরাণিক কাহিনী বা মিথ বলতে কী বোঝা?

উঃ প্রাগৈতিহাসিক যুগের বিভিন্ন কাহিনী বা ঘটনার বিবরণ যে ঐতিহাসিক উপাদানগুলিতে তুলে ধরা হয়, তাকে পৌরাণিক কাহিনী বা মিথ বলে। এটি সাহিত্যের সর্বপ্রথম রূপ। এককথায় মৌখিক ইতিহাস।

যেমন- মা দুর্গার মহিষাসুর বধের কাহিনী।

##সর্ব প্রাচীন নিদর্শন গ্রিসে পাওয়া যায়।

 

 

) কিংবদন্তি কি?

উঃ পাশ্চাত্য জগতে প্রচলিত আঞ্চলিক ঐতিহ্য, জনপ্রিয় অ্যান্টিকুইটিস নামের আঙ্গিককে বাংলায় কিংবদন্তি বলা হয়। এই জাতীয় কাহিনীতে কোন অতীত চরিত্রকে অতিমানব রূপে তুলে ধরা হয়। এগুলিতে বাস্তব অপেক্ষা কল্পনার পরিমাণ বেশি থাকে। যেমন- গ্রিক পুরাণের হারকিউলিস, মহাভারতের শ্রীকৃষ্ণ।

 

 

) লোককথা কাকে বলে?

উঃ লোককথা হলো এক ধরনের কাল্পনিক গল্প কথা, যার সাহায্যে প্রাকৃতিক বা আধ্যাত্বিক কোন ঘটনার ব্যাখ্যা বা উপলব্ধি করার চেষ্টা করা হয়। লোককথা‌ হলো ঐতিহ্যবাহী এবং অনুকরণ ভিত্তিক লোকসাহিত্য। যেমন- টম থাম্ব দৈত্যের কাহিনী, আরব্য রজনীঠাকুরমার ঝুলি, পঞ্চতন্ত্র প্রভৃতি।

 

 

) স্মৃতিকথা কি?

উঃ কোন ব্যক্তি বা পরিবার কোনো গুরুত্বপূর্ণ ঘটনার প্রত্যক্ষদর্শী  রূপে পরবর্তীকালে তাঁরা স্মৃতি থেকে ওই ঘটনার যে বিবরণ দেয়, তাকে স্মৃতি কথা বলে। যেমন- দক্ষিণারঞ্জন বসুর 'ছেড়ে আসা গ্রাম', মণিকুন্তলা সেন এর 'সে দিনের কথা', আশালতা সেন এর 'আমি সূর্যসেনের শিষ্যা', মান্না দের 'জীবনের জলসাঘরে'

 

 

১০) কে, কবেকি উদ্দেশ্যে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন?

উঃ উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। যার উদ্দেশ্য ছিল প্রাচ্যের অতীত  ইতিহাস পুনরুদ্ধার করা।

 

 

১১) আধুনিক ইতিহাসচর্চার কয়টি ধারা লক্ষ্য করা যায়? প্রত্যেক ধারার দুইজন করে ঐতিহাসিক এর নাম লেখ।

উঃ ) সাম্রাজ্যবাদী ধারা। এই ধরার দুইজন ঐতিহাসিক হলেন- ভিনসেন্ট স্মিথ ভ্যালেন্টাইন চিরল।

) কেমব্রিজ গোষ্ঠীর ইতিহাস চর্চা। এই ধারার ঐতিহাসিক হলেন- ডক্টর অনিল শীল রবিনসন।

) জাতীয়তাবাদী ধারা এই ধারার ঐতিহাসিক হলেন- রমেশচন্দ্র মজুমদার,কালীপ্রসাদ জয়সওয়াল, হেমচন্দ্র রায়চৌধুরী প্রমূখ।

) মার্কসবাদী নয়া মাক্সবাদী ধারা। এই হারার ঐতিহাসিক হলেন- ডিডি কোসাম্বি, ইরফান হাবিব, সতীশচন্দ্র প্রমূখ।

) নিম্নবর্গের ইতিহাস চর্চার ধারা‌। এই ধারায় ঐতিহাসিক হলেন- রনজিত গুহ, গৌতম ভদ্র প্রমুখ।

 

 

১২) জাদুঘর বা মিউজিয়াম কাকে বলে?

উঃ সাধারণভাবে জাদুঘর বা  মিউজিয়াম হলো এমন একটি প্রতিষ্ঠান যেখানে অতীত থেকে বর্তমান পর্যন্ত ঐতিহাসিক, সাংস্কৃতিক, বৈজ্ঞানিক শিল্প বিষয়ক বিভিন্ন ধরনের বস্তু সামগ্রী সংগ্রহ করে রাখা হয়। সেগুলি যত্ন নেওয়া হয় এবং জনসাধারণের মধ্যে স্থায়ী অস্থায়ী দুইভাবে প্রদর্শনের ব্যবস্থা করা হয়।

 

 

১৩) পৃথিবীর প্রাচীনতম জাদুঘর কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল?

উঃ আনুমানিক 530 খ্রিস্টপূর্বাব্দে বর্তমান ইরাকে অবস্থিত ইন্নিগালদি-নান্নার জাদুঘরকে প্রার্থী পৃথিবীর প্রাচীনতম জাদুঘর বলে মনে করা হয়।

 

 

১৪) সংস্কৃতি এক্সপ্রেস কি?

উঃ 2011 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের সার্ধশতবর্ষ উপলক্ষে তাঁর জীবনকাহিনীকে কেন্দ্র করে ভারতীয় রেল যে চলমান রেল জাদুঘরটি তৈরি করে, তা সংস্কৃতি এক্সপ্রেস নামে পরিচিত।

 

 

১৫) ভারতীয় জাদুঘর এর পূর্ব নাম কি ছিল?

উঃ প্রাচ্য সংগ্রহশালা।

 

 

১৬) History of India কার লেখা?

উঃ জেমস মিল।

 

 

১৭) প্রতাপাদিত্য চরিত্র কার লেখা?

উঃ রামরাম বসু।

 

 

১৮) রাজাবলি গ্রন্থ কার লেখা?

উঃ মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার।

 

 

১৯) রাজতরঙ্গিনী কে রচনা করেন?

উঃ কলহন

 

 

২০) বাংলার সামাজিক ইতিহাস কে রচনা করেন?

উঃ দুর্গাদাস সান্যাল।

 

 

২১) History of Hindostan কার লেখা?

উঃ আলেকজান্ডার ডাফ।

 

 

২২) Oxford History of India কার লেখা?

উঃ ভিনসেন্ট স্মিথ।

 

 

২৩) Annals and Antiquities of Rajasthan কার লেখা?

উঃ কর্নেল টড।


 

২৪) Annals of Rural Bengal কার লেখা?

উঃ উইলিয়াম হান্টার।

 

 

২৫) Early history of India কার লেখা?

উঃ ভিনসেন্ট স্মিথ।

 

 

২৬) Fall of the Mughal Empire কার লেখা?

উঃ যদুনাথ সরকার।

 

 

২৭) Poverty and unbritish rule in India কার লেখা?

উঃ দাদাভাই নওরোজি

 

২৮) ইতিহাসের জনক কাকে বলা হয়?

উঃ হেরোডোটাস।

 

২৯) বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক কাকে বলা হয়?

উঃ থুকিডিডিস।

 

 

৩০) আধুনিক ইতিহাস চর্চার জনক কাকে বলা হয়?

উঃ ইবন খালদুন।

 

৩১) "ইতিহাস হল বর্তমান অতীতের মধ্যে অন্তহীন সংলাপ"- কার উক্তি?

উঃ এইচ কার।

 

৩২) The Nature of History কার লেখা?

উঃ আর্থার মারউইক।

 

৩৩) "সব ইতিহাসই সমকালীন ইতিহাস"-এটি কার উক্তি?

উঃ ক্রোচ।

 

৩৪) "ইতিহাস হল বিজ্ঞান-এর বেশিও না কমও নয়"- কার উক্তি?

উঃ বিউরি

 

৩৫) ব্রিটিশ মিউজিয়াম কবে প্রতিষ্ঠিত হয়?

উঃ ১৭৫৩ খ্রিস্টাব্দে

 

৩৬) ভারতের প্রাচীনতম জাদুঘর কোথায় অবস্থিত?

উঃ কলকাতা।

 

৩৭) ল্যুভর মিউজিয়াম কোথায় অবস্থিত?

উঃ প্যারিস।

Posted by- Abhisek Dutta (Asst Teacher)

© ABHISEK DUTTA

 

               Tripadvisor | Tour to Indian Museum Kolkata provided by TaxiBazaar ...

                            Indian Museum - Kolkata


                                                    Thank You

 

 

 


Comments

Popular posts from this blog

নবম শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায়- ফরাসি বিপ্লবের কয়েকটি দিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর।

অষ্টম শ্রেণির পরিবেশ ও বিজ্ঞান বিষয় তাপের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

অণুজীবের জগৎ অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, পরিবেশ ও বিজ্ঞান *শ্রেণি-অষ্টম।