মাধ্যমিক ইতিহাসের ধারণা প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, বিষয়- ইতিহাস।
ইতিহাসের ধারণা
প্রথম অধ্যায় * শ্রেণি-দশম
১) ইতিহাসের জনক কাকে বলা হয়?
উঃ)গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস কে ইতিহাসের জনক বলা হয়।
২) বিজ্ঞানসম্মত ইতিহাস চর্চার জনক কাকে মনে করা হয়?
উঃ)গ্রিক ঐতিহাসিক থুকিডিডিস কে বিজ্ঞানসম্মত চর্চার জনক বলা হয়।
৩) কোন সময় থেকে নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয়?
উঃ)1960 এর দশক থেকে নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয়।
৪) কে ইতিহাস চর্চায় পেশাদারী পর্বের সূচনা করেন?
উঃ)Leopold von Ranke
৫) কয়েকজন নিম্নবর্গীয় (সাবল্টার্ন) ঐতিহাসিকের নাম লেখ।
উঃ) নিম্নবর্গীয় ধারার প্রবক্তা হিসেবে রনজিত গুহ,পার্থ চ্যাটার্জি, সুমিত সরকার, দীপেশ চক্রবর্তী, গৌতম ভদ্র প্রমুখের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য।
৬) খেলার ইতিহাসচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল এবং গবেষণা করেছিল এরকম কয়েকজন ঐতিহাসিকের নাম লেখ।
উঃ)খেলার ইতিহাসচর্চায় জে. এ. ম্যাসান, রিচার্ড হোল্ট প্রমুখ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল।
খেলার ইতিহাস নিয়ে গবেষণা করেছে এরকম ঐতিহাসিক হল বোরিয়া মজুমদার ও রামচন্দ্র গুহ।
৭) কবে কলকাতায় ক্যালকাটা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয়?
উঃ)১৭৯২ খ্রিঃ।
৮) পরাধীন ভারতের জাতীয় ফুটবল ক্লাবের নাম কি?
উঃ) মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব।
৯)ইস্টবেঙ্গল ক্লাব কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ)১৯২০।
১০) কবে মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড জয় লাভ করে?
উঃ) 1911 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের ইস্ট ইয়র্ক ক্লাবকে পরাজিত করে মোহনবাগান আই এফ এ শিল্ড জয় লাভ করে।
১১) পোর্তুগীজদের কোন দুইটি খাবার ভারতীয়দের খাদ্য তালিকার অন্তর্ভুক্ত হয়েছে?
উঃ) আলু এবং কাঁচা লঙ্কা।
১২) কে টি আচয় এর লেখা কয়েকটি বইয়ের নাম লেখ।
উঃ) ভারতের খাদ্যাভাসের ইতিহাস চর্চার ধারা কেটি এর লেখা ইন্ডিয়ান ফুড: আর হিস্টরিকাল কম্পানিয়ন, আ হিস্টোরিকাল ডিকশনারি অফ ইন্ডিয়ান ফুড।
১৩) 'বাঙালির বেশবাস, বিবর্তনের রূপরেখা' কার লেখা?
উঃ মলয় রায়।
১৪) 'বঙ্গীয় নাট্যশালার ইতিহাস' কার লেখা
উঃ ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
১৫) 'দৃশ্যকাব্য পরিচয়' কার লেখা?
উঃ সত্যজীবন মুখোপাধ্যায়।
১৬) কারা প্রথম বায়োস্কোপের বাণিজ্যিক প্রদর্শন করেন?
উঃ প্যারিসের লুমিয়্যের ভ্রাতৃদ্বয় প্রথম বায়োস্কোপের বাণিজ্যিক প্রদর্শন করেন।
১৭) ভারতের চলচ্চিত্রের জনক কাকে বলা হয়?
উঃ দাদাসাহেব ফালকে।
১৮) 'রয়্যাল বাইস্কোপ কোম্পানি'(১৮৯৮) কে প্রতিষ্ঠা করেন?
উঃ বাংলা চলচ্চিত্রের জনক হীরালাল সেন।
১৯) ঋত্বিক ঘটকের লেখা একটি বইয়ের নাম লেখো?
উঃ 'চলচ্চিত্র মানুষ এবং আরও কিছু'।
২০) সত্যজিৎ রায়ের লেখা দুটি বইয়ের নাম লেখ?
উঃ 'একেই বলে শুটিং' এবং 'বিষয় চলচ্চিত্র'।
২১) 'চলচ্চিত্র আজীবন' কার লেখা?
উঃ তপন সিংহ।
২২) উনিশ শতকের দুজন বাঙালি ফটোগ্রাফারের নাম লেখো।
উঃ রাজেন্দ্রলাল মিত্র এবং প্রিয়নাথ শেঠ।
২৩) লাল দীনদয়াল কে?
উঃ ভারতীয় ফটোগ্রাফার।
২৪) 'চিত্রকথা' কার লেখা?
উঃ বিনোদবিহারী মুখোপাধ্যায়।
২৫) ভারতে রেলপথ টেলিগ্রাম ব্যবস্থা প্রবর্তন কে করেন?
উঃ লর্ড ডালহৌসি।
২৬) 'ট্রান্সপোর্ট হিস্ট্রি' বা 'পরিবহণ ইতিহাস' প্রবন্ধটি কার লেখা?
উঃ জন আমস্ট্রং।
২৭) বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়?
উঃ ৫ই জুন।
২৮) পরিবেশ ইতিহাস চর্চার সূচনা হয় কখন হয়?
উঃ সাধারণভাবে 1970 এর দশকে এই আন্দোলনের সূত্রপাত হয়।
২৯) ইকোলজিকাল ইম্পেরিয়ালিজম কার লেখা?
উঃ অ্যালফ্রেড ক্রুসবির।
৩০) দ্য সাইলেন্ট স্প্রিং কার লেখা?
উঃ রচেল কারসন।
৩১) গ্রীন ইম্পিরিয়ালিজম কার লেখা?
উঃ রিচার্ড গ্রোভ।
৩২) 'এনভায়রনমেন্টালিজম: আ গ্লোবাল হিস্ট্রি' কার লেখা?
উঃ রামচন্দ্র গুহ।
৩৩) চিপকো আন্দোলন কত সালে হয়েছিল?
উঃ ১৯৭৪ খ্রিঃ।
৩৪) নর্মদা বাঁচাও আন্দোলন কত সালে হয়েছিল? এই আন্দোলনের একজন নেত্রীর নাম লেখো।
উঃ ১৯৮৫ খ্রিঃ। মেধা পাটেকর।
৩৫) ভারতে 'তেহরি গাড়োয়াল' আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন?
উঃ সুন্দরলাল বহুগুণা।
৩৬) ভারতের 'অরণ্য সংরক্ষণ' আইন কবে প্রচলিত হয়?
উঃ 1865 খ্রিস্টাব্দে।
৩৭) 'আ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি' কার লেখা?
উঃ আচার্য প্রফুল্ল চন্দ্র রায়।
৩৮) কোন ভারতীয় প্রথম শব ব্যবচ্ছেদ করেন?
উঃ মধুসূদন গুপ্ত।
৩৯) 'ডিড উইমেন হ্যাভ আ রেনেসাঁ?' কার লেখা?
উঃ 1977 এ প্রকাশিত বইটি জোয়ান কেলির লেখা।
৪০) ভারতের প্রথম মহিলা চিকিৎসকের নাম কি?
উঃ কাদম্বিনী গঙ্গোপাধ্যায়।
৪১) মহাফেজখানা কি?
উঃ সরকারি নথিপত্র যেখানে সংরক্ষণ করা হয় তাকে মহাফেজখানা বলা হয়।
৪২) 'দ্য অ্যানালস অফ রুরাল বেঙ্গল' কার লেখা?
উঃ উইলিয়াম হান্টার।
৪৩) সত্তর বৎসর কার আত্মজীবনী?
উঃ বিপিনচন্দ্র পালের আত্মজীবনী 'সত্তর বৎসর'। যা প্রকাশিত হয় হাজার 1954 সালে।
৪৪) জীবনস্মৃতি কার লেখা?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
৪৫) 'জীবনের ঝরাপাতা' কার আত্মজীবনী?
উঃ সরলা দেবী চৌধুরীরানি।
৪৬) জীবনের ঝরাপাতা প্রথম কোথায় প্রকাশিত হয়েছিল?
উঃ দেশ-এ।
৪৭) 'লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার' বা 'কন্যার প্রতি পিতার পত্র'- গ্রন্থটি কার লেখা?
#আর এটি হিন্দিতে কে অনুবাদ করেন?
উঃ জহরলাল নেহেরু।
#অনুবাদ করেন মুন্সি প্রেমচাঁদ।
৪৮) বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি?
#একটি কবে প্রকাশ হয়?
#এর সম্পাদক কে ছিলেন?
উঃ দিগ্দর্শন।
#১৮১৮ খ্রিঃ।
#জে. মার্শম্যান।
৪৯) ভারতের প্রথম সাপ্তাহিক সংবাদপত্র কোনটি?
উঃ বেঙ্গল গেজেট বা হিকি'স গেজেট।
৫০) রাজা রামমোহন রায় সম্পাদিত দুটি পত্রিকার নাম লেখো?
উঃ সংবাদ কৌমুদি এবং মিরাত্-উল্-আখবর্।
৫১) বিপিনচন্দ্র পাল সম্পাদিত দুটি পত্রিকার নাম লেখো।
উঃ ইয়ং ইন্ডিয়া এবং ইন্ডিয়ান মিরর্।
৫২) বালগঙ্গাধর তিলক সম্পাদিত দুটি পত্রিকার নাম লেখো।
উঃ কেশরী এবং মারাঠি।
৫৩) ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত পত্রিকার নাম কি?
উঃ সমাচার চন্দ্রিকা।
৫৪) তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উঃ দেবেন্দ্রনাথ ঠাকুর।
৫৫) সংবাদ প্রভাকর এর সম্পাদক কে ছিলেন?
উঃ ঈশ্বর গুপ্ত।
৫৬) সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উঃ দ্বারকানাথ বিদ্যাভূষণ।
৫৭) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত পত্রিকার নাম কি?
উঃ বঙ্গদর্শন।
৫৮) সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উঃ কৃষ্ণকুমার মিত্র।
৫৯) হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উঃ হরিশচন্দ্র মুখোপাধ্যায়।
৬০) বেঙ্গলি পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উঃ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
৬১) সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উঃ ব্রহ্মবান্ধব উপাধ্যায়।
৬২) অরবিন্দ ঘোষ সম্পাদিত পত্রিকাটির নাম কি?
উঃ বন্দেমাতরম।
৬৩) যুগান্তর পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উঃ বারীন্দ্রকুমার ঘোষ।
Posted by- Abhisek Dutta
Assistant Teacher
© ABHISEK DUTTA
https://www.youtube.com/channel/UCj8KZK_eysK_zYaHhQzFhbQ
এই অধ্যায়ের বিষয় বিস্তারিত জানতে উপরের লিংকে ক্লিক করুন।
ধন্যবাদ
Tq for ques. and ans.
ReplyDelete