চতুর্থ অধ্যায়: শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ। শ্রেণি-নবম

বিষয়-ইতিহাস * শ্রেণি-নবম

চতুর্থ অধ্যায়: শিল্প বিপ্লব, উপনিবেশবাদ সাম্রাজ্যবাদ।

চতুর্থ অধ্যায়: শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ। শ্রেণি-নবম

Posted by-Abhisek Dutta 

 

 একটি বাক্যে উত্তর দাও:

 ) শিল্প বিপ্লব কথাটি প্রথম কে কবে ব্যবহার করেন?

উঃ 1837 খ্রিস্টাব্দে ফরাসি দার্শনিক অগাস্ত ব্ল্যাঙ্কি সর্বপ্রথম শিল্প বিপ্লব কথাটি ব্যবহার করেন।

 

 

) কোন সময়কে শিল্প বিপ্লবের সূচনা কাল ধরা হয়?

উঃ আর্নল্ড টয়েনবি 1740-60 খ্রিস্টাব্দ কে শিল্প বিপ্লবের সূচনা কাল বলে উল্লেখ করেছেন।

##1760-80 খ্রিস্টাব্দকে ফিলিস ডিন শিল্প বিপ্লবের সূচনা কাল বলে উল্লেখ করেছেন।

 

 

) পৃথিবীর কারখানা নামে পরিচিত ছিল কোন দেশ?

উঃ ইংল্যান্ড।

## বিশ্বের বাজার দখলের উদ্দেশ্যে ইংল্যান্ডে বিভিন্ন কারখানা প্রতিষ্ঠা করা হয়।  ঐতিহাসিক ফিসার  এই কারণে ইংল্যান্ডকে বিশ্বের কারখানা বলে অভিহিত করেছেন।

 

 

) কোথায় প্রথম পুরোপুরি লোহার ব্রিজ তৈরি হয়?

উঃ ইংল্যান্ডের শ্রপশায়ার অঞ্চলে সের্ভান নদীর উপরপ্রথম লোহার ব্রিজ তৈরি হয়।

 

 

) কবে কারা বিচার তৈরি রাস্তার পদ্ধতি আবিষ্কার করেন?

উঃ 1811 খ্রিস্টাব্দে টেলফোর্ড ম্যাকাডাম পিচের রাস্তা তৈরি করার পদ্ধতি আবিষ্কার করেন।

 

 

) ফ্রান্সের সর্বপ্রথম কবে কোথায় রেলপথ স্থাপিত হয়?

উঃ 1837 খ্রিস্টাব্দে প্যারিস থেকে সাঁ জেরমাঁ পর্যন্ত  প্রথম রেলপথ স্থাপিত হয়।

 

 

) জার্মানিতে সর্বপ্রথম কবে কোথায় রেলপথ চালু হয়?

উঃ 1835 খ্রিস্টাব্দে জার্মানির বাভেরিয়ায় প্রথম রেলপথ চালু হয়।

 

 

) জার্মানির শিল্প বিপ্লবের জনক কাকে বলা হয়?

উঃ ফ্রেডারিক লিস্ট কে।

 

 

) স্পিনিং জেনি কে আবিষ্কার করেন?

উঃ জেমস হারগ্রিভস (১৭৬৫)

 

 

১০) বাষ্পীয় ইঞ্জিন কে আবিষ্কার করেন?

উঃ জেমস ওয়াট।

 

 

১১) কে প্রথম রেল ইঞ্জিন আবিষ্কার করেন?

উঃ জর্জ স্টিফেনসন (১৮১৪)

 

 

১২) উড়ন্ত মাকু কে আবিষ্কার করেন?

উঃ জন কে (১৭৩৩)

 

 

১৩) বিদ্যুৎহীন টেলিগ্রাম যন্ত্র কে আবিষ্কার করেন?

উঃ ফ্লাট শাপ (১৭৯৪)

 

 

১৪) ওয়াটার ফ্রেম কে আবিষ্কার করেন?

উঃ রিচার্ড আর্কারাইড (১৭৬৯)

 

 

১৫) শিল্প মূলধন কি?

উঃ শিল্প বিপ্লবের পর থেকে ইংল্যান্ডের পুঁজিপতিরা ব্যবসা-বাণিজ্যের পরিবর্তে শিল্পোৎপাদনে অধিক পুঁজি বিনিয়োগ শুরু করেন। এই শিল্প মূলধন নামে পরিচিত।

 

 

১৬) শিল্প বিপ্লবের দুইটি মূলগত বৈশিষ্ট্য লেখো।

উঃ শিল্প বিপ্লবের দুইটি মূল বৈশিষ্ট্য হলো-

) কায়িক পরিশ্রমের পরিবর্তে বৃহৎ কারখানায় যন্ত্রের মাধ্যমে শিল্প পণ্য উৎপাদন করা।

) মুনাফার ভিত্তিতে শিল্প পণ্য বাজারে বিক্রি করা।

 

 

১৭) মালিক শ্রেণী কাদের বলা হতো?

উঃ মালিকশ্রেণি বলতে শিল্পোৎপাদনে পুঁজি বিনিয়োগকারী শ্রেণিকে বোঝায়।  এদেরই শিল্পকারখানায় দরিদ্র শ্রমিকরা উৎপাদন কার্য অব্যাহত রেখে শ্রমের বিনিময়ে মজুরি লাভ করত।

 

 

১৮) ইংল্যান্ডের দুইটি শিল্প নগরীর নাম লেখো।

উঃ ম্যানচেস্টার এবং গ্লাসগো।

 

 

১৯) বিশ্বের প্রথম আন্তর্জাতিক শ্রমিক সংগঠন কোনটি? এটি কবে কার উদ্যোগে গড়ে ওঠে?

উঃ কমিউনিস্ট লীগ। 1847 সালে কার্ল মার্কস এর উদ্যোগে প্রতিষ্ঠিত হয়।

 

 

২০) কে সর্বপ্রথম সমাজতন্ত্রবাদ কথাটি প্রচলন করেন?

উঃ ইউটোপীয় সমাজতন্ত্রী সাঁ সিমোঁ। এনাকে সমাজতন্ত্রবাদের আদি প্রবক্তা বলা হয়।

 

 

২১) ব্রিটিশ সমাজতন্ত্রবাদের জনক কে?

উঃ রবার্ট ওয়েন।

 

 

২২) দুইজন বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদীর নাম লেখো।

উঃ কার্ল মার্কস ফ্রেডারিক এঙ্গেলস এনারা কমিউনিস্ট ম্যানিফেস্টো বা কমিউনিস্ট ইস্তেহার নামক বইটি রচনা করেন।

 

 

২৩) "সম্পত্তি কি" বইটি কার রচনা?

উঃ প্রুধোঁ।

 

 

২৪) অর্গানাইজেশন অফ লেবার কার লেখা?

উঃ লুই ব্লাঁ।

 

 

২৫) উপনিবেশবাদ বলতে কী বোঝো?

উঃ উপনিবেশবাদ বলতে বোঝায় অন্য দেশকে বিজয় করে সেই দেশের রাজনৈতিক অর্থনৈতিক স্বাধীনতা হরণ করা এবং সেই দেশকে নিজের নিয়ন্ত্রণে রাখা।

 

 

২৬) সাম্রাজ্যবাদের সমর্থক এমন কয়েকজন বুদ্ধিজীবীর নাম লেখো।

উঃ ইংল্যান্ডের কবি রুড‌ইয়ার্ড কিপলিংঐতিহাসিক সিলিপ্রশাসক সিসিল রোড্‌সফ্রান্সের জুলে ফেরি প্রমূখ।

 

 

২৭) সুয়েজ খাল কবে চালু হয়েছিল?

উঃ ১৮৬৯ খ্রিস্টাব্দে।

 

 

২৮) কবে কাদের মধ্যে পলাশীর যুদ্ধ সংঘটিত হয়?

উঃ 1757 খ্রিস্টাব্দে বাংলার নবাব সিরাজ উদদৌল্লা এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে পলাশীর যুদ্ধ সংঘটিত হয়।

 

 

২৯) কবে কাদের মধ্যে বক্সারের যুদ্ধ সংঘটিত হয়?

উঃ 1764 খ্রিস্টাব্দে বাংলার নবাব মীরকাসিম এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে বক্সারের যুদ্ধ সংঘটিত হয়।

 

 

৩০) কোন সন্ধির দ্বারা প্রথম আফিম যুদ্ধের অবসান ঘটে?

উঃ নানকিং সন্ধি। ইংল্যান্ড চীনের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল 1842 খ্রিস্টাব্দে।

 

 

৩১) দ্বিতীয় আফিম যুদ্ধ কবে কাদের মধ্যে অনুষ্ঠিত হয়েছিলো?

উঃ 1856-61 খ্রিস্টাব্দের ইংল্যান্ড চীনের মধ্যে দ্বিতীয় আফিমের যুদ্ধ অনুষ্ঠিত হয়।

 

 

৩২) কোন সন্ধির দ্বারা চীন-জাপান যুদ্ধ অবসান ঘটে?

উঃ শিমোনোসেকির সন্ধি (১৮৯৫)

 

 

৩৩) প্রথম বিশ্বযুদ্ধের আগে ইউরোপে গড়ে ওঠা পরস্পর বিরোধী শক্তি জোটের নাম লেখো।

উঃ ত্রিশক্তি মৈত্রী- ফ্রান্স, ইংল্যান্ড রাশিয়া

ত্রিশক্তি চুক্তি- জার্মানি,ইতালি অস্ট্রিয়া।

 

 

৩৪) প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানির সম্রাট কে ছিলেন?

উঃ কাইজার দ্বিতীয় উইলিয়াম।

 

 

৩৫) প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কি?

উঃ সেরাজেভো শহরে অস্ট্রিয়ার যুবরাজ ফার্দিনান্দ তার স্ত্রী সোফিয়ার হত্যাকান্ড

 

 

৩৬) ভারতে প্রথম রেলপথ স্থাপন করে কোন কোম্পানি কবে?

উঃ গ্রেড ইন্ডিয়ান পেনিনসুলার রেলওয়ে কোম্পানি 1853 খ্রিস্টাব্দে।


https://www.youtube.com/channel/UCj8KZK_eysK_zYaHhQzFhbQ

এই অধ্যায়ের বিস্তারিত জানতে উপরের লিংকে ক্লিক করুন।

                            Thank You

 


Comments

Post a Comment

Popular posts from this blog

নবম শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায়- ফরাসি বিপ্লবের কয়েকটি দিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর।

অষ্টম শ্রেণির পরিবেশ ও বিজ্ঞান বিষয় তাপের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ। অধ্যায়-পঞ্চম * শ্রেণি-অষ্টম * বিষয় পরিবেশ ও বিজ্ঞান।