মাধ্যমিকের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর-প্রতিরোধ ও বিদ্রোহঃ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ, তৃতীয় অধ্যায়।
১) ভারতে কবে অরণ্য বিভাগ গঠিত হয়?
উঃ ১৮৬৪ খ্রিঃ।
২) ভারতের অরণ্য বিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল কে ছিলেন?
উঃ ডিয়েট্রিক ব্রান্ডিস।
৩) ১৮৬৫ খ্রিস্টাব্দের অরণ্য আইন অনুসারে অরণ্যকে কয় ভাগে ভাগ করা হয় ও কি কি?
উঃ তিন ভাগে ভাগ করা হয়।
# সংরক্ষিত, সুরক্ষিত এবং অ শ্রেণী বিভক্ত।
৪) প্রথম চুয়াড় বিদ্রোহ কত খ্রিস্টাব্দে ও কোথায় হয়?
উঃ ১৭৬৭ খ্রিস্টাব্দে ধলভূম এ হয়।
৫) প্রথম চুয়াড় বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন?
উঃ জগন্নাথ ধল।
৬) চুয়াড় বিদ্রোহ কোথায় কোথায় হয়েছিল?
উঃ মেদিনীপুর, বাঁকুড়া ও ধলভূমের বিভিন্ন এলাকায়।
৭) চুয়াড় বিদ্রোহের সময় ভারতের বড়লাট কে ছিলেন?
উঃ লর্ড ওয়েলেসলি।
৮) ১৭৯৮ খ্রিস্টাব্দের চুয়াড় বিদ্রোহের নেতৃত্ব কে দেন?
উঃ দুর্জন সিং।
৯) কোলরা কোথায় বাস করত?
উঃ বর্তমান ঝাড়খণ্ডের ছোটনাগপুর।
১০) কোল বিদ্রোহ প্রথম কোথায় শুরু হয়?
উঃ রাঁচি তে।
১১) কোল বিদ্রোহের সূচনা কবে হয়?
উঃ ১৮৩১-৩২ খ্রিঃ।
১২)কোল বিদ্রোহের নেতার নাম বলো।
উঃ সুই মুন্ডা, সিংরাই মানকি, বুদ্ধু ভগৎ, জোয়া ভগৎ, খাঁদু পাতর প্রমুখ।
১৩)' দামিন-ই-কোহ' কথার অর্থ কি?
উঃ পাহাড়ের প্রান্তদেশ।
১৪) কবে সাঁওতাল বিদ্রোহের সূচনা হয়েছিল?
উঃ ১৮৫৫ খ্রিস্টাব্দের ৩০ শে জুন।
১৫) দিকু কাদের বলা হত?
উঃ আদিবাসী অধ্যুষিত এলাকায় বহিরাগত মহাজনদের আদিবাসীরা দিকু বলতো।
১৬) হুল কী?
উঃ হুল হলো সাঁওতালদের বিদ্রোহ।
১৭) সাঁওতালদের ঐক্যের প্রতীক কি ছিল?
উঃ শালগাছ।
১৮) গিরা কি?
উঃ শালগাছের ডাল।
১৯) সাঁওতাল বিদ্রোহে শামিল হয়েছিল এমন দুটি উপজাতির নাম লেখো।
উঃ 'মাল' ও 'ভুয়ান'।
২০) সাঁওতাল বিদ্রোহ অঞ্চল কোথায় কোথায় ছিল?
উঃ ভাগলপুর, সিংভূম, মুঙ্গের, হাজারীবাগ, বীরভূম এবং মুর্শিদাবাদ।
২১) সাঁওতাল বিদ্রোহের কয়েকজন নেতার নাম লেখ?
উঃ সিধু, কানহু, চাঁদ, ভৈরব ডোমন মাঝি, কালো প্রামাণিক, বীরসিংহ মাঝি, গোছ মাঝি প্রমুখ ব্যক্তিবর্গ।
২২) খেরওয়ারি কি ধরনের আন্দোলন?
উঃ সাঁওতালদের একটি ধর্মীয় আন্দোলন।
২৩) 'The Santal Insurrection of 1855-57' বইটি কার লেখা?
উঃ কালীকিংকর দত্ত।
২৪) কবে কার নেতৃত্বে মুন্ডা বিদ্রোহ শুরু হয়?
উঃ ১৮৯৯ খ্রিস্টাব্দে বিরসা মুন্ডার নেতৃত্বে।
২৫) উলগুলান বলতে কী বোঝায়?
উঃ বিদ্রোহ বা বিশৃঙ্খলা।
২৬) খুৎকাঠি প্রথা কি?
উঃ জমির যৌথ মালিকানা।
২৭) মুন্ডা বিদ্রোহ কোন কোন অঞ্চল জুড়ে হয়েছিল?
উঃ রাঁচি, হাজারীবাগ, ছোটনাগপুর, সিংভূম প্রভৃতি অঞ্চলে।
২৮) কত খ্রিস্টাব্দে কেন ব্রিটিশ সরকার ছোটনাগপুর প্রজাস্বত্ব আইন পাস করে?
উঃ ১৮৯৯ খ্রিস্টাব্দে মুন্ডাদের অভাব-অভিযোগের সুষ্ঠু সমাধানের উদ্দেশ্যে ব্রিটিশ সরকার এই আইন পাস করে।
২৯) মুন্ডা বিদ্রোহের প্রভাবে ওঁরাও সম্প্রদায় কোন আন্দোলন শুরু করেন?
উঃ তানা ভগৎ আন্দোলন।
৩০) 'The Curious History of a Munda Fanatic' বইটির লেখক কে?
উঃ শরৎচন্দ্র রায়।
PART-02
১) কবে কার বিরুদ্ধে রংপুর বিদ্রোহ শুরু হয়?
উঃ ১৭৮৩ খ্রিস্টাব্দে ইজারাদার দেবী সিংহের বিরুদ্ধে রংপুর বিদ্রোহ শুরু হয়।
২) রংপুর বিদ্রোহের দুজন নেতার নাম লেখো।
উঃ নুরুলউদ্দিন ও কেনা সরকার।
৩) ভিল বিদ্রোহ কবে কার নেতৃত্বে সংঘটিত হয়?
উঃ ১৮১৯ খ্রিস্টাব্দে শিউরামের নেতৃত্বে হয়।
৪) উপনিবেশিক ভারতে সংঘটিত প্রথম কৃষক বিদ্রোহ কোনটি?
উঃ সন্ন্যাসী-ফকির বিদ্রোহ।
## সরকারি নথিপত্রের সন্ন্যাসী- ফকির বিদ্রোহ কে 'হিন্দুস্থানের যাযাবর' দের বিদ্রোহ বলা হয়েছে।
৫) সন্ন্যাসী ফকির বিদ্রোহ এর সূচনা হয় কবে? এই বিদ্রোহের দুজন নেতার নাম লেখো।
উঃ ১৭৬৩ খ্রিঃ।
## ভবানী পাঠক এবং মজনু শাহ।
৬) সন্ন্যাসী ফকির বিদ্রোহের কথা কোন উপন্যাস থেকে জানা যায়?
উঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আনন্দমঠ উপন্যাস থেকে।
৭) কবে সন্ন্যাসী বিদ্রোহের অবসান হয়?
উঃ ১৮০০ খ্রিঃ।
৮) তারিখ-ই-মোহাম্মদিয়া কথার অর্থ কি?
উঃ মোহাম্মদ নির্দেশিত পথ।
৯) দার-উল-হারব কথার অর্থ কি?
উঃ শত্রুর দেশ।
১০) ভারতে ওহাবী আন্দোলনের প্রবর্তক কে?
উঃ উত্তরপ্রদেশের রায়বেরেলি সৈয়দ আহমেদ।
১১) বাংলাতে ওয়াহাবি আন্দোলনের নেতৃত্ব কে দেন?
উঃ তিতুমীর।
১২) তিতুমীরের প্রকৃত নাম কি?
উঃ মীর নিসার আলী।
১৩) তিতুমীরের প্রধান সেনাপতির নাম কি?
উঃ গোলাম মাসুম।
১৪) তিতুমীরের বিদ্রোহ আর কি নামে পরিচিত?
উঃ বারাসাত বিদ্রোহ।
১৫) তিতুমীরের জীবনী কারের নাম কি?
উঃ বিহারীলাল সরকার।
১৬) ফরাজি কথার অর্থ কি?
উঃ আল্লাহর নির্দেশ।
১৭) ফরাজি আন্দোলনের প্রবর্তক কে?
উঃ হাজী শরিয়ত উল্লাহ।
১৮) পাবনা বিদ্রোহের ফলে কোন আইন প্রবর্তিত হয়?
উঃ বঙ্গীয় প্রজাস্বত্ব আইন (১৮৮৫ খিঃ)।
১৯) পাবনা বিদ্রোহ কি ধরনের ছিল? একটি কবে সংঘটিত হয়?
উঃ কৃষক বিদ্রোহ।
# ১৮৭০ খ্রিস্টাব্দে।
২০) ভারতের প্রথম নীলকর কে ছিলেন?
উঃ ফরাসি বণিক লুই বোনার্ড।
২১) কে ভারতে প্রথম নীল শিল্পকে গড়ে তোলেন?
উঃ ইংরেজ বণিক কার্ল ব্ল্যাম।
২২) দাদন কথার অর্থ কি?
উঃ অগ্রিম।
২৩) তিন কাঠিয়া প্রথা কোথায় প্রবর্তিত হয়েছিল?
উঃ বিহারের চম্পারন।
২৪) নীল বিদ্রোহ কবে শুরু হয়?
উঃ ১৮৫৯ খ্রিঃ।
২৫) নীল বিদ্রোহ প্রথম কোথায় হয়?
উঃ কৃষ্ণনগরের চৌগাছা গ্রামে।
২৬) নীল বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন?
উঃ বিশ্বনাথ সর্দার যিনি বিশে ডাকাত নামে পরিচিত ছিলেন।
২৭) বাংলাদেশের 'ওয়াট- টাইলার' কাদের বলা হত?
উঃ দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরন বিশ্বাস।
২৮) কলকাতার কোন কোন সংবাদপত্র নীল বিদ্রোহ কে সমর্থন করেছিল?
উঃ হিন্দু প্যাট্রিয়ট, সমাচার চন্দ্রিকা, সমাচার দর্পণ, তত্ত্ববোধিনী প্রভৃতি পত্রিকা।
২৯) নীল বিদ্রোহের কয়েকজন নেতার নাম লেখো?
উঃ দিগম্বর বিশ্বাস, বিষ্ণুচরন বিশ্বাস, বিশ্বনাথ সর্দার, বৈদ্যনাথ সর্দার, মেঘাই সর্দার, রফিক মন্ডল কাদের মোল্লা প্রমুখ ব্যক্তিবর্গ।
৩০) বাংলার নানাসাহেব কাকে বলা হত?
উঃ রামরতন মল্লিক কে।
৩১) অষ্টম আইনে (১৮৬৮খ্রিঃ) কি বলা হয়?
উঃ ১৮৬৮ খ্রিস্টাব্দের অষ্টম আইনে নীল চুক্তি আইন রদ করা হয় এবং বলা হয় নীল চাষ সম্পূর্ণ চাষিদের ইচ্ছার ব্যাপার।
৩২) রম্পা উপজাতীয় বিদ্রোহ কোথায় সংঘটিত হয়?
উঃ গোদাবরী উপত্যকায়।
এই অধ্যায়ের বিষয় বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুন।
Thak you
ReplyDeleteMost welcome
DeleteIt is very helpful sir
ReplyDelete