Posts

ভারতের কয়েকটি আঞ্চলিক শক্তির বিকাশ বিষয় ইতিহাস

Image
  ভারতের কয়েকটি আঞ্চলিক শক্তির বিকাশ Posted by-Abhisek Dutta 1. ঔরঙ্গজেবের মৃত্যুর পর ভারতে কোন কোন আঞ্চলিক শক্তির উৎপত্তি ঘটে? উঃ ঔরঙ্গজেবের মৃত্যুর পর ভারতে বাংলা অযোধ্যা হায়দ্রাবাদ এই তিন আঞ্চলিক শক্তির উৎপত্তি ঘটে। 2. বাংলায় স্বাধীন নবাবী বংশের প্রতিষ্ঠাতা কে করেন? উঃ ঔরঙ্গজেবের বিশ্বস্ত দেওয়ান ও কর্মচারী মুর্শিদকুলি খাঁ। 3. তাঁর পূর্ব নাম কী ছিল? উঃ মহম্মদ হাদি। 4. মুর্শিদকুলি খাঁ উপাধি কে কেন দিয়েছিল? উঃ মহম্মদ হাদি বাংলার দেওয়ান হিসেবে কৃতিত্ব প্রদর্শন করার জন্য ঔরঙ্গজেব তাকে মুর্শিদকুলি খাঁ উপাধি দেন। 5. মুর্শিদকুলি খাঁ র সময় বাংলার সুবাদার বা শাসনকর্তা কে ছিলেন? উঃ আজিম-উস-শান। 6. মুর্শিদকুলি খাঁ তার রাজধানী কোথায় থেকে কোথায় স্থানান্তর করেন? উঃ ঢাকা থেকে মকসুদাবাদে। পরে তাঁর নাম অনুসারে মকসুদাবাদের নাম হয় মুর্শিদাবাদ। 7. কবে মুর্শিদকুলি খাঁ বাংলার সুবাদার নিযুক্ত হন? উঃ 1717 খ্রিষ্টাব্দে। 8. ইজারাদারি ব্যবস্থা বলতে কী বোঝো? উঃ মুর্শিদকুলি খাঁ রাজস্ব বৃদ্ধির উদ্দেশ্যে সমস্ত জায়গীরগুলিকে 'খালিসা' জমি বা সরকারি জমিতে পরিণত করেন। জমি জরিপ করে উৎপাদনের ভিত্তিতে ...

গুপ্ত যুগ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। বিষয়-ইতিহাস

Image
গুপ্ত যুগ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। বিষয়-ইতিহাস  Posted By- Abhisek Dutta ©ABHISEK DUTTA 1. গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে ? উঃ শ্রী গুপ্ত মতান্তরে প্রথম চন্দ্রগুপ্ত  I 2. কোন গুপ্ত সম্রাট পরাক্রমাঙ্ক উপাধি নেন ? উঃ গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্ত সাম্রাজ্য বিস্তারকারী হিসেবে তিনি ছিলেন অপ্রতিরোধ্য। 3. এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন ? উঃ সমুদ্রগুপ্তের সভাকবি হরিষেণ , এতে সমুদ্রগুপ্তের রাজ্য জয়ের বর্ণনা আছে। 4. কোন গুপ্ত সম্রাট কবিরাজ নামে খ্যাত ? উঃ সমুদ্রগুপ্ত।   5. শকারি উপাধি কে গ্রহণ করেছিলেন ?   উঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তিনি পশ্চিম ভারত থেকে শক আধিপত্যের অবসান ঘটান। 6. প্রথম ও শেষ গুপ্ত সম্রাটের নাম কি ? উঃ প্রথম শ্রীগুপ্ত এবং শেষ ছিলেন দ্বিতীয় জীবিত গুপ্ত। 7. গুপ্ত যুগে কোন চীনা পর্যটক ভারতে এসেছিলেন ? উঃ চৈনিক পরিব্রাজক ফা-হিয়েন গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ভারতে আসেন। 8. ফা-হিয়েন এর লেখা গ্রন্থটির নাম কি ? উঃ ফো-কুও-কি I 9. কোন গুপ্ত সম্রাট হূণ আক্রমণ প্রতিরোধে সমর্থ হন ? উঃ স্কন্দগুপ্ত। 10. কোন গুপ্ত শাসক ভা...

উনিশ শতকের বাংলায় সমাজসংস্কার আন্দোলনে ব্রাহ্মসমাজের ভূমিকা আলোচনা করো

Image
উনিশ শতকের বাংলায় সমাজসংস্কার আন্দোলনে ব্রাহ্মসমাজের ভূমিকা আলোচনা করো। Sub: History                     Class-X  Posted By- Abhisek Dutta(Assistant Teacher) ABHISEK DUTTA উনিশ শতকের বাংলায় সমাজসংস্কার আন্দোলনে ব্রাহ্মসমাজের ভূমিকা আলোচনা করো। উঃ ব্রাহ্মসমাজ বলতে বোঝায়  আদি ব্রাহ্মসমাজ, ভারতবর্ষের ব্রাহ্মসমাজ, সাধারণ ব্রাহ্মসমাজ, নববিধান ব্রাহ্মসমাজ  প্রভৃতিকে।  ১৮২৮  খ্রিস্টাব্দে  রাজা রামমোহন রায়  কলকাতায় ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেন। ১৮৩০ খ্রিস্টাব্দে এর নাম হয় ব্রাহ্মসমাজ। রামমোহনের পরবর্তীকালে ব্রাহ্মসমাজের নেতৃত্ব দেন  দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন  প্রমুখ ব্যক্তিবর্গ। উনিশ শতকের সমাজসংস্কার আন্দোলনে নিউ ব্রাহ্মসমাজের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। যথা- কুসংস্কারের বিরোধিতা ও যুক্তিবাদী চিন্তাধারা প্রচারঃ  ব্রাহ্মসমাজ প্রচলিত বিভিন্ন কুসংস্কারের বিরোধিতা করে এবং যুক্তিবাদী চিন্তাধারার প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। জাতিভেদ ও ধর্মীয় গোঁড়ামির বিরোধিতাঃ  হিন্দু স...
Image
Indian Philosophy and the Culture of Spirituality   Posted by-Abhisek Dutta © ABHISEK DUTTA   Indian Philosophy and the Culture of Spirituality According to industry consultant Eugene M. Makar, for example, traditional Indian culture is defined by a relatively strict social hierarchy. He also mentions that from an early age, children are reminded of their roles and places in society. This is reinforced, Makar notes, by the way many believe gods and spirits have an integral and functional role in determining their life. Strict social taboos have governed these groups for thousands of years, claims Makar. In recent years, particularly in cities, some of these lines have blurred and sometimes even disappeared. He writes important family relations extend as far asgotra, the mainly patrilinear lineage or clan assigned to a Hindu at birth. In rural areas & sometimes in urban areas as well, it is common that three or four generations of the family live under the same roof. C...