মাধ্যমিকের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর-বিংশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলনঃ বৈশিষ্ট্য ও পর্যালোচনা ষষ্ঠ অধ্যায়ের ইতিহাস বিষয়ের।
বিংশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলনঃ বৈশিষ্ট্য ও পর্যালোচনা। অধ্যায়-ষষ্ঠ * বিষয়-ইতিহাস * শ্রেণি-দশম। Posted by- Abhisek Dutta © ABHISEK DUTTA Picture Collected from- Google Thank You for Visiting my Blog. ১) কবে বঙ্গভঙ্গ কার্যকর হয়? কে বঙ্গভঙ্গ করেন? উঃ 1905 খ্রিস্টাব্দে 16 অক্টোবর। # বড়লাট লর্ড কার্জন। ২) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে পিছিয়ে ছিল কেন? উঃ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক সমাজ সক্রিয়ভাবে অংশগ্রহণ না করে পিছিয়ে ছিলো এর কারণ গুলি হল- ক) কৃষকদের স্বার্থের সাথে জড়িত এমন কোনো কর্মসূচিতে আন্দোলনে ছিল না। খ) আন্দোলনের নেতৃবর্গের সঙ্গে সরাসরি জমিদার মহাজন শ্রেণীর লোকেরা যুক্ত ছিল। যার জন্য কৃষক সম্প্রদায় এই আন্দোলন থেকে দূরে ছিলেন। ৩) কবে বঙ্গভঙ্গ রদ করা হয়? উঃ 1911 খ্রিস্টাব্দে। ৪) সর্বভারতীয়স্তরে আন্দোলনের পূর্বে গান্ধীজির নেতৃত্বে গুরুত্বপূর্ণ আন্দোলন গুলো কী কী ছিল? উঃ সর্বভারতীয়স্তরে আন্দোলনের পূর্বে গান্ধীজি তিনটি আঞ্চলিক সত্যাগ্রহ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। এগুলি হল- ক) বিহারের চম্পারণ জেলায় নীল চাষের বিরুদ্ধে চাষীদের স্বার্থ রক্ষার জন্য চম্পারন সত্য...