ভারতের কয়েকটি আঞ্চলিক শক্তির বিকাশ বিষয় ইতিহাস
ভারতের কয়েকটি আঞ্চলিক শক্তির বিকাশ Posted by-Abhisek Dutta 1. ঔরঙ্গজেবের মৃত্যুর পর ভারতে কোন কোন আঞ্চলিক শক্তির উৎপত্তি ঘটে? উঃ ঔরঙ্গজেবের মৃত্যুর পর ভারতে বাংলা অযোধ্যা হায়দ্রাবাদ এই তিন আঞ্চলিক শক্তির উৎপত্তি ঘটে। 2. বাংলায় স্বাধীন নবাবী বংশের প্রতিষ্ঠাতা কে করেন? উঃ ঔরঙ্গজেবের বিশ্বস্ত দেওয়ান ও কর্মচারী মুর্শিদকুলি খাঁ। 3. তাঁর পূর্ব নাম কী ছিল? উঃ মহম্মদ হাদি। 4. মুর্শিদকুলি খাঁ উপাধি কে কেন দিয়েছিল? উঃ মহম্মদ হাদি বাংলার দেওয়ান হিসেবে কৃতিত্ব প্রদর্শন করার জন্য ঔরঙ্গজেব তাকে মুর্শিদকুলি খাঁ উপাধি দেন। 5. মুর্শিদকুলি খাঁ র সময় বাংলার সুবাদার বা শাসনকর্তা কে ছিলেন? উঃ আজিম-উস-শান। 6. মুর্শিদকুলি খাঁ তার রাজধানী কোথায় থেকে কোথায় স্থানান্তর করেন? উঃ ঢাকা থেকে মকসুদাবাদে। পরে তাঁর নাম অনুসারে মকসুদাবাদের নাম হয় মুর্শিদাবাদ। 7. কবে মুর্শিদকুলি খাঁ বাংলার সুবাদার নিযুক্ত হন? উঃ 1717 খ্রিষ্টাব্দে। 8. ইজারাদারি ব্যবস্থা বলতে কী বোঝো? উঃ মুর্শিদকুলি খাঁ রাজস্ব বৃদ্ধির উদ্দেশ্যে সমস্ত জায়গীরগুলিকে 'খালিসা' জমি বা সরকারি জমিতে পরিণত করেন। জমি জরিপ করে উৎপাদনের ভিত্তিতে ...