Posts

Showing posts from August, 2020

পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণ অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সপ্তম শ্রেণি পরিবেশ ও বিজ্ঞান বিষয়।

Image
  পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণ। অধ্যায়-সপ্তম * বিষয়-পরিবেশ ও বিজ্ঞান * শ্রেণি-সপ্তম। ১) আবহাওয়া কাকে বলে? উঃ কোন একটি নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ের সর্বদা পরিবর্তনশীল, গতিময় বায়ুমণ্ডলীয় অবস্থানকে আবহাওয়া বলে। ২) জলবায়ু কাকে বলে? উঃ কোন বিস্তীর্ণ অঞ্চল জুড়ে নির্দিষ্ট সময়ের আবহাওয়ার গড় অবস্থানকে জলবায়ু বলা হয়। জলবায়ু  প্রকৃতিতে স্থায়ী হয় এবং সাধারণত তেমন কোনো পরিবর্তন ঘটে না। ৩) গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন কাকে বলে? বিশ্ব উষ্ণায়নের ফলাফলগুলি লেখো। উঃ বিশ্ব উষ্ণায়নঃ বায়ুমন্ডলের পুরু গ্যাসীয় পদার্থের স্তর ভেদ করে বিকিরিত তাপ মহাকাশে ফিরে যেতে না পেরে ভূপৃষ্ঠে আবদ্ধ হয় এবং এর ফলে সমস্ত পৃথিবীতে যে ক্রমবর্ধমান তাপমাত্রা যুক্ত অবস্থা তৈরি হয় তাকে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং বলে। বিশ্ব উষ্ণায়নের ফলাফলঃ  ক) হিমবাহ ও মেরু প্রদেশের বরফ গলে সমুদ্রের জলতলের উচ্চতা বৃদ্ধি পাবে ফলে সমুদ্র উপকূলবর্তী দেশ ও অঞ্চলগুলি জলের নিচে ডুবে যাবে। খ) বরফগলা জলে পুষ্ট নদীগুলি ধীরে ধীরে শুকিয়ে যাবে। গ) বায়ুমণ্ডলীয় চাপের পরিবর্তনের ফলে বিভিন্ন প্রাকৃতিক

সংস্কারঃ বৈশিষ্ট্য ও পর্যালোচনা অধ্যায়ের ২ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর মাধ্যমিক

Image
সংস্কারঃ বৈশিষ্ট্য ও পর্যালোচনা। দ্বিতীয় অধ্যায় * শ্রেণি-দশম বিষয়-ইতিহাস। ২  নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। মাধ্যমিক উচ্চমাধ্যমিক প্রতিযোগিতামূলক পরীক্ষা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পাওয়ার জন্য ব্লগটি ফলো করুন। ২ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরঃ ১) গ্রামবার্ত্তা প্রকাশিকা কেন ব্যতিক্রমী পত্রিকা ছিল? উঃ হরিনাথ মজুমদার বা ' কাঙাল হরিনাথ'  দ্বারা প্রকাশিত ও সম্পাদিত গ্রামবার্ত্তা প্রকাশিকা ছিল একটি ব্যতিক্রমী পত্রিকা। কারণ- ক) এই পত্রিকাটি ছিল গ্রামীণ সংবাদপত্রের জনক। খ) তৎকালীন সময়ে সমস্ত পত্রপত্রিকা কলকাতা থেকে প্রকাশিত হতো। ওইসব পত্রপত্রিকায় শহরের শিক্ষিত মধ্যবিত্ত  সম্প্রদায়ের চিন্তাধারা প্রতিফলন দেখা যেত। কিন্তু গ্রামবার্ত্তা প্রকাশিকা সর্বপ্রথম গ্রাম থেকে প্রকাশিত হয়েছিল। গ) এই পত্রিকায় প্রান্তিক অঞ্চলের মানুষদের দুঃখ-দুর্দশা, নীলকরদের অত্যাচার, শোষণের কথা তুলে ধরা হতো।           প্রচলিত পত্রিকাগুলোর মত গতানুগতিক সংবাদ প্রকাশ না করে সম্পূর্ণ ভিন্ন সংবাদ গ্রামের মানুষদের কথা প্রকাশ করত এই কারণেই গ্রামবার্ত্তা প্রকাশিকা একটি ব্যতিক্রমী পত্রিকা ছিল। হরিনাথ মজুমদার

অণুজীবের জগৎ অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, পরিবেশ ও বিজ্ঞান *শ্রেণি-অষ্টম।

Image
অণুজীবের জগৎ অধ্যায়-সপ্তম * বিষয়-পরিবেশ ও বিজ্ঞান * শ্রেণি-অষ্টম।  ১)  অণুজীব বা মাইক্রোবস কাকে বলে? উঃ পরিবেশে অবস্থানরত খালি চোখে দেখা যায় না এমন জীবদের আণুবীক্ষণিক জীবদের অণুজীব বা মাইক্রোবস বলে। যেমন- ব্যাকটেরিয়া। অনুজীবের চিত্র ২) অণুজীবরা প্রধানত কয় প্রকার ও কী কী? উঃ অণুজীবরা প্রধানত চার প্রকারের। যথা- ক) ব্যাকটেরিয়া (মোনেরা)- এশ্চেরিচিয়া কোলাই, ল্যাকটোব্যাসিলাস। খ) আদ্যপ্রাণী (প্রোটিস্টা)- অ্যামিবা, প্যারামেসিয়াম। গ) ছত্রাক (ফাংগি)- মিউকর, পেনিসিলিয়াম ও অ্যাগারিকাস। ঘ) শৈবাল (প্লান্টি)- ক্ল্যামাইডোমোনাস, ভলভক্স স্পাইরোগাইরা। ৩) ব্যাকটেরিয়াদের ভালোভাবে দেখতে হলে কী করতে হয়? উঃ গ্রাম রঞ্জক দ্বারা রঞ্জিত করতে হয়। ৪) এমন একটি অণুজীবের নাম লেখো যে কম অক্সিজেন ঘনত্ব বেঁচে থাকতে পারে। উঃ ঈস্ট । ৫) হাইফি কী? উঃ বহুকোশী ছত্রাকের দেহ যে অসংখ্য সরু সুতোর মতো অংশ দিয়ে তৈরি হয়, তার নাম হলো হাইফি। ৬) ভাইরাস কথার অর্থ কী? উঃ ল্যাটিন শব্দ ভাইরাস কথার অর্থ হল বিষ । ৭) কোন বিজ্ঞানী প্রথম বসন্ত রোগের কথা বলেন? উঃ বিজ্ঞানী এডওয়ার্ড জেনার।   এড‌ওয়ার্ড জেনার ৮) আদ্যপ্রাণীরা কোন কোন অ