পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণ অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সপ্তম শ্রেণি পরিবেশ ও বিজ্ঞান বিষয়।
পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণ। অধ্যায়-সপ্তম * বিষয়-পরিবেশ ও বিজ্ঞান * শ্রেণি-সপ্তম। ১) আবহাওয়া কাকে বলে? উঃ কোন একটি নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ের সর্বদা পরিবর্তনশীল, গতিময় বায়ুমণ্ডলীয় অবস্থানকে আবহাওয়া বলে। ২) জলবায়ু কাকে বলে? উঃ কোন বিস্তীর্ণ অঞ্চল জুড়ে নির্দিষ্ট সময়ের আবহাওয়ার গড় অবস্থানকে জলবায়ু বলা হয়। জলবায়ু প্রকৃতিতে স্থায়ী হয় এবং সাধারণত তেমন কোনো পরিবর্তন ঘটে না। ৩) গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন কাকে বলে? বিশ্ব উষ্ণায়নের ফলাফলগুলি লেখো। উঃ বিশ্ব উষ্ণায়নঃ বায়ুমন্ডলের পুরু গ্যাসীয় পদার্থের স্তর ভেদ করে বিকিরিত তাপ মহাকাশে ফিরে যেতে না পেরে ভূপৃষ্ঠে আবদ্ধ হয় এবং এর ফলে সমস্ত পৃথিবীতে যে ক্রমবর্ধমান তাপমাত্রা যুক্ত অবস্থা তৈরি হয় তাকে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং বলে। বিশ্ব উষ্ণায়নের ফলাফলঃ ক) হিমবাহ ও মেরু প্রদেশের বরফ গলে সমুদ্রের জলতলের উচ্চতা বৃদ্ধি পাবে ফলে সমুদ্র উপকূলবর্তী দেশ ও অঞ্চলগুলি জলের নিচে ডুবে যাবে। খ) বরফগলা জলে পুষ্ট নদীগুলি ধীরে ধীরে শুকিয়ে যাবে। গ) বায়ুমণ্ডলীয় চাপের পরিবর্তনের ফলে বিভি...