Posts

Showing posts from July, 2020

মাধ্যমিকের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর-বিংশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলনঃ বৈশিষ্ট্য ও পর্যালোচনা ষষ্ঠ অধ্যায়ের ইতিহাস বিষয়ের।

Image
বিংশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলনঃ বৈশিষ্ট্য ও পর্যালোচনা। অধ্যায়-ষষ্ঠ * বিষয়-ইতিহাস * শ্রেণি-দশম। Posted by- Abhisek Dutta © ABHISEK DUTTA Picture Collected from- Google Thank You for Visiting my Blog. ১) কবে বঙ্গভঙ্গ কার্যকর হয়? কে বঙ্গভঙ্গ করেন? উঃ 1905 খ্রিস্টাব্দে 16 অক্টোবর। # বড়লাট লর্ড কার্জন। ২) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে পিছিয়ে ছিল কেন? উঃ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক সমাজ সক্রিয়ভাবে অংশগ্রহণ না করে পিছিয়ে ছিলো এর কারণ গুলি হল- ক) কৃষকদের স্বার্থের সাথে জড়িত এমন কোনো কর্মসূচিতে আন্দোলনে ছিল না। খ) আন্দোলনের নেতৃবর্গের সঙ্গে সরাসরি জমিদার মহাজন শ্রেণীর লোকেরা যুক্ত ছিল। যার জন্য কৃষক সম্প্রদায় এই আন্দোলন থেকে দূরে ছিলেন। ৩) কবে বঙ্গভঙ্গ রদ করা হয়? উঃ 1911 খ্রিস্টাব্দে। ৪) সর্বভারতীয়স্তরে আন্দোলনের পূর্বে গান্ধীজির নেতৃত্বে গুরুত্বপূর্ণ আন্দোলন গুলো কী কী ছিল? উঃ সর্বভারতীয়স্তরে আন্দোলনের পূর্বে গান্ধীজি তিনটি আঞ্চলিক সত্যাগ্রহ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। এগুলি হল- ক) বিহারের চম্পারণ জেলায় নীল চাষের বিরুদ্ধে চাষীদের স্বার্থ রক্ষার জন্য চম্পারন সত্য

দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর। নবম শ্রেণির ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ষষ্ঠ অধ্যায়।

Image
দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর ষষ্ঠ-অধ্যায় * বিষয়- ইতিহাস * শ্রেণী নবম। ১) নাৎসি বাইবেল কোন ব‌ইকে বলা হয়? এটি কার লেখা? উঃ 'মেইন ক্যাম্প' (Mein Kampf) বইটিকে নাৎসি দলের বাইবেল বলা হয়। এটি অ্যাডলফ হিটলারের লেখা। ব‌ইটি 1925 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। অ্যাডলফ হিটলার 2) কে নিজেকে ফুয়েরার বলে প্রচার করেন? উঃ ফুয়েরার কথার অর্থ হল প্রধান নেতা বা দলনেতা । অ্যাডলফ হিটলার নিজেকে ফুয়েরার বলে প্রচার করেন। ৩) রোমেল কে ছিলেন? উঃ জার্মান চ্যান্সেলর হিটলারের বিশ্বস্ত সেনাপতি ছিলেন রোমেল। হিটলার তাকে ইতালির সাহায্য করতে উত্তর আফ্রিকা পাঠান। রোমেল ৪) মুসোলিনির বৈদেশিক নীতির উদ্দেশ্যগুলি কী ছিল? উঃ ইটালির শাসক মুসোলিনির বৈদেশিক নীতির উদ্দেশ্যগুলি হল- ক) আন্তর্জাতিক ক্ষেত্রে যুদ্ধনীতি গ্রহণ করে নিজের ক্ষমতা অটুট রাখা। খ) বেকার যুবকদের সামরিক কাজে নিযুক্ত করে কর্মসংস্থান বৃদ্ধি ও সামরিক বাহিনীকে শক্তিশালী করে তোলা। গ) আন্তর্জাতিক ক্ষেত্রে ইতালি শক্তি ও মর্যাদা বৃদ্ধি করা। মুসোলিনি ৫) নেটিউনো চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? উঃ 1925 খ্রিস্টাব্দে ইটালি ও ইউগোস্লাভিয়ার মধ্যে স্বাক্ষরিত হয়।

উচ্চ মাধ্যমিকের ঊনবিংশ শতকের উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ সংস্থাপন অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

Image
Posted by- Abhisek Dutta                    Assistant Teacher © ABHISEK DUTTA Picture Collected from- Google Thank You for Visiting Blog. ঊনবিংশ শতকের উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ সংস্থাপন। অধ্যায়-দ্বিতীয় * শ্রেণী-দ্বাদশ *  বিষয়-ইতিহাস। 1) জন কার্টিয়ার কে ছিলেন? উঃ ফরাসি নাবিক। 2) 'ব্ল্যাক গোল্ড' কী? উঃ পোর্তুগিজরা গোলমরিচ কে ব্ল্যাক গোল্ড বলতো। 3) অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কোন মহাদেশকে বলা হয়? উঃ আফ্রিকা। 4) আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন কারা করেছিল? উঃ পোর্তুগিজ। 5) ভাস্কো দা গামা ভারতের কোন বন্দরে প্রথম আসেন? উঃ 1498 খ্রিস্টাব্দে ভারতের পশ্চিম উপকূলের কালিকট বন্দরে। ভাস্কো ডাগামা  6) ভারতের কোন রাজ্যে প্রথম ইংরেজরা রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে? উঃ বাংলা। 7) ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে কার কাছ থেকে দস্তক লাভ করে? উঃ 1717 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ফারুখশিয়ার কাছ থেকে। 8) কোন সময় কালকে ভৌগোলিক আবিষ্কারের যুগ বলা হয়? উঃ খ্রীষ্টীয় পঞ্চদশ শতকে। 9) কে আমেরিকা মহাদেশ আবিষ্কার করেন? উঃ ক্রিস্টোফার কলম্বাস 1492 খ্রিস্টাব্দে। ক্রিস্টোফার কলম্বাস 11) কার নাম অনুসারে আমেরিকা মহাদেশের