নবম শ্রেণির গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর অধ্যায় পঞ্চমঃ বিংশ শতকে ইউরোপ। বিষয়-ইতিহাস।
ইতিহাসের পাঠশালা। Part-02 শ্রেণি-নবম * বিষয়-ইতিহাস । পঞ্চম অধ্যায়ঃ বিংশ শতকে ইউরোপ । © অভিষেক দত্ত সহঃ শিক্ষক ডাঃ সুধাকৃষ্ণ উচ্চ বিদ্যালয় (উঃ মাঃ) ১) মরক্কো সংকট কী? উঃ ইঙ্গ ফরাসি চুক্তির দ্বারা আফ্রিকার উত্তর-পশ্চিমাংশে অবস্থিত খনিজ সম্পদ সমৃদ্ধ ও মুসলিম জাতি অধ্যুষিত মরক্কোয় ফ্রান্সের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। জার্মান কাইজার দ্বিতীয় উইলিয়াম এই আধিপত্যের প্রতিবাদ করে নিজেকে মরক্কোর 'মুসলিমদের রক্ষাকর্তা ' হিসাবে ঘোষণা করেন এবং সেখানকার তাঞ্জিয়ান বন্দরে হাজির হন। ফলে ফ্রান্স ও জার্মানির মধ্যে যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়। এটি মরক্কো সংকট নামে পরিচিত। ২) প্রথম বিশ্বযুদ্ধের আগে ইউরোপে কোন কোন শক্তি জোট গড়ে ওঠে? উঃ প্রথম বিশ্বযুদ্ধের আগে ইউরোপ দুটি সশস্ত্র শক্তির জোটে বিভক্ত হয়ে পড়ে। এগুলি হল- 1] ত্রিশক্তি চুক্তি বা ট্রিপল অ্যালায়েন্সঃ জার্মানি, অস্ট্রিয়া ও ইটালি কে নিয়ে গঠিত হয়েছিল। 2] ত্রিশক্তি মৈত্রী বা ট্রিপল আঁতাতঃ ইংল্যান্ড ফ্রান্স ও রাশিয়া কে নিয়ে গঠিত হয়েছিল। ৩) সশস্ত্র শান্তির যুগ কোন সময়কালকে এবং কেন বলা হয়? উঃ 1871 খ্রিস্টাব্দ থেকে ...