Posts

উচ্চ মাধ্যমিক ইতিহাস বিষয়ের পঞ্চম অধ্যায়ঃ ঔপনিবেশিক ভারতের শাসন গুরুত্বপূর্ণ MCQ ও SAQ

Image
  উচ্চ মাধ্যমিক ইতিহাস বিষয়ের পঞ্চম অধ্যায়ঃ ঔপনিবেশিক ভারতের শাসন গুরুত্বপূর্ণ MCQ ও SAQ Posted By- Abhisek Dutta Thank you for visiting my blog পঞ্চম অধ্যায়ঃ ঔপনিবেশিক ভারতের শাসন।   শ্রেণি-দ্বাদশ * বিষয়-ইতিহাস 1. কোন আইন দ্বারা ভারত সচিব ও ভাইসরয় পদের সৃষ্টি হয়? উঃ 1858 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের দ্বারা। 2. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় বসেছিল? উঃ বোম্বাইতে। 3. 1909 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন কি নামে পরিচিত? উঃ মর্লে মিন্টো সংস্কার আইন। 1909 খ্রিস্টাব্দে এটি প্রবর্তিত হয়। 4. 1909 খ্রিস্টাব্দে ভারতের ভাইসরয় কে ছিলেন? উঃ লর্ড মিন্টো। 5. পৃথক নির্বাচনের নীতি প্রবর্তিত হয় কোন আইনের দ্বারা? উঃ 1909 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন দ্বারা। 6. কেন্দ্রের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠনের কথা বলা হয় কোন আইনের দ্বারা? উঃ মন্টেগু-চেমসফোর্ড আইনের দ্বারা। 7. ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদের প্রথম ভারতীয় সদস্য কে ছিলেন? উঃ সত্যেন্দ্রপ্রসন্ন সিংহ। 8. কোন আইনের দ্বারা ভারতে একটি যুক্তরাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় 1935 খ্রিস্টাব্দের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট দ্বারা। 9. গ

উচ্চ মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায়ঃ সাম্রাজ্যবাদী আধিপত্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া।

Image
  উচ্চ মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায়ঃ সাম্রাজ্যবাদী আধিপত্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া। Posted By- Abhisek Dutta Thank You for Visiting my Blog.    গুরুত্বপূর্ণ MCQ & SAQ  1. কোন পত্রিকায় সর্বপ্রথম বাঙালি মধ্যবিত্তদের কথা বলা হয়? উঃ বঙ্গদূত। 2. কে কবে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন? উঃ বড়লাট ওয়ারেন হেস্টিং এর উদ্যোগে 1781 খ্রিস্টাব্দে আরবি ফারসি ভাষা, ইসলামিক আইন কানুন ইত্যাদি বিষয়ে শিক্ষাদানের উদ্দেশ্যে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। 3. কে কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? উঃ স্যার উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। 4. কে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন? উঃ লর্ড ওয়েলেসলি। 5. প্রথম বাংলা সংবাদপত্রের নাম কী ছিলে? উঃ সমাচার দর্পণ। 6. জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন এর বর্তমান নাম কী? উঃ স্কটিশ চার্চ কলেজ। 7. পটলডাঙ্গা একাডেমির বর্তমান নাম কী? উঃ হেয়ার স্কুল। 8. হিন্দু কলেজের বর্তমান নাম কী? উঃ প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। 9. হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়  উঃ 1817 খ্রিস্টাব্দে। 10. কমিটি অফ পাবলিক ইন্সট্রাকশনের সভাপতি কে ছিলেন? উঃ টমাস ব্যা

CUET Subject- History Unit VII: New Architecture: Hampi

Image
 Thank You for visiting my Blog Posted by- Abhisek Dutta CUET (Common University Entrance Test) Subject- History Unit VII: New Architecture: Hampi 1.       Which traveller compared the Vijayanagara Empire with Rome?   Ans. Domingo Paes 2.       The Vijayanagara Kings signed all the royal orders under the name of which God?   Ans.Virupaksha                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                       

CUET Subject – History Unit VI: The Mughal Court: Reconstructing Histories through Chronicles

Image
 Thank You for visiting my Blog Posted By- Abhisek Dutta CUET (COMMON UNIVERSITY ENTRANCE ENTRANCE TEST)              Subject – History        Unit VI: The Mughal Court: Reconstructing Histories through Chronicles 1.        What was the original name of the king Babur?   Ans. Zahiruddin Babur 2.        Who was the successor of the Babur, expanded those frontiers but lost to Sher Shah and went to exile?   Ans. Humayun 3.        Who is known as greatest of all the Mughals, who not only expanded the empire but also consolidated making it richest and strongest empire of that time?   Ans. Akbar 4.        Translations of Sanskrit texts such as the Mahabharata and the Ramayana into Persian were done by the Mughal emperors. What was the name of translated version of Mahabharata book?   Ans. Razmnama 5.        Who are involved in the making of Manuscripts?   Ans. Paper makers, Gliders, Painters & Book Binders 6.        Mir Sayyid Ali, and Abdus Samad were the two f