Posts

Showing posts from August, 2023

উচ্চ মাধ্যমিক ইতিহাস ষষ্ঠ অধ্যায়- দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশসমূহ।

Image
  শ্রেণি-দ্বাদশ * বিষয়- ইতিহাস ষষ্ঠ অধ্যায়- দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশসমূহ।  Posted By- Abhisek Dutta 1. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি কে ছিলেন? উঃ রুজভেল্ট।  2. দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর সময় ভারতের ভাইসরয় বা বড়লাট কে ছিলেন?  উঃ লিনলিথগো।  3. লিনলিথগো প্রস্তাব কবে ঘোষিত হয়?  উঃ 1940 খ্রিস্টাব্দের 8 আগস্ট।  4. কংগ্রেসের ওয়ার্কিং কমিটি লিনলিথগো প্রস্তাব কোন অধিবেশনে প্রত্যাখ্যান করেন?  উঃ ওয়ার্ধা অধিবেশনে।  5. মুসলিম লীগের কোন অধিবেশনে পাকিস্তান প্রস্তাব করা হয়?  উঃ লাহোর।  6. পাকিস্তান দাবি সর্বপ্রথম কে উত্থাপন করেছিল? উঃ চৌধুরী রহমত আলী।  7. ক্রিপস মিশন কবে ভারতে আসে?  উঃ1942 খ্রিস্টাব্দে 23 শে মার্চ।  8. ক্রিপস মিশন যখন ভারত এসেছিল তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন?  উঃ উইনস্টন চার্চিল।  9. ক্রিপস প্রস্তাবকে সমর্থন জানিয়েছিল ভারতের কোন রাজনৈতিক দল?  উঃ র‍্যাডিকেল ডেমোক্রেটিক পার্টি। 10. র্্যাডিকেল ডেমোক্রেটিক পার্টির প্রতিষ্ঠাতা কে?  উঃ মানবেন্দ্রনাথ রায়।  11...

একাদশ শ্রেণি * বিষয়- ইতিহাস * তৃতীয় অধ্যায়- রাষ্ট্রের বিবর্তনঃ শাসন পদ্ধতি এবং প্রতিষ্ঠানের ধারণা।

  একাদশ শ্রেণি বিষয়- ইতিহাস তৃতীয় অধ্যায়- রাষ্ট্রের বিবর্তনঃ শাসন পদ্ধতি এবং প্রতিষ্ঠানের ধারণা।  1. প্রাচীনকালে কোন দেশে পলিসের বিকাশ ঘটে?  উঃ গ্রিসে।  2. গ্রিসের দুইটি গুরুত্বপূর্ণ পলিসের নাম লেখো।  উঃ এথেন্স ও স্পার্টা।  3. পলিস শব্দের অর্থ কী?  উঃ গ্রিক শব্দ পলিসের অর্থ হলো নগররাষ্ট্র।  4. রিপাবলিক গ্রন্থে লেখক কে?  উঃ প্লেটো।  5.The Ancient Greeks গ্রন্থের লেখক কে?  উঃ ফিনলে।  6. প্লেটোর মতে একটি আদর্শ পলিশের জনসংখ্যা কত হওয়া উচিত?  উঃ 5000. 7. অ্যাক্রোপলিস কী?  উঃ গ্রিসের পাহাড়ের উপর দুর্গের মত সুদৃঢ় শাসন কেন্দ্রকে অ্যাক্রোপলিস বলা হয়। 8. এথেন্সের শাসন কাঠামো কেমন ছিল?  উঃ গণতান্ত্রিক।  9. প্রাচীন এথেন্সের আদালত কে কী বলা হত? উঃ হেলাইয়া।  10. গণতান্ত্রিক এথেন্সের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?  উঃ সোলন।  11. আরকন কারা?  উঃ এথেন্সে ম্যাজিস্ট্রেটদের আরকন বলা হতো।  12.স্পার্টার সমাজের সর্বোচ্চ স্থানে কে প্রতিষ্ঠিত ছিলেন?  উঃ স্পার্টান।  13. স্পার্টার স্বাধীন নাগরিকদে...