উচ্চ মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায়ঃ সাম্রাজ্যবাদী আধিপত্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া।
উচ্চ মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায়ঃ সাম্রাজ্যবাদী আধিপত্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া। Posted By- Abhisek Dutta Thank You for Visiting my Blog. গুরুত্বপূর্ণ MCQ & SAQ 1. কোন পত্রিকায় সর্বপ্রথম বাঙালি মধ্যবিত্তদের কথা বলা হয়? উঃ বঙ্গদূত। 2. কে কবে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন? উঃ বড়লাট ওয়ারেন হেস্টিং এর উদ্যোগে 1781 খ্রিস্টাব্দে আরবি ফারসি ভাষা, ইসলামিক আইন কানুন ইত্যাদি বিষয়ে শিক্ষাদানের উদ্দেশ্যে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। 3. কে কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? উঃ স্যার উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। 4. কে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন? উঃ লর্ড ওয়েলেসলি। 5. প্রথম বাংলা সংবাদপত্রের নাম কী ছিলে? উঃ সমাচার দর্পণ। 6. জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন এর বর্তমান নাম কী? উঃ স্কটিশ চার্চ কলেজ। 7. পটলডাঙ্গা একাডেমির বর্তমান নাম কী? উঃ হেয়ার স্কুল। 8. হিন্দু কলেজের বর্তমান নাম কী? উঃ প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। 9. হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয় উঃ 1817 খ্রিস্টাব্দে। 10. কমিটি অফ পাবলিক ইন্সট্রাকশনের সভাপত...