Posts

প্রাইমারি টেটের পরিবেশ বিদ্যা বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। (EVS FOR PRIMARY TET)

Image
প্রাইমারি টেটের পরিবেশ বিদ্যা বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর । (EVS FOR PRIMARY TET) ১ ) সম্পূর্ণ নাম লেখঃ BOD- Biochemical Oxygen Demand. COD- Chemical Oxygen Demand. ২ ) প্রাথমিক বায়ু দূষক গুলি কি কি ? উঃ SO 2 , CO, H 2 S, N 2 O ইত্যাদি । ৩ ) গৌণ বায়ু দূষক গুলি কি কি ? উঃ PAN ( Polyacrylonitrile), অ্যালডিহাইড নাইট্রেট ইত্যাদি । ৪ ) দূষণমুক্ত কয়েকটি শক্তির নাম লেখ । উঃ সৌরশক্তি , বায়ুশক্তি , কোটাল শক্তি , সৌর তড়িৎ শক্তি ইত্যাদি । ৫ ) কোটাল শক্তি কি ? উঃ জোয়ার ভাটার সময় জলের উষ্ণতার শক্তিকে কাজে লাগিয়ে যে বিদ্যুৎ উৎপন্ন করা হয় তাকে কোটাল শক্তি বলে । ৬ ) শিল্প বিপ্লবের পূর্বে বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত ছিল ? উঃ 280 PPM (Parts Per Million) ৭ ) Black Foot রোগ কেন হয় ? উঃ আর্সেনিক দূষণের জন্য । ৮ ) CFC এর একটি উৎসের নাম লেখ । উঃ শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র হিমায়ক গ্যাস থেকে । ৯ ) পরিবেশ আইন কাকে বলে ? উঃ পরিবেশ দূষণ প্রতিরোধের জন্য প্রণীত আইন গুলিকে বলা হয় পরিবেশ আইন । ১০ ) পরি...