Posts

উচ্চ মাধ্যমিক অতীতকে স্মরণ প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

Image
প্রথম অধ্যায় :  অতীতকে স্মরণ । বিষয় - ইতিহাস  *  শ্রেণী - দ্বাদশ ১ ) ইতিহাস বলতে কী বোঝায় ? উঃ অতীতের কাহিনীর বিশ্লেষণ।     ২ ) জনশ্রুতির কাহিনীগুলি সংগ্রহের প্রথম উদ্যোগ কোন দেশে নেওয়া হয় ? উঃ জার্মানিতে ।     ৩ ) জনশ্রুতি কাকে বলে ? উঃ যেসব ঐতিহাসিক বিবরণে কোন তথ্য এবং সাল - তারিখের যথাযথ প্রমাণ থাকে না , তাকে জনশ্রুতি বলে। জনশ্রুতিকে 5 ভাগে ভাগ করা যায়। যথা - i) পৌরাণিক কাহিনী ii) কিংবদন্তি iii) লোককথা iv) স্মৃতিকথা ও v) মৌখিক ঐতিহ্য।     ৪ ) গ্রিম ভ্রাতৃদ্বয় কারা ? উঃ জার্মানির   জেকব ও উইলহেম গ্রিম নামের দুই ভাই একত্রে গ্রিম ভ্রাতৃদ্বয় নামে পরিচিত। এরা প্রথম জনশ্রুতি সংকলনের উদ্যোগ নিয়েছিলেন।     ৫ ) পুরাণ বিষয়ক বিদ্যাকে কি বলা হয় ? উঃ মাইথোলজি ।     ৬ ) পৌরাণিক কাহিনী বা মিথ বলতে কী বোঝা ? উঃ প্রাগৈতিহাসিক যুগের বিভিন্ন কাহিনী বা ঘটনার বিবরণ যে ঐতিহাসিক উপাদানগুলিতে তুলে ধরা হয় , তাকে পৌরাণিক কাহিনী বা মিথ বলে। এটি স